নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট লজ্জ্বা থেকে জাতিকে রক্ষায় ক্রিকেটার নির্বাচনে বিকল্প প্রস্তাবনা..........আপনার মত কি?

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

মাত্র ৫৮ রানে অল আউটের লজ্জ্বা দু দুবার পেল বাংলাদেশ। জাতি হিসাবে ১৬ কোটি মানুষ এই লজ্জ্বায় অধোবদন!!!!



তাদের ভালবাসার ক্রিকেট তাদের যেমন আনন্দ দিয়েছে ক্ষনিকের ... তারচে লজ্জ্বা আর ব্যাথা দিয়েছে অনেক বেশি।



ক্রিকেটার নির্বাচনে আত্মীয়তা, মামা-খালু, রাজনীতির কু প্রভাব নিয়ে সকলেই অবহিত। যার পরিণতিতে বারবার লজ্জ্বার পরও না বিসিবির কোন ব্যাখ্যা আছে ? না তাদের কোন মাথাব্যথা আছে? না পরিবর্তন বা বিজয়ের স্বপ্নে কো পরিকল্পনা মিশন ভিশন আছে!!!!! যা সত্যি হতাশার।



পুরা জাতি কিছু লোকের অবিমৃশ্যকারীতার ফল ভোগ করতে পারে না। তাদের খামখেয়ালীর জন্য জাতিগত ভাবে বিশ্ব দরবারে লজ্জ্বায় মাথা হেট করতে পারেনা।



এ থেকে মুক্তির উপায় কি?



একটা মানসম্পন্ন ক্রিকেট দল। যা হবে যোগ্যতার ভিত্তিতে। পারফর্মমেন্সের ভিত্তিতে।



প্রথমেই নির্বাচন সিস্টেমকে বদল করতে হবে। দল নির্বাচনকে আরও গণতান্ত্রিক এবং সফল করতে -



@ নির্বাচক বোর্ডে ক্রিকেট বোদ্ধাদের অন্তর্ভূক্ত করতে হবে। ৫:৩ বা এইরকম রেশিওতে।

@ পারফর্মেন্সের ভিত্তিতে পয়েন্ট/স্কোর অনুসারে প্রস্তাবিত একাদশের জন্য নূন্য ২২ জনের নাম প্রস্তাবে থাকবে।

@ ২২ জন থেকে ক্রিকেট পাগল দর্শকের পছন্দ করার জন্য এসএএমএস অপশন থাকবে।

@ নির্বাচক তালীকা থেকে দর্শক এসএমএস ভোটে সর্বোচ্চ ভোট , স্কোর, এবং নির্বাচক মতামতে ত্রয়ী অপশনে সেরা একাদশ বাছাই হোক।



আশা করা যায় এরপর হারজিত যাই হোক সকলেই তখন বাস্তব সত্যটা মাথা পেতে নেবে। এবং এটলিষ্ট এইরকম লজ্জ্বাজনত হার দেখতে হবেনা।



সুপ্রিয় পাঠক আপনার অভিজ্ঞ মতামত তুলে ধরুন মন্তব্যের ঘরে।

দেশকে ভালবেসে

ক্রিকেটকে ভালবেসে

নিজের আত্মমর্যাদা আর সম্মানকে ভালবেসে।





মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

এসব চলবে না..... বলেছেন: এইটা কি জাতীয় নির্বাচন পাইছেন নাকি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সঙ্গীত শিল্পী নির্বাচন পাইছেন?
এসএমএর মাধ্যমে নির্বাচন করা লাগবে কেন?

অন্য কোন দেশের ক্রিকেট দল চলে না? নাকি তারা ও এসএমএস করে নির্বাচন করে?

ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা আনার দাবী করেন। দেখবেন বিশ্বকাপ এইদেশে।

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইটাতো অসহায়ের চিৎকার !!!!

বোঝেননাই?!

তারা যদি তাদের দায়িত্ব কর্তব্য সৎ সত্য নিষ্ঠার সাথে করত- তবেতো বাংলাদেশের মাথায় তাজ শোভা পাইত...

