নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

প্রবীর সিকদার ক্ষত না শুকাতেই আরেক সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার!!!!! রাজনৈতিক প্রতিহিংসার শেষ পরিণতি কি???

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করে নিয়ে যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সেখানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ‘কারচুপি’র তথ্য উপস্থাপনে সংবাদ সম্মেলন করার কথা ছিল ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর। সকাল ১১টায় সামারাই কনভেনশন সেন্টারে ঢুকতে গেলে কনভেনশন সেন্টার কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন ‘আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা।
সামারাই কনভেনশন সেন্টার কর্তৃপক্ষ আয়োজকদের জানিয়ে দেন, অনিবার্য কারণে ‘আদর্শ ঢাকা আন্দোলনের বুকিং বাতিল করা হয়েছে।
এ সময় আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে শুধু এই অনুরোধটুকু করব, সংবিধান আমাদেরকে যে অধিকারটুকু দিয়েছে, সেটি যেন আমাদের ভোগ করার সুযোগ দেওয়া হয়। তাছাড়া আজকের অনুষ্ঠান কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা ও পদ্ধতি কেমন হতে পারে সে বিষয়ে কিছু শিক্ষণীয় দিক আমরা উপস্থাপন করতে চেয়েছিলাম।

অনুষ্ঠানের জন্য অনুমতি নেওয়া হয়েছিল কি না- এমন প্রশ্নের জবাবে আদর্শ ঢাকা আন্দোলনের নেতা সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, ইনডোরে কোনো অনুষ্ঠান করার জন্য পুলিশের অনুমতি প্রয়োজন হয় না। তারপরও আমরা কলাবাগান থানাকে অবহিত করেছিলাম।
সাংবাদিকদের সঙ্গে এ ধরনের কথপোকথন চলার মুহূর্তে কনভেনশন সেন্টারের প্রথম গেট দিয়ে ঢোকার মুখে আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

এদিকে অনুষ্ঠানে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে ঘটনাস্থলে দায়িত্বপালনরত কলাবাগান থানার অসি (তদন্ত) আবিদুর রহমান আবিদ সংবাদ মাধ্যমকে বলেন, এখানে কিসের প্রোগ্রাম ছিল, তা আমরা কিছুই জানি না। এ এলাকায় দায়িত্ব পালনের সময় এখানে এসে শুনলাম, উনাদের (আদর্শ ঢাকা আন্দোলন) একটা প্রোগ্রাম ছিল। কিন্তু কনভেনশন সেন্টার কর্তৃপক্ষ তাদের বুকিং বাতিল করেছে।

শওকত মাহমুদের আটক হওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাউকে আটক করিনি। অন্য কেউ করলে করতে পারে।

এদিকে শওকত মাহমুদকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার মাশরুখ খালেদ বাংলানিউজকে বলেন, শওকত মাহমুদকে শিগগিরই আদালতে নেওয়া হবে।

=======

বুকিং ভয় দেখিযে বাতিল করিয়ে, বা প্রেসারে রেখে বাতিল করিয়ে কত দিন!!! ভিন্নমত দমন দলন আর গুম খুনই কি সংবিধান রক্ষা করা?
সকল নাগরিকের মতপ্রকাশের সাংবিধানিক অধিকার টুকু কই?

তাদের মত মন্দ হলেতো তাদের জনগণই প্রথ্যাখ্যান করবে। পুলিশ, প্রশাসন দিয়ে তাদের ঠেকিয়ে রাখা কেন?

তাদের গলা টিপে ধরে কথা বলতে না দেয়া কোন গণতন্ত্র?????

এই কি স্বাধীনতার চেতনা?

মুক্তিযুদ্ধের চেতনা কি এই শিখিয়েছে???

৭২-৭৫এর ভিন্নমত দলন, নিপীড়ন নির্যাতন, গুম, খুন হত্যা নতুন প্রজন্ম বিশ্বাস করতে চাইতো না। ভাবতো বানানো কথা। তাদের বাস্তবে দেখাতেই কি বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাকশাল কায়েম করছেন?????

