নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাস ফুল

মানুষের বিচার্য হোক মনুষ্যত্ব ও মানবতা; কোন ধর্ম, গোষ্ঠী, বর্ণ কিংবা লিঙ্গ নয়

বিদ্রোহী বাঙালি

লেখালেখির ক্ষেত্রে আমার অলসতা প্রবাদতুল্য।

বিদ্রোহী বাঙালি › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ রূপাজীবা

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৬

শিকারের খোঁজে, শিকারির ভাঁজে প্রলম্বিত সময়। পূর্বাকাশে আলোর রেখা উত্তর-দক্ষিণে বিস্তৃত হয়। দলিত মথিত রজনীগন্ধা দুর্গন্ধময় হয়ে উঠলে, নামিয়ে রেখেই দামী গাড়ীটি দ্রুত ফাঁকা রাস্তায় মিলিয়ে যায়। বুকের উঠা নামায় উষ্ণতার পরশে পদযুগলে কিঞ্চিৎ শক্তি সঞ্চারিত হয়।



মুয়াজ্জিনের আযানের সুরেলা ধ্বনিতে বাঁশের মাচায় বাঁধা ঘরগুলোতে ক্যাঁচর ম্যাচর শব্দের কোলাহল। ঘুমন্ত মুখগুলোতে ক্লান্ত দৃষ্টিপাত, ঠোঁটে এক চিলতে মলিন হাসি। তবুও নীরব অশ্রুপাত।

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৪

মামুন রশিদ বলেছেন: দলিত মথিত শিকারের কৃত্রিম মলিন হাসির নিচে নীরব অশ্রুপাত !


অনুগল্প ব্যাপারটা অন্যরকম একটা মাত্রা পেয়েছে আপনার হাতে । ভালোলাগা ।

০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনাদের উৎসাহে চেষ্টা চালিয়ে যাচ্ছি কেবল। এখনো অনেক শিখার বাকী। আমি এই গল্পে একজন ভাসমান পতিতার জীবনী সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাকে নিয়মিত পাই। অনেক প্রেরণা যোগায় আপনার এই উপস্থিতি। ধন্যবাদ মামুন।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


যা বলার মামুন ভাই বলে দিয়েছেন। ভাল লাগল খুব।

০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: মামুন বলার পরও অনেক কিছু রয়ে গিয়েছে কাণ্ডারি। অনেক সময় লেখা নিয়ে ভাবতে হয়। অন্যেরটা দেখে প্রভাবিত হলে, নিজের মাথার ভাবনা কিন্তু আর বের হবে না। সেটাকেও বের করে এনে আমাদের সাথে শেয়ার করা দরকার, তাই না? অনেক ধন্যবাদ কাণ্ডারি অথর্ব।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন রশিদ বলেছেনঃ অনুগল্প ব্যাপারটা অন্যরকম একটা মাত্রা পেয়েছে আপনার হাতে । ভালোলাগা ।

সহমত !

০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: সহমতের পরও আরও কিছু বক্তব্য ছিল গল্পটাতে। চেষ্টা করলে হয়তো বের করতে পাড়তেন। কয়েক লাইনের এই গল্পের ভিতরে আরও বহু লাইন অন্তর্নিহিত হয়ে আছে, যা দিয়ে একজন ভাসমান পতিতার জীবনী লেখার ব্যর্থ চেষ্টা করা যাবে। ধন্যবাদ স্বপ্নবাজ অভি। আপনাকেও আমার পোস্টে নিয়মিত পাই। এটা আমাকে ভীষণ উৎসাহ দেয়। ভালো থাকুন।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৪

মিজানুর রহমান মিলন বলেছেন: এত অল্প কথায় একটি সুন্দর গল্প ! চমৎকার ! খুবই ভাল লাগল।

০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: অণুগল্পের ধরণটাই এ রকম। অল্প কথায় অনেক কথা বলা হয়। পাঠককে ভাবার সুযোগ করে দেয়া হয়। ভালো লাগায় লেখার উৎসাহ বাড়ল। ধন্যবাদ মিলন।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৩

আমিই মিসিরআলি বলেছেন: গল্পটাকে সুন্দর বলব না
ঠুনকো সমাজের উপর দারিদ্র্যের কষাঘাতে ছোড়া চাবুকের আঘাত যেন ।।

