নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশে বাধা !!! গণতন্ত্রের মানস কণ্যা উপাধীধারীর এ কেমন বাকশালী তন্ত্রের চর্চা????

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

বাংলাদেশের প্রধান বিরোধী দল, ৩ বার রাষ্ট্র পরিচালনাকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শতাধিক নেতাকে অবৈধ গণ প্রেফতার করেও যেন স্বস্তিতে নেই সরকার!!!!



গণতন্ত্রের মানস কণ্যা উপাধীধারী প্রধানমন্ত্রীর এ কেমন বাকশালী তন্ত্রের চর্চা?????



বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশে বাধা!!!!!



সংবাদ সূত্র:



ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের প্রবেশে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দফতরের দায়িত্বে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।



তার অভিযোগ, শুক্রবার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কয়েকজন নেতাকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয় পুলিশ। এমনকি কার্যালয়ের উল্টো পাশে ভাসানী ভবনে বিএনপি মহানগর কার্যালয়েও নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়নি তারা।



শুক্রবার দুপুরে বাংলানিউজকে দুদু বলেন, “কার্যালয়ে প্রবেশ ও বের হওয়া নিয়ে পুলিশ বাড়াবাড়ি করছে। জাসাসের কয়েকজন নেতাকর্মী এলে তাদের তাড়িয়ে দিয়েছে।”





পৃথিবীর ইতিহাস প্রমান করে েকান জালীম সরকার, ফ্যাসিবাদী সরকার জনমতের বিরুদ্ধে গিয়ে টিকতে পারেনি। তাদের পরিণতি হয়েছে করুন!!!!



কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।

তাইতো বাংলাদেশে আবারও বাকশালী তন্ত্রের চর্চা দেখতে পাই বারবার

পত্রিকা বন্ধ করে, গণ গ্রেফতার করে, অফিসে ঢুকতে না দিয়ে আর যাই হোক গণতন্ত্রের যে বিন্দু মাত্র চর্চা নেই তা যেমন প্রমাণ করছে সরকার; তেমনি তার লুকানো ফ্যাসিবাদী নখর বের করে নিজেদের অতীতকেই জাগিয়ে তুলছে!!!!!!!!!!!!!!!!



আমরা মুক্তি চাই। আমরা প্রকৃত গণতন্ত্র চাই।





মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

এ সামাদ বলেছেন: এটাই নিয়ম




তাই নয় কি?

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাই নিয়ম??????

আওয়ামী?

না স্বার্থবাদীতার?

না জঙ্গলের?????

২| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

আলতামাশ বলেছেন: আমরা মুক্তি চাই। আমরা প্রকৃত গণতন্ত্র চাই

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাকশাল নিপাত যাক
গণতন্ত্র মুক্তি পাক।


৩| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ম্যাংগো পিপল বলেছেন: রাত যত গভীর হয় সকালের সম্ভাবনা ততই বেড়ে যায়।

পিপিলিকার পাখা গজায় মরিবার ......।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তরে!!!!!!

ধন্যবাদ

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: পিপিলিকার পাখা গজায় মরিবার ......তরে

আমরা এক নতুন ভোরের অপেক্ষায়...নিশ্চয়ই জুলূম আর অত্যাচার, মিথ্যা আর প্রতারণা চিরস্থায়ী হয় না।।

৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

হুমায়ুন তোরাব বলেছেন: smy gele sadhon hobe na.

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: থাকতে সময় কর সাধন
সাধন বিফল হবে না.....

সময় গেলে সাধন হবে না!!

৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

অরিয়ন বলেছেন: ডিজিটাল গনতন্ত্রে অন্য কোন দল থাকতে পারবে না। এখনোযে বিএনপি অফিস বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয়নি এটাই বা কম কি।

যত দোষ শহিদ জিয়ার, কি দরকার ছিল বাকশাল বাতিল করে গনতন্ত্র ফিড়িয়ে আনার।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফ্যাসিজমের কাছে ভদ্রতা আশা করাও বোকামি!!!!!

তবে জনতার প্রতিরোধ শূরু হলে ফ্যাসিষ্টরা পালানোরও পথ পায় না। ইতিহাস তাই বলে....

সেই গণতন্ত্রের পথ বেয়ে তিনি! দেশ ফিরতেই জিয়া শহিদ হলেন!!!!

সবই কো-ইনসিডন্ট! কাকতাল!!!!

৬| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

জাহাজ ব্যাপারী বলেছেন: With these powers I could be... a superhero. I'd fight crime,
protect the innocent... work for world peace.

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে যায় রংকা সে হয় রাবন!!!!

ভাল যে করতে পারে, যে টিকতে পারে সেইতো ইতিহাসে স্মরনীয় বরণীয় হয়;

মাহাথিরতো সবাই হতে পারে না। অথচ হওয়াটা খুব জরুরী!!

আমাদের মাহাথিরকে কবে পাব? কে জানে?

৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

শিরোনাম বলেছেন: গণতন্ত্রকে গিলে ফেলেছে এই সরকার।

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পানি ছাড়া গিলতে চেয়েছে!!!! গলায় আটকে এখন জাতির ত্রািহ মধূসূদন অবস্থা!!!!!!!!!!!!!!!!!!!

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই অবস্থা কি চিরদিন থাকবে? না।

তবে এর জন্য দায়ী সরকার ও সরকারী উদ্ভট সিদ্ধান্ত চিরকালই ঘৃনিত হয়ে রবে।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

পরিবেশ বন্ধু বলেছেন: বাকশাল
বাক কথা আর শাল নারি
এক অর্থে বাক শাল নারি স্বাধীনতা
কেয়ামত আসন্ন
ঘরে ঘরে তছলিমা জন্ম নেবে

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই অবস্থা কি চিরদিন থাকবে? না।

তবে এর জন্য দায়ী সরকার ও সরকারী উদ্ভট সিদ্ধান্ত চিরকালই ঘৃনিত হয়ে রবে। এই অবস্থা কি চিরদিন থাকবে? না।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.