নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার চল্লিশ বছর-আরেকটি লড়াই কি তবে অবশ্যম্ভাবী!!!!! মুক্তি আর কতদূর?????

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

চল্লিশ বছর পর-



এখনো অবরুদ্ধতা!

এখনো লড়তে হয়?

এখনো স্বৈরাচার কাঁধে!

এখনো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিত্যত।



একাত্তর কি কেবলই সিংহাসন বদলের লড়াই?!



তবে কেন আজো মসনদে পাকি প্রেতাত্মা!

জনরায়কে বৃদ্ধঙ্গুলি দেখীয়ে ভুট্টোর মতোন

আজো কেন নিষ্পেষন-স্বজাতিকে?

মেজরিটি মাষ্ট বিগ্রান্টেড!

পাচ অনুপাত পচানব্বইয়ে এ কোন পরাজয়???





সরকারই উভয় দিকে-এদিক, ওদিকে

সারকারী বিরোধীদলের নতুন সংজ্ঞায়ন

রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বদল-এ কোন আত্ম শ্লাঘা

নাকি অত্মভরিতা! নাকি আত্মহত্যার পথে রাজনীতি!!!



গণতন্ত্র, মানবাধীকার, উন্নয়ন: দলীয় মোড়কে

বৃত্তাবদ্ধ। গালভরা বুলি হয়ে উপহাস করে!

খেটে খাওয়া মানুষ জানে, বাস্তবতা!

এসবের কি মানে?!



ক্রশফায়ার কিংবা গুম না হলে

চৌদ্দ পুরুষের পূণ্যফল ভেবে তুষ্ট জীবন!

চলার স্বাভাবিক গতিহীন জীবনে

চলতে পারলেই কৃতজ্ঞতায় নুয়ে পড়ে আভুমি!



অথচ এগুলো নূন্যতম ছিল তার-অধিকার



আজ চল্লিশ বছর পর

আবারও হায়েনারা আড়াইশ বছরের

পুরনো রীতিতে শাসনের জন্যই ভাগ করে!

পদে পদে, প্রতিটি ক্ষেত্রে-ঐক্যের মূলমন্ত্রকে হত্যা করে।



আমারও নিহত হই। জ্ঞানের আপেক্ষিক সত্য দর্শনে

চলমানতায়, অর্ধবৃত্তাবদ্ধ- পূর্ণ বৃত্তের স্বপ্ন ভূলে!!!



আরেকটি লড়াই কি তবে অবশ্যম্ভাবী!



প্রকৃত মুক্তির! মানবতার!

ভোটের! ভাতের! উন্নয়েনর,

স্বাভাবিক বেঁচে থাকার!



স্বাভাবিক চলার, বলার, অধিকারের;

স্ব-দেশ আর স্ব-জাত্য বোধে

মাথা উচু করে বাঁচবার মুক্তিযুদ্ধ!!





মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ +

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

ম্রিয়মাণ বলেছেন: প্রিয়তে নিলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক কৃতজ্ঞতা।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: সুন্দর !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮

সকাল রয় বলেছেন:
প্রেতাত্মা ভর না করলেও এমনি রয়ে যাবে বাংলাদেশ। আমরা তবু কপচিয়ে যাবোই।


সুন্দর ভাবনা নিয়ে কবিতার জন্য অনেক অভিনন্দন র ই ল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও অফুরন্ত শুভেচ্ছা।

আমরা কপচাতে চাইনা। বাংলাদেশও এমনি থাকুক তা চাইনা।

এগিয়ে যাক বাংলাদেশ- স্বপ্নের চেয়েও বেশি সাফল্যে।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

মুক্তি পাক বাংলাদেশ সকল জরাজীর্নতা থেকে।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বেসম্ভব।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও বে-ফুরন্ত শুভেচ্ছা।;)

ধন্যবাদ। :)

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: স্বৈরতন্ত্র হারাম হোক
জুস লেখা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

বেলা শেষে বলেছেন: স্বাভাবিক চলার, বলার, অধিকারের;
স্ব-দেশ আর স্ব-জাত্য বোধে
মাথা উচু করে বাঁচবার মুক্তিযুদ্ধ!!



Salam & Respect!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ... আর গোলাপ (ফটুক নাই ;) ) আাপনার জন্যও

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

নিশাত তাসনিম বলেছেন: আমরা এমন একটি সরকার চাই যারা নিজেদের স্বার্থের চেয়ে দেশমাতা কে বেশি ভালো বাসবে।

দরকার একটি অনিবার্য বিপ্লবের। বিপ্লবের মৃত্যু নেই। শোষিত মানুষের চিরস্থায়ী জয় সময়ের ব্যাপার মাত্র।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দরকার একটি অনিবার্য বিপ্লবের। বিপ্লবের মৃত্যু নেই। শোষিত মানুষের চিরস্থায়ী জয় সময়ের ব্যাপার মাত্র ..

