নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

তিনানুুকাব্য

১৯ শে মে, ২০১৭ সকাল ১০:০১

এক.
আর কত জনম কাঁদাবে বলো
আর কত জনম পথ চেয়ে রব
আর কত জনম চেনা-অচেনার ভীরে
পলকের দেখায় মুগ্ধ হবো?


দুই.
বিকেল গড়িয়ে সন্ধ্যা
নেমেছে গহীণ আঁধার
সময়ের চুমুকে জীবনের ক্ষয়
একাকী প্রহর অপেক্ষার....



তিন.
এখন চিতায় বসে
বেদনার সঙ্গমে ক্লান্ত-
প্রলিম্বিত সময় দীর্ঘ হতে হতে
স্বপ্নেরা সীমানা পেরিয়ে যায়!!




ছবি/এনিম কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
এক ও তিন একটু বেশি ভাল লাগা ++

১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নের_ফেরিওয়ালা :)

ভাললাগা আর প্লাসে ধন্যবাদ

শুভেচ্ছা

২| ১৯ শে মে, ২০১৭ সকাল ১০:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
এক ও তিন একটু বেশি ভাল লাগা ++


আমার কথা উনিই বলে ফেললেন।
খুব চমৎকার হয়েছে।

১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক শুভেচ্ছা

৩| ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুত্রয় ভাল হয়েছে কবি।

১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপ্লুত হলাম। :)

অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা প্রিয় লিটন দা

৪| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:১৩

মানবী বলেছেন: সুন্দর প্রতীক্ষা, আরো সুন্দর কষ্ট!

ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।

১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

বেদনারা সুন্দর হয় কখনো কখনো!
মধুরও হয়!

অন্তহীন শুভেচ্ছা আপনার জন্যে

৫| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:১৪

ধ্রুবক আলো বলেছেন: একদম অসাধারণ, খুব খুব সুন্দর অনুকাব্য +++

১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আন্তরিক মন্তব্যে অনুপ্রানীত :)

অনেক ধন্যবাদ ধ্রুবক আলো

শুভেচ্ছা অফুরান

৬| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: প্রথমেই বলি ছবিগুলো খুব কিউট ।

আর প্রতিটা লেখাই অসাধরণ লাগলো । ++++++++

শুভকামনা ।

১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরের চোখে সবই সুন্দর মনে হয় :)

হুম।

অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের ভাল লাগে বলেই লেখায় আনন্দ পাই।

শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

৭| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ভাই প্রতিটি পর্বই। একদম সত্যতা কথাগুলোতে। কাব্যে ভালো লাগা রইল।
ছবিগুলো মুগ্ধকর কথাগুলোর সাথে।

শুভকামনা জানবেন ভাই।

১৯ শে মে, ২০১৭ দুপুর ১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন :)

আপনার মুগ্ধতা ভাল লাগল

শুভকামনা আপনার জন্যেও

৮| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:৪৮

করুণাধারা বলেছেন: বাহ!!

কি চমৎকার মনহরা কবিতা! দাঁত ভেঙে পড়ার কোন ভয়ই নেই।

+++

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যাক। ডেন্টিস ভাতে মরুক। দন্তালু পাঠক তো পেলাম :P :-/ =p~ =p~ =p~ =p~ (ফান)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা


৯| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:২৬

জেন রসি বলেছেন: সময় নিয়ে আক্ষেপের অনুকাব্য। কখনো অতীত নিয়ে, কখনো ভবিষ্যৎ নিয়ে! মানে দাঁড়াইল এই বর্তমান বলে কিছু নেই! ;)

++

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বর্তমানে আছেনা ! চিতায় সঙ্গমে ;)

অনেক অনেক ধন্যবদ রসি ভায়া :)

শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

১০| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা নতুন সনেট লিখলাম, একটু দয়া করে দেখে দিবেন। কবিতাতে কবির মূল্যায়নই বড়। তাই জানালাম। যদি কিছু মনে না করেন। আমার পোষ্ট প্রথম পাতায় যায়না বলে এভাবে জানাতে হলো!

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম দেখে এলাম!

বৈয়াকরণে কুট্টিকাল থেকেই ভীতি বিরাজে!
তাই কবিতার ব্যকরণেও দূরেই রই!

ভাব মুক্ত! তার প্রকাশও মুক্তই ভাললাগে আমার কাছে!

আপনার প্রচেষ্ট সফল হোক। :)

শুভেচ্ছা

১১| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবি সহ আপনার ক্ষুদ্র কবিতাগুলো অসাধারণ হয়েছে।

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: গত ক'টি কাব্য ভারে অনেক পাঠক ক্লান্ত!

