নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাস ফুল

মানুষের বিচার্য হোক মনুষ্যত্ব ও মানবতা; কোন ধর্ম, গোষ্ঠী, বর্ণ কিংবা লিঙ্গ নয়

বিদ্রোহী বাঙালি

লেখালেখির ক্ষেত্রে আমার অলসতা প্রবাদতুল্য।

বিদ্রোহী বাঙালি › বিস্তারিত পোস্টঃ

ওয়ালেটঃ মানবতা ও ভালোবাসার ছোঁয়ায় রচিত একটি হৃদয়স্পর্শী উপন্যাস

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১





Love and compassion are necessities, not luxuries. Without them humanity cannot survive.

তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার উপরোক্ত উদ্ধৃতির সার্থক প্রতিফলন ঘটেছে ব্লগার ও লেখক মাটিরময়না'র প্রথম উপন্যাস ‘ওয়ালেট’ এ। মানবতা ও ভালোবাসার ছোঁয়ায় রচিত একটা হৃদয়স্পর্শী উপন্যাস। সাধারণ চোখে ওয়ালেট মানে শুধুই একটা মানিব্যাগ। যার মধ্যে টাকা পয়সা, ব্যাংক কার্ড, ভিজিটিং কার্ড, চিরকুট, প্রিয় কোন মুখের ছবি ইত্যাদি স্থান পায়। কিন্তু মাটিরময়না'র দূরদৃষ্টি আরও বহুদূর প্রসারিত হয়েছে। যেখানে ওয়ালেট এবং জীবনকে এক সুতোয় গেঁথে দিয়েছে সে। তার উপলব্ধির অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করা যায় উপন্যাসের নিচের কথাগুলোতে।



“জীবন বড়ই অদ্ভুত! পুরো জীবনটাই যেন একটা ওয়ালেট। একেকটা খোপে একেকটা জীবন। এক খোপে আমি, অন্য খোপগুলোতে আছে জহির আব্বাস, আলমসহ হাজারো কোটি মানুষ। কিন্তু কী আশ্চর্যের ব্যাপার, আমরা পাশাপাশি খোপে থেকেও জানি না অন্য খোপের অবস্থা। আমি শুধু আমার খোপে থেকে দেখতে চেয়েছিলাম অন্য খোপের বেঁচে থাকা, ভাগ করে নিতে চেয়েছি সামান্য কিছু সুখ দুঃখ।”



অ্যামেরিকার বিখ্যাত লেখক Nicholas Sparks এর A Walk to Remember বইয়ে লিখেছেন, “Love is always patient and kind. It is never jealous. Love is never boastful or conceited. It is never rude or selfish. It does not take offense and is not resentful. Love takes no pleasure in other people’s sins, but delights in the truth. It is always ready to excuse, to trust, to hope, and to endure whatever comes.” বইয়ে উদ্ধৃত করা ওপরের শাশ্বত কথাগুলোরই অনুরণন অনুভব করা যায় উপন্যাসটির জহির আব্বাস এবং মমতা বেগমের প্রেমের ইতিকথায়। মমতা বেগমের স্বল্প উপস্থিতি জহির আব্বাসের সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে পাঠক হয়তো মমতা বেগমকে খোঁজার চেষ্টাই করবে না। তবে সহজে প্রশ্ন জাগতে পারে মানবতার অবস্থানটা তাহলে কোথায়। এর উত্তর নিপুন ভাবে ‘হিমেল’ চরিত্রে সেঁটে দিয়েছেন উপন্যাসিক অত্যন্ত দক্ষভাবে। পুরো উপন্যাস জুড়ে সেটা দৃঢ়ভাবে দৃশ্যপটে ভেসে উঠবে বিভিন্ন ঘটনাচক্রের মধ্য দিয়ে। যা আবর্তিত হয়েছে কুঁড়ে পাওয়া একটা ওয়ালেট এর ভিতর সযত্নে রাখা একটা চিরকুটকে ঘিরে।



