নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

হে হলুদ, লাল দল ঘেষা মিডিয়া কি জবাব দেবে??????????

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য মিডিয়া যে বহুলাংশে দায়ী তাতে আর সন্দেহ নেই।



তারা কি কেবলই একদলীয় পারসাস সার্ভ করছে না?



তাদের দৃষ্টিতে কি দেশ এবং জনতার ভিউজটা বড়?



হলে এত বড় বড় খবর এই দেশৈর কোন মিডিয়া কাভার করছে না কেন?

"ভারতের অভিজ্ঞতাহীন কোম্পানি পেল ঢাকার মেট্রোরেলের কাজ!

বাংলাদেশের জনগণকে অভিহিত না করেই ঢাকার মেট্রোরেল স্থাপনে ভারতের সাথে গোপনে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার।

কাজ পাইয়ে দেয়া হয়েছে দিল্লী মেট্রো রেল কর্পোরেশন নামক আন্তর্জাতিক অভিজ্ঞতাহীন একটি প্রতিষ্ঠানকে।"

Click This Link

কেউ বলতে কি পারবেন এসব চুক্তি করার আগে সরকার একবারের জন্য হলেও সংসদে উন্মুক্ত আলোচনা করেছে, না।

সব কিছুই করেছে পর্দার অন্তরালে...



দেশ এবং দেশৈর স্বার্থবিরোধী চুক্তি সম্পাদিত হয়ে যাচ্ছে- বিদেশী পত্রিকায় ছাপাও হয়ে যাচ্ছে- আমাদের কথিত গাল ভরা ডেস্কগুলো কি রেফােরন্স দিয়েও ছাপতে পারছে না????



শূধূ কি এটা- এরকম আরও কত কত চুক্তি অন্তরালে হয়ে যাচ্ছে! কে রাখছে সে খবর?

মিডিয়াকে থার্ড আই বলে কেন?



তারা জনতার স্বার্থে, জনতার পক্ষে তাদের হয়ে খুজে বের করবে আনবে এমন খবর-যা দেশ, জনতা এবং সার্বিক ভাবে সকলের জণ্য ক্ষতিকর। তা জানিয়ে দেবে সকলকে।



অথচ তারা নীরব!!!!!!!!!!!!! তবে দায়বোধ কার প্রতি ? দেশের, জনতার না দলীয়/ব্যক্তি স্বার্থের???





৯৬-০১ সময়ের পত্রিকা গুলো হাতে নিন! শিরোনাম নিউজ ষ্টাইল, ভাষা, শব্দ চয়নগুলো খেয়াল করুন!

আর এখনকার গুলোতে দেখূন- তাদের গায়ের কাপড় কারোই নেই!!

নগ্ন লেজুরবৃত্তিতে নিমগ্ন সব... স্বার্থ আর লোভ, ভয়ের অজুহাতে জনতার, দেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়া এরা কতনা গালভরা বিবৃতি আর চটকদার বাহারী ডায়ালগ আউড়ায়!!!!!!



ধিক! দেশ জনতার কাছে একদিন অবশ্যই নিন্দিত হবে এই আচরণ।

পৃথিবীতেই যেহেতু কেউ চিরস্থায়ী নয়- সুতরাং তারাও রবে না। থাকবে তাদের কর্ম। থাকবে ইতিহাস। মূল্যায়ন হবে কর্শের ভিত্তিতে।



আজকের দেশ মাতৃকার এই কঠিন সময়ে চাই প্রকৃত দেশপ্রমিক, নির্ভয়, সাহসী এক ঝাক মিডিয়া। যারা কোন লোভ, ভয়, বা স্বার্থের কাছে নতজানু হবে না।



দু:খ লাগে সাগর-রুনির বিষয়েও তারা যেন দেখেও না দেখার দলে রয়ে গেছে!!! হায়- কাল তোমার কিছু হলে বাকীরাও যে এমনি রবে একবারও ভাবছো না।???????





জেগে উঠূক মনুষ্যত্ব, জেগে উঠুক বিবেক

জেগে উঠুক দেশপ্রেম

জেগে উঠূক আত্মার দায়





কৃতজ্ঞতা-জহির উদ্দিন।



মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

আশমএরশাদ বলেছেন: For implementation and subsequent operation of Delhi MRTS, a company under the name DELHI METRO RAIL CORPORATION was registered on 03-05-95 under the Companies Act, 1956. DMRC has equal equity participation from GOI and GNCTD.

