নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ আগুনে রাজপথে ৫০ মিনিট !

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

বাসে চড়ে নিশ্চিন্তে হয়ে বসতে না বসতেই সবার উসখুস..। সামনে কিছূ একটা হয়েছে!!!

কেউ নেমে যেতে চায়! কেউ জানালায় উকিঝুকি!!

নেমে গেলাম। শেওড়াপাড়ায় মাঝপথে জ্বলছে বিকল্প সিটি সার্ভিসের একটা বাস!!! দাউ দাউ আগুন! মানুষ চারপাশ ঘিরে। সবাই ছবি ভিডিও নিয়ে ব্যাস্ত!

কানাঘূষা নানান রকম। কে আগুন দিল কিভাবে লাগল!!!
বাসের কাউকে খুজে পেলাম না। জনমত থেকে যা বোঝা গেল- না বিএনপির বিক্ষোভকারীরা কেউ আগুন দেয়নি। নিজে নিজেই লেগেছে আগুন!
হতাহত তেমন কেউ নেই। হুরোহুড়িতে নামতে গিয়ে যা কাটাছেড়া!!!

দাড়িয়ে দেখা ছাড়া কোন গতি পেলাম না। রিক্সা সিএনজি আকাশ ছোয়া দাম হাকছে!!

অবশেষ ফায়ার ব্রিগেড এলো প্রায় ৪০ মিনিট পর। ততক্ষনে দেউবার বার্স্ট করেছে টায়ার। গ্যাস সিলিন্ডার বার্স্টের টেনশনে আশেপাশের সব গাড়ী নিরাপদ দূরত্বে দাড়িয়ে।

অবশেষে ফায়ার ওয়ার্কারদের মাত্র ১০ মিনিটের চেষ্টায় আগুন নিভে গেল।

জটলা ছাড়াতে লাগল আরো মিনিট পাঁচেক। অবশেষে আবার যাত্রা হল শুরু.........

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

ক্ষতিগ্রস্থ বলেছেন: কালতো হরতাল নাই!

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: না নিছকই দূর্ঘটনা ছিল!

তবে ভয়াবহ!! ছবি ভাল তুলতে পারি নাই.. জুম অপশন ছিল না...
আর কাছে যাওয়া ঝুকিপূর্ণ ছিল।

ভীষন শব্দ করে করে টায়ার ফাটছিল। সিলিন্ডার বিস্ফোরনের ভয়তো ছিলই!

লেলিহান শিখায় পুরা বাসটা পুড়ে কংকাল হয়ে গেছে!!!

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

খেলাঘর বলেছেন:


এই সুযোগে অচল/খারাপ বাসের মালিকেরাও নিজের বাস পোড়ায়ে দিতে পারে; ভালো টাকা পেতে পারে।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে ব্যবসাতো ভালই চালু আছে - সকলেই জানে!!

এটা নিছকই দূর্ঘটনা ছিল। শুকরিয়া কারও জীবন হানি হয় নি!

বাস মালিক এবং ষ্টাফদের খামখেয়ালি কতদূর!!! নিশ্চয়ই যথাযথ সময়ে কার্বরেটরে পানি দেয়নি!! বা দূর্ঘটনার কারণটার যথাযথ চেকাপ হয়নি...
বাসটা পুড়েছে !!!

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: ব্যাপারটা আতন্কজনক । কোন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়নি এটা ভালো খবর ।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি।

ধন্যবাদ।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

ওয়্যারউলফ বলেছেন: হরতাল ছাড়া গাড়ীতে আগুন । মনে হয় এই প্রথম দেখলাম।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবারই একই অনুভব। তবে তা নিছক ওভার হিটেড শর্ট সার্কিট ছিল বরেই সকরে জানাল!

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০২

অপূর্ণ রায়হান বলেছেন: খবরটি শেয়ার করায় ধন্যবাদ ভ্রাতা। কেন এমন হয়েছিলো পরে কি জানতে পেরেছিলেন?

কেমন আছেন ?

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইঞ্জিন ওভার হিটেড হয়ে আগুন লেগেছিল বলেই জানা গেছে।

ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাল। আপনার মঙ্গল হোক।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: B:-)

কেউ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি এটাই স্বস্থির।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাই। সবাই দ্রুত নেমে যেতে পেরেছিল।

ধন্যবাদ ভ্রাত:

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

কলমের কালি শেষ বলেছেন: দুর্ঘটনায় হতাহত হয় নাই এইটাই অনেক ।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরমের অসীম দয়া।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০০

নীলপরি বলেছেন: কেউ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হননি । এটাই অনেক ।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি। তাতো বটেই। তবে ফায়ার ব্রিগেড আসতে আসতে বেচারা গাড়ীর সব শেষ!

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৩

নীল আতঙ্ক বলেছেন: সুস্থ আছেন দেখে শান্তি লাগছে :)

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক কৃতজ্ঞতা। আপনার শান্তি দীর্ঘস্থায়ী হোক :)

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.