নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী প্রহসনকে ‘না’ বলতে, গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলতে খালেদা জিয়ার ঢাকা চল কর্মসূচী.....

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

আমার আহবান, বিজয়ের মাসে লাল-সবুজের জাতীয় পতাকা হাতে সকলেই ঢাকায় আসুন।



-----আমার আহ্বান এই অভিযাত্রায় ব্যবসায়ীরা আসুন, সিভিল সমাজ আসুন, ছাত্র-যুবকেরাও দলে দলে যোগ দাও।




বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনকে তামাশা উল্লেখ করে এটি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ২৯ ডিসেম্বর ঢাকামুখী অভিযাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে সবাইকে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন।



মঙ্গলবার বিকাল পৌনে ৬টার কিছু পরে খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।



চলমান সংকট ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশে তিনি তার বক্তব্য তুলে ধরেন। শেষ দিকে এসে তিনি কর্মসূচি ঘোষণা করেন।



খালেদা জিয়া বলেন, চলমান আন্দোলনকে আরো বিস্তৃত, ব্যাপক ও পরবর্তী ধাপে উন্নীত করার লক্ষ্যে আমি আগামী ২৯ ডিসেম্বর রোজ রোববার সারা দেশ থেকে দলমত, শ্রেণী-পেশা, ধর্মবর্ণ নির্বিশেষে সক্ষম নাগরিকদেরকে রাজধানী ঢাকা অভিমুখে অভিযাত্রা করার আহবান জানাচ্ছি।

এই অভিযাত্রা হবে নির্বাচনী প্রহসনকে ‘না’ বলতে, গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলতে উল্লেখ করে তিনি বলেন, এই অভিযাত্রা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অর্থবহ নির্বাচনের দাবিতে। এই অভিযাত্রা হবে শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে। এই অভিযাত্রা হবে ঐতিহাসিক। আমরা এই অভিযাত্রার নাম দিয়েছি: ‘মার্চ ফর ডেমোক্রেসি’, গণতন্ত্রের অভিযাত্রা।



আমার আহবান, বিজয়ের মাসে লাল-সবুজের জাতীয় পতাকা হাতে সকলেই ঢাকায় আসুন। ঢাকায় এসে সকলে পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলিত হবেন। আমার আহ্বান এই অভিযাত্রায় ব্যবসায়ীরা আসুন, সিভিল সমাজ আসুন, ছাত্র-যুবকেরাও দলে দলে যোগ দাও।



তিনি আরও বলেন, মা-বোনেরা আসুন, কৃষক-শ্রমিক ভাই-বোনেরা আসুন, কর্মজীবী-পেশাজীবীরা আসুন, আলেমরা আসুন, সব ধর্মের নাগরিকেরা আসুন, পাহাড়ের মানুষেরাও আসুন। যে যেভাবে পারেন, বাসে, ট্রেনে, লঞ্চে, অন্যান্য যানবাহনে করে ঢাকায় আসুন। রাজধানী অভিমুখী জনস্রোতে শামিল হোন।



একই সঙ্গে যারা রাজধানীতে আছেন, তাদের প্রতিও আমার আহ্বান, আপনারাও সেদিন পথে নামুন। যারা গণতন্ত্র চান, ভোটাধিকার রক্ষা করতে চান, যারা শান্তি চান, যারা গত পাঁচ বছরে নানাভাবে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, শেয়ারবাজারে ফতুর হয়েছেন সকলেই পথে নামুন।



জনতার এ অভিযাত্রায় কোনো বাঁধা না দেয়ার জন্য সরকারকে আহবান জানিয়ে তিনি বলেন, যানবাহন, হোটেল-রেস্তোরাঁ বন্ধ করবেন না। নির্যাতন, গ্রেফতার, হয়রানির অপচেষ্টা করবেন না। প্রজাতন্ত্রের সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমবেত হবার অধিকার দিয়েছে। সেই সংবিধান রক্ষার শপথ আপনারা নিয়েছেন। কাজেই সংবিধান ও শপথ লঙ্ঘণ করবেন না।



শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাঁধা এলে জনগণ তা মোকাবিলা করবে। পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।



একইভাবে গণতন্ত্রের এই সংগ্রামে সংখ্যালঘু ধর্মাবলম্বী, সম্প্রদায় ও জাতিগোষ্ঠির মানুষদের যুক্ত করার পাশাপাশি তাদের জান-মালের নিরাপত্তা লংঘণের সরকারি ষড়যন্ত্র সম্পর্কে সর্বোচ্চ সতর্কতাসহ সজাগ থাকারও আহবান জানান তিনি।