তাই রিলিফ অনুকাব্য :)

আপনার অসাধারন লেগেছে জেনে ভাল লাগল।

শুভেচ্ছা আর শুভকামনা রইল।

১২| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেউ আমাকে বলেছিলেন, আগুন লুকিয়ে রাখা যায় না।

আপনি কেমন আছেন?

১৯ শে মে, ২০১৭ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জহুরীর চোখ বলে কথা ;)


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ ভাল আছি। আপনি ভাল আছেনতো?

১৩| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

সুমন কর বলেছেন: প্রতিটি ভালো লাগল।

১৯ শে মে, ২০১৭ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ সুমন দা।
ধর্ষনে দেশ ক্লান্ত! আমার কাব্য কঠিন দর্শনে সহ ব্লগাররা ক্লান্ত :P
তাই রিলিফ অনু :)

ভাল লাগায় শুভেচ্ছা

১৪| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সত্যের ছায়া বলেছেন: অল্প কথায় কবি এবং ছবি দুটিই আসাধারণ লেগেছে।

১৯ শে মে, ২০১৭ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অনেক ধন্যবাদ। শুভেচ্ছা অনেক অনেক।

১৫| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


ওমর খৈয়ামেরা ইরানের সুখের দিনে বেঁচেছিলেন, মানুষ ছিল কম, প্রকৃতি ছিল উদার! বাংলায় কি সেইদিন আছে? মেয়েরা ইট মাথায় তেতালয় উঠছে, বার্জ থেকে বালু নামাচ্ছে, পাথর ভাংছে বৈশাখের সুর্যের নীচে; দিনের শেষে কিসের প্রেম, কিসের ভালোবাসা, খাবার জোগাতেই জীবন চলে যাচ্ছে!

১৯ শে মে, ২০১৭ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

বাস্তবতা অনেক কঠিন এখন!

কষ্টে রিলিফ পেতেইেতা মানুষ বিনোদনে আশ্রয় নেয়।
সেখানে থাকুকনা স্বপ্ন! সীমাহীন। :)

ধন্যবাদ ও শুভেচ্ছা

১৬| ১৯ শে মে, ২০১৭ রাত ৮:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: আমি কবিতাটি পড়ার সময়ে আপনার নাম দেখিনি। পড়তে পড়তে অন্য এক পরিচিত কবি ব্লগারের লেখা ভেবেছিলাম। লেখাটি আপনার তা দেখে যে ধাক্কা খেয়েছি বলার মতো না! কেউ আমাকে ওঠাও! ;)

আমার কবিসাহেবের এত দয়া মায়া? এই বোকামতীরও বোঝার মতো সহজ কবিতা লিখে ফেলেছেন! বাহ বাহ! হাহাহা।

আপনার রিলিফ অনুকাব্যগুলো ও ছবি বেশ কিউট!
শুভকামনা রইল।

১৯ শে মে, ২০১৭ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা
অনেক দিন পর হাসালে সখি ;)

হাতবাড়িয়ে রেখেছে সখা জনম জনম
সখিকে ওঠাবে বলে
চেনা -অচেনার খেলায় কেটে যায় সময়
শূন্যে বাড়ানো হাত শূন্যই রয়ে যায় ---- (জাস্ট কিডিং সখি ষ্টাইলে)

যাক। লেখা তবে সার্থক।
অবোধ্যতার কাঠগড়ায় দাড়াতে হলোনা বলে ;) হা হা হা

অনেক অণেক ধন্যবাদ ও শুভেচ্ছা
অফুরান শুভকামনা আপনার জন্যেও

১৭| ১৯ শে মে, ২০১৭ রাত ৮:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের একটা আড্ডার প্রয়োজন।

বানান, ব্যাকরণ এবং শৈলী নিয়ে ঝামেলা কাজিয়া না করলে মজা লাগে না।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন :)

কাজিয়া না করলে মজা লাগে না :)

তো শুরু করে দিন বানান, ব্যাকরণ এবং শৈলীর একটা কাজিয়া ব্লগ!!!!

১৮| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি মুরব্বি, মুরব্বির আগে গেলে পাপ হয় :P

১৯ শে মে, ২০১৭ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইহা বলিয়া আমাকেতো হাবিয়ায় নিক্ষেপের বন্দোবস্ত করিলেন ;)

হা হা হা

গুনিজন অগ্রজ। সো আপনি ফাস্ট! :)

১৯| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:০৮

আখেনাটেন বলেছেন: কোনো কারণে কবির মন বিক্ষিপ্ত ও বেদনাবিধুর মনে হচ্ছে...

