নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

হৃদয় ভাঙ্গার উপাখ্যান ! শেষ চিঠি!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১১


প্রিয়তমা,
তোমার চিঠি পেয়েছি।
নির্বাক স্তব্ধতায় পেরিয়ে গেল আধ বেলা। কি বলব? কিভাবে বলব?
স্বপ্নের ঘোর থেকে হঠাৎ আছড়ে ফেললে বাস্তবতার নিরেট পাষানে। যেখানে আবেগের মূল্য শূন্য!
ভাবনার ঝড়ে উন্মাতাল।
প্রেম আর সত্য। বাস্তবতা আর স্বপ্ন।
দ্বান্ধিকতায় তোমার আলাভোলা
কেমন থাকতে পারে তুমি বোঝ!
সেই ঝড়ে ঝড়াপাতার কিছু উপাখ্যান আপাতত:

তুমি পারবেনা সইতে
তোমাকে এত কষ্ট আমি দিতে পারবনা!
কখনোই না। নিজেকে মারতে হলে মরব-
সেই বরং শ্রেয়তর ভালবাসায়।
তোমার সোনালী জীবন থেকে এক পশলা সময়
ছুড়ে দিয়ে আমায় করেছ ঋনি
অভাগার কপালে জোছনার মতো মিষ্টি সময়ে
ভুলে ছিলাম - বাস্তবতার নির্মমতা।

কি করে তোমাকে নামিয়ে আনব ধুলার ধরায়? কি করে?
কি করে বলব ভালবাস যেখানে আটপৌড়ে টানাটানি নিত্য
কি করে বলব কাছেই থাকো যেখানে দুই বিশ্বান্তর ব্যবধান!!
কি করে বলব ছেড়ে যেওনা - যেখানে আমি নিতান্তই সাধারন!
কেবলই বুক ভরা ভালবাসায় কি ভুবন চলে? বলো
বিশ্বাস, প্রতিজ্ঞা আর সততায় কষ্টের অগ্নি দহন
তুমি পুড়ে যাবে। তুমি পড়ুলে আমি পুড়ব! আত্মা পুড়বে
আমি সইতে পারব না। নিজেকে জ্বালিয়ে দিতে পারব বরং সতত!

এক ছোট্ট কুটিরের সূখ; কাব্যে গাথায় যতটা উপভোগ্য
বাস্তবতায় ততটাই পরিত্যজ্য। সবাই তো আর গৌতম নয়
রাজকন্যা আর সাধারন নাগরিক প্রেমের কথায় হাসতাম একসময়
আজ সব হাসি ম্লান করে রাজকন্যার বাস্তবতার ভারে নূব্জ্য!
কিছূ নেই আমার একবুক তীব্র ভালবাসা ছাড়া
কিছু অনুভব, মোহাচ্ছন্ন অন্ধ প্রেম আর একনিষ্ঠতা
তাও - এখনো যা কাঁপাতে পারেনি আপাদমস্তক
তোমার হৃদয়কে ছূঁতে পারেনি অনুভব-এরচে নিস্ব আর কে বলো?

লোভী মন অনেক মোহে পেতে চায়
ধ্যনিমন শাসনে চোখ রাঙায়- তুমি মাটির পিদিম
আকাশের চাঁদ পেলে তুমি ধন্য হলেও চাঁদের কষ্ট হবে।
প্রকৃত ভালবাসলে তুমি- চাঁদকে আকাশেই রাখো।
বিষের জ্বালা আমায় দাও- অমৃতের সূখটুকু তুমি নাও
আকাশে অগুনিত নক্ষত্রের ভীরে ভুলেই যাবে মাটির পিদীমের কথা
আর জনমের আশে মাটির পিদিম ধিকি ধিকি জ্বলবে
অলখে অমাবশ্যায় আঁধারে নীচে চাও যদি-
দেখবে জ্বলছি তোমার প্রেমের আশে!

দেবীকে পূজো করা যায়, ভগবানকে অন্তহীন ভালবাসায় যায়
মাটিতে নামিয়ে তারে কষ্ট দেয়ার কল্পনাও যে পাপ
ভক্ত হৃদয়ের অর্ঘ্য দিতে পারে, জীবন দিতে পারে
তুমি কি চাও বলো দেবী! মহাদেব হব তোমার চরণে।।
তুমি চাইলে ।

ইতি
তোমার ডানা ভাঙ্গা পাখি

মন্তব্য ৫০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,ডিজিটাল যুগে কেউ আর এতো বড় চিঠি লেখে না। :)

হায় !! আর হ্যালো ছাড়া ¬¬


কষ্ট করিয়া যখন লিখিয়াছেন,তখন কষ্ট করিয়া পড়িলাম। :) আর একখানা লাইক প্রদান করিলাম। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কষ্ট করিয়া পড়িয়াচেন জানিয়া ধন্য হৈলাম :)
লাইকে কৃতার্থ বোধ করছি :)

অনেক অনেক শুভেচ্ছা

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: এইসব পুতু পুতু টাইপ কবিতা বাদ দিয়ে নজরুলের মতো জ্বলাময়ী কবিতা লিখুন।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

পুতু পুতু প্রেমে চ্যাকা খেয়েছিলেন নাকি ভায়া! :P

প্রেম, দ্রোহ, দু:খ, পুতুপুতু অনুভব সব নিয়েই মানব জীবন! সবসময়কি দ্রোহ চলে!
আর সময় যখন সাতান্ন আর মাৎসানায় সংস্কৃতিতে ভরপুর!

