নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাস ফুল

মানুষের বিচার্য হোক মনুষ্যত্ব ও মানবতা; কোন ধর্ম, গোষ্ঠী, বর্ণ কিংবা লিঙ্গ নয়

বিদ্রোহী বাঙালি

লেখালেখির ক্ষেত্রে আমার অলসতা প্রবাদতুল্য।

বিদ্রোহী বাঙালি › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ একটি জীবনের গল্প

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

পড়ন্ত বিকেল, ডুবন্ত রবি, আলো আঁধারের খেলা

গোধূলি ছায়ায় জীবনের হিসাব, যায় না যে মেলা।

স্বপ্নডাঙ্গায় সোনালী রোদ্দুর, জাগে না তবু পুলক

ঝর্নাধারায় সুখের অবগাহন, নিমগ্ন বংশ তিলক।



যৌবনের রঙ, তুলির আঁচরে নিঃস্ব হয়েছে সবই

কক্ষচ্যুত রক্তধারা, বাঁধনহারা শৈল্পিক সেই ছবি।

হামাগুঁড়ি জীবন, নৈঃসঙ্গ্য প্রহর, যেন অথৈ সমুদ্দুর

তমসাবৃত পথ, খুঁজে বেড়ায় সে গন্তব্য আর কতদূর!



:) অসম্পাদিত

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

কলমের কালি শেষ বলেছেন: খুঁজে বেড়ায় সে গন্তব্য আর কতদূর....

কবিতায় বেশ ভালো লাগলো ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমিও একটা জীবনের গল্প লিখলাম, তবে কবিতায় প্রকাশ। আপনার গল্পের মতো সুন্দর হয়নি। তারপরও ভালো লাগা জানিয়েছেন। তাতেই কৃতজ্ঞ। ধন্যবাদ কালি।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: বিদ্রোহী বাঙালীর কবিতা
রসে ভরা সব-ই তা

কবিতার কথাগুলো খুবই ভাল লাগল। ধন্যবাদ ভাই ঘাসফুল।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: এখানে কোন রস নাই। পুরোটাই যন্ত্রণার কথা। ধন্যবাদ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: "নৈঃসঙ্গ্য প্রহর, যেন অথৈ সমুদ্দুর"
যেন নিজেকেই খুঁজে পেলাম।
নিঃসঙ্গতা অতি নির্দয় এক অনুভূতির নাম।

পরবর্তীর অপেহ্মায়।
কবিতায় ভালো লাগা জানবেন।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: 'নিঃসঙ্গতা অতি নির্দয় এক অনুভূতির নাম'। ঠিক এবং সুন্দর বলেছেন। এই কবিতার নিঃসঙ্গতাটা আরও কষ্টের এবং দীর্ঘ কাহিনীময়। এর ভিতরে কষ্টের সমুদ্দুর আছে রাজপুত্র। অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০১

নিলু বলেছেন: কতদুর আর কতদুর গানটি কি শুনেনই ?

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

বিদ্রোহী বাঙালি বলেছেন: শুনেছি। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ নিলু। ভালো থাকবেন।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৮

নীল আতঙ্ক বলেছেন: জীবনের গন্তব্বের আসলেই কি কোন শেষ আছে?
জানতে পারলে ভাইয়া আমাকে কষ্ট করে একটু বলবেন।
ভালো লাগলো লেখা।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: শেষ না থাকলেও সবাই কিন্তু গন্তব্য নিয়ে মাথা ঘামায় না। এই কবিতায় যে ঘামাচ্ছে, তার জীবনের গল্প অনেক বিষাদময়। সেটাই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ নীল আতঙ্ক। ভালো থাকবেন।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০০

নীল আতঙ্ক বলেছেন: আমি ঘামাই তো, তাই কবিতা টা নিজের মনে হলো।
প্রশ্ন টাও নিজের লাগলো।
ভালো থাকবেন।
শুভরাত্রি

