নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

শ্রেষ্ঠ ব্লগার হিসেবে পুরস্কার পাওয়ার পর \'বিচারমানি তালগাছ আমার\'...

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৯



১. ব্লগ কর্তৃপক্ষ এ বছরের শ্রেষ্ঠ ব্লগার হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ব্লগারদের নাম ঘোষণা করল। তার মধ্যে একটাতে নাম এল 'বিচারমানি তালগাছ আমার' ব্লগারের। কিন্তু এই সিদ্ধান্ত পছন্দ হল না 'কখগ' ব্লগারের। তিনি ব্লগে লিখলেন -

“'বিচারমানি'র বাংলা ব্লগে তেমন অবদান নেই। তার চেয়ে বেশী অবদান চাঁদগাজী, রাজীব নুর, সোনাবীজ, হাসান মাহবুব, অমি পিয়াল, নীল সাধু প্রমুখদের। বিচারমানি'র উচিত এই পুরস্কার গ্রহণ না করা। যেন, যোগ্য কাউকে এই পুরস্কার দেয়া হয়। এই সংস্কৃতির চর্চা এখন থেকেই শুরু হোক ”।
২. বিচারমানি এখন কী করবে? প্রথমেই তাকে একটা জবাব দিতে হবে। বিচারমানি লিখলেন -
“ বাংলা ব্লগ শুরুর আগে অনলােইনে যখন ডিসকাশন ফোরাম, বুলেটিন বোর্ড ছিল তখনকার পরিচিত আমি। 'কখগ' তো আমার সমসাময়িক নয়। তারপরও জুনিয়র হিসেবে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলাম। এ ব্যপারে আর কোন মন্তব্য করব না।”

৩.
ক. বিচারমানি যদি লবিং-এর মাধ্যমে এই পুরস্কার জিতে, তাহলে তিনি এই পুরস্কার ফেরত দেয়া মানে লবিস্টদের সাথে তার সম্পর্ক খারাপ হওয়া এবং তারপর আরো অনেক থলের বিড়াল বের হওয়ার আশংকা। কাজেই চুপ থাকাই শ্রেয়...
খ. এই পুরস্কার গ্রহণ না করলে লবিস্টদের পাশাপাশি ব্লগ কর্তৃপক্ষের উপরও সবাই বিরূপ প্রতিক্রিয়া জানাবে। সচেতন ব্লগার হিসেবে ‘বিচারমানি’ চাইবে না, ব্লগ কর্তৃপক্ষের সমালোচনা হোক, ইমেজ নষ্ট হোক। তাই চুপ থাকাই শ্রেয়...
গ. আর যদি সত্যিই এই পুরস্কারের ব্যপারে ‘বিচারমানি’র কোন হাত না থেকে থাকে, তাহলে এই সম্মানকে গুরুত্ব দিয়ে গ্রহণ করাই উচিত হবে...

৪. এবার নিরপেক্ষ দৃষ্টিতে মন্তব্য করুন, ‘কখগ’ ব্লগারের ঐ লেখা পোস্ট করা কি উচিত হয়েছে? ‘বিচারমানি’র জায়গায় আপনি হলে কী করতেন?

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৯

বাউন্ডেলে বলেছেন: ক্যমনে কি ?

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কনটেক্সট-এর জন্য গুগল সার্চ করুন...

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: হু কেয়ারস্???
পুরষ্কার পায়া গ্যাছে, দ্যাট্‌স ইট।

কে পাওয়া উচিত ছিলো, কে পাওয়া উচিত না এত গবেষণার কি কাম?

'বিচারমানি তালগাছ আমার'-কে অভিনন্দন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই...

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: সামুতে নাম্বার ওয়ান হচ্ছে চাঁদগাজী/সোনাগাজী।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নো ডাউট...

