নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

পবিত্র রমজানে সামু কি রোজাদারদের সম্মানার্থে সেহরী-ইফতারের সময়সূচী সামুতে যুক্ত করবে?

২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৮

মাহে রমজান সোমবার থেকে শুরু হচ্ছে্। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।



সারা বিশ্বের মতো বাংলাদেশের আপামর মুসলিম জনগোষ্ঠিও যথাযোগ্য মর্যাদায় রমজানের আনুষ্ঠানিকতা পালন করবে। অন্য সকলের মতো সামুর বিশাল মুসলিম জনগোষ্টিও সেই কাতারে শামিল।



নিয়মিত এবং সকল কিছুর জন্য অন্য সব মিডিয়ার চেয়ে ব্লগারগণ সামুকেই বেশী নির্ভরযোগ্য মনে করে এবং এখানে সবচে বেশী সময় ব্যায় করে থাকে।

রমজানে সেহরী এবং ইফতারের সময়সূচী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা সব সময় মনে থাকে না। বা পুরা ৩০ দিনের হিসাব মনে রাখা সম্ভবওনা।

অথচ প্রতিদিনের কার্যসূচীতে এ দুটিকে অনুসরন করতে হয় সবচে বেশী।



সামুর কাছে দাবী-----------------------------------

পবিত্র রমজানে সামু কি রোজাদারদের সম্মানার্থে সেহরী-ইফতারের সময়সূচী সামুতে যুক্ত করবে?



ডানে বা বামের সাইড বারে "বাংলা ভুল দেখাচ্ছে" অপশনের নীচে বা "অনলাইনে যারা আছেন" এর উপরে বা প্রযোজ্য দৃষ্টিগ্রাহ্য যে কোন স্থানে এক ইঞ্চি স্থান ব্যাবস্থা করে সামু কি এই ব্যবস্থাটা করে লাখো কোটি মুসলমানের মনের দাবীকে পূণ করবে?





আমরা আশা এবং প্রস্তাবনা করছি।



সম্মানীত, জ্ঞানী, গুণী, বিজ্ঞ সহব্লগারগণ কি বলেন?



কর্তৃপক্ষের সময়োপযোগী, বিচক্ষন এবং সঠিক সিদ্ধান্তের অপেক্ষায়.....





মন্তব্য ৫৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৫২

মুদ্‌দাকির বলেছেন: এটা মোটেই উচিৎ না !! সামুর ধর্মনিরপেক্ষতায় এটা বড় রকমের আঘাত হবে, কোমল মতি অন্য ধর্মের ভাইয়েরা আশা হত হবেন!! অনেক হৃদয় ভঙ্গের কারন হতে পারে এই সংযোজন!! সামুর সাম্যের চেতনা ইসলামকে ডাউন রেগুলেট করে হলেও টিকিয়ে রাখতে হবে !!

অনেক বইলা ফালাইছি B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাম্যতার চেতনার কথাই যদি বলেন- তাহলেওতো এটা সর্বাগ্রে স্থান পায় ! পায়না কি?

আপনার কষ্ট এবং আবেগকে আশা করি সামু বুঝতে পারবে :)

আমরা চেষ্টা করার মালিক। জানাপাকে তো আর বেহেশতের লোভ বা জাহান্নামের ডর দেখাইতে পারিনা ;)

চলমান বাস্তবতায় সংখ্যাগরিষ্ট মানুষের প্রয়োজন এবং দাবীকে উচ্চকিত করতে পারি মাত্র।

ধন্যবাদ।



২| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৮

মরণের আগে বলেছেন: আমরা আশা এবং প্রস্তাবনা করছি। সহমত

২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

রমজানের শুভেচ্ছা। মাহে রমজান কল্যান, রহমত আর মাগফেরাতের অবিরত দ্বার খুলে দিক আপনার আমার এবং সকল বিশ্বাসীর জন্য।

৩| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:১৯

মাহাভুব আল হাছান বলেছেন: আসা রাখি লেখকের সাথে আমরা সকল ব্লগার সহ মত ।

২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:২১

জাহিদ ২০১০ বলেছেন: মাথা খারাপ!!!!!!!!!!!!???? X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

সামুর মামুরা পোষ্ট ডিলেট করেন ক্যারে????

২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্যারে...

মাথা খারাপ করলেন ক্যারে ???

সামুরে কি অনুভবহীন মনে করেন? আমজনতার দাবীকি না বোঝার মতো মনে করেন?

