নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাস ফুল

মানুষের বিচার্য হোক মনুষ্যত্ব ও মানবতা; কোন ধর্ম, গোষ্ঠী, বর্ণ কিংবা লিঙ্গ নয়

বিদ্রোহী বাঙালি

লেখালেখির ক্ষেত্রে আমার অলসতা প্রবাদতুল্য।

বিদ্রোহী বাঙালি › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ আঁধার

২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৮

কামোপহত একদল কীটের চোখে জ্বলে উঠলো কামাগ্নি।

আঁধারের বাঁকে বাঁকে জ্বেলে দিল সম্ভোগী আলো।

দূরীভূত হল সমস্ত আঁধার।

সুবহ সাদিকের পর শাড়ীর আঁচলে হল ভোরের সূর্যোদয়।

একাকীত্বের হাত ধরে অবিন্যস্ত জীবনের চোরাগলিতে পা দিল ছেলেটি।

এক সময় আঁধারের খোঁজে আঁধার গলিতেই আশ্রয় পেলো।

বুঁদ হয়ে কাটিয়ে দিল দু’টো বিরহী শীতনিদ্রা।



ভালোবাসায় আর নির্ভরতায় উষ্ণতা ছড়ালো নতুন আঁধার।

সাজানো বাগান এখন প্রস্ফুটিত পুস্পের সৌরভে সুরভিত।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৪

মামুন রশিদ বলেছেন: কঠিন! অনেক ভেবেই তবে সূত্র পাওয়া গেল ।

২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: যাক তবু যে সূত্রটা খুঁজে পেলেন। আমার পোস্টে আপনার নিয়মিত উপস্থিতি আমাকে বেশ উৎসাহ দেয়। ধন্যবাদ মামুন।

২| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অতএব তাহারা সুখে শান্তিতে বাস করিতে লাগিলো।

কবিতায় ভালো লাগা জানাই :)

৩০ শে মার্চ, ২০১৪ রাত ২:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভাইজান কবিতা পাইলেন কই? :(

সুখটা ধরা দিয়েছে ঠিকই কিন্তু প্রথম হাতটা ধরে নয়। :)

ধন্যবাদ মইনুল ভাই।

৩| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫১

আমিনুর রহমান বলেছেন:




কঠিন ! কয়েকবার পড়ে তবে বুঝলাম।

৩০ শে মার্চ, ২০১৪ রাত ২:৫১

বিদ্রোহী বাঙালি বলেছেন: কষ্ট করে কয়েকবার পড়েছেন জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আমিনুর।

৪| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনুগল্প??
পড়তে ভালোই লাগছিল, কিন্তু মূল থিমটা ধরতে পারিনি!

৩০ শে মার্চ, ২০১৪ রাত ৩:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: অণুগল্পটাতে আঁধার শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এই একই শব্দ আমি কয়েকটা অর্থে ব্যবহার করেছি।
ছেলেটা আঁধার নামে একটা মেয়েকে ভালোবাসত। কিন্তু আমাদের সমাজের কিছু হিংস্র পশুর নজরের পড়ে মেয়েটা। সতীত্ব হারিয়ে মেয়েটা এক সময় আত্মহত্যা করে। এই দুঃখে ছেলেটা এক সময় নেশার জগতে চলে যায়। কিন্তু জীবনে একটা সময় পর অন্য একটা মেয়ে তাকে আবার ভালোবাসে। ছেলেটা ভালোবাসায় সাড়া দেয় এবং নেশার জগত থেকে ফিরে আসে। সংক্ষেপে আপনার জন্য তুলে ধরলাম। ধন্যবাদ অভি।

৫| ৩০ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাক্য বিন্যাস আর লেখার স্টাইল দেখে আমি যদি একে কবিতা বলি, তবে ধরতে হবে এটি মন্তব্যকারীর স্বাধীনতা। :)

এতো বড় উপন্যাস লেখেও রবীন্দ্রনাথ সেটির নাম দিয়েছিলেন ‌‌ 'শেষের কবিতা' ...