হে রব, তুমি বাংলাদেশকে রক্ষা কর। জালিমের জুলুম এবং অত্যাচার থেকে।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:

" বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। "

-কোন 'পদের ' জন্য গ্রেফতার, "উপদেস্টা, সদস্য সচিবের" জন্য, নাকি সাংবাদিক হিসেবে? উনার আর কি কি পদ আছে?

এক লোকের এত পদ থাকলে উহা কি মানুষ?

এত পদ শুধু শয়তানের থাকতে পারে; মনে হয়, সঠিক কাজ করেছে!

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের দেশনেত্রীর পদের দিকে চেয়ে বলছেন তো ;) ???? তালিকা করলে কিন্তু পাতা ফুরিয়ে যাবে......

বুমেরাং হলে কিন্তু আবার চিক্কুর পাইরেন না!!!

মানসিকতা দিয়েই মানুষ না অমানুষ পরিমাপ করা যায়! গণতন্ত্রের কবরে যারা ফুল দেয়, সমর্থন করে তারা অবশ্যই ১ম ক্যাটাগরিতে পড়ে না!!!

২| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

ফাহাদ মুরতাযা বলেছেন: চাদ্গাজী একজন শয়তান বিশেষজ্ঞ , তাঁকে সরকারী ভাবে নিয়োগ দেয়া হউক!

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার পরামর্শ সরকার ভেবে দেখতে পারে ;)

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

ফাহাদ মুরতাযা বলেছেন: বাকশালীরা তাদের চেহারা দেখাচ্ছে, এটাই তো স্বাভাবিক!

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাল বাকশাল!!!

যারা ৭২-৭৫ এর দু:শাসন! ৩০ হাজার জাসদ নেতাকর্মী মুক্তিযোদ্ধা হত্যাকে বিশ্বাস করতে পারত না! গুম, খুন, কোথায সিরাজ শিকদারের দম্ভে সংসদ কাপানো সত্যকে মানতে পারত না তাদের ডিজিটাল প্রমাণ সহ এবার বাস্তবে দেখিয়ে দিতেই যেন চলছে মাৎসানায় শাসন!!!!

৪| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


@ফাহাদ মুরতাযা ,

১৭ কোটীর মাঝে আমি একজন বাকশালী, আমাকে তো সুভেনিয়ার হিসেবেও রাখতে পারেন!

শওকত মাহমুদকে আমি ঘনিস্টভাবে জানি; এগুলো পাকিস্তানী শয়তানদের পালিত বাচ্ছা শয়তান।

আপেক্ষা করছি, কোনদিন ড: এমাজুদ্দিনকে খাণনচায় ঢুকাবে!

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। আপনা চরিত আপনি প্রকাশৈ!!!

একজন বাকশঅলীতো চাইবেই সে ভীন্ন সকলেই খাঁচায় যাক!

মুক্তমত, গণতন্ত্র, বহুদল, ভিন্নমত, সংবিধান তাদের কাছে কেবলই স্বার্থের কিছূ কথামালা। আপনা স্বার্থে যে টুকু কেবল তাই গ্রহন করা,, অথবা নিজের প্রয়োজনে ছেটে কেটে নেয়া!!!
এসবই জাতি দেখেছে ৭২-৭৫ পর্যন্ত!

বাকশালকে যতই রঙচঙে মোড়কে সমাজতন্ত্রের বাহারি প‌্যাকাটে করে দেখাতে চান না কেন- আসল রুপ বেরিয়ে পড়ে এইসব কার্যক্রমে। মূখোশের আড়ালে আর কত সত্য লুকানো যায় বলুন!

ঢুকান পুরা বাংলাদেশটাকেই জেলখানা বানিয়ে ফেলুন- তেবই না মুক্তিযুদ্ধের চেতনা পূর্ণ হবে।
স্বাধীনতার চেতনার বিকাশ হবে- তাইনা!