এটা স্বপ্ন। আর বাস্তবতা হলো তাদেরকে বিভিন্ন উপায়ে ব্যাস্ত রাখা হয়, ভুলীয়ে রাখা হয় অথবা সবশেষে শক্তিপ্রয়োগ করা হয়!
বিজয়ের হার খুব কম।
কারণ ইতোমধ্যে তাদের কুচক্রিরা ঢুকে তাদের ঐক্যে ফাটল ধরায়.....

তবে চিরস্থায়ী জয় আসবে ইনশাল্লাহ-যদি সকলে বিশ্বাসের দৃঢ়তায় ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারে...

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

ময়না বঙ্গাল বলেছেন: বিবেকইজম কায়েম করি,
মুক্তি যুদ্ধের চেতনা বাস্তবায়ন করি।

বিবেকইজম ধারণা ,
একবিংশের চেতনা।

নফস রিপু রোধ করি,
বিবেকইজম হাসিল করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলে নাম বদলে কি আর হবে!!!!

যা বলেছেন তার মূল কথাতো হাজার বছল ধরেই বলা হচ্ছে-কখনো ধর্মের নামে কখনো কল্যানের নামে, কখনো সংস্কারের নামে!

মানছে ক'জন!!

সত্য আর মিথ্যার লড়াইযের মূল জায়গাটা বোধকরি এখানেই।

তবে, ভাল বলেছেন। যদি করা যায়। ধন্যবাদ।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

আসফি আজাদ বলেছেন: পাচ অনুপাত পচানব্বইয়ে এ কোন পরাজয়???
গণতান্ত্রিকই তো মনে হয় :-&

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা, গণতন্ত্রের পরাজয়!
জনতার প্রতি অবজ্ঞা!

জনগণকে মাইনাস করে আত্মম্ভরিতায়, অহংকারে, স্বৈরতান্ত্রিকতায়
একো আত্মহনন!!!!

১২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:০৩

মোঃ নুরুল আমিন বলেছেন: সুন্দর

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। তারচে সুন্দর হবে যদি লড়াইটাতে দেশপ্রেমিকেরা জিততে পারে। যদি দালালেরা নিশ্চিহ্ন হয় এই বাংলার মাটি থেকে!
পাকি-ভাদা সকল দালাল, মেরুদন্ডহীনরা ধ্বংস হোক।

দেশপ্রেমিকেরা বেঁচে থাক অনন্ত কাল!

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৩০

অর্থনীতিবিদ বলেছেন: রাষ্ট্র, সরকার, রাজনীতি ইত্যাদি নিয়ে কবিতা লেখা অত্যন্ত কঠিন কাজ। আপনি এই কঠিন কাজটি অত্যন্ত সফলতার সাথেই সম্পন্ন করেছেন। দেশ নিয়ে কোন কিছু আশা করাটা অনেকটা দুরাশাই বটে। নসীম হিজাযীর কিং সায়মনের রাজত্ব বইটির ঘটনাবলীর সাথে বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থার অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি। বইটি পড়েছেন কিনা জানিনা। দেশের প্রচলিত ব্যবস্থাগুলির পরিবর্তনের জন্য একটা লড়াই বা বিপ্লব অবশ্যই দরকার। এমন কিছু কোনদিন হবে কিনা বা দেখে যেতে পারবো কিনা জানিনা।

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকে অগ্রিম স্যলুট নসীম হিজাযীর উল্লেখের জন্য।

দারুন সব উপন্যাস, জীবনমূখি, সত্য ঘটনা আর লেখনির এক অপূর্ব মিশেল।

যেভাবে চলছে তাতে আপনার আশংকাই সত্যি হবার সম্ভাবনা বেশি-দেখে না যেতে পারার; তবুও আশা কুহকিনী, আশা মরিচিকা হলেও তাতেই বেঁচে থাকার সাধ খোঁজা..

নিশ্চয়ই- দেশ মাতৃকা নিশ্চয় সেই বিপ্লবির জন্ম দিয়েছে। শুধু সঠিক সময়ের অপেক্ষা!

আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের দেশটা আমাদের স্বপ্নের মতো হোক- কোন লুটেরা বা বেনিয়ার কূটচালের রংয়ে নয়- আমজনতার স্বপ্নের সহজ রঙে রঙীন হোক-তার বর্তমান ভবিষ্যত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.