নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাস ফুল

মানুষের বিচার্য হোক মনুষ্যত্ব ও মানবতা; কোন ধর্ম, গোষ্ঠী, বর্ণ কিংবা লিঙ্গ নয়

বিদ্রোহী বাঙালি

লেখালেখির ক্ষেত্রে আমার অলসতা প্রবাদতুল্য।

বিদ্রোহী বাঙালি › বিস্তারিত পোস্টঃ

ভাল নাম হিমালয় ডাক নাম হিমুঃ হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র হিমুর পরিচয় দিচ্ছেন অমিতাভ মিত্র

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

‘‘আমি ঘরে ঢুকতেই স্যার বললেন, গত রাতে অকল্পনীয় এক ঝামেলা হয়ে গেছে। কী হয়েছে মন দিয়ে শোনো। ঘুমুতে গেছি রাত দশটা একুশ মিনিটে। সঙ্গে সঙ্গে ঘুম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমি ইলেকট্রন হয়ে গেছি।

কী হয়ে গেছেন?

ইলেকট্রন। ইলেকট্রন চেনো না?

চিনি।

ইলেকট্রন হয়ে নিউক্লিয়াসের চারপাশে ঘুরপাক খাচ্ছি।

আমি বললাম, আপনার তো তা হলে ভয়ঙ্কর অবস্থা।

বল্টুভাই বললেন, ভয়ঙ্কর অবস্থা তো বটেই। তবে আমি কণা হিসেবে ছিলাম না। তরঙ্গ হিসেবে ছিলাম।

ইলেকট্রন হওয়ার পর আপনার ঘুম ভাঙল?

না, আমি সারা রাত ইলেকট্রন হিসেবেই ছিলাম। এখানে ওখানে ছোটাছুটি করেছি। বর্ণনা করার বাইরের অবস্থা। কখনও যে বিছানায় শুয়ে ছিলাম তার খাটে ঢুকে যাচ্ছি। একবার আয়নায় ঢুকে নিজের মিরর ইমেজ দেখলাম।

বলেন কী? অদ্ভুত তো।

আমি নতুন নতুন জায়গায় যাচ্ছি, আর মুখে বলছি অনিকেত।

অনিকেত আবার কী?

বাংলা শব্দ। ডিকশনারি ছিঁড়ে ফেলেছি বলে মানে জানতে পারছি না।

আমি আনন্দিত ভঙ্গিতে বললাম, ইলেকট্রন বাংলা ভাষায় কথা বলে জেনে ভালো লাগছে। যাই হোক, স্যার কি সকালের নাশতা খেয়েছেন?’’

‘‘হিমু এবং হার্ভার্ড PhD বল্টু ভাই’’



বলে দিতে হবে না, এই ‘আমি’টি হচ্ছে হিমু। বিশ্বের এক নম্বর ফাজিল ছেলে!

থানায় বসে যে ওসি সাহেবকে জিজ্ঞেস করতে পারে, ‘‘দিনে ক’প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস খান?’’

বান্ধবী রূপার বাড়ি রাতদুপুরে ফোন করে জানতে চায়, ‘‘আচ্ছা, এটা কি রেলওয়ে বুকিং?’’ যাতে বান্ধবীর হাইপারটেনসিভ বাবা উত্তেজিত হয়ে চেঁচামেচি জুড়ে দেন আর বান্ধবীটি বুঝে যায় কার ফোন এসেছে।

এই ফাজিল ছেলেই আবার মনে করিয়ে দেবে, আরবি ভাষায় ফাজিল শব্দের অর্থ জ্ঞানী!

প্রায় একুশটির মতো উপন্যাস এই একটি চরিত্রকে ঘিরে, এখনও এই এ পার বাংলাতেও হইহই করে বিক্রি হচ্ছে, তা কি কেবল হাস্যরসের জোরে? হুমায়ূন নিজেও বলেছিলেন, ‘‘মনমেজাজ খারাপ থাকলেই হিমু লিখতে বসি। মন ঠিক হয়ে যায়।’’

লেখক ও পাঠক হিমুর উপন্যাসগুলো দু’জনেরই মন ভাল করে দেয়, এক ধরনের সিরিওকমিক এন্টারটেনমন্ট, যা পাতায় পাতায় আপনাকে হাসাবে, তবু হিমুর কাহিনিগুলো নিছক বিনোদনের জন্য নয়। ফাজলামির ফেনা সরালে নজরে পড়বে এক গাঢ় রসের পাক, তাতে এক দিকে নাগরিক সভ্যতার ভণ্ডামি নিয়ে চোরাবিদ্রুপ, আবার অন্তর্লীন বিষাদ, মায়াবাঁধনের তার কেটে বেরিয়ে আসার করুণ প্রয়াস, মায়াবী কল্পকাহিনি।

হিমু আসলে কে? তার নিজের ভাষায় ঢাকা শহরে সে একজন হণ্টক। চাকরি দিলেও সে করবে না, কারণ সে বেকার নয়, হাঁটা তার কাজ। মাসোহারা জুটে যায় এই শর্তে— সে তার ফুফার ছেলেকে বা ভালমানুষ বড়লোক বন্ধুকে নিজের জীবনদর্শনে প্রভাবিত করবে না। কথা বলে লোককে বিভ্রান্ত করতে সে ওস্তাদ।