০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: সুন্দর বললে হয়তো ভুল বলা হত, কিন্তু তা না বলে যা বলেছেন সেটাই আমি খুঁজছি। কৌশলী অথচ চমৎকার একটা বাক্য দিয়ে মন্তব্য করেছেন। অনেক ধন্যবাদ আমিই মিসিরআলি।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০২

লাবনী আক্তার বলেছেন: আপনি সত্যি দারুন অনুগল্প লিখেন। বেশ ভালো লাগে।


মামুন ভাইয়ের সাথে আমিও সহমত পোষণ করছি।

০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি এখনো শিক্ষানবিশ। তাই আমার বেলায় 'দারুণ অণুগল্প লিখেন' কথাটা যায় না। ভীষণ লজ্জা বোধ করি। তবুও অনেক অনুপ্রেরণা হয়ে থাকলো আপনার মন্তব্যটা। ধন্যবাদ লাবণী আক্তার।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৫

অদৃশ্য বলেছেন:






আমি না হয় নাম দিলাম ''মুক্তানুগল্প''... চমৎকার হয়েছে



শুভকামনা...

০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ''মুক্তানুগল্প'' :)

আপনার প্রশংসায় আপ্লুত হলাম। তবে পা মাটিতেই আছে। এভাবে পাশে পেলে এগিয়ে যাওয়া সম্ভব বৈকি। ধন্যবাদ অদৃশ্য।

৮| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২২

ইমিনা বলেছেন: শেষ হয়েও হইলো না শেষ। আমি বসে আছি আরো বেশি কিছুর আশায় :( :(

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: অণুগল্পের ক্ষেত্রে এতো কিছুর আশা বসে থাকলে যে আর অণুগল্প থাকবে না; হয়ে যাবে ছোট গল্প। :(
ধন্যবাদ ইমিনা।

৯| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

হাসান মাহবুব বলেছেন: সার্থক অণুগল্প।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব। ভালো থাকবেন সতত।

১০| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনুসরনে নিলাম। অল্প কথায় এত চমৎকার ভাবে লেখা সহজ নয়। শুভ কামনা রইল।

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি অনুসরণ করার মতো কোন ব্লগার না। তবু আপনি করেছেন জেনে কৃতজ্ঞতা জানবেন কাল্পনিক_ভালোবাসা। যেকোনো লেখা আন্তরিকতার সহিত সাজানোর চেষ্টা করি। এখনো পেরে উঠি না। আপনাদের উৎসাহে আসা করবো আরও ভালো হয়ে উঠবে। অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৮

আমিনুর রহমান বলেছেন:



এতো গভীরভাবে ভাবেন সেটা আমার মাঝে মাঝে খুব অবাক লাগে আপনাদের মতো কিছু অসাধারণ লেখকের লেখা পড়লে ! অল্প কথায় এতো চমৎকার গল্প ও গভীরবোধের গল্প লেখা যায় সেটা প্রথম জেনেছি আমি তুমি ও আমরা'র পোষ্ট থেকে। সেখানে এক লাইনের অনুগল্পও পড়েছি।


দুর্দান্ত গল্পে +++

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: অণুগল্পের বৈশিষ্ট্যটাই এমন যে অল্প কথা অনেক কথা বলা হয় সেখানে। পাঠককে ভাবনার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় গল্পটার বিষয়বস্তু উদ্ধারের জন্য। আমি নিজেই এখনো শিখছি। প্রতিনিয়ত উন্নতির চেষ্টা করছি। আপনার প্রশংসা আমার জন্য ভীষণ উৎসাহের হয়ে রইলো। আপনি যে পোস্টের কথা বলেছেন, যদি কষ্ট করে লিংকটা দেন, তবে পড়ে নিয়ে কিছুটা শিখার চেষ্টা করতাম। অনেক ধন্যবাদ আমিনুর।

১২| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৬

আমিনুর রহমান বলেছেন:



পৃথিবীর সবচেয়ে ছোট ও সেরা গল্পঃ সাথে একটা ফাও

১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: লিংকটা দেয়ার জন্য অনেক ধন্যবাদ আমিনুর। আমি পোস্টটাকে প্রিয়তে নিয়ে রেখেছি।