Delhi Metro is a world class Metro
#

Delhi Metro is a world-class metro. To ensure reliability and safety in train operations, it is equipped with the most modern communication and train control system. It has state-of-art air-conditioned coaches. Ticketing and passenger control are through Automatic Fare Collection System, which is introduced in the country for the first time. Travelling in Delhi Metro is a pleasure with trains ultimately available at three minutes frequency. Entries and exits to metro stations are controlled by flap-doors operated by 'smart-cards' and contact less tokens. For convenience of commuters, adequate number of escalators are installed at metro stations.


Unique feature of Delhi Metro is its integration with other modes of public transport, enabling the commuters to conveniently interchange from one mode to another. To increase ridership of Delhi Metro, feeder buses for metro stations are Operating. In short, Delhi Metro is a trendsetter for such systems in other cities of the country and in the South Asian region.

" Delhi Metro spokesperson Anuj Dayal said. Delhi Metro is also lending a helping hand in Indonesia where it is providing support in operations, maintenance and security for the Jakarta Metro project as management consultant. However, in the Dhaka project, Delhi Metro—as part of a consortium—will be undertaking the full project consultation.

Click This Link

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা ভাই- কমিশন খেলে নাকি সব ভুলও শূদ্ধ হয়ে যায় বলে লোকে বলে;)

ঠিকাছৈ মানলাম আপনার কথিত বিশ্ব মানের কোম্পানী তারাই। তো সেটা লুকোচুরি করে কেন করা????

সেটা কেন সংসদে আলোচিত ঞয় না?

সেটা কেন মিডিয়া নিরপেক্ষ মূল্যায়ন করে না, এমনকি রিপোর্টও করে না!!!!

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

সুমন কর বলেছেন: বেশ বলেছেন। স্বার্থ আর লোভ, ভয়ের অজুহাতে জনতার, দেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়া এরা কতনা গালভরা বিবৃতি আর চটকদার বাহারী ডায়ালগ আউড়ায়!!!!!!

ভাল লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ নতো কি আর বলা যায় বলেন?

দিন বদল, সময় বদল, সথ্যের সাথে, খাটি আদি আসল খরম খবর, একমাত্র আমরাই, সথ্যের সাথে থাকা ....

আহা

আর ভয়াবহ সব মূল সত্য কি সুন্দর আড়াল করে রাখে- তারাই!!!!!!!!!!

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

আশমএরশাদ বলেছেন: বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পও এক সময় অভ্যন্তরিন জাহাজই বানাতো আর এখন বিদেশের অর্ডারী জাহাজও বানায়।

নিজ দেশের দক্ষতা দেখিয়েই বিদেশে কাজ পায়।

পৃথিবীর প্রতিটি প্রতিষ্টানই নাইকো, সেভরন সবাই কোন না কোন দেশের কাজ পেয়েছিল আন্তর্জাতিক অভিজ্ঞতাহীন থেকে।

মোট কথা টেন্ডারটা আইন সম্মত এবং দেশের জন্য লাভজনক কম রেটে হয়েছে কিনা সেটা মুখ্য বিষয়। ভারতীয় প্রতিষ্টান বলেই বাদ বা অন্য কোন গন্ধ দেখতে হবে এমন না।
মধ্যপ্রাচ্যের বড় বড় অনেক কাজও এখন ইন্ডিয়ান প্রতিষ্টানই করে।

আর আমরা করবো ঝাড়ুগিরি কারণ আমরা কাজের আগে ঝাড়ু মিছিল শিখেছি বলে।

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল কথা!

অভিজ্ঞতা কারোই শুরুতে থাকে না। তো সেই রাির্হসেলে বাংলাদেশ কেন ভারতেরই ধর্ণা ধরবে?

আইন আর লাভের কথা কি কোন একক পার্টির মাধ্যমে বোঝা যায়?
চাই প্রতিযোগীতা। চাই বিশ্ব ব্যপি প্রতিষ্ঠিত কোম্পানীর সাথে তুলনামূলক রেট বিচার। হয়েছে ওসব কিছূ?

আর এত্তবড় সিদ্ধান্ত ৫ বছর ঝুলিয়ে রেখে শেষ বেলায় গোপনে দেবার মানে যে নির্বাচনী ভেট নয় -বুকে হাত দিয়ে বলুন তো!!!

