নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

পদ্মা কেলেংকারী-৪২ বছরের শ্রেষ্ঠ দূর্নীতিবাজের জাতিগত তকমা এবং চেতনার কোমা!!!!!!!!!

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

পদ্মা কেলেংকারীর দায় নিয়ে- বিশ্ব দরবারে বাঙালী জাতিকে ৪২ বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দূর্নীতিবাজ বলে পরিচয় করানোর দায় নিয়ে আওয়ামীলিগ কি পদত্যাগ করে প্রমাণ করবে - তারা মানুষ! চেতনা , বোধ ,লজ্বা, অনুভূতি তাদেরও আছে!!!????



বিশ্ব ব্যাংক যখন দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে ঋণ সহায়তা স্থগিত করে, সেটি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের জন্য এক বিরাট ধাক্কা।



২০০৮ সালের নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পদ্মা নদীর ওপর এই সেতু নির্মাণ করা।



বাংলাদেশের নদী ও সমূদ্র বেষ্টিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সেতুকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।



বিশ্ব ব্যাংক অভিযোগ করেছিল যে পদ্মা সেতু প্রকল্পে এক দুর্নীতির ষড়যন্ত্রে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা, কিছু ব্যক্তি এবং কানাডার একটি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের যোগসাজশের বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের কাছে আছে। এই অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত এবং সন্দেহভাজনদের সরকারি দায়িত্ব থেকে সরিয়ে না দেয়া পর্যন্ত তারা পদ্মা সেতু প্রকল্পে ঋণ সহায়তা স্থগিত রাখার ঘোষণা দেয় গত বছর।



বিশ্ব ব্যাংকের এসব শর্ত মানতে সরকার শুরুতে অস্বীকৃতি জানালেও পরে স্বাধীন তদন্ত এবং কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দিতে রাজী হয়। যোগাযোগ মন্ত্রণালয় থেকে সেসময়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেয়া হয়। কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞকে নিয়ে গঠিত একটি তদন্ত প্যানেল কয়েক দফা বাংলাদেশে যান এই দুর্নীতির তদন্তের ব্যাপারে খোঁজ খবর নিতে।



কিন্তু বিশ্ব ব্যাংকের প্যানেল দুর্নীতি দমন কমিশনের তদন্তের ব্যাপারে সন্তুষ্ট হতে পারেনি। ফলে আবারও প্রকল্পে বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা অনিশ্চিত হয়ে পড়ে।



তারপরও প্রগলভ মন্ত্রী উপদেষ্টারা গায়ের জোরেই নিজেদের পাপকে ঢাকতে গিয়ে পুরো দেশকে যে উদোম করে দিচ্ছিলেন সো বিষয়ে ভ্রুক্ষেপহীন!

নমুনা-





পদ্মা সেতুতে দুর্নীতি নয়, হয়েছে ষড়যন্ত্র: অর্থমন্ত্রী



আবুল হোসেন ‘দেশপ্রেমিক’

সদ্য পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রশংসা করে তাঁকে দেশপ্রেমিক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘আবুল হোসেন দেশপ্রেমিক। তাই তিনি দেশের সম্মান রাখতে পদত্যাগ করেছেন। কোন মন্ত্রীর গাটস থাকে যে পদত্যাগ করে! এটা একমাত্র আওয়ামী লীগ আমলেই সম্ভব। আমাদের সেই সাহস আছে।’ :-/:((X(:-*





পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের ঋণ চায় না বাংলাদেশ!!!!!! বিবিসির কাছে পত্র-

বাংলাদেশ সরকার পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তার অনুরোধ প্রত্যাহার করে নিয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কর্মকর্তা মেহরিন মাহবুব বিবিসি বাংলাকে জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে এই মর্মে তাদের কাছে একটি চিঠি পাঠানো হয়।"---





" আমাদের সময়সীমার সাথে বিশ্ব ব্যাংকের সময়সীমা মিলছিল না। সেজন্য বাংলাদেশ সরকার আর দেরী করতে আগ্রহী না"

মশিউর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা"
!!!!!!!!