১৩| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

সকাল রয় বলেছেন: আমি গল্প লিখতে গেলে গুলিয়ে কবিতা লিখে ফেলি__-এত কম কথায় যদি লিখতে যাই তাহলে সেটা গল্প হবে না হয়তো।

আপনি পেরেছেন।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: লেখক বলেছেন: সকাল দা আমাকে লজ্জা দিচ্ছেন। আপনি লিখলে হবে না সেটা আমাকে কীভাবে বিশ্বাস করতে বলছেন। আপনার উৎসাহে সাহস বেড়ে গেলো। ধন্যবাদ সকাল দা।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬

বাকপ্রবাস বলেছেন: শুধু অণুগল্প নয়, কমেন্টগুলো পর্যন্ত পড়তে বাধ্য হলাম এমন চুম্বকিয় আবেদন সবখানে, ঠোঁটে এক চিলতে মলিন হাসি। এই হাসিটা আমাকে খুব ভাবায়, সমাজের প্রতি তীব্র ঘৃণাকে ওরা প্রকাশ করেনা, শুধু হাসিটা দেয়, আমরা বুঝিনা সেই হাসিটার কি মানে, আমরা ভাবি এটাও হয়টা একটা কৌশল শিকারির

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি খুব মনোযোগী পাঠক। তাই লেখাটা পড়ার পরও মন্তব্যগুলো পড়ে নিয়েছেন। ওদের হাসিটা নিয়ে আপনি যা বলেছেন একদম যথার্থ বলেছেন। এই হাসিটাতে কত যে ব্যথা লুকিয়ে আছে, কেউ আমরা কখনো অনুধাবন করি না। অনেক ধন্যবাদ বাকপ্রবাস। শুভ নববর্ষ।

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫

দৃষ্টিসীমানা বলেছেন: সব মন্তব গুল পড়লাম ,সবাই সব বলে ফেলেছে ।তাই আমি শুধু বলবো
অপূর্ব ,অপূর্ব ।শুভ নববর্ষ ।

১৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: পোস্ট পড়েছেন আবার মন্তব্যও পড়েছেন। দারুণ। অভিভূত হলাম দৃষ্টিসীমানা। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ নববর্ষ।

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬

নাসীমুল বারী বলেছেন:

'সহজ কথা বলতে আমায় কহ যে,
সহজ কথা যায় না বলা সহজে।'

আপনার বেলায়-
সহজে কথা বলতে হবে কি
সহজে বললে গল্প রবে কি?

ধন্যবাদ, চমৎার গল্পের জন্য।

১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: সহজে কথা বলতে হবে কি
সহজে বললে গল্প রবে কি?

সহজ বা কঠিন সেটা মুখ্য নয়। মুখ্য হল আমরা যদি পরস্পর এভাবে মন্তব্য আদান প্রদান করি, তবে দুজনেই উপকৃত হব। যারা আমাদের এই সব মন্তব্য প্রতিমন্তব্য পড়বে, তারাও উপকৃত হবে। এটাই তো ব্লগিং, তাই না? অনেক ধন্যবাদ নাসীমুল বারী।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৫

অন্ধবিন্দু বলেছেন:

দুর্গন্ধময়
মানতে বড় কষ্ট হয়।

সরব অশ্রুপাত ...

বিদ্রোহী বাঙালীর লেখায় দীপিত হোক দ্রোহ।

১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: দুর্গন্ধময় শব্দটা কষ্টের হলেও স্বীকার যে করতে হয়। কারণ যারা তাদের ভোগ করছে, তাদের ভোগ বিলাস শেষ হয়ে গেলে পতিতারা আসলেই যে বর্জ্য পদার্থ হয়ে যায়। কারণ তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। তারা ইতিমধ্যেই টয়লেট টিস্যুর মতো ব্যবহৃত হয়ে গেছে। যত তাড়াতাড়ি তাদের ছুঁড়ে ফেলা যায়, ততই যেন তাদের জন্য ভালো। তাদের কেউ আপন করে রাখতে চায় না।
আপনার ব্লগবাড়ি ঘুরে এসেছিলাম। খুব ভালো লিখেন আপনি। বিশেষ করে আপনার 'বুইঝা লন' পর্বের লেখাগুলো যা আসলে অণুগল্প বা অণুকাব্য সেগুলো আসলেই দুর্দান্ত লিখেছেন। অনেক ধন্যবাদ অন্ধবিন্দু।

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে অনুসরণে নিলাম ।

আরো একটা সার্থক অনুগল্প পড়লাম ।

ভাল থাকুন ।

১০ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: এখানেও আপনাকে অনেক দেরিতে উত্তর দেয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি মাহমুদ০০৭। অনুসরণে নেয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সতত।

১৯| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: অনেক দিন পর আসলেন ভাই । মাঝে আপনাকে দেখে গিয়েছিলাম
আপনি আসলেন কিনা ?