চরিত্রের আধিক্য যেমন নেই, তেমনি বাহুল্য কোন চরিত্রও উপন্যাসটিতে স্থান পায়নি। ফলে হিমেল, জহির আব্বাস, মমতা এবং রূপা চরিত্রের পাশেও রিকশাওয়ালা আলম, ঈগলমানব তানভীর ইসলাম ও সোবহান মিস্ত্রী, বই দোকানদার ফরিদ, ওল্ড এইজ হোমের কর্মচারী করিম উল্লাহ, দুবাই ফেরত চা দোকানদার কফিল মিয়াঁ এবং হিমেলে'র মামা ইউনুস আহমেদ এর উপস্থিতি একটুও ম্লান হয়ে রূপায়িত হয় নাই। মানবতা আর ভালোবাসার ছোঁয়ায় ওল্ড এইজ হোমের করিম উল্লাহকে এবং ঈগলমানব তানভীর ইসলামকে শুদ্ধ মানুষ হয়ে উঠতে যেমন দেখা যাবে, তেমনি রিকশাওয়ালা আলমকে অশ্রুসিক্ত নয়নেও আবিষ্কার করা যাবে।



প্রেমের জন্য ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে আছেন William Shakespeare এর কালজয়ী ট্র্যাজেডি “Romeo and Juliet” এর Romeo এবং Juliet, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনিন্দ্য সুন্দরী মিসরীয় ক্লিওপেট্রা এবং তাঁর প্রধান সেনাপতি মার্ক এন্টোনি, ইংরেজ কিং আর্থার এর স্ত্রী রাণী গুইনেভারা এবং ইংরেজ রাজ্যের একজন বীর নাইট স্যার ল্যাঞ্ছলট, কালজয়ী গ্রীকলেখক হোমারের জগৎবিখ্যাত এপিক “ইলিয়াড” এর প্যারিস এবং হেলেন, আরব্য উপন্যাসের লায়লা এবং মজনু, পার্সিয়ান প্রেম কাহিনী শিরি-ফরহাদ, রামায়ণের রাম-সীতা, শরৎচন্দ্রের দেবদাস-পার্বতী, রবি ঠাকুরের ‘শেষের কবিতা’র অমিত-লাবণ্য সহ আরও অনেক নাম। এখানে সবাই নিজ নিজ প্রেমের কারণেই মহিমান্বিত। কিন্তু ‘ওয়ালেট’ এর হিমেল নিজের প্রেম রুপাকে উপেক্ষা করে পঁয়ত্রিশ বছর বিচ্ছিন থাকা জহির আব্বাস আর মমতা বেগমের প্রেমকে যুগলবন্দী করেছে। হিমেলে'র এই মানবিকতাকে আমি কীভাবে বিশেষায়িত করবো জানি না। Nicholas Sparks এর একটা উক্তিতে বিশেষণ খুঁজে না পেলেও হিমেলে'র ভালোবাসার মর্মোদ্ধার করা যায় সহজেই। তিনি বলেছেন, “Love is like the wind, you can't see it but you can feel it.”