১৯ শে মে, ২০১৭ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মনতো পাগলা ঘোড়া, বর্ষার আকাশ

কখন কিযে চায়! কখন কি রঙ হয় বলা মুশকিল :)

অনুভবেতো তাই প্রকাশিত-অস্বীকারী কি প্রকারে ;)

অনেক অনেক ধণ্যবাদ আখেনাটেন -শুভেচ্ছা অফুরান

২০| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার দাদিজান বলেছিলেন, সবসময় মুরব্বির পিছনে থাকবে ;)

১৯ শে মে, ২০১৭ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার গুরুজনও আমারে তাই শিখাইছেন ;)

সো আপনি আগে :)

২১| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আইচ্ছা, দেখি আর কাউকে পাই কি না :(

একজন বানান নিয়ে শুরু করেছিলেন, উনি যে কোথায় হারালেন খুঁজে পাচ্ছি না :((

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

একটা আড্ডা পোষ্ট দেন। বিষয় বানান, ব্যাকরণ এবং শৈলী! সবাই যার যার মতো অংশ নেবে!
আপনি মডারেটর হিসাবে উত্তর দেবেন, আলোচনাকে এগিয়ে নেবেন।
তবে অবশ্যই সহজ সরল আর আনন্দের সাথে!

আমরা ছাত্ররা আবার জটিল কঠিন দেখলে ক্লাশ ফাঁকি দেই কিনা!!! ;)

এ সময়ের উপযোগীতায় শুদ্ধতর বানান, ব্যাকরণ শৈলীর বিকাশ হোক।

২২| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বানান, ব্যাকরণ এবং শৈলী (আড্ডা পোস্ট)

গতকাল আরেক পন্ডিতের সাথে ঘাপলা লেগেছিল বানান নিয়ে। মজাই মজা।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা হল শেখা-শেখানো! আরেকটি হল অহমে কচকচানি!

আমরা শুদ্ধ বানান চর্চা শেখানো মহত আর্দম নিয়ে যদি কচকচানিতে না জড়াই তবেই হলো!
এই অনলাইন প্রজন্মের দোষ দিয়ে লাভ নেই। বরং তাদের উপযোগী অনলাইনেই সহজে গল্পে আড্ডায় শেখানোর উদ্যোগই বরং বেশি দরকার এবং প্রশাংসারও বটে।

তো শুরু হয়ে যাক। অগ্রিম শুভকামনা।

২৩| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই জন্য আমি মুরব্বির পিছনে থাকি।

ওই ভাই গেল কোথায় খুঁজে পাচ্ছি না। আমি পোস্ট গিলে ঘাপলা লাগবে, তা আমি শত ভাগ নিশ্চিত :D

২০ শে মে, ২০১৭ সকাল ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

চলুন তবে পাশাপাশি! হাতে হাত ধরে শুদ্ধতার পথে :)

২৪| ২০ শে মে, ২০১৭ রাত ২:৫২

ওমেরা বলেছেন: ভাইয়া আপনারা আনন্দের কবিতা লিখেন না কেন? শুধু সবাই কষ্টের কবিতা লিখে আমি বুজি না । ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।

২০ শে মে, ২০১৭ সকাল ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কবি হয়ই যে বেদনার সমুদ্র মন্থন শেষে!!!!
তাই বুঝি কবিতায় বেদনারায় মিশে থাকে পরতে পরতে! থাকে স্বপ্ন আর অপূর্নতার দীর্ঘশ্বাস!!! ;)

আনন্দও থাকে, তবে রেশিওটা কম এই আর কি!!!!! :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

২৫| ২০ শে মে, ২০১৭ রাত ৩:৩০

পুলহ বলেছেন: ১মটা বেশি ভালো লেগেছে।
শুভকামনা জানুন কবি। ভালো আছেন আশা রাখি !

২০ শে মে, ২০১৭ সকাল ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

শুভকামনায় কৃতজ্ঞতা। জ্বি। আপনাদের সকলের শুভকামনা যখন সাথে
ভালতো থাকতেই হবে :)

আপনার জন্যেও অশেষ শুভকামনা অন্তহীন।

২৬| ২০ শে মে, ২০১৭ ভোর ৪:২০

সামু পাগলা০০৭ বলেছেন: যাক সখা করল স্বীকার তবে
ফেলেছে সখিকে জনম জনমে
নিজে ফেলে নিজেই বাড়ায় হাত
গরু মেরে এ যে জুতো দান! ;)
সখির নেই প্রয়োজন হাতের অমন
দেয় ফেলে না জানি আবার কখন ! :D

জাস্ট কিডিং ইনা মাই স্টাইল। ;)

হাসাতে ও হাসতে পেরে আনন্দিত।
আন্তরিক প্রতিমন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।

২০ শে মে, ২০১৭ সকাল ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়! একি কথা!!!

