নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগ নেতা ফেল করায় পাবনা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর !!!! বাহ বেশ বেশ বেশ!

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৩৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ব্যবসায় প্রশাসন বিভাগে ভাঙচুর করেছে ছাত্রলীগের কর্মীরা।



সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই বিভাগের ফলাফল প্রকাশিত হলে এ হামল‍া চালানো হয়।



বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান বাংলানিউজকে জানান, মিজানুর রহমান সবুজ ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র। বিকেলে তার চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ফাইনালের ফল প্রকাশ হয়। এতে অকৃতকার্য হওয়ায় তার কর্মীরা বিভাগে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।



তারা বিভাগের বিভিন্ন দরজা-জানালার কাঁচ ও কয়েকটি কম্পিউটার ভাঙচুর করে। - See more at: Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৩৮

ঢাকাবাসী বলেছেন: ওর কোন দোষ নেই, তার মন্ত্রী প্রশ্ন ফাঁস করে সবাইকে পাশ করিয়ে বাহবা নেয় তাহলে সে কেন ফেল করবে? তাকেই তো সেক্রেটারী বা আইজি বা মন্ত্রী হতে হবে!

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মারহাবা!

বেশ বলেছেন!!

দেখৌ দেখি সাংবাদিকগুলার কান্ড ঐ সব খবর আবার ছাপতে হয় নাকি!!

৭২এর ব্যাচের ধাক্কায় দেশ যা এগিয়েছে না..
সামনে মনে হয় এমনই বলতে হবে- ২০০৯-১৪র ব্যাচ!!!??? ব্যাস ব্যাস...

২| ০৯ ই জুন, ২০১৪ রাত ৯:১৮

সাদা মনের মানুষ বলেছেন: হাছানি? B:-)

১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেহ দেহী খালি সুন্দেহ!!??

আপ্নের কি ছাত্রলীগারগো উপ্রে ঈমান নাইক্যা;)

৩| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:০১

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: জয় বাংলা

তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তাদের জন্য সাত খুন মাফ।


প্রতিবাদ করতে চান। তাহলেই --------

""তুই রাজাকার, তুই রাজাকার""

১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢাবির কথিত দলকানা প্রফেসরই যখন বলতে পারে- তাদের গায়ের আঘাতের চিহ্ন আর মামলা দেখে চাকুরি দিতে হবে... তবে তারা আর পড়ে করবে কি বলুন????

বেচারা পরীক্ষকতো আর জানে নাই এতকিছু!!!!!!!

ইহাকি ডিজিটাল আওয়ামীলীগের সাফল্যের বিরাট অর্জন!!!!!নয়??

৪| ১০ ই জুন, ২০১৪ সকাল ১০:০৯

হাসিব০৭ বলেছেন: এই কারনেই তো কই বুবু এত ডিগ্রি পায় কেমনে? যাক সত্যটা তাইলে জানতে পারলাম, লীগের পোলাপাইন এত মেধাবী এভাবেই হয়

১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ৭২ থেকে শূরু
আর পারিনা গুরু........................

তোফায়েল গং নাকি ৭২ ব্যাচের...

এইসব জেনারেশন যখন ক্ষমতায় আসবো- তখন কি হপিরে মনু..............

৫| ১০ ই জুন, ২০১৪ সকাল ১০:২৬

রাবার বলেছেন: :| B-)) B-))

১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর বইলেন না B-))B-))

৬| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৪১

একজন ঘূণপোকা বলেছেন:
ছেলেটা তো অনেক ভালো।

তার তো দুইবার ভাংচুর করার দরকার ছিলো।

১। প্রশ্নপত্র ফাঁস করার দাবী নিয়ে।

২। ফেল করার পরে।

১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বলেছেন!!!

পুরাই ছাত্রলীগী দাবী ;)

শিক্ষার ভবিষ্যতকে কি পরিমান নষ্ট করেছে আওয়ামীরীগ।

তাই বুঝী বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে বলতে হয়- মুই হেন করেছি, তেন করেছি!!!!!

আর বাস্তবে মানুষ দেখছে ক্রুর, নিষ্টুর, ঘৃনিত সত্যকে।

৭| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:১২

নষ্ট ছেলে বলেছেন: ছাত্রলীগ নেতাকে পরীক্ষার আগে প্রশ্নপত্র দেওয়া উচিৎ ছিল!
ভাল কথা, ছাত্রলীগের ছেলে পেলেদের পরীক্ষা কেন দিতে হবে?

১০ ই জুন, ২০১৪ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইটা হইল দশ কথার এক কথা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ঢাবি দলকানা প্রফেসরতো প্রকাশ্যেই বলে দিয়েছে- তাদের গায়ের ক্ষতচিহ্ন!ই হবে তাদের যোগ্যতার মাপকাঠী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ভাবা যায়? কি তাদের বোধ? কি তাদের বিশ্বাস?

৮| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৪৪

পংবাড়ী বলেছেন:

শিক্ষকেরা বেকুব; ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগ নেতাকে দুরে রাখার উপায় হলো ওকে পাশ করায়ে দেয়া।

৯| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৪৪

পংবাড়ী বলেছেন:

শিক্ষকেরা বেকুব; ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগ নেতাকে দুরে রাখার উপায় হলো ওকে পাশ করায়ে দেয়া।

১০| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৪৪

পংবাড়ী বলেছেন:

শিক্ষকেরা বেকুব; ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগ নেতাকে দুরে রাখার উপায় হলো ওকে পাশ করায়ে দেয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.