নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

যায় যদি যাক প্রাণ-হিরকের রাজা ভগবান! গণতন্ত্রের হি-রা ভার্সন!!!!!

১৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

দুই মন্ত্রী জানালেন, সভা-সমাবেশ একমাস ‘নিষিদ্ধ’ ।



বাহ বেশ ভালইতো। ভাল না।



বাংলালিংক দামে স্বেচ্ছাচার, স্বৈরাচারী আদেশ নিষেধ বর্ষিত হচ্ছে। আবার গণতন্ত্রের মানস কন্যা, সাগর কন্যা, কত কত উপাধী বিশেষনও লাগছে। জনগন হল হিরক রাজার প্রজা...

কার ধরে কটা প্রাণ -

তাই সবাই ছড়া কাটে

যায় যদি যাক প্রাণ

হিরকের রাজা ভগবান!!!!



বাহ ভালইতো। ভালনা।



সভা সমাবেশ গণতন্ত্রের কথা। সেই গণতন্ত্রের মানসকন্যার মন্ত্রীসভাকি তার ইশারা ছাড়া চলে। তারা যখন বলেছে সভা বন্ধ তো বন্ধ। এইটাই তন্ত্র। চলবেনা আর কোন মন্ত্র।



জনগস ছড়া কাটো-

যায় যদি যাক প্রাণ

হিরকের রাজা ভগবান।



মন্ত্রীরা বলেছে বাঙালী বেশি খায় তাই দ্রব্যমূল্যের দাম বাড়ে। তবে তাইতো।

কুইক রেন্টালে বারবার বিদ্যুতের দাম বাড়ে। জনগনের পকেট শূণ্য হয়। চোখে দিশেহারা ভাব। তায় কি? উপদেষ্টা বলেছেন দেশ বিদ্যুতে ভাসছে- তো ভাসছে....



আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। ডেভেলাপের মাথায় হাত। এই সেক্টরটা রীতিমত মূখ থুবরে পড়েছে.. তাতে কি; দাদাদের দেশ থেকে কোম্পানী এল কত কত সুবিধা নিল... শুধু দেখে যাও বলতে মানা।

সব শেষে এখন আবার গ্যাস সংযোগ দিয়ে বাহবাও নিল নির্বাচনের ঠিক আগে। কত বুদ্ধি। ভালইতো ভাল না।



কত কম দামে মানুষকে বোকা বানানো যায়।



শেয়ার বাজার লুট হর। লুটেরারা প্রধানের উপদেষ্টা হল। কার বুকে কয়টা পাটা. কিসু বলে। বোকা জনগণ আতহত্যা করল। তায় কি মুক্তি? মন্ত্রী বানালের সবাইকে ফটকাবাজারী। ভালইতো ভাল না।



মানুষতো মানুষ প্রকৃতির সময় নিয়ে কত টানা হেচড়া। ভূগোল মানিনা। বাস্তবতা মানিনা। বিদেশে দেখছি- আমরাও করি টাইপে একঘন্টা এগিয়ে গেল দেশ!!!!!!

সেকি হুলুস্থুল.... অবশেষে যেইকে সেই।



হিরক রাজার দেশে রাজার বিরুদ্ধে কথা বলে কার এত সাহস!!! রাজপুত্রের দূর্নিতী নিয়ে লিখে -ঢৌকাও তারে জেলে। এইবার বুঝ? ব্যাস... কিন্তু আবার, আবার .. দে পত্রিকাই বন্ধ করে...



পদ্মা সেতু নিয়ে আহারে... সিকি মেলৌড্রামা। সেকি বক্তৃতা বিবৃতির বাহার। সকালে এক বিকালে আরেক। রাতে ৩৬০ ডিগ্রি পাল্টি!!! স্বাধীন দেশ বলে কথা। কয় জন পারে- বিশ্ব ব্যায়খরে চ্যালেঞ্জ করতে। না হয় সেতু গেছে যাক। না হয় বাংলাদেশের কলংকের দাগ অমোচনীয় হয়েছে হোক। পরতিবাদতো করছি। চোরেরতো বাচাইছি। জাতীয় দেশপ্রেমিক উপাধী দিছি...



বাহ ভালইতো । ভাল না। কয় জন পারে????



সংসদে দাড়িয়ে দম্ভোক্তি আগেও দেখেছি। এখনও দেখছি। তো। দেখ। কথা বলবা না। ঘর থেকে বের হতে না দেয়ার হুমকি। ভিন্নমত হলে দেশ ছেড়ে চলে যাবার হুমকি। সবাই গণতান্ত্রিক দলের নেতারা যখন দিছেন অবশ্যই গনতান্ত্রিক। ব্যাস। স্পিকটি নট হয়ে পাবলিক - ভাবে- আহা যদি ইউরোপের ভিসা সরকার কইরা দিত। কবেই চইলা যাইতাম। তাগোর তন্ত্রে তারা থাকতো!!



মতিঝিল। আহ। ইতিহাসে যুক্ত হয়ে গেল নাম। কয় জনে পারে। হুমকি দিতে পারে সবাই । বাস্তবায়ন কয়জনে পারে। তারা পারছে। ব্যাস তো পারছে। ভালইতো ভাল না। সাবইতো আর পারে না।



এখন সভা সমাবেশ বন্ধ। কাল টিভি দেখা বন্ধ। পরশু স্বামী স্ত্রী মিলন বন্ধ। ভার।িতো বন্ধ থাকবে। রাজাদেশ ভলে কথা।



কিছু করার নেই! কোর না। শুধূ ছড়া কাট



যায় যদি যাক প্রাণ

হিরকের রাজা ভগবাণ্

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৭

মাজহারুল হুসাইন বলেছেন: যায় যদি যাক প্রাণ
হিরকের রাজা ভগবাণ

১৯ শে মে, ২০১৩ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কি কিছু কারার আছে
ছাড়া কাটি বসে বসে !!!

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যায় যদি যাক প্রাণ
হিরকের রাজা ভগবাণ্

২| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৩৬

মেদভেদ বলেছেন: আর কি কিছু কারার আছে
ছাড়া কাটি বসে বসে !!!

২০ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় হিরক রাজা!!!!

ইতিহাস ভূলে না প্রজা ;)

৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

কান্টি টুটুল বলেছেন:

দেশে পুরোপুরি বাকশাল চালু করার ট্রায়াল দিতাছে X((

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ ছাড়া আর কি বলা যেতে পারে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশ ভালইতো। ভাল না।

বাংলালিংক দামে স্বেচ্ছাচার, স্বৈরাচারী আদেশ নিষেধ বর্ষিত হচ্ছে। আবার গণতন্ত্রের মানস কন্যা, সাগর কন্যা, কত কত উপাধী বিশেষনও লাগছে

৪| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলালিংক দামে স্বেচ্ছাচার, স্বৈরাচারী আদেশ নিষেধ বর্ষিত হচ্ছে। আবার গণতন্ত্রের মানস কন্যা, সাগর কন্যা, কত কত উপাধী বিশেষনও লাগছে। জনগন হল হিরক রাজার প্রজা...
কার ধরে কটা প্রাণ -
তাই সবাই ছড়া কাটে
যায় যদি যাক প্রাণ
হিরকের রাজা ভগবান!!!!

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কার ধরে কটা প্রাণ -
তাই সবাই ছড়া কাটে
যায় যদি যাক প্রাণ
হিরকের রাজা ভগবান!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.