অথচ প্রতিটি কাহিনিতেই দেখা যাবে, শেষ পর্যন্ত হিমু সাধারণ মানুষের ভালই করছে। এবং সে নিঃস্বার্থ। নিরুদ্বেগ, কিছুটা নিস্পৃহ, কিন্তু সম্পূর্ণ নিরাসক্ত নয়। ভালমন্দ খাবার ইচ্ছে হলে অবলীলাক্রমে কোনও বিয়েবাড়িতে ঢুকে যেতে পারে। বড়লোকের সুদর্শনা কন্যারা তার আকর্ষণে পড়ে যায়, হিমুর টেলিফোন-ব্যাধি জেগে ওঠে, সে এক প্লেটোনিক সম্পর্ক গড়ে তোলে, অথচ উদাসীন পুরুষ, কথা দিয়ে কথা রাখে না।

কারণ সে এক প্রেরিত পুরুষ! তার সাইকোপ্যাথ বাবা হিমুকে মহাপুরুষ বানানোর গবেষণায় কী না করেছেন। পোষা টিয়াকেই শুধু নয়, তার মাকেও হত্যা করেছেন যাতে আসক্তি না জন্মায়। পিশাচ প্রকৃতির মামাদের কাছে বড় হয়েছে হিমু, ক্রুঢ়তা যেখানে স্বাভাবিক।

তবু সে হল এক নিস্পৃহ যুবক। মহাপুরুষ হবার অনুশাসন তাকে পুরোপুরি বাঁধতে পারল না, সংসারের মায়াকেও সে সম্পূর্ণ স্বীকার করল না। অথচ পরিব্রাজক হিমু হয়ে গেল নাগরিক সন্তের মতো, আনন্দময়, বিষাদাচ্ছন্ন।

এখানেই প্রশ্ন ওঠে, হিমু কি নীলু?

না, হিমু নীলু নয়। তবু দু’পার বাংলার দুই জনপ্রিয়তম লেখকের অতি জনপ্রিয় দু’টো চরিত্র— হুমায়ূন আহমেদের হিমু আর নীললোহিতের নীলু— তুলনা আসাটাই স্বাভাবিক।

দু’জনেই চালচুলোহীন রোম্যান্টিক যুবক, ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াতে ভালবাসে, আত্মীয়পরিজনের আদর-অনাদরের মাঝে যেন ভেসে বেড়ায়, তবু উদ্বাস্তু নয়।

নীলুর আছে দিকশূন্যপুর। আর হিমুর আছে এক কল্প নদী ময়ূরাক্ষী। ইচ্ছে হলেই সে নদীটাকে বের করতে পারে, এমনকী পছন্দের মানুষজনকে সে নদী তীরে নিমন্ত্রণও করে। স্বচ্ছ নদীর জলে নীল আকাশের ছায়া পড়ে, দু’পারে সবুজ দূর্বাঘাস, গাছের ডালে বিষণ্ণ ঘুঘুর ডাক, আর জল ছিটোতে ছিটোতে চলে যাচ্ছে যে তরুণীটি— সে তার মা!

দিকশূন্যপুর আর ময়ূরাক্ষী— দুটোই বাস্তব থেকে হারিয়ে যাবার ঠিকানা। তবু, নীলুর রোম্যান্টিকতা যেমন বায়বীয় কিশোরকল্পনা, হিমুর চরিত্রে নাগরিক বিষণ্ণতা অনেক প্রবল, সামাজিক প্রেক্ষাপট অনেক প্রকট এবং বিদ্রুপবিদ্ধ। নীলু কখনও মহাপুরুষ হতে চায়নি, হিমু মহাপুরুষ হওয়ার দ্বন্দ্বে দীর্ণ।

আর হিমুর আছে এক প্রফেটিক পাওয়ার। সে যা বলে তা অনেক সময়ই ফলে যায়। ফলত সে কিছুটা সমীহ আদায় করে নেয়। বিজ্ঞানের অধ্যাপক হুমায়ূন সম্ভবত সচেতনভাবেই এই ফ্যান্টাসিটা রচনা করেছেন, যাতে বাস্তব আর পরাবাস্তবের মধ্যে যাতায়াত করতে পারে কাহিনিটি। রিয়্যালিটিকে একটু কাত করে দেখলে যে দর্শন পাওয়া যায় তার আনন্দে।



‘‘কী নাম বললেন আপনার, হিমু?’

জি, হিমু।

হিম থেকে হিমু?

জি-না, হিমালয় থেকে হিমু। আমার ভাল নাম হিমালয়।

ঠাট্টা করছেন?

