নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ আর্কিওলজি অধিদপ্তরের ওয়াব সাইট হ্যাকড!!! কর্তৃপক্ষ কি ঘুমে!!!! ???

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

আজ হঠাৎই পানাম নগর নিয়ে পড়তে পড়তে হঠাত মনে হয় আর্কিওলজি ডিপার্টমেন্ট এটা নিয়ে কি কি উদ্যোগ নিয়েছে একটু দেখি!!!



ভিজিট করতে ঢু মারতে গিয়ে দেখি ..কাহিনী অন্য রকম...



সাইট ঠিকানা :http://www.archaeology.gov.bd



তাদের প্রকল্প পাতায় ক্লিক করতেই ..



হ্যাকারের নাম দেয়া শরৎ এসপিএস..



নীচে ছবি..

তার নীচে জয় হিন্দ শ্লোগান!!!!!!





Project Name : Hacked by Sarathsps

Description of the Project :

[#]HACKED BY SARATHSPS[#]



JAI HIND



Website owned by

1ND14N_CY83R_P1R4735



WE_ARE

[#]CR45H_0V3RR1DE[#]

[#]50l0[#]

[#]M17HUN[#]

[#]K4R7H1K[#]

[#]CY83R_P1R473[#]

[#]S4R47H_5P5[#]

[#]54CH1N_J_J[#]







এক্সপার্টরা দয়া করে দেখুনতো কবে হ্যাকড হয়েছে?

কর্তৃপক্ষ কি জানেন?

জানলে এখনো ঠিক হচ্ছে না কেন?

আর না জানলে এই দায় কার?



এর আইটি সাপোর্টে যে কোম্পানী Copyright © 2005, All rights reserved by Department of Archaeology of Bangladesh

( Site Developed by : ICICLE LTD ) তারাও কি নিয়মিত চেক করে না???



আর অধিদপ্ত যদি এই সামান্য ওয়েব সাইটেরই নিরাপত্তা ঠিক রাখতে না পারে- তবে আর্কওলজির এত অমূল জিনিষের নিরাপত্তা কিভাবে দেবে!! ভাবতেও তো ভয় হয়!!!!!!!!!!!!!!!!!!!!!



কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।







মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: অধিদপ্ত যদি এই সামান্য ওয়েব সাইটেরই নিরাপত্তা ঠিক রাখতে না পারে- তবে আর্কওলজির এত অমূল জিনিষের নিরাপত্তা কিভাবে দেবে!! ভাবতেও তো ভয় হয়!

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নয় কি?

ভাবুন কি অবস্থা!!!!

নিয়মিত সাইট ভিজিটও তারা করে না!!!!!!!!!!!!!!!!!!!

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লাক টাইগার হ্যকার ভাইদের দৃষ্টি আকর্ষন করছি।

ইটের জবাব পাথর দিয়ে দিন।

কর্তৃপক্ষের ঘুম ভাংবে কবে????????

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লাক হ্যাট টাইগার ভাইরা আওয়াজ দিন!!! তাদের আর্কিও লজি সাইটে বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলার পদচিহ্ণ রেখে আসুন!!!


৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এরা যার যার ধান্দায় ব্যস্ত, এত কিছু দেখনের টাইম কই তাদের?

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা নইলে এমন ঘটে কি করে???

রাষ্ট্রের সার্ভভৌমত্বের সংজ্ঞাই মনে হয় ভুলে গেছে!!!!!!!!!!!!!!!!!!!!

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

মোমেন মুন্না বলেছেন: মাইরাল

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের আইটি ইন্টিলিজেন্স কই?????


দেশেন সরকারী সাইট শুধূ নয় সরকারী তথ্য সুরক্ষায় তাদের বর্ম কই???

আর আক্রান্ত হলে পরে সাথৈ সাথে রিকভারী ব্যাকআপ ফোর্স কই????

অথচ কথাতো ডিজিটালের ফুল ঝুড়ি....

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

নতুন বলেছেন: এখন তো ঠিক আছে...

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মেইন পেইজ ঠিকাছে।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

নতুন বলেছেন: নাহ প্রকল্পের পাতাতে হ্যাক্ড বলে লেখা...