শুভকামনা রইল

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা ডানা ভাঙা বলেই এভাবে ভাসিয়ে দেয়া !!!
বেশ চিঠি !!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! মনিরাপু!

ভাঙ্গা ডানা লয়ে আরেউড়তে পারবেনা! তাই আকুতির জলজ বিসর্জন :)

অনেক ধন্যবাদ আর শুভকামনা অফুরান

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

শকুন দৃিষ্ট বলেছেন: রাজীব নুর বলেছেন: এইসব পুতু পুতু টাইপ কবিতা বাদ দিয়ে নজরুলের মতো জ্বলাময়ী কবিতা লিখুন

মহা বিদ্রোহীরণে ক্লান্ত
চিরদিনই আমি শান্ত

- হা হা হা ...

চিঠিহীন যুগে এমন চিঠি পড়ে ভালই লাগল ---

ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভাগ্যিস উনি নাহিদ মন্ত্রনালয়ে নেই! নয়তো সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিতে হত :P

হাই-হ্যালো, ব্রেকাপ যুগে একটু আবেগের মাখামাখি আরকি! ভাল লেগেছে জেনে ভাল লাগল :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

ওমেরা বলেছেন: শেষ চিঠি !!!! না,না এটা কেন শেষ চিঠি হবে , এই চিঠি পাবার পর কেউকি জবাব না দিয়ে থাকতে পারে ! এর আবার আপনি চিঠি লিখবেন ,আবার জবাব। আবার চিঠি এভাবেই চলতেই থাকবে আমরা পড়তেই থাকব ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই?

কিন্তু জবাব দেবে কে?

কেউ দিলে সিরিজ চিঠি হতেই পারে ;) মন্দ নয় ভাবনাটুকু :)

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা সবসময় ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


পত্রকাব্য ভাল লেগেছে!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর এলেন :)

ভাল লাগাটুকু অনুপ্রাণ হয়ে রইল অন্তপুরে :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

আনু মোল্লাহ বলেছেন: চিঠিহীন যুগে এমন চিঠি পড়ে আপ্লুত হলাম। ধন্যবাদ প্রিয় বিদ্রোহী।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হুম। আমাদের আবেগও কেমন বদলে যাচ্ছে সময়ের তালে! ভেবে অবাক লাগে!
সূখের সংজ্ঞাও তাই পাল্টে যাচ্ছে দ্রুতই।
একটা নীল খাম যে পুলক দিত- এখন লিটনের ফ্লাটেও সে অনুভব কই?
অনুভবের গভীরতা থাকলে না দেখেও সেই আনন্দ মেলে-সাত সমুদ্দর তের নদীর ওপারে থেকেও :)

অনকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা প্রিয় আনুমোল্লাহ :)

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

শায়মা বলেছেন: ডানা ভাঙ্গা পাখিরা কি দিয়ে চিঠি লিখে?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

উপরে ছবিতে দেখ নাই পালক দিয়া ;) হা হাহা

অনেক অনেক ধন্যবাদ শায়মাপু :)
শুভেচ্ছা অন্তহীন

গোলাপী এখন ট্রেনের মতো রেমো এখন জেলে :P ! সিরিজ হবে নাকি? =p~

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

জাহিদ অনিক বলেছেন:


আমি কারও চিঠি পাই না,
কেউ আমাকে লিখে না।
আপনার যত চিঠি আছে
পুড়িয়ে দিন

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ডিজিটাল চিঠি পুড়ায় কেমনে ;) ???

আহা দু:খ করেনা কবি!
নিশ্চয়ই কেউ লিখবে। দারুন স্বপ্নময় কাব্য! মন ভাঙ্গার নয় :)
সেদিন চিঠির ভাজের শুকনো গোলাপকেই অমূল্য মনে হবে! :)

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: চিঠি পড়ি না, তবে আপনার শেষ চিঠি পড়তে ভালো লাগল।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ সুমনদা :)

শুভেচ্ছা অফুরান

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

শামচুল হক বলেছেন: দারুণ লাগল পত্রকাব্য।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামচুল হক :)

অনুপ্রাণীত হলাম

শুভেচ্ছা আর শুভকামনা রইল অন্তহীন

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: দেশে মোবাইল ফোন এসেছে
চিঠি বন্ধ হয়েছে ভালবাসার কথা
এখন বাতাসে উড়ে !!! :)


চিঠি পড়ে একটা চিঠি লিখতে ইচ্ছে করছে কিন্তু লিখব কার কাছে !! :)

ভালো লাগা রেখে গেলাম,ভাই।
শুভ কামনা রইল ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
বাতাসে ওড়ে বইলেকি বাতাসের মতই পলকা সম্পর্কগুলো এখন!!!