না, ঠাট্টা করছি না।

আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাট্রিক সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম। হাসিমুখে বললাম, সার্টিফিকেটে লেখা আছে। দেখুন।

‘‘হিমু’’

আটপৌরে হিমু নামের আড়ালে এই হিমালয় শব্দটি আছে। আকাশ নয়, হিমালয়। যাকে ছোঁয়া কঠিন হলেও, অসম্ভব নয়।



সংগৃহীতঃ আনন্দবাজার পত্রিকা

মূল লিংকঃ ভাল নাম হিমালয় ডাক নাম হিমু

মন্তব্য ৭৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২০

শায়মা বলেছেন: আমার হিমুকে ভালো লাগেনা। কিন্তু হুমায়ুন আহমেদের সব গল্পই ভালো লাগে।

কোথাও কেউ নেই, শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে এই সব দিনরাত্রী এসব তো অসাধারণ!!!!!!!!!!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার হিমু খুব পছন্দ। আসলে হুমায়ূন আহমেদের সবই আমার খুব পছন্দ। তোমার পছন্দগুলোও আমি পড়েছি। :) আসলেই ঐ বইগুলো অসাধারণ।
অনেক ধন্যবাদ শায়মা তোমার পছন্দের তালিকা তুলে ধরার জন্য এবং কষ্ট করে পোস্টটি পড়ার জন্য। ভালো থেকো সতত।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

এম এম করিম বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ করিম। ভালো থাকবেন নিরন্তর।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: লেখক হুমায়ুন আহমেদ এর লেখনি ভালো ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: হুম! ঠিকই বলেছেন নাজমুল। অনেক ধন্যবাদ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: আমি আপনার মত হিমুতে কেন জানি রস পাইনি| পড়া শুরু করার দশ মিনিট পরেই মনে হয় বেকার সময় নষ্ট করছি| অবশ্য আমার কাছে বিনোদন সহজলভ্য| তাই হয়ত চাপিয়ে দেয়া বিনোদনে মন ভরেনা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি কিন্তু হিমু পছন্দ করি এবং যথেষ্ট রসও খুঁজে পাই হিমুতে। সাধারণ চোখে হিমু পড়লে হয়তো চাপিয়ে দেয়া বিনোদন মনে হতে পারে। কিন্তু হিমুকে নিয়ে লেখা অমিতাভ মিত্রের লেখাটা পড়লে বুঝতে সক্ষম হবেন আসলে হিমুতে কোন রস চাপিয়ে দেয়া হয়নি। অনেক ধন্যবাদ আরণ্যক।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি হিমু পাগল।
অসম্ভব ভালো লাগা কাজ করে এই চরিত্রটির জন্য।
খারাপ লাগে যখন ভাবি এই চরিত্রটি নতুন ভাবে আর পাবো না। :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমিও আপনার মতো হিমু পাগল। খারাপ লাগাটা আমার মধ্যেও আছে। বইমেলা এলে এটা মাথাচাড়া দিয়ে উঠে। অনেক ধন্যবাদ রাজপুত্র। নিরন্তর শুভ কামনা রইলো।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২

মনিরা সুলতানা বলেছেন: হিমু মানেই অন্যরকম :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: আসলেই তাই। হিমু মানেই অন্যরকম। অনেক ধন্যবাদ মনিরা। শুভ কামনা সতত।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

সুমন কর বলেছেন: শুধু বলবো, চমৎকার শেয়ার এবং অমিতাভ মিত্র দারুণ লিখেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: অমিতাভ মিত্র আসলেই চমৎকার লিখেছেন। অনেক ধন্যবাদ সুমন। ভালো থাকবেন।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

জেন রসি বলেছেন: হিমু এমন একটি চরিত্র যা আমাদের মায়াবাস্তবতার মুখোমুখি করে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: চমৎকার বলেছেন জেন রসি। অনেক ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা রইলো।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: পড়ি নি,তাই মন্তব্য নিস্প্রোয়জন,তাই না?? তবে না জানা একটা চরিত্রের ভেসে উঠাকে দেখলাম।। ধন্যবাদ।।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: পড়ার সময় হল না? :(
না জানা চরিত্র যেহেতু বলছেন, তারমানে দাঁড়াল হিমু আপনার পছন্দের চরিত্র নয়। :(
তবে আমার খুব পছন্দ। :)
পোস্ট ঘুরে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ সচেতনহ্যাপী। নিরন্তর শুভ কামনা রইলো।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি গল্পের হিমুর এবং বইটির কথা বুঝাতে চেয়েছি।। এই চরিত্রের মানুষ ছিল,আছে এবং থাকবেও।।@বিদ্রোহী।।ভাল থাকুন সততঃ।।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০০

বিদ্রোহী বাঙালি বলেছেন: আগের মন্তব্যটা মনে হয় বুঝতে ভুল করেছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন হিমু একটি কাল্পনিক চরিত্র হলেও মনুষ্য সমাজে ঠিকই এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো যাবে, তবে তাদের সংখ্যা খুবই কম। অনেক ধন্যবাদ আবারও পোস্ট ঘুরে যাবার জন্য এবং অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবার জন্য। আপনিও ভালো থাকবেন সচেতনহ্যাপী। নিরন্তর শুভ কামনা রইলো।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫২