তাদের স্বেচ্ছাচার থেকে বাঁচতেই খড়কুটো আকড়ে ধরার চেষ্টা...

অন্য কোন দেশেতো এইরকম দূর্নীতিতে চ্যাম্পিয়ান না!!
স্বজনপ্রীতিতে অন্ধ না!
গায়ে গন্ডারের চামড়া না!!!

কোরিয়ার প্রধানমন্ত্রী সামান্য ফেরি ডুবির প্রাণহানির দায় নিয়ে পদত্যাগ করে!!
আর আমাদের? রাষ্ট্রীয় বাহিনীর হত্যার পরও পদত্যাগ দূরে থাক....................প্রধানমন্ত্রী উল্টো হাইকোর্টরে ধমক দেয়- অভিযুক্তদের কেন গ্রেফতারের আদেশ দিল!!!

একন আপনিই বলেন- স্বচ্ছতা আনবেন কিভাবে?

২| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: খেলার দিকে মনোযোগ দিতে হবে। নো রাজনীতি, নো রেফারেন্স।

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশ্যই।

কিন্তু শুনছে কই????

যে যার মতো ফাটাফটি ফিলিংসে আছে.... ক্রমাগত হারের জন্য বোর্ডের কৈফিয়ত পেয়েছেন? দেখেছেন কখনো???????

৩| ১৯ শে জুন, ২০১৪ রাত ৮:৩০

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে দুর্ণীতিবাজ দেশের প্রতিটি সেক্টর বিভিন্ন দোষে দুষ্ট। কতৃপক্ষ ব্যস্ত আসিসির টাকা কিভাবে মেরে দেয়া যায়, আরেকদল ব্যাস্ত অপদার্থ খেলোয়ারদের দিয়ে খেলিয়ে টাকা ছাড়াই বিদেয় করা আর পুরো টাকাটাই গাপ করে দেয়া। সবাই ব্যাস্ত টাকা মারা আর মাগনা বিদেশ ভ্রমনের জন্য! হারলেও মাল আসবে জিতলেও আসবে! কি দরকার গ্রামে গিয়ে খেলোয়ার খোঁজা, ক্লাব পর্যায়ে রেগুলার খেলার আয়োজন করা, মাঠে বসে ঘামানোর! দুতিন বছর বিবিতে থাকলেই একটা বাড়ীর কেনার মাল এসে যায়। জয় ক্রকেটের বোর্ডের জয়!

১৯ শে জুন, ২০১৪ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি জঘন্য। ভাবুন।

আরা সা পৃথিবীতে খেলার মাঠে লজ্জ্বায় মাথা নুইয়ে আসে বাংলাদেশ নামে দেশটার!!!

তাদের মাথা নুয়না কখনো লজ্জ্বায়!!!! ছি: ধিক্কার!

হে প্রভু আমাদের একজন সৎ, যোগ্য সজ্জ্ন বিপ্লবী দাও।

৪| ২০ শে জুন, ২০১৪ রাত ১২:০৫

একজন ঘূণপোকা বলেছেন: @ নির্বাচক বোর্ডে ক্রিকেট বোদ্ধাদের অন্তর্ভূক্ত করতে হবে। ৫:৩ বা এইরকম রেশিওতে।
@ পারফর্মেন্সের ভিত্তিতে পয়েন্ট/স্কোর অনুসারে প্রস্তাবিত একাদশের জন্য নূন্য ২২ জনের নাম প্রস্তাবে থাকবে। [/sb

--এইগুলা বেশি বাস্তবসম্মত।


আর একজন ঘূণপোকার উপদেশ হচ্ছে, সবগুলার কানশার নিচে থাপ্পড় দিয়ে চামড়া নরম করে ফেলা হউক

২০ শে জুন, ২০১৪ সকাল ১০:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

এসএমএসটা নিরুপায় হয়ে দিয়েছি- তাদের স্বেচ্ছাচার বন্ধের মিনিমাম ব্যারিয়ার হিসাবে। যাতে জনমত, জন চাহিদার ভীত্তিতে সেরা একাদশ বাছাইয়ের সুযোগ থাকে। এই আর কি!