Click This Link

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জনতার এ অভিযাত্রায় কোনো বাঁধা না দেয়ার জন্য সরকারকে আহবান জানিয়ে তিনি বলেন, যানবাহন, হোটেল-রেস্তোরাঁ বন্ধ করবেন না। নির্যাতন, গ্রেফতার, হয়রানির অপচেষ্টা করবেন না। প্রজাতন্ত্রের সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমবেত হবার অধিকার দিয়েছে। সেই সংবিধান রক্ষার শপথ আপনারা নিয়েছেন। কাজেই সংবিধান ও শপথ লঙ্ঘণ করবেন না।

শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাঁধা এলে জনগণ তা মোকাবিলা করবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই অভিযাত্রা হবে নির্বাচনী প্রহসনকে ‘না’ বলতে, গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলতে উল্লেখ করে তিনি বলেন, এই অভিযাত্রা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অর্থবহ নির্বাচনের দাবিতে। এই অভিযাত্রা হবে শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে। এই অভিযাত্রা হবে ঐতিহাসিক। আমরা এই অভিযাত্রার নাম দিয়েছি: ‘মার্চ ফর ডেমোক্রেসি’, গণতন্ত্রের অভিযাত্রা

বিজয়ের মাসে লাল-সবুজের জাতীয় পতাকা হাতে সকলেই ঢাকায় আসুন।

ঢাকায় এসে সকলে পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলিত হবেন। আমার আহ্বান এই অভিযাত্রায় ব্যবসায়ীরা আসুন, সিভিল সমাজ আসুন, ছাত্র-যুবকেরাও দলে দলে যোগ দাও।

তিনি আরও বলেন, মা-বোনেরা আসুন, কৃষক-শ্রমিক ভাই-বোনেরা আসুন, কর্মজীবী-পেশাজীবীরা আসুন, আলেমরা আসুন, সব ধর্মের নাগরিকেরা আসুন, পাহাড়ের মানুষেরাও আসুন। যে যেভাবে পারেন, বাসে, ট্রেনে, লঞ্চে, অন্যান্য যানবাহনে করে ঢাকায় আসুন। রাজধানী অভিমুখী জনস্রোতে শামিল হোন।

একই সঙ্গে যারা রাজধানীতে আছেন, তাদের প্রতিও আমার আহ্বান, আপনারাও সেদিন পথে নামুন। যারা গণতন্ত্র চান, ভোটাধিকার রক্ষা করতে চান, যারা শান্তি চান, যারা গত পাঁচ বছরে নানাভাবে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, শেয়ারবাজারে ফতুর হয়েছেন সকলেই পথে নামুন।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

HHH বলেছেন: প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ...
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ...

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ইউরো-বাংলা বলেছেন: খালেদা জিয়ার ভাষন সমোপযোগী। আমরা ইউরোপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা উনার সাথে একাত্মতা ঘোষনা করছি।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

শিলা সুলতানা বলেছেন:


কঠিন বিএনপি পোস্ট


+++++++

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি বলচেন!??

তো বলেচেন। ;)

ধন্যবাদ।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ঢাকা অভিমুখী জনস্রোত ঠেকানোর জন্য সরকার নিজেই ঢাকাকে অবরুদ্ধ করবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন নিশ্চয়ই ওবায়দুল কাদের আর বিআরটিসি চালাতে বলবেন না;)

এখন জাতি আবার রাতের সরকারী হরতাল দেখতে পারে শনিবারে;)


পুরা জাতি যখন প্রাণ ওষ্ঠাগত- তখন কি আর এইসবে কিছু হয়!!!!!??

জনজোয়ারের স্রোতে ভেসে যায় স্বৈরাচার!

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

ঝড়ো পথ বলেছেন: I think I have heard one of the best speeches from BNP Chairperson. Ruling Party should not create any obstacle in 'March for Democracy' program. Farcical election of 5th January won't bring anything good to our country.

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

এখন দাদাদের বটিকা খেয়ে নেশাগ্রস্থ ক্ষমতাসীনরা কি আর ভাল কথা শুনবে!!!!

শান্তিপূর্ণ জনদাবী সম্পৃক্ত মার্চ অন ডেমোক্রেসিতে কোন প্রকাশ বাঁধা না দিয়ে সরকার কি প্রমাণ করতে পারবে যে তারা আসরেই গণতান্ত্রিক!

ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল!

পারবে না। বরং তারা শক্তিপ্রয়োগে চাইবে জনমতকে স্তব্দ কর দিতে। কিন্তু ইতিহাস বলে যারাই এমন চেস্টা করেছে কালের আবর্তে তারাই ঘৃনিত নিন্দিত হয়েছে হবেও।

দেখা যাক-আমাদের আমজনতার মুক্তির পথ কতদূর!!!!