বিদ্রোহী বাঙালীকে অনেক শুভেচ্ছা :)

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি যা কিছু তাই কন কুনু অসুবিধা নাই। :)

৬| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ভালো লিখেছেন।

আমিও প্রথমে বুঝতে পারিনি।



শূভকামনা রইল।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

৭| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্যাখ্যা না পড়লে এইটার কাহিনী আমি সারাজীবন সাধনা করেও উদ্ধার করতে পারতাম না!

ভালো লাগলো লেখার আইডিয়াটা!

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: উহু! আপনি ঠিকই ধরতে পেরেছেন কিংবা ধরতে পাড়তেন। জাস্ট আমাকে একটু চমকে দিতে বা অন্য কোন কারণে হয়তো এমনটা বলছেন। ধন্যবাদ ৎঁৎঁৎঁ।

৮| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কয়েকবার পরলাম --- ভাল লাগলো--- ভিন্নধর্মী একটি্ কবিতা--যেন ঠিক এক পশলা বৃষ্টি

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক উৎসাহ পেলাম লাইলী আরজুমান খানম লায়লা। অনেক ধন্যবাদ।

৯| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৮

বৃষ্টিধারা বলেছেন: আঁধার নামের মেয়েকে ভালোবাসত !!!!

ভালো লাগলো কবিতা । তবে ব্যাখ্যা টা পড়ে মন টা খারাপ হলো । আমার পরিচিত নাম - আঁধার । :)

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৩:২৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: বলেন কী! আপনার পরিচিত নাম আঁধার? শুধু নামেই সীমাবদ্ধ, নাকি আরও কিছু? ধন্যবাদ বৃষ্টিরধারা।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:২৮

রাসেলহাসান বলেছেন: অউ! আপনি তো খুব সুন্দর অনুগল্প লেখেন!

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:০০

বিদ্রোহী বাঙালি বলেছেন: সুন্দর লিখি না। শিখার চেষ্টা করছি কেবল রাসেলহাসান। অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৪

বাকপ্রবাস বলেছেন: একটু চালাকি করলাম, অভিকে লিখা ব্যাখ্যাটা পড়ে নিলাম, আসলে অণুগল্পে কিন্তু আসল বিষয় হল নামকরণ, অণুগল্পে নামকরনটা যদি মাথা না ঢুকানো হয় তাহলে বুঝতে অনেক সময় চলে যায়, কারন অণুগল্পটা একটা ঢেউ দিযে চলে যায়
অনেকে এটাকে কবিতা বলে মন্তব্য করেছে, অণুগল্প আর কবিতা অনেক সময় এক হয়ে যেতে পারে তার নমুনা আপনার এই অণগল্পটা, আমারও এমনটা হয়েছে একটাতে, যদিও আমি লিখতে পারিনা, ২/৩ টা লিখেছি, আপনার এটা কিন্তু কবিতা হিসেবেই বেশী উজ্বল

সরি ফর বকবক

ধন্যবাদ জানবেন

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: অণুগল্পে কবিতার মতো কিছুটা ঢং থাকে বৈকি। তাই চাইলে সহজেই অনেক সময় কবিতা বলেই চালিয়ে দেয়া যায়। যেহেতু এখনো শিখছি, তাই এমনিতেই অনেক ভুলভ্রান্তি থেকে যাচ্ছে। আপনি যেটাকে বকবক বলছেন, সেটাই আমার কাছে বিশেষ পছন্দ হচ্ছে। আমি এই ধরণের ব্লগিংই পছন্দ করি। শুধু মাত্র কিছু বিশেষণ দিয়ে মন্তব্য করা আমার খুব একটা পছন্দ না। তাই সচরাচর আমার মন্তব্যগুলো কিছুটা বড় হয়ে যায়। ধন্যবাদ বাকপ্রবাস।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৪

আমিই মিসিরআলি বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: ব্যাখ্যা না পড়লে এইটার কাহিনী আমি সারাজীবন সাধনা করেও উদ্ধার করতে পারতাম না!

সহমত

০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: মাথাটা একটু খাটালেই আপনি নিজেই বের করতে পাড়তেন। অযথাই আমাকে মুগ্ধ করার চেষ্টা করছেন। লজ্জা পাচ্ছি। ধন্যবাদ আমিই মিসিরআলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.