পদ্মার প্রদীপ এখনো জ্বলছে।যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-টেন্ডারিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে পদ্মা সেতু প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি ওই মন্তব্য করেন।



পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র : রাজনৈতিক হট্টগোলের ভয়ে মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়নি

পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে মামলার এজাহারে পুরোপরি মিল নেই। অনুসন্ধানে দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সংশ্লিষ্টতার কথা জানা গেলেও এজাহারে তা লুকানো হয়। কৌশল করে মন্ত্রীর অংশটুকু বাদ দিয়েই মামলা করেছে দুদক।



পদ্মা সেতু প্রকল্প দুর্নীতিতে দুই আবুল বাদ - প্রথম আলো - Prothom Alo

Click This Link



পদ্মা সেতু থেকে সরে দাঁড়ালো জাইকা ঢাকা - Time News

Click This Link

২ ফেব্রুয়ারী, ২০১৩ – পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছে জাইকা। মূলত একটি শর্ত পূরণ নিয়ে সমঝোতা না হওয়ার কারণেই ভেস্তে গেছে সহজ শর্তের ঋণে পদ্মা সেতু তৈরির কাজটি।





কি ভাব নিয়ে একেকজন কথা বলতেন, দুদকের চেয়ার ম্যানও কয়েককাঠি উপরে..তিনি তদন্তের আগেই সরকারী ভাষ্যকারের মতো বললেন.

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির চেষ্টা হয়েছে : দুদক চেয়ারম্যান

simantonews.com/index.php?option=com...article...

২৭ নভেম্বর, ২০১২ – ঢাকা: পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতি করার চেষ্টার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদক। !!!!!!!!



পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তথ্য-প্রমাণ না মেলায় এখনো মামলা করা হয়নি

updatenews24.com/index.php/.../article/614-2012-11-04-22-31-34

৪ নভেম্বর, ২০১২ – পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোনো তথ্য-প্রমাণ না মেলায় এখনো মামলা করা হয়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।



পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে একটি অসার, অর্থহীন ...

newsmedia24.net › business

১১ ডিসেম্বর, ২০১২ – নিউজ মিডিয়া২৪ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে একটি অসার, অর্থহীন মামলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে বাদ দিয়ে বাংলাদেশের ৪ জন ও কানাডার ৩ জনসহ



পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিপ্রায়ের ক্ল্যু পেয়েছে দুর্নীতি দমন ...

newsmedia24.net › CRIME

২৪ নভেম্বর, ২০১২ – নিউজ মিডিয়া২৪ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিপ্রায়ের ক্ল্যু পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চেয়ারম্যান গোলাম রহমান গতকাল শুক্রবার বিকালে টেলিফোনে ইত্তেফাককে বলেন, 'কিছু ক্ল্যু পাওয়া গেছে। তার ভিত্তিতে চলছে অনুসন্ধান কাজ। আমরা দালিলিক প্রমাণ পেলে মামলায় যাব না হলে X(X( এখন কি বলবি???????



পদ্মা সেতুর দুর্নীতির সাক্ষী পাওয়া যায়নি: দুদক চেয়ারম্যান | উন্মোচন | :((;):-*X((

১৯ জুলাই, ২০১২ – আদিত্য রিমন স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম ঢাকা: পদ্মা সেতু. ... ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোন সাক্ষী পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেছেন, আমরা এমন কোন ব্যক্তিকেও পাইনি যিনি আদালতে দাঁড়িয়ে পদ্মা সেতুর দুর্নীতির সাক্ষী দিতে পারেন।



পদ্মা সেতু দুর্নীতি: মামলা করার মত প্রমাণ পায়নি দুদক | !!!!!!