আর ঝাড়ুগিরির কথা বলছেন- সেটা তো এই অন্ধত্বের জণ্য। দলান্ধতায় আমরা দেশকেও যে ভুলে যাচ্ছি!
বন্ধুত্বের বদলে প্রভূত্বে বসিয়ে রাখছেন...

আর আত্ম-মর্যাদায় নিজেকে বড় না ভেবে দাদাদের যে আগেই ---দিয়ে রেখৈছেন- নিজের আর কমপিট করার মন কোথায়?

নত হতে হতে যে মস্তক ঠেকিয়ে দিচ্ছেন-দাদাদের পায়!!!!

.......

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

puronodin বলেছেন: যেই কাজ পাক, ব্যাপারটা স্বচ্ছ হওয়া উচিৎ ছিল........।

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এবং এ বিষয়ে জনমত এবং ঘটমান সত্যতা জানানোর যে বিরাট কাজটা মিডিয়ার ছিল তারা তা চেপে গেছে!!!!!!


কেন??????

৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

পথহারা সৈকত বলেছেন: puronodin বলেছেন: যেই কাজ পাক, ব্যাপারটা স্বচ্ছ হওয়া উচিৎ ছিল........।

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই যেন কাকে বাঁচাতে চাইছে??????


অথচ কত স্বপ্নে দেখা টাইপ নিউজে তাদের পাতা ভরে থাকে ;)


আর বাস্তবে এতবড় বড় ঘটনা তারা যেন জানেই না!!!!!!!!

নারায়গঞ্জে বন্দরের টেন্ডার হয় দিল্লিতে বিজ্ঞাপন প্রকাশ হয়- আমাদের লাল, নীল হলুদ মিডিয়া শীতনিদ্রায়!!!!!!!!!!!!!!

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

বেঈমান আমি. বলেছেন: মিসিং মাহচুদুর রহমান।

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক, অবচেতনে একটা সত্য স্বীকার করে গেলেন। ধন্যবাদ।

তিনি অন্তত কিছূটা হলেও দেশ জনতার স্বার্থ নিয়ে লিখতেন।

এই ইস্যুতে তাকে মিসিং করে তাইকি বোঝালেন না ;)

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

গাজী সুবন বলেছেন: তাজ্জব ব্যাপার, আমরাই কি এদেশের নাগরিক, অথচ আমরাই জানি না ৷

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাজ্জব নয়!!!!


তবে আর দেশে পত্রিকা রেখে লাভ কি?

বরং বন্ধ করে দিয়ে ইন্ডিয়ান টাইমসই পড়ার ব্যবস্থা করা হোক। এটলিষ্ট তারা খবরটাতো দিছে!!!

আমাদের কথিত মহা দেশপ্রমিক পত্রিকারা বালুতে উটের মতো মাথা গুজে আছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

জনতাতো পুরাই আন্ধারে!!!

৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

গাজী সুবন বলেছেন: তাজ্জব ব্যাপার, আমরাই কি এদেশের নাগরিক, অথচ আমরাই জানি না ৷

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাজ্জব নয়!!!!


তবে আর দেশে পত্রিকা রেখে লাভ কি?

বরং বন্ধ করে দিয়ে ইন্ডিয়ান টাইমসই পড়ার ব্যবস্থা করা হোক। এটলিষ্ট তারা খবরটাতো দিছে!!!

আমাদের কথিত মহা দেশপ্রমিক পত্রিকারা বালুতে উটের মতো মাথা গুজে আছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

জনতাতো পুরাই আন্ধারে!!!

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

বেঈমান আমি. বলেছেন: না আপনি ভুল বুঝলেন।উনাকে মনে করছি কারন ঊনি আপনার মত আমার মত সাধারন ব্লগারকে নাস্তিক বানায়া দিছে ।বলেন আপনি কি নাস্তিক?বাংলাদেশে টোটাল নাস্তিক সংখ্যা কত হতে পারে বলে আপনি মনে করেন?

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টি আপনি বোঝেননা তেমন নয়!

হয়তো কোন এঙ্গেলে বুঝতে চাইছৈন না ;)

তা থাকুক। শাহবাগ ইস্যুর মৌলিকত্ব আশা করি বুঝৈ নিয়েছেন!
শাপলায় অপারেশনের পর যখন শাহবাগেও ক্লিন অপারেশন করে ভ্যালেন্স করা হল এবং কথিত শাহবাগী নেতারা ভিজা বিলাইর মতো লেজ গুটিয়ে নিল- কানার কাছৈও তা পরিস্কার হয়ে গেছে।

তিন স্তরের নিরাপত্তা, বিরিয়ানীর কথা বাদ দিলেও-মৌলিক চেতনায় তাদের সেই জজবা সেই প্রাণ আর দেখা যায়নি, যাচ্ছে না সম্ভবত যাবেও না!!!!