X( X( X( X(

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি! X( X(

দেখেন কি অবস্থা!

আর আইটি সাপোর্টের নামে লাখ লাখ টাকা লোপাট হচ্ছে!! মেইনটেনেস্নের নামে লোপাট হচ্ছে আর নিরপাত্তার এই হাল!!!!!!!!!????

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২

এহসান সাবির বলেছেন: আর আইটি সাপোর্টের নামে লাখ লাখ টাকা লোপাট হচ্ছে!! মেইনটেনেস্নের নামে লোপাট হচ্ছে আর নিরপাত্তার এই হাল!!!!!!!!!????

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বলব ভাইজান!! দেখেন কি হাল!!!!


-
-
-

আজও একই অবস্থা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

মামুন রশিদ বলেছেন: নাড়াচাড়া করবেন না, পুরনো জিনিস! এই আর্কিওলজি অধিদপ্তর কর্তৃপক্ষকে মুল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সাবধানে যাদুঘরে রেখে আসুন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা..

মন্দ বলেন নি! প্রাচীন পান্ডুলিপির মতো.. নাড়াচাড়ায় খসে পড়তে পারে ;)

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯

প্রবাসী পাঠক বলেছেন: কর্তৃপক্ষ এই মুহূর্তে ঘুমাচ্ছে। আশা করা যায় কয়েক শতক পর এই ঘুম ভাঙবে।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি যেমন তেমন ঘুম!!

কুম্ভকর্ণের ঘুম মনে হচ্ছে!!!!!!


আজকেও ভিজিট করলাম.. সেইম! জয় হিন্দের কি তামশা !!!!! তাই মনে হয় পেইজ ঠিক করছে না। দাদারা যদি নাখোশ হয় !!!!!!!!!!

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪২

ঢাকাবাসী বলেছেন: ঐ অসভ্য আমলাগুলো ধান্ধায় আছে কোন জমি প্রত্নতাত্বিক জমি দখল করা যায়, কার পোস্টিং থেকে ফোর পাইস মারা যায়, অকারনে বিদেশে প্রশিক্ষনের নামে যাওয়া যায় আরো কত ধান্ধা। দুনিয়ার সবচাইতে নিকৃস্ট আমলা এদেশের আ,,,,। হ্যাকিং কাকে বলে তাই জানেনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেনু কেনু ভাই.. ভুরে গেছেন আমাদের মন্ত্রী মহোদয়ে হ্যাকার নিয়ে প্রশ্নের উত্তরে সকল হকার উচ্ছেদের ঘুষনা দিয়েছিলেন ;)

বিশ্বের বিস্ময় এক মন্ত্রী সভা আমরা পেয়েছি!!!!!!

শতাব্দান্তে যা বিশ্বে বিরল!!!!!!!!!!!

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: গত রাতেই আপনার পোস্ট ধরে দেখেছিলাম ভ্রাতা। সব পেজ ঠিক আছে, শুধু প্রজেক্টের পেজে গেলেই এরকম দেখায়! কতদিন ধরে এই অবস্থা কে যানে!

অনেক ধন্যবাদ বিষয়টি সামনে তুলে আনার জন্য ++++++

সুমন কর বলেছেন: অধিদপ্ত যদি এই সামান্য ওয়েব সাইটেরই নিরাপত্তা ঠিক রাখতে না পারে- তবে আর্কওলজির এত অমূল জিনিষের নিরাপত্তা কিভাবে দেবে!! ভাবতেও তো ভয় হয়!

এহসান সাবির বলেছেন: আর আইটি সাপোর্টের নামে লাখ লাখ টাকা লোপাট হচ্ছে!! মেইনটেনেস্নের নামে লোপাট হচ্ছে আর নিরপাত্তার এই হাল!!!!!!!!!????