৪ নভেম্বর, ২০১২ – নিজস্ব প্রতিবেদক, উন্মোচনডটকম ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে. ... ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে মামলা করার মতো বিশেষ কোন তথ্য-প্রমাণ খুঁজে পায়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান গোলাম রহমান।



পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়নি-আবুল হোসেন ঢাকা - Time News

Click This Link

৩ সেপ্টেম্বর, ২০১২ – ঢাকা- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে মন্ত্রি পরিষদ থেকে বিদায় নেয়া সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দাবি করেছেন,পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হয়নি। প্রকল্পে শত ভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছিল।এমনকি এখানে কোনো ধরনের দুর্নীতি ঘটার আশঙ্কাও তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।..



আমি নিশ্চিত পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি - প্রথম আলো - Prothom Alo

Click This Link

১৯ ডিসেম্বর, ২০১২ – prothom-alojobs news details small ad · « আগের সংবাদ. বর্তমান সরকারের মেয়াদ থাকতেই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে তিনি এ প্রকল্পে দুর্নীতি হয়নি বলে নিশ্চয়তা দেন। আজ বুধবার সচিবালয়ে ... সহ-অর্থায়নকারীরাও এ প্রকল্পে থাকবে বলে জানান মন্ত্রী।





এইরকম রেফােরন্স দিলে কালীদাসের মহাকাব্যের চেয়ে বড় হবে তথ্য প্রমাণ।

আওয়ামীলীগ ছাড়া এই ভাবে একটা দেশকে একটা জাতিকে বিশ্বদরবারে কেউ করংকিত করতে পারে তা প্রথিবীর কেউ বিশ্বাস করবে না।

অথচ এতবড় কেলেংকারীর পরও তারা হাসিমূখৈ টিভির সামনে আসে।



রাজ লজ্বা , দায়, বিবেক সবই কি বলুপ্ত ঞয়ে গেছে তাদের চেতনা থেকে?



অবশ্য চেতনার ধান্ধা করতে করতে ৪০ বছরে তেমনটি হলেও অবাক হবার নয়।

আজ 'এসএনসি-লাভালিন নিষিদ্ধ হওয়ায় পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণিত হয়েছে'

আজ সারা বিশ্ব বাংলাদেশ কলংকিত আওয়ামীলিগের পদ্মা কেলেংকালীর কারণে। গুগলে পদ্মা লিখলেই সাথে সাথে চলে আসে কোরাপশান, স্ক্যান্ডাল বাংলাদেশ!!!!



এই মহা মহা ব্যর্থতা এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারার এবং বিশ্বদরবাবের পুরো জাতির মাথা হেট করার দায় নিয়ে পদত্যাগ করে প্রমান করুন আপনার হোমোসপিয়েন্স গোত্রের দু পেয়ে জীব নন- মানুষ।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মদন বলেছেন: হাসিনার প্রথমবারে ছিলাম দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাসিনার দ্বিতীয়বারে হইলাম দুর্নণীতির শিরোমনী। বাহ....

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: চেতনা উদ্র্ধগমন হয়েছে বৈকি!!!!!!!!!!!


সারা বিশ্বে পরিচিয় করালেন -আমরা কত্ত বড় দূর্নীতিবাজতো বটেই- আবার তারে লুকানোর জন্য কত মিথ্যা বলতে পারি!!!!!!!!!!!!!!!!

এই পুরানা সাক্ষাৎকার গুলা দিয়া তাদের বৈপরীত্যে পূর্ণ কথা গুলো সাজায়া একটা ভিডিও বানায় তাদের দেখানো উচিত!!!

তবে মনে হয়- তারপরও কইব- বাহ ভিডিওতো দারুন বানিয়েছো !!!!!!!!!!!!!!!!!!!!!!

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

জাতির চাচা বলেছেন: ধূর মিঞা কী বলেন এসব!! একটু আধটু না নিলে শাহবাগীদের জন্য বিরিয়ানী পাঠাবে কী দিয়া???

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় কইলেন কি!!!!!

শাহবাগীরা তয় পদ্মা খাইয়া চেতনা!!! এই কে কুতায় আছিন ধর....(অজ্ঞানের ইমো)

অদ্ভুত লাগে দীর্ঘ দুই মাসেও তাদের বাংলা পরীক্ষা শেষ হয় না...