প্রমিত চলতি রীতিতে লেখা উপন্যাসটিতে কিছু সংলাপে আঞ্চলিক কথ্য রীতির সংমিশ্রণ আলাদা একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। উপলব্ধি ও চিন্তার বিকাশে মূর্ত এবং বিমূর্ত ভাবের সন্নিবেশ পাঠককে মোহমুগ্ধ করে রাখবে বলে আমার বিশ্বাস। কথক এখানে নামপুরুষ বলে লেখক কথনে অনেক স্বাধীনতা পেয়েছেন, যা পাঠকের জন্য বেশ উপভোগ্য হয়ে উঠেছে। কাহিনী বিন্যাসে লেখকের মুন্সিয়ানা পাঠককে মন্ত্রমুগ্ধের মতো পাঠে ধরে রাখবে। শেষ না করে উঠার যেন কোন উপায় থাকবে না। বাক্য গঠনে সাবলীলতা মাধুর্য ছড়িয়ে রেখেছে পুরো উপন্যাস জুড়ে। শব্দ চয়নে প্রাঞ্জলতা তাতে যেন আবির মাখিয়ে দিয়েছে। উপন্যাসের টুইস্টগুলো খুব সূক্ষ্মভাবে ধরা দিয়েছে। মনোযোগী পাঠে নিঃসন্দেহে সেগুলো পাঠকের দৃষ্টিগোচর হবে। তবে ক্লাইম্যাক্স টের পেতে কোন ধরণের বেগ পেতে হবে না। রবি ঠাকুরের গানের বা কবিতার অংশ বিশেষগুলো মাঝে মাঝেই আমাদের উদাসীন করে দিতে পারে। ভাবনার বিস্তৃতিকে প্রভাবিত করতে পারে। চাতুর্যপূর্ণ বুদ্ধিমত্তায় মাঝে মাঝেই কিছু লাফটারের ডেলিভারি দিয়েছে। ফলে পঠনে কোন একগুঁয়েমির শিকার হতে হবে না বলেই আমার বিশ্বাস।



শব্দের সাথে খেলাচ্ছলেই একদিন কবিতার বৃত্তে আবদ্ধ হয়ে পড়েছিল মাটিরময়না। কিন্তু সৃজনশীলতা যার মননে, তাকে কি কেউ বৃত্তবন্দী করে রাখতে পারে? তাই সহজেই কবিতার বৃত্ত ভেঙে বেড়িয়ে এসে পাঠকের হাতে তুলে দিচ্ছেন তার প্রথম উপন্যাস ‘ওয়ালেট’। কী এমন মন যাদু ছিল ওয়ালেটের ভিতরের ঐ চিরকুটটাতে, যাকে ঘিরে একটা উপন্যাসের সৃষ্টি হল? কিংব ঈগলমানবই কী? জানতে আগ্রহীদের অবশ্যই উপন্যাসটিতে চোখ বুলাতে হবে। আশা করছি পাঠকের ক্ষুধা নিবৃত করতে সক্ষম হবে।



বইটি সম্বন্ধে সংক্ষেপেঃ

বইয়ের নামঃ ওয়ালেট

লেখকঃ মাটিরময়না

প্রচ্ছদঃ মোস্তাফিজ কারিগর

প্রকাশকঃ এক রঙা এক ঘুড়ি

প্রাপ্তিস্থানঃ লিটল ম্যাগ চত্বরে এক রঙা এক ঘুড়ির স্টল এবং মূল মেলায় শ্রাবণ প্রকাশনীর স্টল

মূল্যঃ এখনো নির্ধারণ করা হয় নাই

বইয়ের ধরণঃ উপন্যাস

ব্লগ লিংকঃ মাটিরময়না



মন্তব্য ৬২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

শায়মা বলেছেন: শুভকামনা ভাইয়া!!!:)

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: তোমার জন্যও অনেক শুভ কামনা রইলো শায়মা। ভালো থেকো। ধন্যবাদ।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

আবু শাকিল বলেছেন: শুভকামনা ভাইয়া ।

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইলো আবু শাকিল। নিরন্তর শুভ কামনা রইলো। ধন্যবাদ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

ন্যালা-খ্যাপা বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন রইলো মাটিরময়না। উপন্যাসটি পাঠক জনপ্রিয়তা পাবে আশা করছি।
সুন্দর পোষ্টে উপন্যাসটির সারাংশ তুলে ধরার জন্য ধন্যবাদ বিদ্রোহী বাঙালী।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক ধন্যবাদ ন্যালা-খ্যাপা। নিরন্তর শুভ কামনা রইলো।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

সুপ্ত আহমেদ বলেছেন: শুভকামনা ভাইয়া । ;) ;)

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ সুপ্ত। ভালো থাকবেন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮

আরজু পনি বলেছেন:

শুভকামনা রইল "ওয়ালেট" এর জন্যে ।।

৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: শুভ কামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ আরজুপনি। এই পোস্টের লিংকটা আপনার পোষ্টে সংযোজন করে দিতে পারেন।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৯

মায়াবী রূপকথা বলেছেন: আমিও শুভকামনা জানাই। :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইলো মায়াবী রূপকথা। অনেক ধন্যবাদ।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০২

জুপিটার মুহাইমিন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানাই!

৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ জুপিটার মুহাইমিন।
আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই ওনার প্রতি

৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল। নিরন্তর শুভ কামনা রইলো।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২২

সচেতনহ্যাপী বলেছেন: সত্যিকথা বলতে কি গল্পটি আমার পড়া হয় নি,স্বাভাবিক কারনেই।। তাই কি মন্তব্য করবো ভেবে পাচ্ছি না।।

৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: বইটি সম্বন্ধে ছোট খাটো একটা ধারণা দেয়া হয়ে কেবল। আসছে বইমেলায়ই পাওয়া যাবে বইটি। আগ্রহ থাকলে সংগ্রহ করে পড়ে দেখতে পারেন। অনেক ধন্যবাদ সচেতনহ্যাপী।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৫

নাসরিন চৌধুরী বলেছেন: ময়না ভাইয়া'র জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাকেও ধন্যবাদ সুন্দরভাবে পোষ্টটি সাজাবার জন্য। ভাল থেকো

৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশিতব্য বইয়ের জন্য। তোমার একেক বইয়ের অপেক্ষায় আছি। এই বইমেলায় না হোক, পরবর্তী বইমেলায় পাবো এমন আশাই করছি। ভালো থেকো নাসরিন। অনেক ধন্যবাদ।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




মাটির ময়না'র লেখা নিয়ে কিছু বলবো না, সেদিন ফোনে আলাপ হলেও তার ‌'ওয়ালেট' নিয়ে সে কিছুই বলে নি আমাকে। :(


ফেইসবুক পেইজে শেয়ার করে দিলাম....




শুভেচ্ছা, বিদ্রোহী বাঙালী :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: মাটির ময়না'র লেখা নিয়ে কিছু বলবো না, সেদিন ফোনে আলাপ হলেও তার ‌'ওয়ালেট' নিয়ে সে কিছুই বলে নি আমাকে। :(

মাটিরময়নারে ধইরা সাইজ করতে হবে ভাইজান। কোন ছাড়ন নাই কিন্তু। :P

ফেবুতে শেয়ার দেয়ার জন্য এবং আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মইনুল ভাই।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২২

জাফরুল মবীন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন ‘মাটিরময়না’ কে ।

উপন্যাসটির জনপ্রিয়তা কামনা করছি।

ধন্যবাদ আপনাকে বিষয়টি উপস্থাপনের জন্য।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: মাটিরময়নাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য এবং উপন্যাসটির জনপ্রিয়তা কামানোর জন্য অনেক ধন্যবাদ জাফরুল মবীন।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

এহসান সাবির বলেছেন: শুভেচ্ছা।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ এহসান। ভালো থাকবেন।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

শুভেচ্ছা ও অভিনন্দন মাটিরময়নাকে।

ধন্যবাদ শেয়ার করার জন্য্।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: মাটিরময়নার কাছে শুভেচ্ছা ও অভিনন্দন পাঠিয়ে দেয়া হবে। অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন মাটির ময়নাকে।
উপন্যাসের সাফল্য কামনা রইল।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী বাঙালি বলেছেন: উপন্যাসের সাফল্য কামনা করায় এবং ময়নাকে অভিনন্দন জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ রাজপুত্র। ভালো থাকবেন।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩

তাহের অন্তরা বলেছেন: অসাধারণ

৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম তাহের অন্তরা। অনেক ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা রইলো।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

এনামুল রেজা বলেছেন: এই উপন্যাস লিস্টেড। আলোচনাটাও ভাল্লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি না বললেও হয়তো তুমি এটাকে লিস্টেড করতে। কারণ আমার জানা মতে মাটিরময়না যে তোমারও একজন প্রিয় মানুষ। অনেক ধন্যবাদ রেজা। ভালো থেকো।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