শতকরা ৮৬-৯০ ভাগ মানুষের বিশ্বাস এবং প্রয়োজনকে গুরুত্বহীন মনে করে, বলে মনে করেন?

মামুগো ষ্টীকি করার আব্দা করলেননা ক্যারে ;)

রমজানের শুভেচ্ছা। ভাল থাকুন।

৫| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৮

মাহাভুব আল হাছান বলেছেন: প্রিয় জানা আপা প্রথমে সালাম নিবেন ।
আমি আপনার এই প্লাতফরমের নতুন একজন সদস্য এবং ক্ষুদে ব্লগার
আসা করি লেখকের এই লেখার বিষয় বস্তু বুজতে পেরেছেন ।
তাই আপু আমাদের লক্ষ্য ব্লগার ভাইদের আবেদন ও দাবী মাহে রমজানের
পুর মাস জুরে ছোট একটি স্থানে সেহারীর সময় সূচী এবং ইফতারীর সময়
সূচী দেওয়া হোক ।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা আশা এবং প্রস্তাবনা রাখছি....

কর্তৃপক্ষের সদয় বিবেচনা বোধের উপর আস্থা রেখে।

৬| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:১০

বিডি আমিনুর বলেছেন: আপনি তো সামুরে বিপদে ফেলাইতে চাচ্ছেন X((
আপনারে ব্যান করা হোক ।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: রোজা রমজানে........আপনি ইডা কি কইলেন ভাইজান!!!!???

ব্রাজিলের মতো আত্মঘাতি গোলের চিন্তা ভাবনা কেনু ;)

৭| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


সেহেরী ও ইফতারের সময় সূচী থাকলে ভালোই হবে।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৮| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৩

মরণের আগে বলেছেন: সামুতে আজ প্রায় ৭/৮ বছর বিভিন্য নিক নিয়ে আছি, আমার জানামতে সামুতে শতকরা ৯০ ভাগ ব্লগার এডমিন সহকারে ধারমিক/আস্তিক আর বাকি ১০ ভাগ বিভিন্য ধর্মের এবং অবিশ্বাসী

তারপরও কেনজানি ধর্মীও ব্যাপার গুলোতে এডমিন তেমন কোন আগ্রহ দেখাননা ।

আমরা আশা করি এই ব্যাপারে ভাল কোন পদক্ষেপ নিবেন।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আমরা আশা এবং প্রস্তাবনা রেখেছি....

কর্তৃপক্ষের সদয় বিবেচনা বোধের উপর আস্থা রেখে।

৯| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৪

অকুল পাথার বলেছেন: সহমত।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

১০| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০০

জাহিদ ২০১০ বলেছেন: বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, কে আমায় আশা দিবে কে আমায় ভরসা দিবে!!!!! বাংলার এই মাটি ধর্মনিরেপক্ষদের ঘাটি, বাংলার এই আকাশ বাতাস রোজার নামে কোন অত্যাচার চলতে দেওয়া যাবে না না না না না।

রোজার সময় আমাদের সম্মানিত হনু সম্প্রদায় কলা খেতে পারবেনা এই কথা ভাবতেই আমাদের গাঁ শিউরে ওঠে। হনু সম্প্রদায় ধর্মের নামে এই ষড়যন্ত্র, এই চক্রান্ত কখনোই মেনে নেবে না না না না না না না ।

বাংলার হনুগন এক হও এক হও। লড়াই করে জলদি জলদি বাচোঁ

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশতো..

রোজার সময় আমাদের সম্মানিত হনু সম্প্রদায় কলা খেতে পারবেনা এই কথা ভাবতেই আমাদের গাঁ শিউরে ওঠে। হনু সম্প্রদায় ধর্মের নামে এই ষড়যন্ত্র, এই চক্রান্ত কখনোই মেনে নেবে না না না না না না না ।

মানব থুরি হনুঅধীকার রক্ষায় তারা আন্দোলন করতেই পারে!

তাদের মৌলিক দাবিগুলো নিয়ে প্রকাশ্যে মাঠে আসার উদাত্ত আহবান জানাচ্ছি!!!!!!!!!!

তাই আমরা কিন্তু আমাদের দাবী ভুলব না :)

১১| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৬

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
সম্পুর্ন অপ্রয়জনিয়।
ঢাকা মানেই বাংলাদেশ না। প্রতিটি জেলায় আলাদা আলাদা টেবিল লাগবে, সিলেট থেকে দিনাজপুর ধাপে ধাপে প্রায় ১৪ মিনিট ডিফারেন্স।

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপ্রয়োজনীয়তে ওকারটা দিতে ভুলে গেছেন;) .....