আপনাদের জন্য করুনা হয়। অথচ আপনি দাবী করেন আপনি ৭১ এর সৈনিক। আপনি যদি সিজোফ্রেনিয়া আক্রান্ত না হয়ে থাকেন, আপনার যদি সুস্ধ স্বাভাবিক বিবেক বুদ্ধি অবশিষ্ট থাকে। আপনি যদি মিনিমাম রাষ্ট্রবিজ্ঞানের নূন্যতম ধারনা থাকে- বা অন্যকারো সে কোন সঐরাচারকে সমর্থন করতে পারে না। কোন অনির্বাচিত সরকারের দালালী করতে পারে না।
পারে বটে- ৭১ এ রাজাকাররা যেমন পাকিদের দালালী করেছিল -সেই চেতনা যাদের রক্তে লুক্কায়িত কেবল তারাই।

৫| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


" লেখক বলেছেন: আপনাদের দেশনেত্রীর পদের দিকে চেয়ে বলছেন তো ;) ???? তালিকা করলে কিন্তু পাতা ফুরিয়ে যাবে...... "

শেখ হাসিনা ৩৪ বছর আওয়ামী লীগের সভাপতি, ২৪ বছর সরকারে; আমার পোস্ট পড়লে বুঝতেন যে, আমি লিখে আসছি উনি যেন, একটা পদে থাকেন।

আমার পোস্ট তো পড়েন না, পড়লে তো মানুষ হয়ে যেতেন, পাকিস্তানী হয়ে থাকতেন না।

বাকশাল বুঝার ক্ষমতা ড: এমাজুদ্দিনেরও নেই, আপনি তো খোকা বাবু।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেরে যে বড় আর জ্ঞানী ভাবে তারে মানুষ কি বলে জানেন নিশ্চয়ই!!

আপনি লিখেছেন বলে তিনার পদ পদবিতো আর কমে যায় নাই। সেটা আপনার ভাবনার প্রকাশ মাত্র!

আপনাদের আসলে পাকিফোবিয়ায় ধরেছে! যাই দেখেন তাতেই পাকিস্থানকে নিয়ে আসা চাইই চাই!!! চিকিৎসা করান!

যে জিনিষ শুধু একজনেই বুঝতে পারে- তেমন জিনিষ সবার নয়!!!! আপনি বুড়ো খোকা সেই বুঝ নিয়েই থাকুন!!!!

৬| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৪

পদ্মা_েমঘনা বলেছেন: বিদ্রোহী ভাই, ১ নম্বরের ছাগলটাকে যত পাত্তা দেবেন তত তাকে গুরুত্ব দেয়া হবে! জাষ্ট ইগনোর করেন! ড: এমাজ উদ্দিনের পায়ের নখের সমান যোগ্যতাও যদি এদের থাকত, তাহলে বুঝত মানীকে কিভাবে সম্মান করতে হয়! যাই হোক, মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করেছিলেন নাকি ! X(

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করেছিলেন নাকি ! X(

এটাই কথা!

আর কেউ মূর্খতা কললেও তার সাথৈ আপনি জ্ঞঅনী হলেতো তেমনি মূর্খতা করতে পারেন না ! তাই না! ;)

বোঝেনা বলেই না অন্ধ! বোঝেনা বলেই না অনির্ভাচিত স্বৈরাচারের দালালী করে!

আপনি আমি দোয়া করতে পারি- আল্লাহ তাদের জ্ঞান দাও।

৭| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

অগ্নিবীণা! বলেছেন: বাকশালের বাচ্চাটা এতো ফগার ফগার করে ক্যা???

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কলের গানে দেখৈছৈন নিশ্‌চয়ই- পিনটা যখন একই ট্র্যাকে আটকে যায়- একই কথা বারবার রিপিট করতে থঅকে! কেউ ঠিক করে না দিলৈ এর বাইরে যেতে পারেনা!!

তাদের দশা সেই আটকে পড়া পিনের মতো... একই বৃত্তে আবদ্ধ !!