নীল লোহীত বলেছেন: শুভকামনা ও অভিনন্দন মাটিরময়নার জন্য।

আর রিভিউটা অসাধারণ হয়েছে।

ইচ্ছে করছে বইটা আজই কালেকশান করে ফেলতে।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: মাটিরময়নাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য অনেক ধন্যবাদ নীল লোহীত। পোস্টের বক্তব্য পছন্দ হওয়ায় ভীষণ খুশি হয়েছি। বইটি বইমেলার শুরু থেকেই পাওয়া যাবে আশা করছি। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা রইলো।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২১

হামিদ আহসান বলেছেন: বইটি সংগ্রহ করতে অপেক্ষায় রইলাম ৷ ধন্যবাদ জানাই চমৎকার রিভিউটির জন্য ......

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২০

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার বই স্টলে থাকবে, সেই স্টলেই বইটি পাবেন হামিদ ভাই।
আপনার জন্যও রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ হামিদ ভাই।

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

ঢাকাবাসী বলেছেন: লেখকের জন্যআন্তরিক শুভেচ্ছা।

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২১

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী। ভালো থাকবেন।

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১০

নাসরিন চৌধুরী বলেছেন: হুম দোয়া রেখ ভাইয়া , তবে একক বই আসলে ---আজ যে দায়িত্বটা ময়না ভাইয়ার জন্য নিলে তখন কিন্তু আমার জন্যও নেয়া লাগবে।

আমরা এখন সুইডেনে আছি। ফিরবো ১১ ফেব্রুয়ারী। লেখালেখি বন্ধ----কিন্তু লেখা পড়তে ভালই লাগছে ---

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: ময়নার জন্যতো আমি একা পোস্ট দিয়েছি। যখন তোমার বই বের হবে, তখন আমি এবং ময়না দু'জনেই এই ধরণের পোস্ট দিবো। চিন্তা করো না। শুধু একক বই বের করার পথে এগিয়ে যাও। পাশেই পাবে।
সুইডেনের কথা আগেই বলেছিলে। কিন্তু আমি তারিখ ভুলে গিয়েছিলাম। ভালো ভাবে ফিরে আসো দোয়া করছি। সুইডেন থেকে ফিরে এসে একটা ভ্রমণ পোস্ট দিও। তাহলে তোমার অভিজ্ঞতা কথা আমরাও জানতে পারবো। ভালো থেকো। মাহির সোনাকে আদর দিও।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৫

কালপুরুষ পোয়েট্রি বলেছেন: ময়না ভাই আসেন, তারপর অটোগ্রাফ সহ ওয়ালেট...
ঘাস ফুল ভাই এত সুন্দর বিশ্লেষণ করে লেখেন কীভাবে !! শুভকামনা দু'জনকেই।

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ময়না গতকাল আমার বাসায় এসেছিল। সামনের মাসের ৬ তারিখে যাচ্ছে বাংলাদেশে। আশা করবো অটোগ্রাফসহই তুমি বইটি পাবে।
তোমার মতো অন্তর্নিহিত তাৎপর্য আমি কিন্তু লিখতে পারি না হৃদয়। তোমার জন্য আবারও অনেক অনেক শুভ কামনা রইলো। অনেক ধন্যবাদ।

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

ফাহিমুল ইসলাম বলেছেন: শুভকামনা ভাইয়া ;) ;) ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক ধন্যবাদ ফাহিমুল ইসলাম। আপনার জন্যও অনেক শুভ কামনা রইলো।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

মোঃ ইসহাক খান বলেছেন: শুভেচ্ছা রেখে গেলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: শুভেচ্ছা রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ ইসহাক। অনেক দিন পর আপনাকে পেলাম। নিরন্তর শুভ কামনা রইলো।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

কলমের কালি শেষ বলেছেন: অনেক অভিনন্দন এবং শুভকামনা ফর ওয়ালেট । :) :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২

