নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বিএনপি না এলেও নির্বাচন সুষ্ঠু হবে ! !!! এরে কি বলে? কমেডিয়ান! চামুচ না ভাড়!!!!!

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

দেশের প্রধান বিরোধী দল, দেশের ৪ বারের শাসন পরিচালনাকারী দল- সেই দল না এলেও নাকি নির্বাচন সুস্ঠু হবে!!!



হাসব না কাঁদব??

আজিজরে কয় পিছে থাক টাইপ ডায়ালগে তিনি রেকর্ড গড়েছেন! কিন্তু মিডিয়া বড়ই সরকার ঘেষা বলে যা দুষ্টু টাইপ খেয়ালে যেন এড়িয়ে যাচ্ছে!!!!



অথচ এই মিডিয়াই কিন্তু আজিজ, ইয়াজউিদ্দন সহ সকলকে কালারড করতে বিশেষ ভূমিকা রেখেছিল!! ঐ সময়ে পত্রিকা দ্রষ্টব্য ;)



আজ রাকিব সাহেব ঐতিহাসিক কমেডিয়ান, না দলীয় কর্মী নাকি চামচা বা ভাড়ের মতো সেরা ডায়ালগ দিলেন-



বিএনপি না এলেও নির্বাচন সুষ্ঠু হবে -



ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়টি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।



বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।""





তিনি কি বাস্তবতা কিছুই বুঝতে চাইছেন না নাকি পারছেন না।একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেই কলংকের দায় থেকে কি তিনি মুক্ত থাকবেন? না তা এই দেশৈর জনঘন মেনে নেবে?

আর যিদ স্ভৈরাচারের মতো ষ্টীম রোলারও চালায় তাতেও কিন্তু ইতিহাস থেকে কলংক কখনো শুভ্রতায় বদলে যায় না।



মীর জাফর ঐ সময়ে আপাত জিতে গিয়েছিল! নবাবকে মেরে তারা সাফল্যের খুশিতে ভাসছিল!!!



কিন্তু ইতিহাস ক্ষমা করেনি। তার বেঈমানী তাকে চিরকালের কলংকিত গালিতে পরিণত করল।



তাই সাধু সাবধান।।



মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

খোমেনী বলেছেন:

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাপেটইতো মনে হয় ;)

ধন্যবাদ ছবির জন্য

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আমজনতা যেভাবে ক্ষেপছে ভোট চাইতে গেলে জুতাপেটা খাবার সমূহ সম্ভাবনা আছে,সেটা আওয়ামি নেতারা ভালভাবেই বুঝতে পেরেছে।ভোটাভূটিতো পরের কথা।
ইসি-ও জানে।ভয় তাড়াবার জন্য রুটিন মাফিক কথাবার্তা আর কি?

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইরাকের তথ্যমন্ত্রীর মতো :):):)

হায়! দুপেয়ে জীব আর মানুষের পরিচয় পাওয়া যায় এইসব ক্রাইসিস মুমেন্টে!!!


স্বৈরাচার শব্দটা আর এরশাদের একার রইলৌ না। সরকার ভাগ বসায়াই দিলো ;)

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশালী কুকুর আর তার হাড্ডি চোষা কুকুরের পাল ছাড়া এগুলা আর কেউ চিন্তা করে না। বাকশাল আর স্বৈরাচার নিপাত যাক।

জাতীয়তাবাদী ব্লগারদেরকে আরও একটিভ হবার অনুরোধ জানাই। বল্গের বাকশালী গোয়েবলসদের ঠিক জবাব দেবার জন্য একতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতীয়তাবাদী ব্লগারদেরকে আরও একটিভ হবার অনুরোধ জানাই। বল্গের বাকশালী গোয়েবলসদের ঠিক জবাব দেবার জন্য একতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।

++

ওদের মিথ্যা নিয়ে ওরা নাওয়া খাওয়া ছেড়ে লেগে আছে।

কিন্তু সত্যের পক্ষ কেন যেন উদাসীন!!!!!