সখা জীবন গেলেও সখিকে ফেলতে পারে না! নিজে পড়ে গিয়ে সখিকে বাঁচাবে! জনম জনম!
তাইতো সে আর জনমের সখা! :)
অন্তজনমের এই ভুল বোঝা-বুঝি বুঝি আর গেলোনা ;)

এ হাত কাউকে ফেলে দেবার জন্যে নয়। কেউ পড়ে গেল আলতো করে উঠিয়ে দেবার জন্য! :``>>
(রিপ্লাই কিডিং ইনা মাই স্টাইল। ;) হা হা হা


অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আন্তরিক প্রত্যুত্তরে।
ভাল থাকুন সব সময়।






২৭| ২০ শে মে, ২০১৭ ভোর ৫:০৮

ডঃ এম এ আলী বলেছেন: তিনানুুকাব্য কথায় অতীত ও
বর্তমান নিয়ে কথামালা ও ধ্যান ধারনা থাকায়
অনেক দিন আগের একটি ছোট সত্য ঘটনা মনে পড়ে যায় ।
আমাদের গ্রামের অতি বুদ্ধ সকলের 'হাসু কাহা' বাজার হতে
বড় মাছ একটা কিনে হাতে ঝুলিয়ে রাস্তা দিয়ে হেটে
বাড়ী যাওয়ার পথে মানুষে জিজ্ঞেস করে কাহা মাছের দাম কত?
কাহা বলে "তিন আনা " ( উল্লেখ্য সে আমলে তিন আনায় বড় মাছ
পাওয়া যেত) , দুষ্ট ছেলরা শুনে বলে তে ভালই হইছে 'কিনা না' যখন
তখন তোমার জন্য ভালই হহছে তুমি যে পরিমান কিপটা তুমি কিনবে
মাছ পয়শা দিয়ে। কাহা যতই 'তিন আনায় কিনা' মাছ নিয়ে সামনে যায় ,
সকলেই মাছের দাম জিগায় , আর সাথে সাথে দুষ্ট ছেলেরা একি
কথাই বলে । শেষ মেশ কাহা রাগ করে হাতের মাছ ফেলে দিয়ে বলে
নে তোরাই মাছ খা আমার মাছ লাগত না ।

তাই তো মনে হল তিনানুকাব্য বিনি আয়াসে আমরা পেয়েছি এখানে
যা সকলেই লুটে পাটে খাব তৃপ্তি সহকারে :) :)

অনেক অনেক শুভেচ্ছা রইল সুন্দর কবিতা গুচ্ছের জন্য ।

২০ শে মে, ২০১৭ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনাদের তৃপ্তিইযে আমার বড় প্রাপ্তি! :)

দারুন গল্প স্মৃতিকথা মন্তব্যে ভাল লাগা।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ড. এম এ আলী ভ্রাতা :)
অন্তহীন শুভেচ্ছা ও শুভকামনা

২৮| ২০ শে মে, ২০১৭ সকাল ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: তিনটাই সুন্দর হইছে।

২০ শে মে, ২০১৭ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

ভাল থাকুন সব সময়।

২৯| ২৫ শে মে, ২০১৭ রাত ১১:০৯

নীলপরি বলেছেন: একটা অনুরোধ আছে । আমার এই কবিতাটা একটু পড়ে বলবেন প্লিজ ঠিক কেমন হয়েছে বা আদৌ কিছু হয়েছে নাকি ! আসলে আপনার সাজেশন চাইছি । আমার একটু প্রয়োজন আছে ।
http://www.somewhereinblog.net/blog/suryamukhi/30101813

লিংক দিলাম ।

২৬ শে মে, ২০১৭ সকাল ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুরোধের জন্য।

হুম পড়লাম।
বিষয ভিন্নমাত্রার চমৎকার।

সবই ঠিকাছে- শুধু কিছু ইংরেজী শব্দের বাংলা হলে পূর্ণ হবে বলেই মনে করি।
ব্রান্ড. এডভান্টেজ, ভিকট্রিষ্ট্যান্ড যেন েকমন আলগা আরোপিত বলে মনে হচ্ছে। কেমন যেন কাব্যের লয় কাটিয়ে দেয়...
কাব্যের প্লট যেহেতু মহাভারত- প্রয়োজন ঐকালের শব্দ ব্যবহার করলে তা কাব্যকে আরো ঋজুতা দেবে বলেই আমার বিশ্বাস।

মূল থিমটা অসাম।
দেখুন একটা ঝালাই করা যায় কিনা? :)

৩০| ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:১৭

নীলপরি বলেছেন: দেখার জন্য কৃতজ্ঞতা । আসলে ইংরেজি শব্দগুলো একটু তির্যকভাবে ব্যবহার করেছি । তবে এখন আপনার কথা মতো আবার ট্রাই করছি । পারলে আপনাকে জানাচ্ছি ।

২৭ শে মে, ২০১৭ সকাল ১১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

কির্যকতা অনুভব করেছি বটে- তবে তা বাংলা শব্দে আরও দারুন ভাবে দেয়া যায়.

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.