প্রবাসী পাঠক বলেছেন: হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। উনার প্রায় সব বই পড়া। হিমু চরিত্রটা অন্যরকম ভালো লাগে। সাধারণ পাঠে হিমু নিয়ে লেখা বইগুলোকে কল্পনাবিলাসী একজন যুবকের গল্প মনে হবে। কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখলে হিমুর গল্পে খুঁজে পাওয়া যাবে মানবতা, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী যুবকের গল্প। আমার মনে হয় হুমায়ুন আহমেদ সচেতনভাবেই হিমু চরিত্রটাকে এভাবে লিখেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: হিমুকে আপনি যথার্থ মূল্যায়ন করেছেন চমৎকার মন্তব্যে। অমিতাভ মিত্রও আপনার মতো করেই হিমুকে দেখেছে। ভ্যাগাবন্ড টাইপের মানুষ হলেও হিমুর মধ্যে মানবতার ছোঁয়া ছিল সবচেয়ে বেশী। অনেকে হয়তো তার চরিত্রে হাস্যরস খুঁজে পাবে। কিন্তু অন্তর্দৃস্টি খুঁজলে আপনার মতোই তাকে আবিষ্কার করতে পারবে। আপনার মতো আমারও হুমায়ূন আহমেদ খুব প্রিয়। হিমু চরিত্রটা খুবই পছন্দ। অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক। অনেক ভালো থাকবেন।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৭

জাফরুল মবীন বলেছেন: আমার একদম মনের কথাটা ভাই প্রবাসী পাঠক বলে দিয়েছে।ধন্যবাদ প্রপাকে।

হুমায়ূন আহমেদের আরেকটি চরিত্র মিসির আলীকে আমার বেশ ভাল লাগে।

নিজেকে কেন জানি মিসির আলী মিসির আলী মনে হয় :P :P :P

চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই বিদ্রোহী বাঙালি।

শুভকামনা জানবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার তথ্যবহুল পোস্টগুলোই কিন্তু প্রমাণ করে আপনি আসলেই মিসির আলী। হিমুর মতো কোন খেয়ালী কথা নেই পোষ্টে। আছে সব গুরুগম্ভীর কথাবার্তা। :)
প্রবাসী পাঠক আসলেই ভালো কথা বলেছেন। হিমুর গভীরে ঢুকলে সত্যটা উপলব্ধি হবে সবার।
অনেক ধন্যবাদ ভাই। নিরন্তর শুভ কামনা রইলো।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩

প্রেতরাজ বলেছেন: আসলেই হিমু যখন পড়তাম তখন এক অন্য মানুষ জেগে উঠত মনের ভেতর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: যারা হিমু পছন্দ করে, তাদের অনুভূতি আপনার মতোই। আমি ব্যক্তিগত ভাবে হিমু খুব মিস করি। অনেক ধন্যবাদ প্রেতরাজ। ভালো থাকবেন।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

বিদগ্ধ বলেছেন:
‘‘মনমেজাজ খারাপ থাকলেই হিমু লিখতে বসি। মন ঠিক হয়ে যায়।’’

-মনমেজাজ খারাপ থাকলেই হিমু পড়ি। মন ঠিক হয়ে যায়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: হা হা হা। খুব সুন্দর বলেছেন। এমনটা অনেকেরই হয়, যারা হিমু পছন্দ করে। অনেক ধন্যবাদ বিদগ্ধ। নিরন্তর শুভ কামনা রইলো।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

হাসান মাহবুব বলেছেন: ভালো করেছেন শেয়ার করে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রিয় গল্পকারের কাছেও শেয়ার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

ঢাকাবাসী বলেছেন: হিমুকে ভাল লাগে, লেখাটা চমৎকার।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী বাঙালি বলেছেন: হিমুকে যথার্থ ভাবেই অমিতাভ মিত্র বিশ্লেষণ করেছে। আসলেই লেখাটা চমৎকার। অনেক ধন্যবাদ ঢাকাবাসী। শুভ কামনা সতত।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬

রোদেলা বলেছেন: হিমু চরিত্র আমার খুবি অপছন্দের।কিন্তু হুমায়ূন আহমেদের প্রথম দিকের সব লেখায় আমার সংগ্রহে আছে।
হিমু যে হিমালয় তা জানতাম,ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

বিদ্রোহী বাঙালি বলেছেন: হিমু আমার খুব পছন্দ। :)
তবে অনেকেই হুমায়ূন আহমেদের প্রথম দিকের বইগুলো বেশী পছন্দ করে। যারা হিমু পড়েছে, তারা সকলেই হিমালয় নামটা জানে। অনেক ধন্যবাদ রোদেলা।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২