৮| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

ফাহাদ মুরতাযা বলেছেন: @ অগ্নিবীণা! , পদ্মা_েমঘনা ,বিদ্রোহী ভৃগু , চাদ্গাজী যাই বলুক কখন গালি গালাজ/ অশ্লীল কিছু বলেন নাই, তার ক্ষেত্রে এই ধরনের ভাষা ব্যাবহার দরকার ছিল না। এটা চাদ্গাজীকেই মহান করবে, আর আপনাদের ছোটো।


@ চাদ্গাজী ৩ নং মন্তব্য আপনার জন্য না। শওকত মাহমুদ সম্পর্কে কিছু জেনে থাকলে স্পষ্ট ভাবে জানান। গায়েবী কথা বলবেন না।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ ফাহাদ মুরতাযা আপনি আমার উত্তর গুলো ভাল ভাবে আবার পড়ুন। উনাকে যথেষ্ট শালীনতা এবং ভদ্রোচিত ভাবেই প্রত্যুত্তর করেছি।

আপনি যিদ উনাকে জেনে থাকেন এও জানবেন উনি নিজের ভাবনার বাইরে কাউকে খুব একটা গোনায় ধরেন না একগুয়ে টাইপের।
অনেকের সাথেই উনার ইন্টারেকশনে দেখবেন তাল রাখতে চাইলেও অনেকেই রাখতে পারেন না।

৫ নং মন্তব্যে দেখূন ড. এমাজউদ্দিনও উনার কাছে কিছুই নন! এমন আত্মম্ভরী অহংকারী লোকের সাথে টেম্পার ঠিক রাখা আসলেই কঠিন।
উনি এবং উনাদের গং গায়েবী যুক্তিতেই বেশি ক্যাচাল করে।
আপনাকে ধন্যবাদ।

৯| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫১

পদ্মা_েমঘনা বলেছেন: @ ফাহাদ মুরতাযা- ”চাদ্গাজী যাই বলুক কখন গালি গালাজ/ অশ্লীল কিছু বলেন না “!!!
”শওকত মাহমুদকে আমি ঘনিস্টভাবে জানি; এগুলো পাকিস্তানী শয়তানদের পালিত বাচ্ছা শয়তান”-এটা কি শালীন বাক্য? X(

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফাহাদ মুরতাযা হয়তো খুব স্বাভাবিক ভাবেই তা বলেছেন। হয়তো লক্ষ করেন নি- চাদগাজির প্রতিটা কমেন্টেই আপত্তিকর শব্দ, বাক্য আছে। যদিও তার উত্তর ট্যাকনিখ্যালী তাকেই মেরে ফিরিয়ে দিয়েছ ভদ্র ভাষায়!

সেই এটিম থেকেতো দেখে আসছি তারা আসলেই এক ধরনের মানসিক ফোবিয়ায় ভোগে! আত্মম্ভরী অহংকারী এক অনুভবে সে বিনে বাকী সবই তুচ্ছ তাচ্ছিল্যের যোগ্য এইরকম উচাটন উন্নাসিকতা নিয়ে থাকে! তাই বেশীর ভাগ সময়ই ইগনোর করি।

ধন্যবাদ আপনাকেও্

১০| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: চাঁদগাজীদের পাল্টাপাল্টি বক্তব্যে আমি বেদিশা।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেদিশা হওয়া ছাড়া উপায় নাইতো ;)

আপনি দুধরে সাদা বলেন- তারা এইটারেও সাদা না বানাইতে উইঠা পইড়া লাগব! কারণ আপনিতো বাকশাল না! সো আপনি কিছূ জানেন না। ড. রা কিছূ জানে না, বাকী সব শিশু!!.. ব্লা ব্লা ব্লা!

যাকগে।

আজকে একটা বিষয় দেখে খুব ভাল লাগল!
আপনার আইডির বানানটি সঠিক করতে পেরেছেন দেখে!!! :)

আগেও যদিও বুঝতে পারতাম.. তবুও দেখতে খটকা লাগত!