আপনি যে অর্থে অপ্রয়োজনীয় বলছেন আমরা কিন্তু সে অর্থে সারা দুনিয়ার রোজাদারদের জন্য সময় সূচী দিতে বলিনি...

স্রেফ এক লাইন বা দু-লাইনে আজকের সেহরী ও ইফতার লেখা থাকে বিভীন্ন প্রিন্টে , পত্রিকায়.. সেইরকম। বাংলাদেশের মুসলিম রোজাদারদের জন্য।

যেহেতু আমরা সব সময়, অধীকাংশ সময় বা নির্ভরযোগ্যতায় ব।লগেই বেশী নির্ভরশীল.. তাই বাংলা ব্লগের বাঙালী মুসলমানদের জন্য এইটুকু চাইতেই পারি।

আর সময়ের পার্থক্যটা সবাই কমবেশী জানে....
কারণ রোজাতো আর এবারই প্রথম আসে নাই ;)

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রয়োজণীয়তো বটেই।

ধর্মীয় সংখ্যাগুরুর প্রতি লক্ষ্য যেমন, তেমনি কর্পোরটে স্বার্থেও সেটা করা যেতেই পারে।

"স্পন্সর নেম" ইফতারের সময়সূচী

নিশ্চয়ই সামুকে লাভবানই করবে ;)

১২| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫১

রাহুল বলেছেন: আবেদনটা বিবেচনা করা উচিৎ।

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

আমরা আশা এবং প্রস্তাবনা রেখেছি....

কর্তৃপক্ষের বিবেচনা বোধের উপর আস্থা রেখে।

১৩| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৬

ঢাকাবাসী বলেছেন: পক্ষে বিপক্ষে যুক্তি আছে!

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাতো থাকবেই। যুক্তি এক অন্তহীন চক্র। সকল ভালর মাঝ মন্দ বের করা যায়!
সকল মন্দের মাঝে ভাল খোজা যায়..



আপনি কোন পক্ষে? ;)

১৪| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৯

মাহাভুব আল হাছান বলেছেন: লেখকের দৃষ্টি আকর্ষন ভাই এ পযন্ত আমি আপনার এই লেখার উপর তিনটি মন্তব্য তাই কি আবার কৃত পক্ষ আমাকে নিয়ম বংঙ্গের কারন দেখিয়ে ব্যন করে
দেয় কিনা । ব্যন করলে করুক কিনতু যে দাবী করছি কৃতপক্ষের তা থেকে সরে
দারাব না ।
কিনতু বিদ্রোহী ভৃগু ভাই কিছু লোক পোষ্টির উপরে ক্যচাল করতে চায়তেছে
খেয়াল করেছেন ।

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ।

কমেন্টস ৩ বা ৩০ তাতে কোন ভয় নেই। আর আপনিতো সামুর কোন ধারা ভঙ্গ করে অশালীন বা নিয়ম বহর্িভূত কমেন্টস করছেন না। সো টেনশনের কিছু নাই।

আর ক্যাচালবাজরা ক্যাচাল করবেই। তাতে তো আর সত্য মিথ্যা হয়ে যাবে না।

এটি মুসলমানদের অন্তরের অন্তস্থলের ন্যায্য, যৌক্তিক এবং সময়ের দাবী।

সামু যেহেতু সকল বিষয়ে সময় সচেতন, পূজা, ঈদ বিশ্বকাপে সময়ের সাথে তাল মিলিয়ে মেইন ব্যানার নিয়মিত আপডেট করে, সময়ের চাহিদার সাথৈ সংগতিপূর্ণ হয়েই সামু সব সময় এগিয়ে চলছে।

সো মুসলমানের সবচে বৃহত্তর ইভেন্টস হল রমজান।

তাই এই রমজানে মুসলমানদের প্রয়োজন, আবেগ, অনুভূতিকে বিবেচনায় আনাও যথাযথই বটে।

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রয়োজণীয়তো বটেই।

ধর্মীয় সংখ্যাগুরুর প্রতি লক্ষ্য যেমন, তেমনি কর্পোরটে স্বার্থেও সেটা করা যেতেই পারে।

"স্পন্সর নেম" ইফতারের সময়সূচী

নিশ্চয়ই সামুকে লাভবানই করবে ;)

১৫| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৫

মাহমুদ০০৭ বলেছেন: সহমত । দেয়া উচিত ।

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

আমরা আশার সাথে প্রস্তাবনা রেখেছি....