ঘুনার পোকার উপদেশ বাস্তবায়িত হোক ;)

৫| ২০ শে জুন, ২০১৪ সকাল ৯:৩৮

জাফরুল মবীন বলেছেন: সুনীল গাভাষ্কার একটি কথা প্রায়ই বলেন “Cricket is basically a mental game”।আমি এ কথাটার সাথে পুরোপুরি একমত।আমাদের প্লেয়ারদের অভিজ্ঞতা ও দক্ষতার কমতি নেই।কিন্তু তাদের ক্রিকেট মানসিকতা একেবারে ভঙ্গুর।আমি বিভিন্ন সময়ে এ ধরণের আর্টিকেলের মন্তব্যে লিখেছি জাতীয় দল ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্পোর্টস সাইকোলজি মজবুত করার জন্য একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার জন্য যা উন্নত বিশ্বে বিভিন্ন খেলায় নিয়োগ দেওয়া হয়ে থাকে বড় বেশী নীরবে(কৌশলগত কারণেই তার প্রচার খুব একটা করা হয় না)।মাত্র কয়েকমাস আগে বিসিবি একজন সাইকোলজিস্ট নিয়োগ দিয়েছেন;তবে আমি জানিনা তিনি কতটা দক্ষ ও অভিজ্ঞ।আর খেলোয়াড়দের সাথে সাথে সমান গুরুত্ব দিয়ে আমাদের ক্রিকেট কর্তা ব্যক্তিদেরও কাউন্সেলিং দরকার।তা না হলে কাঙ্খিত লক্ষ্য অর্জন করা অসম্ভব।

২০ শে জুন, ২০১৪ সকাল ১০:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।

যা প্রয়োজন তা সবাই বুঝলেও বিসিবর কত্র্তারা কেন যেন বেবুঝ!!!!

জাতীয় ক্রমাগত বিপর্যয়কর পরাজয়ের পরও তারা কুম্ভকর্ণের নিদ্রাচ্ছন্ন!!!!!!!!!!!!!!!!!!!!!!

৬| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১:২৮

ছবিঘর বলেছেন: এখন আর ক্রিকেটকে ভালবাসতে পারছি না। তাই কিছু ভাবতে ও চাই না। স্যরি ...

২০ শে জুন, ২০১৪ দুপুর ২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবার আপনার মতোই অবস্থা!!!!!!!!!!!

ভাবনার খেই হারিয়ে গেছে...........

৭| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: @ নির্বাচক বোর্ডে ক্রিকেট বোদ্ধাদের অন্তর্ভূক্ত করতে হবে। ৫:৩ বা এইরকম রেশিওতে।
@ পারফর্মেন্সের ভিত্তিতে পয়েন্ট/স্কোর অনুসারে প্রস্তাবিত একাদশের জন্য নূন্য ২২ জনের নাম প্রস্তাবে থাকবে।

এই দুইটা ঠিকাছে। আমি সহমত।

২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

যে কোন ভাবেই হোক অচলাবস্থার অবসান হোক। নিয়মিত সিরিজ পরায়ের ভারে জাতি কাইত!!!!!!!!!!!!!!!

৮| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:৪৮

মনে নাই বলেছেন: যেখানে আইন রক্ষাকারী বাহিনী বিনা বিচারে মানুষ হত্যা করে, যে দেশের সর্বোচ্চ ব্যাক্তি সরাসরি গডফাদার পরিবারকে রক্ষার দায়িত্ব নেন, যেখানে ব্যাংক পরিচালনার নামে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়, যেখানে কয়েক হাজার কোটি টাকা মাত্র অল্প কিছু টাকা বলে অভিহিত করে চুরি-চোট্টামিকে সাপোর্ট করা হয়, যেখানে সকল প্রকার খাবারে ফরমালিন পাওয়া যায়, যেখানে ভোটাভুটি ছাড়াই সবাই সাংসদ হয়ে যান- সেইখানের ক্রিকেটাররা মাঝেমধ্যে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেন এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। এই জন্যই আমাদের ক্রিকেটাররা অনবরত হাড়তে থাকলেও আমি মন খারাপ করিনা।

২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ মনে নাই বলেছেন...............................................................

