নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাস ফুল

মানুষের বিচার্য হোক মনুষ্যত্ব ও মানবতা; কোন ধর্ম, গোষ্ঠী, বর্ণ কিংবা লিঙ্গ নয়

বিদ্রোহী বাঙালি

লেখালেখির ক্ষেত্রে আমার অলসতা প্রবাদতুল্য।

বিদ্রোহী বাঙালি › বিস্তারিত পোস্টঃ

দু'টি অণুকাব্যঃ জীবন ও ভালোবাসা

১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

(১) অণুকাব্যঃ জীবন

*************

চার পায়ের উচ্ছ্বাস

দুই পায়ে নিঃস্ব।

চার পায়ের অসহায়ত্ব

সাড়ে তিন হাতে ভস্ম।



(২) অণুকাব্যঃ ভালোবাসা

****************

অনুভবে অনুরণন

কিছু কথা, কিছু স্মৃতি।

কেটে যায় সারাবেলা

নেই তবু নিষ্কৃতি।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর
ভাললাগা +

১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। উৎসাহ পেলাম। ভালো থাকুন সতত।

২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালোলাগা রইল।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। ভালো থাকুন সতত।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর হয়েছে। ++++++

১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার মন্তব্য প্রেরণা হয়ে রইলো। অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৪

মামুন রশিদ বলেছেন: ছোট্ট সুন্দর, মুগ্ধকর!

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন। আপনার মন্তব্যগুলো উৎসাহ হয়ে থাকে। ভালো থাকুন সতত।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৬

লাবনী আক্তার বলেছেন: চমৎকার করে লিখেন আপনি!!

কেন যে এভাবে লিখতে পারিনা? :( :(

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি আমার চাইতে শতগুণ ভালো লিখেন লাবনী। আমি প্রতিনিয়তই শেখার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮

গোর্কি বলেছেন:
জীবন ও ভালবাসা বা ভালবাসা ও জীবন - একে অপরের অবশ্যম্ভাবী পরিপূরক। পাঠে ভাললাগা রইল। শুভকামনা।

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: হুম। জীবন ও ভালোবাসা পরিপূরক অবশ্যই। এই জন্যই মনে হয় মাহাত্মা গান্ধী বলেছেন, ‘Where there is love there is life.’ পাঠে ভালো লাগায় অনেক অনুপ্রেরণা পেলাম গোর্কি। ধন্যবাদ আপনাকে।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৬

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ +++

জীবন ও ভালোবাসা নিয়ে চমৎকার ও গভীর এবং ছন্দময় কবিতা !

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি নিয়মিত পাশে থেকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। কৃতজ্ঞতা জানবেন আমিনুর।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর হয়েছে।

১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫০

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি। শুভ নববর্ষ।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫১

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক ধন্যবাদ কাণ্ডারি অথর্ব। শুভ নববর্ষ।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০০

ইমিনা বলেছেন: বাহ্, অল্পকথার মধ্যে ছন্দের কি সুন্দর ঢেউ।
মুগ্ধ হয়ে গেলাম :) :)
নববর্ষের শুভেচ্ছা ।।

১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১২

বিদ্রোহী বাঙালি বলেছেন: ছন্দ হয়তো মিলে গেছে, তবে আমি বিষয়বস্তুর ওপরই জোড় বেশী দিয়েছিলাম। আপনার মুগ্ধতা আমার লেখার উৎসাহ। ধন্যবাদ ইমিনা। শুভ নববর্ষ।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর অনুকাব্য। বিশেষত, দ্বিতীয়টি মস্তিষ্কে প্রতিধ্বনি হচ্ছে!

১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: শুভ নববর্ষ ভাইজান। দ্বিতীয়টা মস্তিস্কে প্রতিধ্বনি হওয়াই ভালো। :P অনেক ধন্যবাদ মইনুল ভাই।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

সাজিদ উল হক আবির বলেছেন: বহুদিন এরকম অল্প কথায় গভীর জীবন দর্শনের প্রতিধ্বনি শুনিনি!
শুভ নববর্ষ, ব্লগারবন্ধু!

১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১০

বিদ্রোহী বাঙালি বলেছেন: শুভ নববর্ষ সাজিদ। কবিতা নিয়ে আপনার উপলব্ধিতে আমি মুগ্ধ। অনেক ধন্যবাদ।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭

বাকপ্রবাস বলেছেন: ১.জীবনের অবসানে ২. থেকে যায় প্রেমে

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: (১) জন্মের পর আমরা হামাগুড়ি দিয়ে হাঁটি। তখন আমাদের হাত দুটোও কিন্তু পায়ের মতোই ব্যবহৃত হয়। ঐ সময়ে আমরা থাকি নিষ্পাপ আর উচ্ছ্বসিত। তারপর যখন বড় হই, দুই পায়ে হাঁটতে শিখি, শুরু হয় জীবন যুদ্ধ। তখন ছোট বেলার সেই হাসিখুশি জীবন আর থাকে না। যখন আমরা বৃদ্ধ হই, তখন আমরা অসহায় হয়ে পড়ি, নির্ভরশীল হয়ে পড়ি। অনেক সময় দুই পায়ে চলতে পারি না। অন্য কোন দু'পেয়ের সাহায্য লাগে কিংবা নিজের হাত দুটোকেই ব্যবহার করি। তারপর একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ি। কারো সাড়ে তিন হাত কবরে স্থান হয় আবার কাউকে পুড়ে ছাই করে দেয়া হয়। কবিতায় 'ভস্ম' শব্দটি দ্ব্যর্থবোধ শব্দ হিসাবে ব্যবহার করেছি।
(২) মানুষ যখন ভালোবাসায় পড়ে, তখন আমাদের মনে সব সময়ই ভালোবাসার মানুষকে ঘিরে এক ধরণের অনুভূতি ঘুরপাক খায়, হয়তো তার সাথের কোন কথা কিংবা স্মৃতি মনে করে বেলা পার করে দেই কিন্তু বন্ধ হয় না। তাই শেষ লাইনে বলেছি 'নেই তবু নিষ্কৃতি'।

আপনার অনুমান কাছাকাছি হয়েছে বাকপ্রবাস। অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ।

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৫

মেঘপিয়ন বলেছেন: +++



++ :)

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ মেঘপিয়ন। শুভ নববর্ষ।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

নুরএমডিচৌধূরী বলেছেন: অণুকাব্যঃ অনুসরনে নিলাম কবি
আমার ব্লগে আপনার পদার্পণে
আমি সত্যি বিমোহিত
অনেক অনেক শুভ কামনা

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনুসরণে নেয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি চৌধুরী। অনেক ভালো থাকবেন।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

খেলাঘর বলেছেন:


রুবাইয়াতের মতো কিছু একটা।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী বাঙালি বলেছেন: রুবাইয়াতের মতো কিছু একটা মনে হলেও এগুলো আসলে রুবাইয়াৎ নয়। রুবাইয়াতের রচনাশৈলীতে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। রুবাইয়াতে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ পঙক্তিতে অন্ত্যমিল থাকে। প্রথম দুই পঙক্তিতে যা বলা হয়, তৃতীয় আর চতুর্থ পঙক্তিতে তারই একটা সামারি টানা হয় এবং প্রতিটা লাইনই আলাদা আলাদাভাবে অর্থবোধক হওয়া উচিৎ। ধন্যবাদ খেলাঘর।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩১

নির্বোধ পাঠক বলেছেন: দু'টি অণু-কাব্যই বেশ চমৎকার দর্শন রেখে গেছেন কবি।
অল্প কথায় বেশ ওজনদার প্রকাশ!
ভাল লাগল খুব।
শুভেচ্ছা নিন। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০০

বিদ্রোহী বাঙালি বলেছেন: লেখক বলেছেন: আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম। এসব আমার শখের বসে লেখা। আপনার মূল্যায়নে তৃপ্তি পেলাম যদিও জানি আমার লেখার মান মোটেই ভালো নয়। অনেক ধন্যবাদ নির্বোধ পাঠক। নিরন্তর শুভ কামনা রইলো

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২

হুমায়ুন হানিফ বলেছেন: আপনি সত্যিই ভালো লিখেন।
সুভ কামনা রইলো :)

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

বিদ্রোহী বাঙালি বলেছেন: সত্যটাকে কেন মিথ্যা দিয়ে আড়াল করতে চাচ্ছেন।? :(
তবুও প্রেরণা পেলাম আপনার ভালো লাগায়। অনেক ধন্যবাদ হানিফ।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৪

ফারিয়া বলেছেন: অনুকাব্য বুঝতে দু-মিনিট লাগলেও, বেশ বেশ লেগেছে! প্রথমটা অসাধারন ছিল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: বিজ্ঞ পাঠক সন্দেহ নাই। আপনার পদচারণায় খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৪

ফারিয়া বলেছেন: পাঠক তৈরি হয় লেখকের লেখায়, আপনার লেখা ঘুরে ঘুরে পরবার ইচ্ছা আছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: //পাঠক তৈরি হয় লেখকের লেখায়//
সহমত। কিন্তু ঘুরে ঘুরে আমার লেখা পড়ে নিরাশ হওয়ার সম্ভবনা আছে। তারপরও আপনার আগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: জীবন আর প্রেম
দুটোতেই রয়ে যায়
"কিছু কথা, কিছু স্মৃতি"

ভালো লাগা জানবেন কবি।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

বিদ্রোহী বাঙালি বলেছেন: //জীবন আর প্রেম
দুটোতেই রয়ে যায়
"কিছু কথা, কিছু স্মৃতি"//
আসলেই তাই। সুন্দর একটা কথা বলেছেন রাজপুত্র। অনেক ধন্যবাদ।

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০

সুমন কর বলেছেন: সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.