কর্তৃপক্ষের বিবেচনা বোধের উপর আস্থা রেখে।

১৬| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০২

মদন বলেছেন: ভালো আইডিয়া।

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

আমরা আশার সাথে প্রস্তাবনা রেখেছি....

আশাকরি কর্তৃপক্ষ নিরাশ করবেন না।

১৭| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০০

খাটাস বলেছেন: ভাল প্রস্তাবনা। সহমত জানাই।

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আশাকরি কর্তৃপক্ষ নিরাশ করবেন না।

১৮| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:৫০

বিডি আমিনুর বলেছেন: আমি জানতাম হনু সম্প্রদায় আপনার এ প্রস্তাব আমলে নেবে না। :( :(

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি বলতে চান- সামুতে ইরাকের মতো সংখ্যা লঘুরাই সংখ্যাগুরু উপর শাসন শোষন চালাচ্ছে!!!!!!!!

তবেতো সু্ন্নিদের মতো বিপ্লবও হয়তো সময়ের অনিবার্য পরিণতি হিসেবে অপেক্ষামান।

কারণ প্রকৃতির নিত্যতা সূত্রেই প্রকৃতি আর ব্যালেন্স আপন নিয়মেই ঠিক রাখে!!

কারো স্বৈরাচারিত্ব সে জন্য প্রলম্বিত হলেও চিরস্থায়ী হয় না।

আমরা এখণো আশাবাদী

আমরা আম ব্লগার, আমরা যারা সর্বাধিক উপস্থিতি দিয়ে সামুতে সর্বদা বিচরণশীল, সামুর প্রাণ ভৌমরার মতো.. তাদের মতকে, চাওয়াকে যদি করে উপেক্ষা করে----তবে আর বাকী রইলৌ কি????

১৯| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সামুকে মাহে রমজানের শূভেচ্ছা দিয়ে ব্যানার দেয়ায়...

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা এবং বিশ্বাস আপামর মুসলিম ব্লগারদের মনের দাবীকে সম্মান করে

সেহরী ইফতারের সময়সুচীকেও যুক্ত করে রোজাদারের মনের আনন্দকেও শতগুনে বাড়িয়ে দেবেন।

২০| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন:

এইরকম ছোট্ট একটা উদ্যোগ- লাখো মুসলমানের মনে খুশি!!

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা অপেক্ষায়........................

২১| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আরেকটু হলেতো কালকে সেহেরীটাই মিস হয়ে যেত। আপনার প্রস্তাবটা খুবই ভাল। সামুতে সময় সূচী দিলে আমরা বেশ উপকৃতই হোতাম।

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু আর বুঝলো কই?? রোজাতো ২টো চলে যাচ্ছে..................

জানাপাকে ফোন দিতে মন চাইছে না!! তাই পোষ্টেই চেষ্টা..

ধর্মতো উনারও নাকি?

আর জীবনের যা কিছূ ধারন করে তাইতো ধর্ম.. (ধৃ মূল ধাতু অর্থে)

উনি কি উনার জীবনে এই সত্য টুকু ধারন করেন না ? একজন মুসলিম হিসাবে। এবং এই পরিচয়, বা এই সত্য প্রাকশে দ্বিধা, বা শংকা বা কে কি বলল তা ভাবাতো খুবই দুর্বল ঈমানের লক্ষন!!!

উনি কি ভাবেন মৃত্যুর পর আর কিছূ নেই। আজকের কর্ম বিনা প্রশ্নে, বিনা হিসাবেই পার পেয়ে যাবে?????

তবে আর কিছূ বলার নেই।

একজন সাধারন মুসলিম, সাধারন ব্লগার, সাধারন বিশ্বাসী হিসাবে মনে হযেছে এই বিয়সটা খুবই সময়োপযোগী, সকলেই উপকার হবে এভং সামুও কোন বিশেষ সম্প্রদায়ের প্রতি পক্ষপাতমূলক নয়- বরং সকলের সকল ইস্যুতে সমান সহযোগী তাও প্রমাণ হয়ে যেত।

যাক গে।

আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা।

২২| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:২৫

লিরিকস বলেছেন: +

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

কিন্তু সামুতো মনে হয় গন্ডারের চামড়া...!!! নয় বোধ হীন!!!

কিংবা দুর্জনে যে বলে নাস্তিকের হাতে ষ্টিয়ারিং!!!!