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

ইউরো-বাংলা বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: ঢাকা অভিমুখী জনস্রোত ঠেকানোর জন্য সরকার নিজেই ঢাকাকে অবরুদ্ধ করবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬ ০
লেখক বলেছেন: এখন নিশ্চয়ই ওবায়দুল কাদের আর বিআরটিসি চালাতে বলবেন না;)

এখন জাতি আবার রাতের সরকারী হরতাল দেখতে পারে শনিবারে;)


পুরা জাতি যখন প্রাণ ওষ্ঠাগত- তখন কি আর এইসবে কিছু হয়!!!!!??

জনজোয়ারের স্রোতে ভেসে যায় স্বৈরাচার!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: Thanks. :)

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জনজোয়ারের স্রোতে ভেসে যাবে স্বৈরাচার!
জাতীয়তা বাদী শক্তি এগিয়ে চল , আমরা সাথে আছি ।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

পার্থরূপ বলেছেন: জামাত কোন পতাকা নিয়া যাবে ?

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখেন নৌকায় তোলা যায় কিনা ৯৬র মতো;)

বেচারা-রা বুজতে পারে নাই-বুঝলে যুদ্ধাপরাধী রাজাকার বেয়াই মোশারফের মতো আগেই আত্মীয়তা করে ফেলতো!!!

সকল খুন তখন মাফ!!!!

তারাই তখন চেতনার বরকন্ধাজ হয়ে যেতো যেভাবে পাকি সহযোগী মুরগী কবীররা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হয়ে লাফাচ্ছে এখন!!!!

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

ঢাকাবাসী বলেছেন: অবস্হা দৃস্টে মনে হয়না আর আন্দোলনে কোন ফল আনবে। মজিনাও বলে দিয়েছে সবাই নাকি মিস করেছে!

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি বলতে কি- শুরু থেকেই আজকের এই মূখোমূখি অবস্থানে আনতে চাইছিল আওয়ামীলীগ তথা র ভারত গং!!

তাতে বহুত ফায়দা ছিল- তাদের। কিন্তু বিএনপির ধৈর্য এবং মাটি কামড়ে পড়ে থাকার নীতিতে তা পারে নাই। একণ শেষ সময়ে দেশ জনতা এবং সংবিধঅর রক্ষায় আর কি বিকল্প আছে বলুন।!!

শূধূ একজনের গোয়ার্তুমির ফলে আদালত অবমাননা করে তত্ত্বাবধায়ক বাতি করেইতো এই সমস্যার জন্ম!

তারপর বাড়ছে একের পর এক স্বৈরাচারী অপরাধ!

সারা বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন করার চক্রান্তের ফাদে পা দিয়ে বসে আছে সরকার!!

আজকে ইইউ যদি সকল ওয়ার্ক অর্ডার স্থগিত করে?
আজকে মধ্যপ্রাচ্য যদি সকল কর্মী ফেরত পাঠায়?
আজকের দিনে শুধূ ভারত দিয়ে কি টেকে থাকা যাবে এই প্রতিযোগীতার বিশ্বে!!!

অথচ আত্মঘাতি সরকার অন্ধ হয়েই ভাবছে প্রলয় বন্ধ হয়ে গেছে!!!

কোন কিছূই মিস হয়না-আবার নতুন করে শুরু করলেই হয়ে যায় :)

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১

অগ্নি সারথি বলেছেন: আপনার কি মনে হয় না, গনতন্ত্রের কথা বলে যারা আজ মুখে ফেনা তুলে দিচ্ছেন খোদ তারা নিজেরা, নিজেদের দলে পরিবারতন্ত্র কায়েম করে বসে আছেন।দল যদি গনতান্ত্রিক না হয় তবে সেটা একটা দেশে গনতন্ত্র কিভাবে নিয়ে আসে বিষয়টা আমার বোধগম্য নয়। আপনাকে এসব কথা বলা বৃথা জানি কারন আপনি সারাটা দিন বি এন পি র দালালি করেন। যাই হোক এর পর ও খালেদা জিয়াকে ধন্যবাদ যে উনি, কোন রাজাকারকে জাতীয় পতাকা তুলে নিতে বলে, জাতীয় পতাকার অবমাননা করেন নাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দলীয় ভাবে কারোই গণতন্ত্রের চর্চা নেই। এটা সত্য।

তবে আওয়ামীলীগের গাছের গোড়া সহ খেয়ে ফেলার মানসিকতার চেয়ে বিএনপির শুধূ ফলটা চুরি করা জাতির জন্য অনেক কম কষ্টের!!