তার যদি সত্য, সুন্দর দুর্ণীতি অন্যায়ের বিরোধী মুক্তমা, প্রগতীশীল হতো... তাহলে নাভালিনের এই রায়ের পরও চুপ!!!!!!!!!!!!!!!!!!!!

এরপরও বলবে-তারা সরকারের তল্পীবাহক নয়?????

ছিঃ

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শাহাবাগী বিরিয়ানী খাইয়া সবই কি কোমায়!!!!!!!!!!


ঋন শোধ করতে কেউ নাই ;)

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মেমননীয় বলেছেন: সত্য-মিথ্যা বুঝিনা, বুঝি পদ্মা সেতুটা হারিয়েছি !

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেন ভাইজান-

ঠান্ডা লাগলে ঠান্ড বুঝেন
গরম কালে গরম টের পান
চিনি মিঠা, চিরতা তিতা সবই বুঝেন...

খালি আওয়ামীলীগের বিরুদ্ধে কইতে গেলে জবান ষ্ট্রোক করে ;) ....

পদ্মা ব্রীজ কেলেংকারী করে আওয়ামীলীগ শুধু ঐ অঞ্চলের মানুষকেই ঠকায়নি,
পুরো দেশৈর উন্নয়ন পিছিয়ে দিয়েছে
জনগণের ভাত, কাপর চাকুরীর সংস্থান বন্ধ করে দিয়েছে.. এই পদ্মা সেতুর কাজে প্রত্যক্ষ পর্রক্ষে কত মিলিয়ন লোকের কর্ম ভাগ্য খুলত!!!
সব বন্ধ করে দিয়েছে

আর দেশকে ঠেলে দিয়েছে ৫০ বছর পিছে। স্বাধীনতার চেতনার সাথে এতবড় গাদ্ধারী বাংলায় আর কেউ করেনি- করবেও না।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ 'এসএনসি-লাভালিন নিষিদ্ধ হওয়ায় পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণিত হয়েছে'
আজ সারা বিশ্ব বাংলাদেশ কলংকিত আওয়ামীলিগের পদ্মা কেলেংকালীর কারণে। গুগলে পদ্মা লিখলেই সাথে সাথে চলে আসে কোরাপশান, স্ক্যান্ডাল বাংলাদেশ!!!!

এই মহা মহা ব্যর্থতা এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারার এবং বিশ্বদরবাবের পুরো জাতির মাথা হেট করার দায় নিয়ে পদত্যাগ করে প্রমান করুন আপনার হোমোসপিয়েন্স গোত্রের দু পেয়ে জীব নন- মানুষ।

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: পদ্মা ব্রীজ কেলেংকারী করে আওয়ামীলীগ শুধু ঐ অঞ্চলের মানুষকেই ঠকায়নি,
পুরো দেশৈর উন্নয়ন পিছিয়ে দিয়েছে
জনগণের ভাত, কাপর চাকুরীর সংস্থান বন্ধ করে দিয়েছে.. এই পদ্মা সেতুর কাজে প্রত্যক্ষ পর্রক্ষে কত মিলিয়ন লোকের কর্ম ভাগ্য খুলত!!!
সব বন্ধ করে দিয়েছে

আর দেশকে ঠেলে দিয়েছে ৫০ বছর পিছে। স্বাধীনতার চেতনার সাথে এতবড় গাদ্ধারী বাংলায় আর কেউ করেনি- করবেও না।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

গেস্টাপো বলেছেন: এই পদ্মা সেতু কি স্বাধীনতার সপক্ষের শক্তি নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি।কেউ কি আমারে ক্লিয়ার করবেন /:)

বিকজ আমরা বাঙালি
আমাগো সেতু কি দরকার
ভোট তো নৌকায় দিছি
হেইডা কইরাই ক্যান পদ্মা সেতু পার হয় না সবাই X(( X((
যারা নৌকায় চড়ে না হেরা সবাই স্বাধীনতার বিপক্ষের শক্তি :|

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আফনেরে আগামী অয়ামী নোবেল কমিটি মনোনীত করেছে.. থুক্কু চুড়ান্ত করেছে ;)

স্বাধীনতার বিপক্ষ শক্তি এত বাড় বেড়েছে তারা বিশ্বব্যংকরেও চালায়!!!!