যেখানে ভোটাভুটি ছাড়াই সবাই সাংসদ হয়ে যান- সেইখানের ক্রিকেটাররা মাঝেমধ্যে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেন এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।..

খারাপ বলেননি ভাই।

অনির্বাচিত হয়ে যখন সংসদই চলে.. বিসিবি আর কোন ছাড়!!!

বাংলাদেশ খেলছে তাতেই আমাদের আনন্দ করা উচিত!!!

হিরক রাজার দেশে সবই সমান!

৯| ২২ শে জুন, ২০১৪ রাত ৩:১৫

নীড় খুঁজি বলেছেন: দলের যেকোন খেলোয়ারের সাথে সম্পর্ক আছে (কাছের বা দুরের,যেমনই হোক)আগে এরকম লোকদের নির্বাচক হওয়া ঠেকাতে হবে।

প্রতিটি খেলোয়াড়ের জবাবদিহিতার ব্যবস্থা থাকা উচিত।একজন খেলোয়াড়ের খারাপ সময় আসতেই পারে।তাই বলে ম্যাচের পর ম্যাচ,বছরের পর বছর খারাপ খেলেও দলে সুযোগ পাওয়া বাদ দিতে হবে।

২২ শে জুন, ২০১৪ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর বলেছেন।

নির্বাচকদের নির্বাচনটা করে কেঠা???? নির্বাচক নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধিতর প্রয়োগ হওয়া দরকার। নাকি সেখানেও জাতীয় রাজনীতির মতোই ব্যাপার স্যাপার!!!!!!

দায়বদ্ধতা নেই বলেই জাতীয় ভাবে ক্রমাগত লজ্বা পাবার পরও একই ঘটনার পুনরাবৃত্তি বারবার দেখতে হচ্ছে!!!!

১০| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৪

মুদ্‌দাকির বলেছেন: সব শারিরিক দক্ষতার চরমে পৌছালে ব্যাপার গুলো শুধু মাত্র মানসিক দক্ষতা হয়ে যায়, জিততে হলে বাঙ্গালির ঘিলু পাল্টাতে হবে, মানুষ পাল্টিয়ে লাভ নাই!!!!!!!

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঘিলুতো মানুষেই থাকে তাইনা!

ঘিলু তো আর অপারেশন করে রিপ্লেস করা যাবে না! তাই মানুষই পাল্টাতে হয় ;) নাকি বলেন!!! :):)

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১১| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমার মনে হয়, এমুহূর্তে দরকার ফুটবল টাকে নিয়েও একটুকু ভাবার ...
ক্রিকেট টা তো একটা বেস অন্তত তৈরি করতে পেরেছে আমাদের দেশের, ফুটবলের মত জনপ্রিয় বিশ্ব আলোচিত ফিল্ডে আমরা কেন এমন আদিম আচরণ দেখিয়েই যাবো দেখিয়েই যাবো!

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা.. ফুটবল!

এই চমৎকার খেলাটাকে যেন নির্বাসনে পাঠানো হয়েছে!

তবে আর বাফুফে পুষে লাভ কি? বন্ধ করে দাও। বেতন ভাতা আর চুরি বাবদ কিছূ টাকাতো জাতির বাঁচবে!

নইলে এই ফুটবল প্রিয়, ফুটবল পাগল জাতির জন্য ফুটবলকে ক্রিকেটের সমান গুরুত্ব, প্রফেশনালিজম নিয়ে দেখা হোক।

ফুটবলে বাংলাদেশ হয়ে উঠুক বিশ্বের এক অজেয় দল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.