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: বিজ্ঞ পাঠক মাত্রই লেখা নিয়ে মাথা ঘামায়। আপনিও ঘামাচ্ছেন জেনে খুশি হলাম। আপনিও ভালো থাকবেন নীল আতঙ্ক। অনেক ধন্যবাদ।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৭

কলমের কালি শেষ বলেছেন: হা হা কি যে বলেন না ভাই । =p~ =p~

আপনার লেখাগুলোর সাহিত্যিক রুপ এবং গভীরতা অনেক । অল্প কিছু লাইনে অনেক কিছু বলে দেন ।এইটা আমার দ্বারায় প্রায়ই অসম্ভব । :D :D

১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০০

বিদ্রোহী বাঙালি বলেছেন: পুরোটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে এবং দীর্ঘ হয়ে যাবে। তাই আপনাকে একটু ইংগিত দিচ্ছি। আমার এই কবিতায় এক জন বৃদ্ধ পিতার পড়ন্ত বয়সের চিত্র আঁকার চেষ্টা করেছি। কবিতার বেশীর ভাগ শব্দই রূপকার্থে ব্যবহার করেছি, যদিও সহজ শব্দবদ্ধ।
পিতা তার সারাজীবন কষ্ট করে তার সন্তান (ছেলে ধরাই শ্রেয়) কে মানুষ করেছে। তাকে সুশিক্ষিত এবং প্রতিষ্ঠিত করেছে। বৃদ্ধ বয়সে মানুষ শিশুদের মতো হয়ে যায়। তাই আমি হামাগুড়ি জীবনের কথা উল্লেখ করেছি। এই জীবনে সব পিতাই সন্তানের কাছে আশ্রয় খুঁজে। কিন্তু তার সন্তান নিজে সুখের অবগাহন করে বেড়াচ্ছে অথচ পিতার কোন দায়িত্ব নেই নাই। নিরাশ্রয় নিঃসঙ্গ পিতা দুর্বিষহ জীবনে নিপতিত হয়। তার জগত অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার জীবনে সে বেঁচে থাকার চেয়ে বেশী খুঁজে বেড়ায় কবে ইহলোক ত্যাগ করবে। কবিতায় 'গন্তব্য' শব্দটা দিয়ে মৃত্যুর কথাই বলতে চেয়েছি। বৃদ্ধ পিতা এখন মৃত্যুতেই মুক্তি খুঁজছেন।
আরও গুছিয়ে বলা উচিৎ ছিল। তবুও আশা করছি এতেই আপনার বুঝতে অসুবিধা হবে না। আমার ব্যাখ্যার সাথে পঙক্তিগুলো এবং শব্দগুলো মিলিয়ে দেখতে পারেন। ধন্যবাদ কালি।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৩

তাশমিন নূর বলেছেন: চমৎকার! আপনার লেখার প্রেমে পড়ে যাচ্ছি। অনুসরন করে রাখলাম।


লেখালেখির ক্ষেত্রে আমার অলসতা প্রবাদতুল্য।


খুবই খারাপ কথা।

১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার লেখার প্রেমে পড়ার মতো কোন লেখা এখনো লিখতে পারি নাই। তবুও আপনার প্রশংসা ভীষণ অনুপ্রেরণা হয়েই রইলো। অনুসরণে নিয়েও কৃতজ্ঞতার নাগপাশে আবদ্ধ করলেন।
খুবই খারাপ কথা হলেও সত্য কথাটাই বলেছি। সত্যের ভাত নাই জানতাম। বিশ্বাস হল আজ। :)
আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ তাশমিন নূর।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮

জাফরুল মবীন বলেছেন: কবিতা পাঠে ও বোধে মুগ্ধ হলাম।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার পাঠে ও বোধে সাহস পেলাম। অনেক ধন্যবাদ জাফরুল। ভালো থাকবেন সতত।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