১১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

ফাহাদ মুরতাযা বলেছেন: বিলা খায়েন না গো, বলতেসিলাম, Click This Link এই পোস্টে উনাকে বিশেষ সম্মান দেয়া হয়েছে, দরকার ছিল না। আর "বাচ্ছা শয়তান" তো খুব ' স্বাভাবিক' সামুর হিসাবে। এতোটুকু বাদ দিলে, উনি বেশ 'মার্জিত' । চিন্তা ভাবনা একগুয়ে টাইপের, এটা তো আওয়মী গুলার ট্রেডমার্ক ব্যাপার। আমি যতদূর জানি (ভুল হইলে বইলেন), উনি জিয়ার অধিনে যুদ্ধ করসেন, মুক্তি যোদ্ধা হিসাবে একটু সহ্য করা যায় কিনা ?

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভাই বিলা ভাই নাই! বইলাইতো খুব মার্জিত ভাষায় কাউন্টার করসি ;)

উনার পংবাড়ী আইডি থেকেই বিষয়টা মাথায় আছে! কিন্তু উনি মাঝে মাঝে এমন আউলাইয়া ফেলেন- মনে হয় বক্সার মোহাম্মদ আলী ব্রেইনর অসুখ আলঝেইমার্স না উনার হইয়া গেছে!!!! ;)

মাঝে মাঝে আবার বেশ কঠিন সত্য বলে ফেলেন। তখন লাইক করা ছাড়া গতি থাকে না।

মুক্তিযোদ্ধা হিসাবে ইট্টু মানি - পুরাই মাথার মনি!
মগর উইযে, এক চোখা হইয়া গেলেইতো পথের পাশের খাদ আর দেখতে পায় না! তখনই ঝপাৎ !!!

ধন্যবাদ আপনাকে।

১২| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৯

চলন বিল বলেছেন: আমার দেখা মতে চাঁদগাযি ছ্যাঁচড়া লেবেলের নাস্তিক। অ কমেন্ট করলেই কমেন্ট মুছে দেবেন

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

তবে যে আমিও উনার মতো বাকশালী হয়ে যাব ;)

ভিন্নমতে স্বাগত! কিন্তু অন্ধ্ব আর ত্যানাপ‌্যাচানোটা আপত্তিকর বটে।

আপনাকে আবারও ধন্যবাদ।

==
সরকারের সমালোচনা করতে গিয়ে এই হয়রানিতে পড়লেন শওকত মাহমুদ।এটা অনভিপ্রেত।

কেউ কেউ আবার বলছেন, সংবাদ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করে তার কথা বলার অধিকার হরণ করা হযেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই চর্চা কোনো পক্ষের জন্যই শুভ হবে না।

শওকত মাহমুদ যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন সেই রাজনৈতিক আদর্শের ঘোর বিরোধীরাও বলছেন, একজন সাংবাদিককে গ্রেপ্তারের জন্য সংবাদ সম্মেলনকে বেছে নেওয়া উচিত হয়নি। এতে করে সংবাদপত্র ও সাংবাদিকদের প্রতি সরকারের অসহিষ্ণু মনোভাব বা অবস্থানই প্রকট হয়ে ওঠে কেবল।

১৩| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজকের প্রতিক্রিয়া...

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলি রীয়াজ লিখেছেন, ‘শওকত মাহমুদ একটি রাজনৈতিক দলের সমর্থক ও ওই দলের চেয়ারপারসনের উপদেষ্টা। কিন্তু তিনি একজন সাংবাদিকও। ‘আদর্শ ঢাকা আন্দোলন’র সদস্যসচিব হিসেবে ওই সংগঠনের সংবাদ সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি আটক হয়েছেন। সংগঠনটিকে সংবাদ সম্মেলনও করতে দেওয়া হয়নি।’

