নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ভাইবার ট্যংগো, হোয়াটএপ, মাই পিপল................... বন্ধ!!!! এরপর????

১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

ইন্টারনেটে দ্রুত বার্তা আদান-প্রদান ও কথা বলার বিশেষ যোগাযোগের মাধ্যম ‘ভাইবার’ ও ‘ট্যাঙ্গো’র পর ‍এবার হোয়াটস অ্যাপ, মাইপিপল ও লাইন বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।





খবরটি সবাই জেনে গেছেন নিশ্চয়ই!



সরকার বাহাদুর ভবিষ্যতে আর কি কি বন্ধ করবেন?



ফেসবুক! ব্লগ!! রেডিও!!! টিভি!!!!! মানুষের মূখ?



এভাবে নোংরা ভাবে, নগ্ন ভাবে বিরোধী দল দমনে উদ্যোগ স্বাধীনতার পর বাকশাল ছাড়া আর দ্বিতীয়টি নেই।



এর পরিণতি কি?

এর শেষ কোথায়??





সংবাদ সূত্র: Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

উপপাদ্য বলেছেন: ফেইসবুক, টুইটার, ইউটিউব, সংবাদপত্র, টেলিভিশন সহ এমনকি আপনার আমার মুখ বন্ধ করতেও সরকার পিছপা হবেনা বলে মনে হচ্ছে।

গনতণ্ত্র, ভোটের অধিকার, ন্যায়বিচার, সাগর রুনি হত্যা বিচার বলে চিল্লা ফাল্লা করছেন তো একদম গুলি করে মেরে ফেলবে। সব বন্ধ করে দিবে।

এর পরিনতি সন্নিকটে,
সব কিছুরই শেষ আছে,
এমনকি এই মহাবিশ্বেরও শেষ আছে.....।

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই শেষের অপেক্ষা করা ছাড়া আর গত্যন্তর নাই!!!!!

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

সুমন কর বলেছেন: হুম !

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম হাম কেনু...

জোরছে বলেন... নইলে আজ আপনি কাল আপনার উত্তরাধীকার... ধারাবাহিক দাস প্রথায় চলে যেতে হবে যে..

তাই দ্রোহ হোক পূজি, শক্তি, প্রাণ..

শেয়ালের মতো শত বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা শ্রেয়!

মনে আছেতো?

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ বন্ধ হতে পারে সব কিছু মায় পৈতৃক মুখটাও! ওটা সামলে থাকা স্বাস্হ্যের জন্য ভাল ।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

ভাই কি ডর দেখাইলেন নি ;) ..

বুঝি সবই। তারপরও অনাচার যখন সীমা ছাড়িয়ে যায়- তখন নিরব থাকলে আল্লাহর কাছেওতো মূখ দেখানো যাবে না।
তোমাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সম্পদ দিয়েছি-

যখন জাতি, আমজনতা অত্যাচারে অনাচারে ভারাক্রান্ত ছিল- তখন তুমি চুপ ছিলে কেন????

মৃত্যুতো একবারই। এবং তা তোমার ঘটবেই। তবে?

- পালাবি কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.