তাদের কথায় বিশ্ব ভ্যাংক ফিরে যায়!!!!!!

তো চেতনা দেশের চেয়ে দল বড়! দলের চেয়ে আবুল বড়.. নিয়া কি খালি শাহবাগেই ফালানো যায়????

মধ্যপ্রাচ্যে গত ৪ বছরে নতুন কোন চুক্তি হয়না?

মালয়েশিয়া লোক পাঠানো নিয়া নির্বাচনী ট্রাম্প খেলতে গিয়াও ব্যর্থ!!!!এখনও একজনও যায় নাই!!

তো সব হেডম কি খালি ৪০ বছর আগের!!!বর্তমানে কি ঠনঠনাঠন????????

ভাই উত্তর দিসি কিন্তুক? না বুঝলে আপনি রাজাকার ;)

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

নীল_সুপ্ত বলেছেন: উঁহু, আপনি একজন রাজাকার নিঃসন্দেহে...
সারা দেশের তরুণ প্রজন্ম যখন বাংলা পরীক্ষা দিতে ব্যস্ত (হরতালের কারণে পরীক্ষার ডেট বার বার পিছাচ্ছে; সুতরাং বিরোধী দল ও রাজাকার) তখন কোথাকার কোন ব্রিজ-সেতু নিয়ে আলোচনা করেন???? সাহস কত আপনার?

এই দেশে এখন দেশপ্রেমিক আবুল সাহেবের চেয়ে মহান দেশপ্রেমিক কেউ আছে? আপনি রাজাকারদের চেয়েও বড় রাজাকার...
আর আমি আপনার পোস্টে কমেন্ট করায় আমিও রাজাকার ( অজ্ঞাত ইমো হইবে)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিসন্দেহে আপনি সত্য বলেছেন। চেতনা বেপারীদের সত্য ;)

তারা হুকুমের নেশায় এতটাই বুদ- পাছায় আগুন লাগলেও বোধকরি নেত্রীর হুকুম ছাড়া জল ঢালবে না!!!

সময়তো বসে থাকে না। ন' টানের মহিমায় ;) দিনকে রাত মনে হতেই পারে, কিন্তু দিনতো রাত হয় না।

পদ্মা কেলেংকারী, ওয়াটার গেট, বোফর্স সহ অন্য কোনটার চেয়ে কম বলুন????? অথচ নির্লজ্জ সরকার বেহায়ার মতো ক্ষমতা আকড়েই আছে- আর ব্যর্থ বিরোধীদল শুধু দিকা না দিকি কি করে গল্পের মতো দেকতেই আছে....

মূল ক্ষতিগ্রস্থ আম জনতা!!!!

৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এসব চোর বাটপারদের নিয়ে কিছু বলতে নেই।

আজ একজন মিথ্যুককে নিয়ে একটা কমেন্ট করায় মডু আমাকে জেনারেল মোবারেক করে দিয়েছেন

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ নয় .. সেই শুরু থেকেই কেন যেন মিথ্যার উপরই তাদের বসত!!!!!!!


৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

সাইবার অভিযত্রী বলেছেন:
কেমন আছো বাংলাদেশ ?

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালই বলেছেন আপনি...
মজা করে লোকে বলে বাংলাদেশকে আল্লাহ চালায় ! এখন সেটাই শেষ ভরসা । তুমি ভাল থেকো বাংলাদেশ ।

সেটাই সবার চাওয়া।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

আশিকুর রহমান ১ বলেছেন: সেতু-তেতু চাইনা নৌকা লইয়া সাঁতরাইয়া পদ্মা পার হমু ;) কারন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বিশ্ববাংকের টাকা নিয়া পদ্মা সেতু করা আমাদের চেতনার জন্য অত্যন্ত অপমানজনক। তাই আসুন সবাই মিলি স্লোগান দেই
ব -তে বিশ্ব ব্যাংক, তুই রাজাকার তুই রাজাকার X(

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নৌকা চালানো জলটাও যে মমতা দিদি দিচ্চে নাগো!!!