চেতনার কথায় সংখ্যাগরিষ্ঠতার যে সুযোগ জাতি দিয়েছীল-তার ১৬ আনা অপব্যবহারই হল ৫ বছরে!!!
আর এক ভূল ঢাকতে আরও শত ভুল করেই যাচ্ছে সরকার!

দালালী শব্দটা বলার মধ্যেই আপনার হীনমন্যতার পরিচয় লুকানো। তবুও ধন্যবাদ।

মুক্তিযুদ্ধ, চেতনা, পতাকা কারো দলীয় সম্পদ নয়।

রাজাকারের ছেলের গর্ভে পুনা রাজাকার নাতির পয়দা করা বলেই কি আওয়ামীলীগের বারবার চেতনার চিৎকার করে সেই সব সত্য লুকানোর প্রয়োজন পড়ে!!!!!!

বারবণিতার মতো! যে নিজের পরিচয় লুকাতেই ভদ্র মেয়ের সাথে গলাবাজি করে বারবার সতীত্বের গান গেয়ে;)

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩

দার্শনিক ফিনিক্স বলেছেন: জনে জনে জনতা গড়ে তোল একতা.
জনজোয়ারে ভেসে যাক স্বৈরাচার,মুক্তি পাক গনতন্ত্র.
জাতীয় পতাকা হাতে ঢাকামুখী গনস্রোতে কোন রাজাকার ও তাদের দোসরদের দেখতে চাইনা,কেবলমাত্র জাতীয়তাবাদী মহাশক্তির প্রদর্শনী দেখতে চাই

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: জনে জনে জনতা গড়ে তোল একতা.
জনজোয়ারে ভেসে যাক স্বৈরাচার,মুক্তি পাক গনতন্ত্র...

কেবলমাত্র জাতীয়তাবাদী মহাশক্তির প্রদর্শনী দেখতে চাই +++

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

দখিনা বাতাস বলেছেন: ২৫শে অক্টোবরের মত আরেকটা ফ্লপ নাটক দেখার লাইগা বইছি ভাই। নিরাশ কইরেন না :P

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: থাকেন থাকেন অপেক্ষায় থাকেন!!

জানেনতো অতি আত্মবিশ্বাস ক্ষতিকর!!! যে ক্ষতি আওয়ামীলীগ সিটিতে ৫-০তে হোয়াইট ওয়াশ হয়ে টের পাইছে ;)

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মাজহারুল হুসাইন বলেছেন: হাম্বারা যতই হম্বি-তম্বি করুক তাদের হ্যাডম নাই । হেড টু হেড জাতিয়তাবাদিদের মুখোমুখি হবার । তাই তারা যতই লাফালাফি করুক তা ছাগলের বাচ্চার লাফালাফি ।

২৫ অক্টোবর বিএনপির বিজয় আর আওয়ামীলীগের নৈতিক পরাজয় । এখনও ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ । তখনও নিষিদ্ধ ছিল । তারপরও ২৫ তারিখ বিএনপিকে আটকানোর সাহস হাম্বাদের হয় নাই । বিএনপি তাদের সমাবেশ করেছিল । আটকাইতে পারবি না ক্যান ক্যান শুধু শুধু নাটক করিস । আমরা জাতীয়তাবাদি । ভারতের টাকায় চলা কোন বিচ্ছিন্নতাবাদি দল না । হাম্বাদের তুলনা জামাতের সাথে হতে পারে আমাদের সাথে না । আমরা দেশ গড়তে লড়ি । দেশ ধ্বংস করতে না ।

এবারও বাধা দেয়ার চেষ্টা করা হোক না কেন সফল হবে মার্চ ফর ডেমোক্রেসি । ইনশাআল্লাহ । আল্লাহ আমাদের সহায় হোন ।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইনশাআল্লাহ । আল্লাহ আমাদের সহায় হোন ।

ধন্যবাদ।

এ শুধু রাজনৈতিক কর্মসূচী নয়- এ দেশ রক্ষার ডাক
এ আহবান স্বাধীনতা সার্বভোমত্ব রক্ষার আহবান
সারা বিশ্বকে ত্যাগ করে শুধূভারতমূখী হয়ে দেশকে সর্বনাশের হাত থেকে রক্ষার ডাক
৫ বছরের মিথ্যাচারের জবাব দেবার ডাক
শেয়ার বাজারে ফতুর কারীদের বিচারের ডাক
দূর্নীতি আর আওয়ামী লুটপাটের বিরুদ্ধে দেশবাসীকে রক্ষার ডাক....