সুফিয়া বলেছেন: ছোট্ট সুন্দর কবিতা। মনে করলাম আরও পড়ব, তারপর দেখি নেই। ++++

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: টেনে লম্বা করতে ইচ্ছে হয়নি। অল্পতেই শেষ করে ছিলাম। কারণ আমি যা বলতে চেয়েছি এই আট পঙক্তিতেই চলে এসেছে। ।
হিজড়াদের নিয়ে আপনার পোস্টের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলেই ভালো একটা পোস্ট দিয়েছেন আপনি। নিরন্তর শুভ কামনা রইলো।
ধন্যবাদ সুফিয়া

১১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতাটি।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালো লাগার জন্য আন্তরিক ধন্যবাদ হাসান মাহবুব। ভালো থাকবেন প্রিয় গল্পকার।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

নেক্সাস বলেছেন: অসাধরণ গাঁথুনি ও ভাব বিন্যাস।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: গঠনমূলক মন্তব্যে বরাবরই লেখক আলাদা একটা শক্তি পান, ভুলত্রুটি সংশোধনের সুযোগ পান। ধন্যবাদ নেক্সাস। প্রিয় নেংটিমামা। :)

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতা, ভাল লাগল্

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার নিয়মিত উপস্থিতি আমাকে বেশ শক্তি যোগায়। ভালো লাগায় পাই দারুণ প্রেরণা। অনেক ধন্যবাদ ঢাকাবাসী। ভালো থাকবেন সতত। নিরন্তর শুভ কামনা রইলো।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

দীপংকর চন্দ বলেছেন: যেন অথৈ সমুদ্দুর
তমসাবৃত পথ, খুঁজে বেড়ায় সে গন্তব্য আর কতদূর!


অনিঃশেষ শুভকামনা জানবেন কবি।

এবং শ্রদ্ধা।

ভালো থাকবেন। সবসময়।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: কেন আমাকে কবি বলে লজ্জা দিলেন দীপঙ্কর? যদিও কবিতা লিখেছি তবুও এটা গল্প। গল্প আকারে লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন ছিল। কিন্তু সেই ক্ষেত্রে যে আমি পুরোই অলস। তাই অল্পতে প্রকাশ করার স্বার্থে কবিতার আশ্রয় নিয়েছি। অনেক ধন্যবাদ দীপঙ্কর। ভালো থাকবেন।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬

সানড্যান্স বলেছেন: আঃ! জীবনটা যদি সম্পাদন করা যেত! ভালোলাগা!

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: জীবনটাকে যদি সম্পাদন করা যেতো, তবে হয়তো সুখের হতো। ভালো লাগায় খুশি হলাম সানড্যান্স। অনেক ধন্যবাদ।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ৩য় ভালোলাগা ও অজস্র শুভেচ্ছা।

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালো লাগায় আনন্দ লাগা তনিমা। আপনাকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

তুষার কাব্য বলেছেন: অসম্পাদিত কবিতা চমত্কার লাগলো ।

শুভেচ্ছা...

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: তাহলে অসম্পাদিত রেখে দেয়াই ভালো হবে মনে হয়। হা হা হা
অনেক ধন্যবাদ তুষার কাব্য। আপনাকেও শুভেচ্ছা।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

কাবিল বলেছেন: শেষ বিকেলের চিন্তা যদি আমরা সবাই করতাম তাহলে জীবনটা কত সুন্দর হইত।





চমৎকার কবিতা, ভাল লাগল।

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: //শেষ বিকেলের চিন্তা যদি আমরা সবাই করতাম তাহলে জীবনটা কত সুন্দর হইত।//

চমৎকার কথা বলেছেন কাবিল। সবার জীবনেই শেষ বিকেল আসবে। অথচ সেই বিকেলের পরিণতির কথা আমরা কেউ চিন্তা না করেই জীবনটাকে জটিল করে তুলি। অনেক ধন্যবাদ কাবিল। নিরন্তর শুভ কামনা রইলো।

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

হুমায়ুন হানিফ বলেছেন: গোধূলি ছায়ায় জীবনের হিসাব, যায় না যে মেলা।....

ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো....