কি হপে, আর ব্রীজ দিয়ে; এ এক বড় মনের শান্তি!!!

গঙ্গায় থুক্কু পদ্মায় যখন জলই নেই- তাইতো চেতনার বেপারীরা চেতনাতে শান দিয়ে-বিশ্ব ব্যংককেই দশ হাত দেখিয়ে দিল।

ব্রীজ গেলতো কি হল?
ইমিতো জিতেছি!!!! (ঐ গায়ের কথনের মতো তলে (নীচে) পড়লে কি হইছে? আমিউ জিতছি ;) )

১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

জীবনকেসি বলেছেন: ব -তে বিশ্ব ব্যাংক, তুই রাজাকার তুই রাজাকার

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আঙুল ফল টকে এখন এছাড়া আর গতি কি ;) ?????

:):):)

১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

মাজহারুল হুসাইন বলেছেন: আশিকুর রহমান ১ বলেছেন: সেতু-তেতু চাইনা নৌকা লইয়া সাঁতরাইয়া পদ্মা পার হমু ;) কারন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বিশ্ববাংকের টাকা নিয়া পদ্মা সেতু করা আমাদের চেতনার জন্য অত্যন্ত অপমানজনক। তাই আসুন সবাই মিলি স্লোগান দেই
ব -তে বিশ্ব ব্যাংক, তুই রাজাকার তুই রাজাকার X(

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেতু-তেতু চাইনা নৌকা লইয়া সাঁতরাইয়া পদ্মা পার হমু ;)
কারন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বিশ্ববাংকের টাকা নিয়া পদ্মা সেতু করা আমাদের চেতনার জন্য অত্যন্ত অপমানজনক। .....................হা হা প গে

হায়রে আমার চেতনা!!! স্বার্থ আর অন্ধত্বে ভরা!!

১২| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

শিরোনাম বলেছেন: আওয়ামীলীগের বলদ সাপোর্টারগোরে দেখলে আমার করুনা হয়। আওয়ামী মিডিয়া ওদের মগজ ধোলাই দিছে তারেক জিয়ার দুর্ণীতি বইলা। অথচ বলদগুলো বুঝেনা সরকারের কাছে গ্রাউন্ডস নাই বলে তারেক জিয়ার বিরুদ্ধে বাকশালী আদালতও এখনো কিছু করতে পারে নাই।

অন্যদিকে আওয়ামীলীগ ওগোর সাপোর্টারগোর চোখে ধুলা দিয়া এক হলমার্ক দিয়া যা টেকা সরাইছে সেই পরিমাণ টাকা দুর্ণীতির কথা পুরা জোট সরকারের আমলেও হয়নাই।

পদ্মাসেতু দিয়া বাংলাদেশের মুখে সারাবিশ্বের সামনে যে চুনকালী লাগাইছে সেইজন্য সকল আওয়ামীলীগারগোর মুখে চুন-কালী দেওয়া উচিত।

০২ রা মে, ২০১৩ দুপুর ১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

নেক্সাস বলেছেন: ২০০৮ সালের নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পদ্মা নদীর ওপর এই সেতু নির্মাণ করা।


আর ২০১৪ সালে নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী লজ্জা হবে পদ্মা সেতুতে পার্সেন্টেজ ব্যাবসা করতে গিয়ে পদ্মা সেতু কে পদ্মা নদীতে ডুবিয়ে দেওয়া

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই লজ্জ্বা কি আছে বলে আপনার মনে হয়!!!!

তবেতো আর আবুলকে বিশ্ব দেশপ্রমিক;) উপাধী দিত না।

ভবিষ্যতে হয়তো কেউ বেহায়াপনার বিকল্পে বলতে পারে- যাহ, আওয়ামীপনা করিসনাতো!!!!! তখন অবাক হবার কেউ হয়তো থাকবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.