অনুগল্প অনেকেই লিখে , আপনার মত ভাল খুব কমজনই লিখতে পারে ।

অনুগল্পের ঝোলা নিয়েই আশা করি ফিরেছেন :) , আর দেরী নয় -
তাড়াতাড়ি পোস্ট করে খিদে মিটান ।

অপেক্ষায় রইলাম /

ভালো থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: দুঃখিত মাহমুদ অনেক দেরিতে উত্তর দিচ্ছি। ব্যক্তিগত কিছু ঝামেলায় সামুতে এখন ঠিক মতো আসা হয় না। অণুগল্প নিয়ে আবার আসবো আশা করছি। আপনার আন্তরিক আগ্রহের জন্য অশেষ ধন্যবাদ।

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১১

তাশমিন নূর বলেছেন: অনুগল্প লেখা মোটামুটি দুঃসাহসের কাজ। কারন-গল্পের সবগুলো শর্ত পূরন করতে হয় অল্প কিছু কথায়। আমার পক্ষে আর যাই হোক, অনুগল্প লেখা সম্ভব নয়। আপনার প্রয়াস প্রশংসনীয়, এবং লেখার ধরন শক্তিশালী।

প্রথম অনুগল্পটা অনেক বেশি ঝাপসা লাগছিল। এটা ঠিক আছে। থিমটা খুব সহজেই ধরতে পারা যায়। তবে যেহেতু অনুগল্পে অল্প কথায় ভাব এবং কাহিনী ঠেসে দিতে হয় তাই কিছুটা অস্পষ্ট হওয়া মনে হয় দোষের না।

সুন্দর লেখা চালিয়ে যান। শুভকামনা।

০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী বাঙালি বলেছেন: গতকাল আপনার পোস্ট পড়ে মনে হল, চাইলে আপনিও লিখতে পারবেন। না পারার কিছুই নাই। চেষ্টা করে দেখতে পারেন। অণুগল্প আমি কেবল লেখতে চেষ্টা করে যাচ্ছি। আমারগুলোও মান সম্মত না। ঐ যে বললাম চেষ্টা করে যাচ্ছি। তবে অণুগল্পে ভাব ও কাহিনী অস্পষ্ট হওয়ার দাবীই রাখে, যাতে পাঠক তার মতো করে ভাবতে পারে। আপনার আন্তরিক মন্তব্যে দারুণ প্রেরণা পেলাম। অনেক ধন্যবাদ তাশমিন নূর। ভালো থাকবেন।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

নীল আতঙ্ক বলেছেন: আরেকটা সার্থক অনুগল্প।
++++++++++++++++++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: তবে আপনার জন্য আরেকটা না অনেকগুলো ধন্যবাদ নীল আতঙ্ক। ভালো থাকবেন সতত।

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

নীল আতঙ্ক বলেছেন: হাহাহা।
আপনিও ভালো থাকবেন ............ :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: আবার পোষ্টে ঘুরে যাওয়ার জন্য ধন্যবাদ নীল আতঙ্ক।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫

নীল আতঙ্ক বলেছেন: আবারো চলে আসলাম :D

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আবারও ধন্য হলাম। :)

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

নীল আতঙ্ক বলেছেন: :D :) :D

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: :)

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩০

স্বদেশ হাসনাইন বলেছেন: যুক্তাক্ষর শোভিত অলঙ্কৃত বাংলার শুভ ৭ টি লাইনের
শেষে নীরব অশ্রুপাত!

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিদের কত সুবিধা! মন্তব্য করতে গেলেও কাব্যিক ভাব চলে আসে। অনেক ধন্যবাদ স্বদেশ হাসনাইন। নিরন্তর শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.