নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাস ফুল

মানুষের বিচার্য হোক মনুষ্যত্ব ও মানবতা; কোন ধর্ম, গোষ্ঠী, বর্ণ কিংবা লিঙ্গ নয়

বিদ্রোহী বাঙালি

লেখালেখির ক্ষেত্রে আমার অলসতা প্রবাদতুল্য।

বিদ্রোহী বাঙালি › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ ফাঁদ

৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

আভিজাত্যে মোড়ানো আলিশান বাড়ি

নিচে গাড়ির শব্দ।

সিঁড়িতে ত্রস্ত পায়ের আওয়াজে

দরজা খুলে যাওয়া।

কিছুক্ষণ পর…

আফনার চা।

এই শোন,

এটা তোর জন্য।

প্রসারিত চোখে অবিশ্বাসের ছায়া!

তবু লোভাতুর হাত লুফে নেয় ফাঁদ।



অতঃপর-

অপেক্ষার প্রহর তার

এলোমেলো করে দেয় প্রতিটা দিন।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর হইছে।+++++

৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: উৎসাহ পেলাম। ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৫

মামুন রশিদ বলেছেন: অভিজাতদের লোভের ফাঁদে সহজ শিকার এই কাজের মেয়েরা !

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২০

বিদ্রোহী বাঙালি বলেছেন: একদম যথার্থ ধরেছেন গল্পের বিষয়বস্তুটা। কৃতজ্ঞতা মামুন।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২০

বিদ্রোহী বাঙালি বলেছেন: একদম যথার্থ ধরেছেন গল্পের বিষয়বস্তুটা। কৃতজ্ঞতা মামুন।

৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮

লাবনী আক্তার বলেছেন: সত্যি চমৎকার অনু গল্প! একদম চোখে ভাসছিল ।

অনুসরন করলাম। :) :)

আশা করছি অনেক ভালো ভালো লেখা পড়ব আপনার।

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: অণুগল্পটা আপনার কাছে ভালো লাগায় উৎসাহ এবং আনন্দ দুটোই পেলাম। অনুসরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি লাবনী আক্তার। অনেক ধন্যবাদ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ ! আইডিয়াটিক লেখা ++++

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক কথাকে অল্প কথায় প্রকাশের ভালো একটা মাধ্যমে এই অণুগল্প। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। নিঃসন্দেহে আমার চেয়ে ভালো হবে আপনারটা। ধন্যবাদ কাণ্ডারি অথর্ব।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: এতো গল্প নয় , আমি বলবো চমৎকার কবিতা !

শেষ প্যারাটাতে খুব সুন্দর করে দীর্ঘশ্বাস নিয়ে এসেছেন !

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: অণুগল্পতে কিছুটা কাব্যিকতা থাকলে ভালো হয়। চেষ্টা করেছি সেটা আনতে। শেষ প্যারাটায় গল্পটার একটা অধ্যায়ের উপসংহার টেনেছি।
ফাঁদ পাতার পর প্রতিদিনই সে ভাবে আজই কাজের মেয়েকে ভোগ করবে কিন্তু সুযোগ সৃষ্টি হয় না। কোন না কোন ভাবে বাঁধা সৃষ্ট হচ্ছে। ফলে তার প্রতি দিনের কাজের ব্যাঘাত ঘটছে। কারণ মাথায় কেবলই ভোগের নেশা ঘুর ঘুর করছে।
অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:১২

রাসেলহাসান বলেছেন: চমৎকার অনুগল্প! :)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:১৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: ছোট্ট মন্তব্যেও অনেক অনুপ্রেরণা থাকে। তাই পেলাম। ধন্যবাদ রাসেলহাসান।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫০

সাদা মনের মানুষ বলেছেন: অল্প কথায় আমাদের সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী বাঙালি বলেছেন: চেষ্টা করেছি ফুটিয়ে তুলতে সাদা মনের মানুষ। কিন্তু কতটুকু পেড়েছি জানি না। ধন্যবাদ আপনাকে। আপনার লগে অনেকদিন হল আড্ডাই না। :(

৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮

লিরিকস বলেছেন: সুন্দর।

০৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩২

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ লিরিকস।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৮

বাকপ্রবাস বলেছেন: অসাধারণ, আপনার ব্লগে না এসে অনেক বগবগ করলাম এতক্ষণ, আপনিই পারফ্যাক্ট, এটাই অণুগল্প কোন ভুল বা দ্বিধা নেই, অনন্য, ধন্যবাদ জানবেন

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫০

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি যতটা বলছেন, ততোটাতো ন-ই, উপরন্তু আমি এখনো শিক্ষানবিশ। তাই প্রতি নিয়ত চেষ্টা করে যাচ্ছি। আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেলাম বাকপ্রবাস। আশা করছি মাঝে মাঝে আপনার সাথে মন্তব্য আদান প্রদানের মাধ্যমে নিজেকে কিছুটা শানিয়ে নিতে পারবো। অনেক ধন্যবাদ।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অত্যন্ত চমৎকার একটি আধুনিক কবিতা। +

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতা কোথায়? :(

শিরোনামেই লেখা আছে এটা যে অণুগল্প। মন্তব্যে অনুপ্রাণিত হলাম অনন্য দায়িত্বশীল আমি। ধন্যবাদ।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩০

আমিই মিসিরআলি বলেছেন: চমৎকার, ২ টা পড়েই ভক্ত হয়ে গেছি ইতিমধ্যে :)

০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১১

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভক্ত হওয়ার মতো ভালো লিখি না, তবে আন্তরিকতার সহিত শিখার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আমিই মিসিরআলি।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৬

আমিই মিসিরআলি বলেছেন: আপনার লিখার এই আন্তরিকতারই ক্ষুদ্র প্রশংসার চেষ্টা করেছি মাত্র ।
শুভকামনা জানবেন ।।

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আবারও কষ্ট করে পোস্ট ঘুরে গেলেন এবং ভালোবাসা জানিয়ে গেলেন। অনেক ধন্যবাদ আবারও আমিই মিসিরআলি। ভালো থাকুন সতত।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৭

মহামতি আইভান বলেছেন: অসাধারন লেগেছে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: পুরনো পোষ্টে আপনার পদচারণ আমাকে উৎসাহ যোগাল। ধন্যবাদ মহামতি আইভান।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

আমি অথবা অন্য কেউ বলেছেন: দারুন। কবিতার মতই, লাস্ট প্যারা বেশি জোস

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: লাস্ট প্যারাতে গল্পের মূল আকর্ষণটাকে ডেলিভারি দেয়ার চেষ্টা করেছি। অণুগল্পে কিছুটা কাব্যিক ছোঁয়া থাকতে পারে।
আপনার জোসে আমি বহুত খোশ। :)
ধন্যবাদ আমি অথবা অন্য কেউ।

১৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫১

যুগল শব্দ বলেছেন:
ছোট্ট কয়েকটা লাইনে বিরাট একটা বিষয়কে
সুদক্ষ চিত্রকরের মতো ফুটিয়ে তুলেছেন, ++

অনেক মুগ্ধতা, ধন্যবাদ আপনাকে বাঙালি।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম যুগল শব্দ। আপনার প্রথম মন্তব্যেই আমি আপ্লুত। অনেক ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.