তাই তিনি যদি আগুনে ঘি ঢেলেও থাকেন, এটা সত্য আগুন আগে থেকেই ছিল, আর তাতে শুরু থেখে শেষ আপনিও জানেন, আমিও জানি- জনতাও জানে।

এইবার আসেন- ব্লগ নিয়ে। ভাই কসম কইরা কই- ওই আমজনতা, আম শিক্ষিতদের বাদ দিয়া আধূনিক শিক্ষিতগো মাঝে একটা জরিপ চালান। দেখেন কি রিজাল্ট আসে!!!

তবে তাদের কান্ধে বন্ধুক রাইখা আর কি হইব।

ব্যক্তিগত ভাবে আমি নাস্তিক আস্তিকের চেয়ে মানুষ খুঁজি।

এইবার আপনি সথ্য কইরা বলেন-

এই যে চুক্তি তাতে কি আপনি খুশি?

এটা যে মিডিয়া গোপন করল তাকি নৈতিক হল?

সরকার যে শেষ সময়ে এমন জনগুরুত্বপূর্ন চুক্তি সংসদে বিস্তারিত আলাপ না কইরা করল তাকি দেশের জণ্য ভাল হইল???

১০| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সিদ্ধার্থ. বলেছেন: দিল্লী মেট্রো রেল কর্পোরেশন নামক আন্তর্জাতিক অভিজ্ঞতাহীন একটি প্রতিষ্ঠানকে। =p~ =p~

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা শুধূ ওয়েব সাইটের তথ্যেই কি একটা স্বাধীন সার্বভোম দেশে কাজ পাবার জন্য যথেষ্ট!!!

হ্যা, যদি ক্ষমতায় থাকে আওয়ামীলীগ, আর দেশটা হয় ভারত।

সেই বিসয়টাই আলোচনা হচ্ছে। একটা দেশের রাজধানীর সবচে বৃহদ রেল প্রকল্প শেষ সময়ে এইভাবে চুপি চুপি চুক্তি করা কতটা নৈতিক হয়েছে?

আর মিডিয়া ণিরব থেকে কার পারপাস সার্ভ করছে?


অথচ সবাই জনতার দোহাই দিয়াই চলে;)

১১| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সিদ্ধার্থ. বলেছেন: The DMRC has a business development department which is in charge of the consultancy services.[3] DMRC has served as the project consultant and has prepared detailed project reports (DPR) for every metro and monorail project in India except the Chennai MRTS, which was constructed before the formation of DMRC.[5] DMRC also serves as consultant and prepared the DPR for the proposed. Thiruvananthapuram - Mangalore High-Speed Passenger Corridor.
In September 2012, DMRC announced that it had been awarded the work of 'Management Consulting Services' of the Jakarta Mass Rapid Transit system by the Indonesian government. This will be DMRC's first project outside India.[6] DMRC will work as part of a joint venture with 8 other international companies including Padeco and Oriental Consultant, PT Ernst and Young Advisory Services, PT Indotek Engineering Jaya, PT Pamintori Cipia, Lambaga Management and PT Public Private Partnership from Indonesia and Seneca Group.[7] DMRC has stated that its main responsibilities in the JV will be the "finalisation of the organisational structure of the Jakarta Metro, recruitment of personnel, development of training facilities and the training of the employees for various categories required for commencing the operations".[8]
Former DMRC Managing Director, E. Sreedharan claimed that DMRC has been sought as a consultant for developing metro rail infrastructure in Colombo, Dhaka, Damascus, Lahore[9] and Israel.[3]

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি, কপি পেষ্ট!

তাতে কি মিন করে? একটি দেশের এত বড় প্রোজেক্ট মনোপলি তারে দিয়ে দেওয়া জায়েজ????

নাকি নির্বাচনে জিতায়া দেওয়ার ভেট!!!!