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

হাসিব০৭ বলেছেন: একেই বলে রাস্ট্রের পোষা দালাল। দালালীতে পি এইচ ডি করে এখন নির্বাচন কমিশনার হইছে =p~ =p~ =p~ =p~

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেই বলে রাস্ট্রের পোষা দালাল। দালালীতে পি এইচ ডি করে এখন নির্বাচন কমিশনার হইছে =p~ =p~ =p~ =p~


=p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~

দারুন বলেছেন।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

হায়দার সুমন বলেছেন: আওয়ামী পোষা দালাল- ছিঃইসি



কপোতাক্ষের তীরে এক অসামাজিক এর সাথে একমত।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা স্বতন্ত্র সবচে শক্তিশালী প্রতিষ্ঠানের কর্ণধার।

অথচ কথায় মনে হয় যেন দলীয় কর্মী!!!!!!!

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১

ভোরের সূর্য বলেছেন: থিওরিটিকালি ঠিক আছে যে বিএনপি না আসলেও নির্বাচন সুষ্ঠু হবে।কিন্তু দেখা যাবে যে ম্যাক্সিমাম ৩০%-৪০% ভোট পড়বে।বা চিন্তা করুন এভাবে যে জাপা ভোটে না আসলে নির্বাচন সুষ্ঠ হবে কিন্তু ভোট পড়বে কিছু কম।
বি এনপি না আসলে কম ভোট দিয়ে পুরা দেশের মানুষের মনের অবস্থা বোঝা যাবেনা।
সুষ্ঠ নির্বাচন বলতে আমরা বুঝি নিরাপদে ভোটাররা ভোট দিতে পারা,সঠিক ভোট গণনা,আইনশৃংখলা ঠিক রাখা,ভোটে কারচুপি না করা ইত্যাদি।ধরেন এগুলো সব হল কিন্তু বিএনপি নির্বাচনে আসলোনা তাতে কিন্তু সুষ্ঠ নির্বাচন ঠিকই হবে।আবার যদি এই ইলেকশনও আওয়ামীলীগ কারচুপি করে,ভোট কেন্দ্র দখল করে নেয় ইত্যাদি তাহলে ইলেকশন সুষ্ঠ হবেনা।
ধরুন যদি এমন হয় ভোটে সব জনগণ ভোট দিল।৬০%-৭০% ভোট পড়লো সত্যি সত্যিই তাহলে অবশ্যই সুষ্ঠ নির্বাচন বলা যাবে।

যেমন ধরুন ১৯৯৬ সালে যে নির্বাচন টা হয়েছিল প্রথমে সেটা কিন্তু সুষ্ঠ ছিল।সেটাকে কেউ অবৈধ নির্বাচন বলেনি।সেই নির্বাচনে জিতে আসা বিএনপি তাদের মেজরিটি দিয়ে আবার সংসদে তত্বাবধায়ক বিল পাশ করে সংসদ ভেঙ্গে দিয়েছিল এবং পরের ইলেকশনে আওয়ামীলীগ সরকার গঠন করে।

আসলে ব্যাপারটা হচ্ছে নৈতিকতার।আমি শুধু বিএনপি না এলেও নির্বাচন সুষ্ঠু হবে - এটা ব্যাখ্যা করেছি।নৈতিকভাবে একটি বড় দল কে বাইরে রেখে নির্বাচন করা অবশ্যই ঠিক না।শুধু তাই নয় বিগত কিছু নির্বাচন এবং জনমত জরিপে যে দলটি এগিয়ে আছে তাকে ছবে বলে নির্বাচনের বাইরে রেখে আবার ক্ষমতায় আসা অন্যায়।আর এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয় সেটাতো দিনের মত পরিস্কার।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই ত্যানা প‌্যাচাইলে শ্যীপুরের বড়িরর মাঝেও মুক্তিযুদ্ধের চেতনা এস্টাবলীস করা যায়!!!