এনামুল রেজা বলেছেন: হিমুকে নিয়ে ওপারে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, পরিচালকের নাম খেয়াল নেই। কিন্তু শাওন প্রতিক্রিয়াতে বলেছিলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: শাওনের এই ব্যাপারে এগিয়ে আসা উচিৎ। তবে সে যদি নিজে করতে চায় ভিন্ন কথা। তারপরও ব্যাপারটা নিয়ে নূতন করে ভাবা যায়। দুই বাংলা মিলেও করা যায়। আশা করবো শাওন ভবিষ্যতে হিমুর পাঠকের কথা চিন্তা করে একটা ভালো সিদ্ধান্ত নিবে।
গতকাল মাটিরময়নার ফোনে কালপুরুষ, মেহেদী এবং ফাতিনের সাথে কথা হল। তোমাকে খুঁজেছিলাম। কিন্তু পাইনি। পেলে কথা বলতে পাড়তাম।
যাহোক, তোমাকে পোষ্টে পেয়ে ভালো লাগলো। তুমি ভালো একটা খবর শেয়ার করেছ। মুভিটা না হোক, অন্তত তারা যে হিমুকে নিয়ে মুভি করার চিন্তা করছে, এটাও কম নয় কিন্তু। অনেক ধন্যবাদ রেজা। ভালো থেকো।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমার কাছে হিমুর চেয়ে মিসির আলীকে অনেক অনেক বেশী ভালো লাগে। হিমুকে লেখক যতটা হালকা করে দেখিয়েছেন সে আসলেই তত হালকা ভাবে নেয়ার মত কোন ক্যারেকটার না, কিন্তু সোজাসাপটাভাবে যুক্তিবাদী মেধাবী মিসির আলীকে তুলনায় আমার কাছে অনেক বেশী আকর্ষণীয় লাগে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: হিমু এবং মিসির আলী আসলে দুটো সম্পূর্ণ বিপরীত চরিত্র। হিমু যেখানে যুক্তির কোন ধার ধারে না। আর সেখানে মিসির আলী যুক্তি ছাড়া একচুলও নড়ে না। মিসির আলীর পাঠকও প্রচুর। আমিও মিসির আলী পছন্দ করি। তবে কেন জানি হিমুকে আলাদাভাবে একটু বেশীই পছন্দ করি। পাঠক ভিন্নতা থাকতেই পারে, তাই না?
আপনার অভিমত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ তনিমা। অনেক দিন হল আপনার কোন পোস্ট পাই না কেন? ব্যস্ত নাকি? শুভ কামনা অনিঃশেষ।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

হামিদ আহসান বলেছেন: অসাধারণ গল্পটি শেয়ার করার জন্য ধন্যবাদ ৷ ভাল থাকুন .......

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকুন হামিদ ভাই।

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

মিশু মিলন বলেছেন: দুপুরে আনন্দবাজরে লেখাটি পড়েছি। সবার জন্য শেয়ার করার জন্য ধন্যবাদ প্রিয় বাঙালি।

ভাল থাকুন। শুভকামনা নিরন্তর.............

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি গত পরশু পড়েছিলাম। ভালো লাগলো, তাই গতকাল সবার জন্যে এখানে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ মিশু।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

দীপংকর চন্দ বলেছেন: আমি সরল সিধা বুঝি ভালো!

হিমু আর মিসির আলী- বাদ দিতে চাই না কাউরে!

দুইজনরে সাথে নিয়া থাকতে চাই নন্দিত নরকে!

স্বর্গে যাবার সামর্থ্য নাই, ইচ্ছাও নাই!

নরকই সই!

অনেক অনেক শুভকামনা শ্রদ্ধেয়।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি আপনার চাইতে আরও বেশী সরল সিধা। স্বর্গ নরক বুঝি না, পরকালে ঠাই পেলেই হয়। :P
অনেক ধন্যবাদ দীপংকর। আপনিও ভালো থাকবেন সতত।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

জুন বলেছেন: শায়মার মত আমারও হুমায়ুন আহমেদের 'কোথাও কেউ নেই, শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে এই সব দিনরাত্রী' এই বইগুলি ভালোলেগেছিল বিদ্রোহী । হিমু নয়
+

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: হিমু নয় ক্যানে? :( আমারতো হুমায়ূন আহমেদের সবই ভালো লাগে। শায়মার পছন্দের বইগুলোর মান আসলেই ভালো ছিল।
অনেক ধন্যবাদ জুন। নিরন্তর শুভ কামনা রইলো।

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আমার হুমায়ূন স্যারের সব ভাল লাগে । হিমু তো ইতিহাস । তাছাড়া বাকের ভাই, ছোট মির্জা চর্ত্রি বেশ জনপ্রিয়তা পেয়েছিল । আসলে খুব কম বই পড়েছি ।তাই বেশি বলতে পারেবো না । জীবনটা অনেক ছোট বইয়ের সংখ্যা অনেক বেশি । আপনাকে ধন্যবাদ শেয়ার দেয়ার জন্য ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি ঠিকই বলেছেন বাকের ভাই, ছোট মীর্জা চরিত্রগুলোও অনেক জনপ্রিয়তা পেয়েছিল। ছোট জীবন উপভোগের জন্য হলেও মাঝে মাঝে বই পড়া উচিৎ। হুমায়ূন আহমেদ আপনার প্রিয় জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সতত।

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ শেয়ার।

হিমু আমার পছন্দের একটা চরিত্র। মিসির আলীও। হিমু,নীলুর মতো সমরেশ মজুমদারের স্বপ্নেন্দু চরিত্রটা একই রকম ।