তাইকি বিশ্বাস করাচ্ছে সামু????

ধর্ম নিরপেক্ষতা কি কখনো এটা বলে যে প্রধান ধর্মীয় অনুসরাীকে ইগনোর করাতেই নিরপেক্ষা প্রকাশ পায়? বলে না। অথচ এই দেশে আজব কালচার চলছে..
সুশীল সাজার নামে, সংস্কৃতিবান সাজার নামে, জাতে উঠার নামে প্রধাম ধর্ম এবং তার আচার, তার নাম, কালচারকে ইগনোর করাই প্রধান কাজ যেন।!!!!!!

অথচ ভারতে, আমেরিকায়, দেখূন- তারা তাদের ধর্মকেই আগে প্রাধান্য দিয়েছে।
বাইবেলে হাত দিয়ে শপথ করতে হয় ওবামাকে!
তাতে তারা ধর্মীয় উগ্রবাদী হয় না।

কিন্তু আমাদের মাঝে এমন ডেপোমি ঢুকিয়ে দিয়েছে- কোরআনে হাত দিয়ে শপথের কথা বলো.. তুমি মৌলবাদী, তুমি ব্লা ব।লা ব্লা..
ফূজোর কথা বলো- বাহ বাহ বেশ বেশ..
ঈদের জামাতের কথা বলো...এহহ.. এসব কি? এসব হুজুরদের কাজ..

এসবই আত্মমর্যাদাহীনতার লক্ষন।
স্বকীয়ত পরিচয়ে শ্লাঘা বোধ না করার ফল।
পরের সত্যায়নে নিজেকে সত্যায়িত করার হীনমন্যতার ফল!!

আশা করি ধীরে ধীরে এই জাতি তা কাটিয়ে উঠতে সক্ষম হবে।

এবং প্রধান ধর্ম সম্প্রদায়ের প্রধান উৎসবের কোন কিছূর জন্য আর কো অনুরোধ করা লাগবে না। এটা সংযুক্ত করার মাঝেই যে সচেতনাতার প্রকাশ, আধূনিকতার প্রকাশ এবং মিনিমাম যৌক্তিকতা আর ভব্যতার প্রকাশ ততদিনে তা প্রতিষ্ঠীত হবে।

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:৩৭

নিশাত তাসনিম বলেছেন: সামু দিবে রমজানের সময়সূচী !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো দেখা গেল!!!!

সামু প্রমাণ করিল ভন্ড রাজনীতিবিদদের মতোই তার নীতি!!

মূখে সমানাধিকার!!! অসাম্প্রদায়িকতা!! সকলের ন্যার্য্যতার কথা!!!!

আর প্রায়োগিক ক্ষেত্রে কোটি মানুষের প্রাণের দাবীকে উপেক্ষা!!!!!

রাজনীতিতে গেলে সামু নিশ্চয়ই ভাল করবে!!!!!!!

২৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:৫৮

অপরিচিত অতিথি বলেছেন: ভাল প্রস্তাব। পোস্ট এ সহমত। অতীত অভিজ্ঞতা বলে এ ব্যপারে সামু উদাসীন সেটা বোধকরি ইচ্ছাকৃতই হবে।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপরিচিত অতিথি বলেছেন:--------------------------------------------

এ ব্যপারে সামু উদাসীন সেটা বোধকরি ইচ্ছাকৃতই হবে।

আবার জিগায়!
সুস্থ, স্বাভাবিক, সচেতন, দায়িত্ববান, বিবেকবান হলেতো নিজেরাই করত শুরু থেকে!!!

তবে কোন কিছূই বিনা প্রশ্নে পার পায়না! প্রকৃতির পাঠশালায় যেদিন সামুর জবাবদিহীতার প্রশ্ন আসবে???????!!!!

!!!
!!
!

২৫| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৫

মরণের আগে বলেছেন: রাজনীতিতে গেলে সামু নিশ্চয়ই ভাল করবে

সহমত

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবৃক্ষ তোমার নাম কি?

ফলে পরিচয়।

আর কি বলব????

২৬| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২

মরণের আগে বলেছেন: ভাই আমার পোস্ট আমার ওয়ালেই থেকে যাচ্ছে আবার আমাকে সেভ ও দেখাচ্ছে একটি গুরুত্ব পুন্য পোস্ট যদি আপনি আপনার হয়ে ও বলগে দিতেন লিঙ্ক

২৭| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৭

লিরিকস বলেছেন: একটা টাইম টেবিল এখন দিছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.