মামুন রশিদ বলেছেন: নাড়াচাড়া করবেন না, পুরনো জিনিস! এই আর্কিওলজি অধিদপ্তর কর্তৃপক্ষকে মুল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সাবধানে যাদুঘরে রেখে আসুন ।

ঢাকাবাসী বলেছেন: ঐ অসভ্য আমলাগুলো ধান্ধায় আছে কোন জমি প্রত্নতাত্বিক জমি দখল করা যায়, কার পোস্টিং থেকে ফোর পাইস মারা যায়, অকারনে বিদেশে প্রশিক্ষনের নামে যাওয়া যায় আরো কত ধান্ধা। দুনিয়ার সবচাইতে নিকৃস্ট আমলা এদেশের আ,,,,। হ্যাকিং কাকে বলে তাই জানেনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

হ্যা অন্য পাতা ঠিকাছে। তবেকি প্রজেক্ট লোপাট করতেই/নাকি প্রজেক্ট হাইজাক করতেই প্রোজেক্ট পেজের এই পরিণতি!!!!

কোটেড মন্তব্যগুলি ভাবায় বটে!!!!

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

মাহফুজ তানজিল বলেছেন: লজ্জা ! এক পৃথিবী লজ্জা !

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: লজ্বা সীমাহীন!

কিন্তু যাদের থাকার কথা তারা বোধহীন!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: শুধু প্রোজেক্টের পেজ হ্যাক হওয়াও তো আরও সন্দেহজনক! মন্দ লোকেরা বলে, কাঁচা টাকা নাকি প্রোজেক্টের আশেপাশেই শীতকালের গাছের পাতার মতো ঘুরে ঘুরে পরে! ;)

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার জিগস! ;)

আর এই বিশেষায়িত অধিদপ্তরের তো আরও বেশি বিশাল ব্যাপার স্যাপার! সাধারন বেপারীরা আবার এদিকে কম ঘেষে!!
সুশীল খাদককে আনাগোনা এইসব প্রকল্পে বেশি থাকে ;)

ধন্যবাদ।

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

প্রসন্নআমি বলেছেন: কই সবই তো ঠিক আছে দেখলাম,বাটপারিটা হইল কোন জায়গায়?

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: না দাদা ঠিক নেই! প্রোজেক্ট পেইজে ক্লিক করুন....

http://www.archaeology.gov.bd/projects.php

দেখবেন জয় হিন্দের হামলা......

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: @প্রসন্নআমি, মাঝে মাঝে এই জাতীয় পোষ্টের মন্তব্যও পড়া লাগে! http://www.archaeology.gov.bd/projects.php

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ......

মেইন ষ্ট্রীম মিডিয়ায় ফরোয়ার্ড করবেন নাকি!!! কুম্ভকর্ণের ঘুমেতো মনে হয় সব অতলে!!!
আজও ভিজিট করে দেখি একই হাল!
...
হ্যাকমুক্ত করে কোন মেসেজ বা সরি সহ কোন আপডেট করে নাই!!!

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: এসব নিউজ এ কি তাদের কাটতি হবে! কে জানে! আর শুধু প্রোজেক্টের পাতায় এই অবস্থা কিন্তু বেশ সন্দেহজনক! এটা এই মন্ত্রণালয়েরই পরিকল্পিত নাকি আসলেই একটা র‍্যান্ডম ইন্সিডেন্ট!!!!

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না!!!!!!

আর বিস্ময়কর হল .. কিছূক্ষন আগে ঢু মারলাম......

আজও একই অবস্থা!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ ১১ দির পর চেক করলাম!!!! একই অবস্থা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


বলি দেশে কি হচ্ছে এসব? X(( X(( X(( X((

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাসাধীককাল পরও একই অবস্থা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বাংলাদেশের সরকারী ওয়েব সাইটে জয় হিন্দে ভরা!!!!!!!!!

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

অন্ধকার ছায়াপথ বলেছেন: নাড়াচাড়া করবেন না, পুরনো জিনিস! এই আর্কিওলজি অধিদপ্তর কর্তৃপক্ষকে মুল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সাবধানে যাদুঘরে রেখে আসুন

সহমত

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আজ ভিজিট করে দেখি অবস্থা একটু বদলেছে! হ্যাক থেকে অবমুক্ত হলেও স্বাভাবিক অবস্থায় আর ফিরতে পারে নি-- শুধূ হাই! লিখে দায়িত্ব! সমাপ্ত করেছে!!!

বাহ বেশ বেশ
কি সুন্দর চলছে দেশ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.