আমজনতার আবার স্বভাব খারাপ- ঐ েয দেহুইন- রাজ সাব=১ ভোট!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কি বুঝলেন;)

১২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৪

ঢাকাবাসী বলেছেন: জেনে কাজ কি দেখে যান শুনে যান। আম্লিঘের সামনে ব্যায়বহুল ইলেকশন, হাজার হাজার কোটি টাকা দরকার সুতরাং যেনতেনপ্রকারেন মাল বানাও!

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা ঠিক বলেছৈন!!!!

গান্ধীজির মন্ত্র
বুরা মাত দেখৌ বুরা মাত বলো বুরা মাত কহো!!!!


কমিশনখোরদের কাছে দেশই কি? ষংবিধঅনই কি? জনগনই কি????

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১১

জাহিদ গাছবাড়ী বলেছেন: আমরা এ দেশেরই জনগণ, অতচ আমরা জানি না।
তাজ্জব ব্যাপার।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে কইছে আপনি আমি আমরা জনগন!!??

আমাদের মিডিয়াও তো মানে না! মানলে তো জনগণকে জানানোর দায়বোধ থেকেই কাজ করত!!!!

কত বিষয় নিয়ে কত সন্ধানি রিপোর্ট বানাইতে উস্তাদ তারা!!!!

আর এইরকম দেশ ও জনতার সরাসরি স্বার্থ ষংশ্লিষ্ট বিষয়ে কেমন উদাসীন... দেখূন!!!!!

তাজ্জবইতো!!!!!!!!!!!!!

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

আবুল হাসান নূরী বলেছেন:
সাবেক সোভিয়েত রাজ্য বেলারুশের সঙ্গে সামরিক সরঞ্জাম কেনা ও প্রযুক্তি বিনিময়ের চুক্তি করেছে সরকার। গত ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলারুশ সফরের সময় দুই পক্ষের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয় বলে জানা যায়। তবে সরকারিভাবে এসব চুক্তির কথা স্বীকার করা হয়নি।

আওয়ামী লীগ সরকারের সাড়ে চার বছরে সামরিক খাতে কেনাকাটার জন্য এ ধরনের অনেক চুক্তি করা হলেও তা কখনো প্রকাশ করা হয়নি। এ সময়ে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) জন্য ১৫ হাজার ১০৪ কোটি টাকার অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম কেনা হয়েছে। এ ছাড়া রাশিয়ার সঙ্গে আট হাজার কোটি টাকার সরঞ্জাম কেনার চুক্তি হয়েছে। এর বাইরে আরও প্রায় দুই হাজার কোটি টাকার সরঞ্জাম কেনার প্রক্রিয়া চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

দৈনিক প্রথম আলো ২৪-০৮-২০১৩

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেতো কমবেশী জানা। সামরিক বাহিনীকে বশে রাখতে.. নাকি কত কেনাকাট করছে...করেছে

কিন্তু দেশের এতবৃহততর প্রকল্প যা নিয়ে বছরের পর বছর কত কাহিনী তার চুক্তি এমন গোপনে হওয়া কি স্বাভাবিক?

সামরিক চুক্তির অনেক কিছু না জানতে পারি- স্পর্শকাতর ইস্যু হিসেবে-
কিন্তু এতো আমজনতার জন্য আমজনতার প্রকল্প!!!!

এ নিয়ে এমন লুকোচুরি করে মিডিয়া কি আমজনতার সাথে প্রতারনা করেনি?

খুবই দু:খজনক।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭

বেঈমান আমি. বলেছেন: আপনি যদি আমার ফেসবুকে থেকে থাকেন তাহলে তো জানার কথা শাহবাগ নিয়া আমার বর্তমান অবস্থান।তবে শাপলা চত্তরের কি দরকার ছিলো?শাহবাগ আর শাপলা চত্তরের উদ্দেশ্য ভিন্ন ছিল।

এরকম চুক্তি আগের সরকার ও করেছে।বাংলাদেশে এসব চুক্তির কথা মানুষ কখনো জানতে পারে না।এখন ইন্ডিয়ান কোম্পানি দেখে হয়তো আপনার চুলকানি উঠছে। ;)

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই এিটারে যদি চুলকানী বলেন- কবে না জানি ৭১এর অনুভবকেও চুলকানী বলে ফেলবেন!!!!!!

ভারত দেখে প্রতিক্রিয়াতো হবেই। কেন হবে না? যারা ৪০ বছর ধরে আমাদের ঠকিয়ে আসছে।
বেরুবাড়ী নিয়ে আজো তিনবিঘা দেয় নি!
পদ্মা শুকিয়ে মারছে!
৫৪ নদীতে বাধ দিয়েছে!
বানিজ্যে অসম বেরিয়ার দিয়ে রেখেছে!
সীমান্তে নিরপরাধ লোকদের গুলী করে মারছে!


