নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

চেতনায় বিপ্লব: ৭১-১৩

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

রক্তে রক্তে

কনায় কনায় উঠে নাচন;

ঢেউ উঠে পশমের গোড়ায় গোড়ায়

শিহরিত হয় প্রাণ;

নাভিমূল থেকে জোয়ার উঠে

আছড়ে পড়ে কন্ঠ হয়ে অযুত কানে

জয় বাংলা।



৭১ থেকে ১৩

শোষনের পালাবদলে

নির্যাতীত মানুষ স্বপ্নের

ভাংগ-চূড়, মূখোশ বদল

আমজনতার দীর্ঘশ্বাস হিমালয় জয়ী;



অপরাধীরা ঘুরে বেড়ায় দর্পভরে

৪০ বছর পেরিয়েও স্বপ্নের সাথে প্রতারণা

মিথ্যা আশ্বাসের তাসের ঘর ভাংগে

আপোষের চোরাবালিতে-



গর্জে উঠে তারুন্য-প্রবল প্রতিবাদে

৪০ বছরের ঘুমন্ত আক্রোশ যেন

ফেটে পড়ে দুর্দান্ত জোয়ারে

শাহবাগ থেকে ছাপান্ন হাজার বর্গকিলোমিটার।



ছড়িয় পড়ুক এই আগুন প্রাণে প্রাণে

সকল অন্যায়ের বিরুদ্ধে।



[শাহবাগে কিছুক্ষন। আমজনতার দৃশ্যমান উপলব্ধি ।সতত নীরব আমজনতার হৃদয়ের অনুভব।]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: গর্জে উঠে তারুন্য-প্রবল প্রতিবাদে
৪০ বছরের ঘুমন্ত আক্রোশে যেন
ফেটে পড়ে দুর্দান্ত জোয়ারে
শাহবাগ থেকে ছাপান্ন হাজার বর্গকিলোমিটার।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছড়িয় পড়ুক এই আগুন প্রাণে প্রাণে
সকল অন্যায়ের বিরুদ্ধে।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

শাশ্বত স্বপন বলেছেন: গর্জে উঠে তারুন্য-প্রবল প্রতিবাদে
৪০ বছরের ঘুমন্ত আক্রোশ যেন
ফেটে পড়ে দুর্দান্ত জোয়ারে
শাহবাগ থেকে ছাপান্ন হাজার বর্গকিলোমিটার।

জয় বাংলা। জয় জনতার।

ভাই, আমার স্টলে আইসেন। চা এর দাওয়াত রইল।


গ্রাম বাংলায় প্রচলিত মিথ আছে যে, ভাদ্র মাসে বিয়ে করতে নেই, ভাদ্র বেলায় দূরে যাত্রা করতে নেই; এ মাসকে অপয়া, অশুভ হিসাবে ধরা হয়। এখানে ভাদ্র শব্দে অশুভ-অপয়া-দুঃখ-কষ্ট-জ্বালা-যন্ত্রণার ছায়াপাত করা হয়েছে। অমানবিকতা, হিংসা, অপ্রাপ্তি-- নানাবিধ কষ্টের বিষয়গুলো এই ভাদ্র শব্দের ভেলায়, ভেলা ভাসানোর মত এবারের বই মেলায় ভাসিয়ে দেওয়া হল।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দাওয়াত দিয়ে সম্মানীত করায় ধন্যবাদ- ইচ্ছা রইল.

ভাদ্র ভাসানের ফুটনোট ভালই লাগল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.