আমার মনে হয় হুমায়ুন আহমেদ হিমু সিরিজে পাঠকের ব্রেন নিয়ে অনেক খেলেছেন। পাঠককে প্রতিনিয়তই দ্বিধাদ্বন্ধে ফেলেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি হিমু বিষয়ক দারুণ কিছু কথা বলেছেন। হিমু সিরিজ দিয়ে আমাদের অন্য একটা জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আবার মিসির আলী দিয়ে বাস্তবে পা ফেলতে সহায়তা করেছেন। সুনীলের নীলু সম্বন্ধে কিছুটা জানি। কিন্তু সমরেশের স্বপ্নেন্দু সম্বন্ধে আমার খুব একটা ধারণা নাই। কারণ উনার বই খুব বেশী একটা পড়া হয় নাই। যা পড়েছি তাও অনেক আগে। তাই চরিত্রটার কথা আলাদা করে মনে করতে পারছি না। আপনার চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

আবু শাকিল বলেছেন: হলুদ পাঞ্জাবী দেখেলি হিমু ।

স্যার দিলেন এক্কান চরিত্র সৃষ্ট করিয়া।

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: হিমু আর হলুদ পাঞ্জাবীকে স্যার পরিপূরক করে দিয়েছেন। অনেক ধন্যবাদ আবু শাকিল। নিরন্তর শুভ কামনা রইলো।

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

দ্যা লায়ন বলেছেন: ভালো কিছু নিয়ে রিচার্স করেন পোস্ট দেন যা জীবনের সাথে বাস্তবের সাথে জড়িত। হিমু হলো ফাউল একটা চরিত্র আবার সেটা নিয়ে গবেষনায় লেগেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: পছন্দ অপছন্দের ব্যাপারটা যে নিতান্তই ব্যক্তিগত আশা করবো সেটা আপনাকে বলে দিতে হবে না। হিমু আপনার পছন্দ নয় বলে যে আমার পছন্দ হবে না বা অন্য কারো হবে না সেটা আপনার ভাবনায় এলো কীভাবে?
হিমু পছন্দ না অথচ পোস্টের নামকরণেই হিমুর কথা বলা আছে। আপনার যেহেতু এতোই অপছন্দ তবে কেন কষ্ট করে পোস্টে এলেন? মনে হচ্ছে আমাকে দুটো কথা শোনানোর জন্যই আপনার আসা। এটা কি ঠিক হল দ্যা লায়ন?
আমি ভালো কিছু নিয়ে রিসার্চ করতে পারছি না। কিন্তু আপনি পাড়ছেন না কেন একটু বলে যাবেন কী?
হিমুকে ফাউল বলা খুবই সহজ। কিন্তু এমন একটা ফাউল চরিত্র সৃষ্টি করতে হলেও মেধা লাগে। হিমুকে একটু গভীরের চোখ দিয়ে দেখুন কিংবা পোস্টের কথাগুলো একটু মনোযোগী হয়ে পড়ুন, তবে বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ দ্যা লায়ন। নিরন্তর শুভ কামনা রইলো।

২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

দ্যা লায়ন বলেছেন: আমার কমেন্ট একটু রুক্ষ ছিলো তার জবাবটা সুন্দর ভাবে দিয়েছেন,তাই ধন্যবাদ :) আপনাকে আঘাৎ দিতে কমেন্ট করিনি,আঘাৎ দিয়েছি হিমুকে এবং তার জনক কে।

গবেষণা আমার কাজ নয় সেটা আপনার কাজ , আমার কাজ হলো গবেষণাকে প্রতিষ্ঠা করা, আর জানেনিতো ব্লগে প্রতিষ্ঠা সম্ভব না।দরকার ভুমি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১

বিদ্রোহী বাঙালি বলেছেন: যেহেতু পছন্দ অপছন্দের ব্যাপারটা ব্যক্তিগত যা আগের মন্তব্যেই বলেছি, কাজেই কারো পছন্দ অপছন্দ নিয়ে কাউকে আঘাত করাটা আমি সমীচীন মনে করি না।
যাহোক, এই প্রসঙ্গ বাদ। কারণ এটা আপনারও ব্যক্তিগত ব্যাপার। তবে আমি হিমু পছন্দ করি।
আমি কোন গবেষক নইরে ভাই। আমি নিতান্তই একজন ব্লগার। বেশীর ভাগ সময়েই পোস্ট পড়ি। আর মাঝে মাঝে কিছু ছাইপাঁশ লিখে আপনার সাথে কিছুক্ষণ আড্ডা দেই।
তবে এই লেখাটা আমার নয়। নিচে তথ্য দেয়া আছে। এটা লিখেছেন ওপার বাংলার সাহিত্যিক অমিতাভ মিত্র। তারা যদি হিমুকে মূল্যায়ন করতে পারে, তবে আমরা কেন পারছি না?
অনেক ধন্যবাদ আবার কষ্ট করে পোস্ট ঘুরে যাবার জন্য এবং আমার আগের মন্তব্যটাকে ইতিবাচক হিসাবে নেয়ার জন্য। ভালো থাকবেন।

২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

অপু তানভীর বলেছেন: তার সব লেখাই পছন্দ ! হিমু সেই পছন্দ থেকে আরেকটু বেশিই পছন্দ !