কিন্তু বাস্তবতা ভিন্ন।

বিএনপি না এলেও নির্বাচন সুষ্ঠু হবে যারা বলে এভং সমর্থন করে তাদের মস্তিস্কের কোথঅও সমস্যা আছৈ বলেই ধরে নিতে হবে।

পাগল যদিও তার মতে সবই ঠিক বলে!
কিন্তু সুস্থ মানুষ বোঝে পাগলামিটা কোথায়?

আর এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয় সেটাতো দিনের মত পরিস্কার। ধন্যবাদ সত্য বলায়।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

ঢাকাবাসী বলেছেন: দালালীতে আর পয়সার লোভ প্রদর্শন করাতে বাংলাদেশ নির্ঘাৎ চ্যাম্পিয়ন হবে! এত আদর্শহীন ঘুষখোর দুশ্চরিত্র আমলাদের দেশ দুনিয়াতে আর পাবেননা!

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি কষ্টের বিষয়!!!!!

কি নিদারুন অধ:পতন!!!!!

আর জাতীয় দিকনির্দেশনার লোক কই?

কেউ আইএসআই দালাল, কেউ র;র দালাল! কেউ সিআইএ, মোসাদের দালাল!!!!

দেশটারে ভালবেসে দেশটার দালালী করার একজন সৎ, সাহসী নেতা চাই।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: দেশের প্রধান জনপ্রিয় দল বাদ দিয়ে নির্বাচন তার ভ্যালিডিটি কতটুকু? জনসমর্থনে আওয়ামীলীগ এখন বিএনপির পিছনে। এই দুইদল থেকে অন্য কোন দল না থাকলেও ধরে নেয়া যাবে বেশিরভাগ লোকের সমর্থন আছে। আর বিএনপি বাদে বাবী সব দল নির্বাচন করলেও তা প্রশ্নবিদ্ধ। আমি অবাক হই এই চামচিকা নির্বাচন কমিশারের পদত্যাগ দাবী করা হয় না কেন। দালালের আবার শিক্ষা কি? তারা তো বিক্রিত। এই সব বিক্রিত দের দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন! অসম্ভব।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ সেলিম আনোয়ার বলেছেন: আমি অবাক হই এই চামচিকা নির্বাচন কমিশারের পদত্যাগ দাবী করা হয় না কেন। দালালের আবার শিক্ষা কি? তারা তো বিক্রিত। এই সব বিক্রিত দের দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন! অসম্ভব।

১০০ ভাগ সহমত।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মদন বলেছেন: প্রধান বিরোধীদল ছাড়া নির্বাচন শুধুমাত্র মানসিক ভারসাম্যহীন নির্বাচন কমিশনই চিন্তা করতে পারে। সেটি যে দেশেরই হোক।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: গায়ে এক পাগল ছিল!!

খেজুর রসের দোকানে ঘূরঘুর করে। রস খাবার খুব শখ। মগর পয়সা নাই!!!
কিছূক্ষন ঘুরঘুর করে দেখে কেউ কিছু বলেও না দেয়ও না।

অগত্যা ডরাইলেই ডর, হান্দায় দিলে কিয়ের ডর" বইলা এক রসের হাড়িতে দিল হাত ঢুকিয়ে....

ব্যাস এখন রস খায় আর হাটে। একটু দূরে দেখে মুড়ির দোকান

সেইম ফর্মূলা দিয়া হাতে মাখাইল মুড়ি। এইসব রস আর মিড়ু আয়েশ করে খায় আর বলে-
ডরাইলেই ডর, হান্দায় দিলে কিয়ের ডর"

;)

যেমন বল্লেন - তেমনইতো মনে হচ্ছে!!!

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

কি দূর্ভাগ্য এই জাতির! যারা জ্ঞানী তারা চামচামী করেনা বইলা ঐ পর্যন্ত যাইতে পারে না!
আর যারা যাইতে পারে- তারা বাইডিফল্ট চামচামিটা পৌছার পরও ছাড়তে পারে না।

ফলে এই ত্রাহি মধূসুদন অবস্থা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.