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১

ধুলো মেঘ বলেছেন: শুভ্রদেবের গান নিয়ে ছোটবেলায় আমরা অনেক ট্রল করতাম। তাই বাংলা গানের ট্রলিং সংস্কৃতি চালু করায় তার ভূমিকা আছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনার আলাদা এক দল ভক্ত আছে। যদিও আমি সেই দলে নেই...

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: 'বিচারমানি তালগাছ আমার' ক্যাটাগরিতে 'বিচারমানি তালগাছ আমার' সেরা ব্লগার। তাতে কারো আপত্তি করার কোন কারণ নাই। কারণ এ নিকে ব্লগার একজনই আছেন। অবশ্য সামুতে একই নিকে একাধিক ব্লগার থাকার সুযোগ নাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা...

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে, জাতীয় পুরস্কার দেয়ার মত কমিটি করাই কঠিন কাজ, জ্ঞানী মানুষের অভাব আছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরস্কার দেয়ার সময় কাজের চেয়ে রাজনৈতিক দর্শন বেশী দেখা হয়...

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৭

এম ডি মুসা বলেছেন: অভিনন্দন

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: =p~

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রাজীব ভাইয়ের নামের বানান ভুল লিখেছেন।

ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রাজীব ভাই আমার নামের বানান ভুল লিখেন। মনিরা আপুও লিখেন।

আমার এজন্যে কষ্ট হয়, মনে হয়, তাঁরা আমাকে অপমান করার চেষ্টা করছেন।

তাই, আপনাকে অনুরোধ, একই ভুল আপনি করবেন না, প্লিজ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক করে দিলাম...

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৭

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে আসলে কোন পুরুষ্কার দেয়া উচিৎ না। কারন এখানে প্রয়োজনের থেকে বেশি মাতব্বর গজিয়ে গেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরস্কার তো দিতেই হয় রাষ্ট্রীয় কারণে। কিন্তু সেটা যেন রাজনৈতিক বা তোষামোদী না হয়...

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৪

কামাল১৮ বলেছেন: যারা পুরস্কার পায়নি,সামনের বছর পাবে।পুরস্কার শেষ হয়ে যায় নি। এই দেশে রাজাকার শ্রেষ্ট মুক্তি যুদ্ধার পুরস্কার পেয়েছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব সরকারই রাজনৈতিক ভাবে কিছু পুরস্কার দেয়...

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পুরুষ্কারটা পরিষ্কার কিনা দেখা উচিৎ

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উপর দিয়ে পরিস্কার...

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:

পৃথিবীর কোন পুরষ্কারই অবিতর্কিত নয়। এমনকি নোবেল পুরষ্কারও।
যারা বঞ্চিত মনে করছেন তার ভবিষতে পেতেও পারেন, সময় পায়।
শুভ্রদেবের রিএকশান ঠিকই আছে। যে কেউ করতো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি হলেও এমনটাই করতাম। যোগ্যতা না থাকলেও। কারণ, এটা রাষ্ট্রীয় পুরস্কার। প্রিন্স মাহমুদ একটু আদিখ্যেতা করে ফেলেছেন...

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১

ডার্ক ম্যান বলেছেন: আপনার এই টপিক নিয়ে ছড়াকার বাকপ্রবাস হয়তো ছড়া লিখে ফেলবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ B-)

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: =p~

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রাজীব ভাইয়ের নামের বানান ঠিক করে দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বিচার মানি তালগাছ আমার এর উপরে কি আর যোগ্য কেহ আছে। এতো মনোনয়নের কি দরকার।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আবেগাপ্লুত...

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রিন্স মাহমুদকে আমি পছন্দ করি। কিন্তু মনে হয় উনার পাকনামি করা উচিত হয়নি। কার কী করতে হবে; এটা উনি নির্ধারণ করার কে?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই বলতে চাচ্ছিলাম। শুভ্রদেব একদম ফেলে দেয়ার মত গায়ক নন। বাংলা গানে তেনারও অবদান আছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.