তারপরও যদি আপনার দরদ থাকে ভারতের প্রতি-সেটাকেই কি বরং চুলকঅণী বলা বেশী সমীচিন হবে না???

আগের একটার উত্তরও দেন নি? অপেক্ষায়!

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

puronodin বলেছেন: মিডিয়া-কে আর কি বলবো!!!!!!! বাংলাদেশের মিডিয়া এখনো পরিপক্ক হয় নাই ..সাথে আছে হলুদ সাংবাদিকতা...আরো আছে সরকারের লেজুড় বৃত্তি করা যেমন ৭১টিভি,বৈশাখী টিভি,মুন্নী সাহা টিভি (ATN : অবিরাম ইভার মুখ) .....

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিপক্ক হয় নাই, ঠিক

তবে ইচরে পাকা হয়েছে ;)


নিজের স্বার্থ আর নিজেরে বেচার ধান্ধাটা আগেই বুঝে ফেলছে!!

ফলে আমজনতা পড়ছে বিপদে-তাদেরটা শূনলেও বিপদ, না শুনলেও জানতে পারে না।

আর কি জানছে????

ফাপা, বাকোয়াজ, তাদের আর তাদের গুরুদের ইচ্ছানুযায়ী!!

জনস্বার্থে তথ্য, সাংবাদিকতা, কই?

জাতভাইগো জণ্যই তাদের নিয়মিত প্রতিবাদ স্তিমিত হয়ে গেল!!!
ভয়ে?লোভে? কি কারণৈ??

জনস্বার্থ আর তারা দেখবে কি??????

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

অ্যানোনিমাস বলেছেন: দুঃখজনক

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুঃখজনক তো বটেই। ভীষন দু:খজনক!

ধন্যবাদ।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

জনাব মাহাবুব বলেছেন: এভাবেই আস্তে আস্তে ভারত আমাদের গিলে খাচ্ছে। :( :( :(


আর সহযোগী হিসেবে পেয়েছে বর্তমান সরকারকে। X( X( X(( X((


একজনকে তো ভালই ধোলাই দিলেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মত তার কাছে কোন যুক্তি নাই। ;) ;) ;) ;) ;) ;)

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই সহযোগীতা অটুট রাখতে তাই পাগল পারা;)


আমজনতার ধোলাই খেয়ে যতক্ষন না ওপার ফিরে যাচ্ছে! পাগলামি বুঝী কমবে না X(X(X(X(

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভয় হয়- গত ৫ বছরে আওয়ামীলীগ ভারতরে বিনা মাশূলে এত মধূ খাওয়াইছে- যে তারা কূটনীতির ভাষা ভুলে সরাসরি আওয়ামীলীগের রক্ষকের ভূমিকায় নামতেও লজ্জা বোধ করে না!!!!!!!

৭১এ পাকিদের অধিপত্যবাদ শোষনের বিরুদ্ধে ছিল যুদ্ধ-আজা আবার মনে হচ্ছে-ভারতীয় আধিপত্যবাদ এবং দালাল/রাজাকারদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ আসন্ন!!!

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বর্তমান অবস্থায়
সিকিমের লেন্দুপ দর্জির কথা মনে পড়ে!!

একক সংক্যাগরিষ্ঠতা নিয়া আইসা দেশে কোন্দল লাগাইয়া কিভাবে সিকিমকে ভারতে বিলীন করেদিয়েছিল!!!!!

ভয় হয়- গত ৫ বছরে আওয়ামীলীগ ভারতরে বিনা মাশূলে এত মধূ খাওয়াইছে- যে তারা কূটনীতির ভাষা ভুলে সরাসরি আওয়ামীলীগের রক্ষকের ভূমিকায় নামতেও লজ্জা বোধ করে না!!!!!!!

৭১এ পাকিদের অধিপত্যবাদ শোষনের বিরুদ্ধে ছিল যুদ্ধ-আজা আবার মনে হচ্ছে-ভারতীয় আধিপত্যবাদ এবং দালাল/রাজাকারদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ আসন্ন!!!

এবং কিছু মিডিয়া জ্ঞাতে অ-জ্ঞাতে তাতে ইন্ধন দিচ্ছে!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.