বিদ্রোহী বাঙালি বলেছেন: কলমের কালি কি আস লেই শেষ হয়ে আসছে নাকি, ইদানীং যে কম দেখি? :P

অভিনন্দন আর শুভ কামনা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ কালি। আর হ্যাঁ, কালি শেষ হয়ে যাওয়ার আগেই রিফিল করে নিন। ;) নিরন্তর শুভ কামনা রইলো।

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

আরজু পনি বলেছেন:

আমি গতকালই পোস্টের লিঙ্কটা আমার পোস্টে দিয়ে দিয়েছিলাম এবং তা বেশ কিছুক্ষণ একেবারে উপরে ছিল । পোস্ট আপডেট করার কারণে নিচে চলে গেছে... আবার নতুন কোন তথ্য থাকলে শেয়ার করবেন আশা করি ।

অনেক শুভকামনা রইল ।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: হ্যাঁ, আমি গতকালই দেখেছিলাম। নূতন কোন আপডেট থাকলে অবশ্যই আপনার পোষ্টে মন্তব্যে জানিয়ে আসবো।
আপনার আন্তরিকতার জন্য আন্তরিক ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা রইলো।

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৮

প্রবাসী পাঠক বলেছেন: বইটির লেখক মাটিরময়না এবং বইটির জন্য শুভ কামনা রইল। আশা করি বইটি পাঠক প্রিয়তা পাবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: ইদানীং আপনাকে কম দেখছি ব্লগে। ব্যস্ততা বেড়ে গেলো নাকি? দেরিতে হলেও আপনার উপস্থিতি খুব ভালো লাগলো প্রবাসী। অনেক ধন্যবাদ।

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪২

প্রবাসী পাঠক বলেছেন: ব্যস্ততা বাড়েনি বিদ্রোহী ভাই, স্বেচ্ছা নির্বাসনে ছিলাম প্রায় এক সপ্তাহ। কেমন যেন এলোমেলো লাগছিল। তাই নিজেকে গুছিয়ে নিতে কিছু সময় নিলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: হঠাৎ এমন হওয়ার কারণ কী? মানসিক কোন চাপ? শেষ পর্যন্ত কি গুছিয়ে নিতে পেড়েছেন?
আমার একবার অবশ্য এমন হয়েছিল। তখন আমি প্রায় তিন মাস বা ততোধিক সময়ের জন্য স্বেচ্ছা নির্বাসনে ছিলাম।
যাহোক, আপনি নির্বাসন শেষ করে ফিরে এসেছেন, তাতেই খুশি। আশা করবো এখন আবার নিয়মিত হবেন। আপনার সব ধরণের সুস্থতা কামনা করছি।

২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

সুমন কর বলেছেন: এটাও অফলাইনে পড়ে নিয়েছিলাম।

চমৎকার লিখেছেন।

লেখকের প্রতি রইলো শুভকামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী বাঙালি বলেছেন: পড়েছেন এবং লেখকের জন্য শুভ কামনা রেখে গিয়েছেন। তাতেই ধন্য। অনেক ধন্যবাদ সুমন। ভালো থাকবেন।

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

মাটিরময়না বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী বাঙ্গালী ভাইকে এতো সুন্দর একটা রিভিঊ করে দেবার জন্য। যদিও ধন্যবাদ অনেক কম হয়ে যায় এটার জন্য।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা -- ধন্যবাদ আবারো

ভালো থাকবেন আর দোয়া করবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ কম হয়ে গেলে পরে পোষাইয়া দিও। :P আল্লহামদুলিল্লহ! ওমরাহ্‌ হজে যাইতাছ। বেশী বেশী দোয়া কইরো যাতে দেশটার একটা গতি হয়।

৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

সোহানী বলেছেন: হুম... এখনো মেলায় যাওয়া হয়নি, গেলেই সংগ্রহ করবো আশা করি.....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: আশা করছি বইটি পড়ে তৃপ্তি পাবেন। অনেক ধন্যবাদ সোহানী। শুভ কামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.