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

nurul amin বলেছেন: অভিযাত্রা সফল হোক

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

নষ্ট ছেলে বলেছেন: আওয়ামী লীগের নৌকা নাকি নূহ নবীর নৌকা! আমাগো আর চিন্তা কি, বিপদ দেখলে নৌকায় উইঠা যামু B-))

তয় একটু ডর ডর লাগতাছে। নৌকা ডিজিটাল করতে বিজ্ঞানী তথ্য বাবারে দিয়া যদি বাস্পীয় ইঞ্জিন লাগাইয়া আসমানে নিয়া যায় তাইলে তো বিপদ দেখলে লাফ দিতে পাড়ুম না B:-)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্বাচনের আগে মাথায় হিজাব
আর পরে বামদের নাস্তিকদের সাথে ভাব;)
এইতো তাদের স্বভাব;)
আল্লাহর উপর আস্থা মুছেছে তারাই মনে রেখো বাপ!!!!!!

তা যা বলেছেন! আতকা যদি খেয়াল হয়-চাঁদটাওতো বাবার খোয়াব আছিল- যাই চান দখল করি;) .... আসমানে নিয়া যায় তাইলে তো বিপদ দেখলে লাফ দিতে পাড়ুম না B:-)

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

HHH বলেছেন: নুহ আলাইহেওয়াসাল্লাম (PBUH) নবী কি আওয়ামীদের তাঁর নৌকা বা নাম ব্যবহারে অনুমতি দিয়েছিলেন?

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বৈরাচার কবে কোথায় কপিরাইট আইন মানছে ;) রেকর্ড নাই!!!

তবে অখন অবর্শ্য তারাই আম্রিকার লগে যে চুক্তি করছে- কপিরাইটে ফাইসা গেলে-খবর আছে!!!

নূহ নবীর অনুসারী হিসেবে মামলা একটা ঠুইকা দিলে কেমন হয়!!!!!

যে -তাদের দাবীকে মিথ্যা অসার, সাম্প্রাদয়িক, এবং ধর্মীয় গোষ্ঠির প্রতি ভোটে সহানুভুতি লাভে অবৈধ চেষ্টা হিসাবে কেন রুল জারি করা হবে না মর্মে....;)

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

ইনফা_অল বলেছেন: রক্ত দিয়ে হলেও বিএনপির কর্মসূচি প্রতিহত করব: নাসিম
Click This Link

নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী-নির্বাচনী এই প্রচারনা কি সরকারী টাকায় হচ্ছে?

Click This Link

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে প্রশ্ন করবে!!!

চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছে দেশকে।

কে দায়ী? এই প্রশ্নের উত্তর সবাই জানে- কেউ বলে না।

এই যে আতংক-একে স্বৈরাচারীতা না বললে তবে আর কাকে বলে?

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮

ম্রিয়মাণ বলেছেন: ৭১ এর যুদ্ধে আঃলীগের বড় ভূমিকা ছিল। কিন্তু যুদ্ধ মূলত করেছিল দেশের সাধারণ মানুষই।

এবার গণতন্ত্র উদ্ধারের ডাক বিএনপি দিলেও মূল ভূমিকা নিতে হবে মানুষকেই।

গণতন্ত্র থাকলেই সব হয় না। কিন্তু গণতন্ত্র না থাকলে কিছুই হয় না।

আমাদের গণতন্ত্র চাই, সুষ্ঠু নির্বাচন চাই।

ঢাকা শহরেই ১ কোটির ওপর মানুষ বাস করে। দেশপ্রেমিক মানুষের কাছ জাতীয় পতাকা থাকেই। আমার কাছেও একাধিক পতাকা আছে।

কোন সমস্যা হবে না।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই আমজনতাকে স্তব্দ করে দিতেই আজ সরকারী উদ্যোগে অবরোধ হচ্ছে!
বাস, ট্রেন, ট্রাক, লঞ্চ সকল প্রকার গণপরিবহন বন্ধ!!!!

ভাল বলেছেন-

গণতন্ত্র থাকলেই সব হয় না। কিন্তু গণতন্ত্র না থাকলে কিছুই হয় না।

আমাদের গণতন্ত্র চাই, সুষ্ঠু নির্বাচন চাই।

জাতী পতাকার এই দেশের ১৬ কোটি মানুষের সম্পদ। কারো দলীয় সম্পত্তি নয়!!

জাতীয় পতাকা সার্বভৌমত্বের প্রতীক।

এই পতাকার উপর যেন গুলি আঘাত না আসে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.