ধন্যবাদ ! আমিও মন মেজাজ খারাপ থাকলে হিমু নিয়ে বসি ! মন ভাল হয়ে যায় !

ধন্যবাদ চমৎকার লেখার জন্য ! :) :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: হিমুর একনিষ্ঠ পাঠক আরও একজন পাওয়া গেলো দেখা যায়। আমি সব মুডেই হিমু পড়তে পারি। :)
আপনাকে সচরাচর পোস্টে পাওয়া যায় না। আজ পেলাম বলে ভালো লাগলো। অবশ্য আমি ভালো লিখতে পারি না। এই জন্যই হয়তো আপনাদের পদচারণ খুব একটা আমার পোস্টে হয় না। যখন লিখতে পারবো, তখন কিন্তু আসতে হবে। =p~
না আসলেই সমস্যা নাই। আমাকে পাবেন আপনাদের পোস্টে। :) কারণ আপনারা আসলেই ভালো লিখেন। তাই আপনাদের কাছে প্রত্যাশাও করি বেশী বেশী।
অনেক ধন্যবাদ অপু। নিরন্তর শুভ কামনা রইলো।

৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

কামরুন নাহার বীথি বলেছেন: হুমায়ূন আহমেদের হিমু পড়বার সুযোগ হয়েছে, নীললোহিতের নীলু পড়া হয়নি।

ভাল লাগলো এই লেখাটি ।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনিও হিমু পড়েন জেনে ভালো লাগলো নাহার আপা। এবার সময় করে সুনীলের নীলুও পড়ে ফেলতে পারেন।
অনেক ধন্যবাদ আপা। ভালো থাকবেন। আপনাকে প্রতিদিন হারিকেন দিয়ে খুঁজি। কিন্ত পাই না। :(

৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

নাসরিন চৌধুরী বলেছেন: লেখাটি এক নিঃশ্বাষে গিলে ফেললাম
হুমায়ূন আহমেদের চরিত্র হিমু আমার ও খুব পছন্দের একটি চরিত্র। তবে হুমায়ুন আহমেদের লেখা'র একজন পোকা আমি, তার নাটকগুলোও বেশ লাগে।
ভাল লাগাটা যার যার নিজস্ব।
যে যেভাবে রস আস্বাদন করতে পারে। আর সব কিছু সবার ভাল লাগবে সেটা চিন্তা করাও বোকামি---পোষ্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

হিমু স্রষ্টা'র প্রতি শ্রদ্ধা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: তুমি ভালো কিছু কথা বলেছ। পছন্দ অপছন্দটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার। বই পড়ার ব্যাপারও পাঠকের রুচির ভিন্নতা থাকতে পারে। তাই কারো পছন্দের কিছু নিয়ে আঘাত করে কিছু বলা সমীচীন নয়।
হুমায়ূন আহমেদের নাটক, সিনামা, উপন্যাস, গল্প সবই আমার ভীষণ পছন্দ। আমার বোনের অবস্থাও দেখি একই। ভাই বোনের ভালোই মিল আছে দেখা যায়। :) ভালো লাগলো মিলটা দেখে।
অনেক ধন্যবাদ নাসরিন। ভালো থেকো।

৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৩

এনামুল রেজা বলেছেন: আমি চাইবো, ওরা করুক সমস্যা নেই। কিন্তু কপিরাইট মেনে, হুমায়ুন আহমেদ কে যোগ্য ক্রেডিট দিয়ে তারপর করুক। শাওনের এ ব্যাপারে শক্তিশালী ভূমিকা রাখতে হবে বলেই মনে করি।

বইমেলায় ইচ্ছে থাকা স্বত্তেও যেতে পারিনি। নেক্সট শনিবার, অর্থাৎ মেলার শেষ দিন থাকবো, ওদিন কথা হয়ে যেতে পারে। কিংবা সামনে কখনও। আজ দুপুরে ময়না ভাইয়ের সাথে কথা হলো।

আপনার সাথে কথা হলে আমারও খুবই ভাল লাগবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি চাইবো, ওরা করুক সমস্যা নেই। কিন্তু কপিরাইট মেনে, হুমায়ুন আহমেদ কে যোগ্য ক্রেডিট দিয়ে তারপর করুক। শাওনের এ ব্যাপারে শক্তিশালী ভূমিকা রাখতে হবে বলেই মনে করি।
অবশ্যই আমিও এটাই চাই। এটা যদি তারা মেনে না নেয়, তবে শাওনেরও উচিৎ হবে না ওদের প্রস্তাব মেনে নেয়া।
শনিবার দিন মেলায় গেলে যদি ময়নার সাথে দেখা হয়, তবে ওকে বল ফোন দিয়ে তোমাকে দেয়ার জন্য। তোমার সাথে কথা বললে আমারও ভালো লাগবে। ভালো থেকো। ইনশাল্লাহ শনিরবার কথা হবে।

৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৭

মহামহোপাধ্যায় বলেছেন: একসময় হিমু পড়েছি বেশ। কিন্তু কেন যেনো কখনো হিমু হতে ইচ্ছে করেনি। বোধহয় সেই সাহসটাই নেই :(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: হিমু কিন্তু নিজেও তার বাবার মহামানব হওয়ার পথে পুরোপুরি সফল হতে পারে নাই। মাঝেই মাঝেই মনুষ্য আবেগে তাড়িত হয়েছে সে। হিমু হতে যে সব ব্যাপার বিশেষ করে ষড়রিপুকে বধ করতে হবে। সেটা করা সম্ভব নয়। তাই আমরা প্রকৃতপক্ষে কেউ হিমু হতে পারবো না। তাই মনে হয় আপনারও ইচ্ছা জাগে নাই। :P
একবার সাহস করে টেরাই মাইরা দেখতে পারেন কিন্তু। ;)
অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়। ভালো থাকবেন সতত।

৩৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

কলমের কালি শেষ বলেছেন: হিমু এক অনন্য চরিত্র । তার আচার আচরণ, যুক্তি তর্ক , সবকিছু অদ্ভুত কিন্তু তার সেই কথা গুলো একটু গভীর ভাবে চিন্তা করলে আদতে তার কথাগুলোই সত্য ।

হিমু নিয়ে লেখা শেয়ারে অসংখ্য ধন্যবাদ ভাই ।

ভাল থাকুন ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: //হিমু এক অনন্য চরিত্র । তার আচার আচরণ, যুক্তি তর্ক , সবকিছু অদ্ভুত কিন্তু তার সেই কথা গুলো একটু গভীর ভাবে চিন্তা করলে আদতে তার কথাগুলোই সত্য । //
যথার্থ বলেছেন কালি। অনেকেই আমরা শুধু উপরের দিকটা দেখি কিন্তু ভিতরের দিক খতিয়ে দেখি না, যেটা অমিতাভ মিত্র দেখেছেন। অনেক হন্যবাদ কালি।

৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





হুমায়ূন আহমেদ গোগ্রাসে কখনও গিলি নি, তবে উল্লেখযোগ্য উপন্যাসগুলোর প্রায় সবই পড়া হয়েছে। হিমু চরিত্রটি হুমায়ূন আহমেদের অন্য সকল চরিত্র থেকে ভিন্ন এবং এখানে লেখকের মঙ্গলসত্ত্বার উন্মেষ ঘটেছে। তার খুব বড় ভক্ত না হলেও হিমু পড়ে আমিও এর অনুরাগী হয়েছি। অতএব হিমু/হিমালয় সম্পর্কে আপনার আবেগের সাথে আমি একাত্ম :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: হুমায়ূন আহমেদের লেখা নিয়ে ডিপ্লোম্যাটিক মন্তব্য কেন ভাইজান? :(
আপনার মতো হুমায়ূন আহমেদের অনেক পাঠক আছেন, যারা হুমায়ূন আহমেদের সব বই না পড়লেও বেছে বেছে বেশ কিছু বই পড়েছেন। ব্যাপারটা মেনে নেয়ার মতোই অবশ্য। কারণ একজন লেখকের সব বই ভালো নাও লাগতে পারে। তাছাড়া পাঠক স্বাধীনতার ব্যাপারটাও আছে।
তবে হিমুর যেহেতু অনুরাগী, তাই সাত খুন মাফ। :)
আবেগের সাথে আপনার একাত্মতা আর সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ মইনুল ভাই।

৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

আমি তুমি আমরা বলেছেন: আনন্দবাজার পত্রিকায় লেখাটি আগেই পড়েছি। মোটামুটি লেগেছে :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমিও সেখানে পড়েই পাঠকের জন্য তুলে ধরেছি, যারা পড়ে নাই। অমিতাভ মিত্র মোটামুটি লিখলেও হিমুর ইতিবাচক দিকগুলো বেশ সুন্দর করেই ফুটিয়ে তুলেছেন। যারা হিমুকে একটা গুরুত্বহীন চরিত্র ভাবে, তাদের কিছুটা হলেও বোধোদয় হবে। অনেক ধন্যবাদ আমি তুমি আমরা। নিরন্তর শুভ কামনা রইলো।

৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

এহসান সাবির বলেছেন: হিমু পাঞ্জাবী কিনেছিলাম একবার.....
রকমারী তে নাকি হিমু টি-শার্ট পাওয়া যাচ্ছে...
দেখি...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: দেখেন, পেয়েও যেতে পারেন। :)
ধন্যবাদ এহসান। ভালো থাকবেন।

৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২

প্রামানিক বলেছেন: হিমু হিমালয় ভালই লাগল। ধন্যবাদ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২

বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই। ভালো থাকবেন।

৩৯| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:০৮

মহান অতন্দ্র বলেছেন: অফ লাইনে আগেই পড়েছি। ভাল লাগা ।

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক ধন্যবাদ অতন্দ্র। দেরিতে উত্তর দেয়ার জন্য আন্তরিক দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.