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ হানিফ। ভালো থাকবেন।

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।

ভালো লাগা রইল।

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার উপস্থিতি এবং ভালো লাগা দুটোই ভীষণ উৎসাহব্যঞ্জক। অনেক ধন্যবাদ এহসান সাবির। নিরন্তর শুভ কামনা রইলো।

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//পড়ন্ত... ডুবন্ত...গোধূলি...নিঃস্ব... বাঁধনহারা নৈঃসঙ্গ্য ...তমসাবৃত//

পাঠকের অবস্থাটা খেয়াল করেছেন.... B-)




দিলেন তো মনে করিয়ে...
মনে করতে চাই না.... ইচ্ছা করেই ভুলে থাকতে চাই... :D

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: কোট করা শব্দগুলো কবিতার ভাবার্থের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বেছে বেছে আপনি সেগুলোই তুলে এনেছেন দেখে অবাক হলাম। সব কিছু চাইলেই কী ভুলে থাকা যায় ভাইজান? ভুলে যাওয়ার চেষ্টাইতো নূতন করে মনে করিয়ে দেয়। অনেক ধন্যবাদ মইনুল ভাই। ইদানীং আপনাকে কম দেখছি মনে হয়। ব্যস্ত সময় কাটাচ্ছেন নাকি?

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

মিশু মিলন বলেছেন: "হামাগুঁড়ি জীবন, নৈঃসঙ্গ্য প্রহর, যেন অথৈ সমুদ্দুর
তমসাবৃত পথ, খুঁজে বেড়ায় সে গন্তব্য আর কতদূর!"

জীবনভর আমরা কেবল খুঁজি, খুঁজি আর খুঁজি..........যা পাই তাতে তৃপ্ত হই না, আবার খুঁজি.....

খুঁজতে খুঁজতে জীবন সায়াহ্ণে পৌঁছেও মানুষ গন্তব্য খুঁজে পায় না। কোথায় গন্তব্য কেউ জানে না.......কেবল এগিয়ে চলা খুঁজতে খুঁজতে.............

কবিতায় মুগ্ধ! লিখতে যে পারেন এই তার প্রমাণ। এ রকম ভাবনার কবিতা ব্লগে কয়টা খুঁজে পাবেন!

ভাল থাকুন প্রিয় বাঙালী। শুভকামনা নিরন্তর..............

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১১

বিদ্রোহী বাঙালি বলেছেন: //লিখতে যে পারেন এই তার প্রমাণ। এ রকম ভাবনার কবিতা ব্লগে কয়টা খুঁজে পাবেন! //
হা হা হা। আপনার মন্তব্যে ভীষণ লজ্জা পেয়েছি মিশু। আমাকে অন্তত আপনার দলে জায়গা দেয়ার চেষ্টা করবেন না। আপনার জায়গায় লেখালেখির জগতে অনেক উচ্চে। আমি তাই মনে করি। এটা আমার বিশ্বাস।
তারপরও আপনার প্রশংসা আমি মাথা পেতে নিলাম। কবিতাটায় একটা জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি, যে জীবনটা আসলেই শেষ গন্তব্য খুঁজে বেড়াচ্ছে। ৭ নং মন্তব্যের উত্তরে কবিতাটির কিছুটা ব্যাখ্যা দিয়েছি। যদিও সেটা পর্যাপ্ত হয় নাই।
অনেক অনেক ধন্যবাদ মিশু।

২৩| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৭

অতঃপর তন্ময় বলেছেন: খুঁজে বেড়ায় সে গন্তব্য আর কতদূর!

২০ শে মার্চ, ২০১৫ রাত ১:৫২

বিদ্রোহী বাঙালি বলেছেন: সে নিজেও জানে না গন্তব্য আর কতদূর। অনেক ধন্যবাদ অতঃপর তন্ময়। শুভ কামনা নিরন্তর।

২৪| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৮

মনিরা সুলতানা বলেছেন: কত টা পথ পেরুলে তাকে পথিক বলা যায়।

২০ শে মার্চ, ২০১৫ রাত ১:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: পথের কোন শেষ নাই মনিরা। আবার পথিকই পথের সৃষ্টি করে। অনেক ধন্যবাদ আর শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.