তিনি আরো লিখেছেন, ‘আমার সহপাঠী, এক সময়ের সহকর্মী শওকত মাহমুদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে আমার মতভিন্নতা সুস্পষ্ট। তার অধিংকাংশ বক্তব্যের সঙ্গে আমার একমত হবার অবকাশ কম। কিন্তু তার কথা বলার অধিকার অন্য যে কোনো নাগরিকের চেয়ে কম নয়। দায়ের করা যে মামলায় তাকে আটক করা হয়েছে সেটির বিশ্বাসযোগ্যতা প্রশ্নসাপেক্ষ বলেই মনে হল। শুধু তাই নয়, তার গ্রেপ্তারের ক্ষণ হিসেবে সংবাদ সম্মেলনকেই বেছে নেওয়া হল কেন? তিনি কি তার কথা বলার অধিকার রাখেন না?

কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের লিখেছেন, ‘আমার যে রাজনৈতিক বিশ্বাস, তার সঙ্গে শওকত মাহমুদের রাজনৈতিক বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। একবার এক বন্ধুর বাসায় আড্ডায় তুমুল অর্থহীন তর্কের পর আমি শওকত মাহমুদের সঙ্গে রাজনৈতিক আলাপ বন্ধ করে দেই। কিন্তু আমাদের বন্ধুত্ব বন্ধ হয়নি। শওকত গ্রেপ্তার হওয়ায় আমি চিন্তিত ও দু:খিত।’

http://banglanews24.com/fullnews/bn/418834.html

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক লিখেছেন, ‘মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে গেলে প্রবীর সিকদারের পাশাপাশি সাংবাদিক শওকত মাহমুদের কথাও বলতে হবে। যদি আমরা তা বলতে না পারি, তাহলে ধরে নেব, আমরা সবার স্বাধীনতায় বিশ্বাসী নই। তবে ভুলে যাচ্ছি না যে, তিনি নিছক সাংবাদিক নন, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যে বিএনপি গণতন্ত্র চেয়ে, অগণতান্ত্রিক আন্দোলন করেছে।’

‘সাপ্তাহিক’ সম্পাদক গোলাম মোর্তুজা লিখেছেন, ‘শওকত মাহমুদ সাংবাদিক, সাংবাদিকদের একাংশের নেতা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। তাকে আসামি করে কী অর্জন করতে চায় সরকার? আগুন দিয়ে গাড়ি পুড়িয়েছেন শওকত মাহমুদ? এই হাস্যকর মামলার আসামি শওকত মাহমুদ!’

কেবল সাংবাদিক, লেখক, সংস্কৃতিমনা ও প্রগতিশীলরাই নন, রাজনীতির মাঠে শওকত মাহমুদের প্রতিদ্বন্দ্বিরাও মনে করেন একজন সাংবাদিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম ভাল আচরণটুকু যেন পান শওকত মাহমুদ। কেবল রাজনৈতিক বিবেচনায় তার সঙ্গে যেন বিদ্বেষপূর্ণ আচরণ না করা হয়।

১৪| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: সবই আল্লাহ'র ইচ্ছা, তাঁর হুকুম ছাড়া দুনিয়াতে কিছুই হয় না।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইচ্ছা বা অনিচ্ছায় বলেছেন- ধন্যবাদ।

অবশ্যই তাঁর হুকুম ছাড়া কিছুই হয় না।

১৫| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ভাইজান, আমার আর একটি মন্তব্য মুছে দিলেন কেন?? কাপুরুষ কোথাকার।

২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি যে রুচিহীন! রুচিহীন মন্তব্য পোষ্টের মানহানী করে। এটা কাপুরুষতা নয়!

আর আপনি ১১ জন ব্লগারকে নিয়ে যেরকম নীচ মনের, রুচীহিন কাপুরুষতার পরিচয় দিয়েছেন তাতেই আপনাদের চরিত্র পরিস্কার! যুক্তি তর্কে না পরলে ব্যক্তিগত চরিত্র হানিতে লিপ্ত হন! ব্রাভো! কাপুরুষতা ঐটাকেই বলে ব্রাদার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.