লিখে ফেলুন কল্পরাজ্যের প্রেয়সির কাছে :) মনের মাধূরি মিশিয়ে আকুতিতে আকুল হয়ে ;)

ভাললাগাটুকু হৃদয়ে তুলে রাখলাম
শুভকামনা অন্তহীন

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

আখেনাটেন বলেছেন: প্রেমের এই তীব্র আর্তিতেও কি দেবী সাড়া দিচ্ছে না। এত ভয়ঙ্কর পাষাণ মন।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
দেবি বলে কথা :)

আরো পুজো চাই, আরো বলিদান, তবেইনা দেবির তুষ্টি :P

অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফুরান

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ বেশ দারুণ লাগলো কবিতাটি।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নেক ধন্যবাদ সুজন ভায়া :)

শুভেচ্ছা আর শুভকামনা জানবেন

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২

টুনটুনি০৪ বলেছেন: একখানা লাইক প্রদান করিলাম।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ্লাইক পাইয়া আনন্দিত হইলাম :)

অনেক অনেক ধন্যবাদ টুনটুনি :)
শুভেচ্ছা

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪০

নূর-ই-হাফসা বলেছেন: শেষ চিঠি ভালো লাগলো । তবে এমন চিঠি লিখুন যেটা কখনো শেষ চিঠি হবে না ।
চিঠি যদিও এখন কেউ লিখে না । তবে আমার কাছে মনে হয় চিঠি লেখায় যত আবেগ তুলে ধরা যায় অন্য ভাবে তা যায়না ।
চিঠিতে নিজেকে আড়াল করার ইচ্ছে টা কম হয় , কিন্তু মেসেজ লিখতে গিয়ে হাজার বার ভাবতে হয় কিংবা মুছতে হয় ।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

এখন বুজি আবেগও ডিজিটাল! কর্পোরেট! কিছুটা ফিল্মাবেশিত!

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

সোহানী বলেছেন: ভালো লাগলো...............

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অফুরান

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

আটলান্টিক বলেছেন: আকাশের চাঁদ পেলে তুমি ধন্য হলেও চাঁদের কষ্ট হবে
এই একটি লাইনই যথেষ্ঠ আপনার কাব্যজ্ঞান প্রমাণ করতে।
আমি কবিতাটা একটু দেরিতে পড়ে গেলাম কিছু মনে করবেন না হা হা :)

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃতির পাঠশালায় এখনো ছাত্র :)

অনেক অনেক ধন্যবাদ। কথায় আছেন বেটার লেট, দেন নেভার :)
পড়েছেন মন্তব্য করেছেন অনেক অনেক ধন্যবাদ আবারো :)

শুভকামনা রইল

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইস্স্'রে আমার সময় নেট কানেকশন ছিল না, যদি থাকতো আমি পরাজিতদের দলে থাকতাম না!!



চিঠিতে ভালো লাগা রইল

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

জয় পরাজয় বড়ই আপেক্ষিক! কখনো পেয়েও পাওয়া হয়না, আবার না পেয়েও সব পাওয়া হয় ;)

অনেক ধন্যবাদ। শুভেচ্ছা অন্তহীণ

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




আলাভোলা কবির সবকিছুই ভুলে থাকা ভালো । নইলে ভুল করে আকাশের প্রিয়তমা চাঁদটাকে নামিয়ে আনতে গেলে ডানাই যে ভেঙে যাবে শুধু !

শেষ চিঠি দেখে নিজের লেখা অসমাপ্ত বা রাফ একটি কবিতা থেকে ক'টা লাইন তুলে দিলুম ---
হে অন্তর্যামী ! কি করে এখন লিখি ?
থামেনা কেন পক্ষকাল
আঙুলের নাচনের রেশ -
“ ভালো আছো তো ? ” শুধু এইটুকু
কেন যে লেখাই হয়না শেষ !

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

হে অন্তর্যামী ! কি করে এখন লিখি ?
থামেনা কেন পক্ষকাল
আঙুলের নাচনের রেশ -
“ ভালো আছো তো ? ” শুধু এইটুকু
কেন যে লেখাই হয়না শেষ !

মুগ্ধতা! অসমাপ্ত কবিতার সমাপ্তি শীঘ্র ঘটুক! আমরাও রসাস্বাদন করে তৃপ্ত হই :)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া :)
শুভেচ্ছা শুভকামনা অফুরান

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

পথিক সরদার বলেছেন: মনে পরে গেলো সেই হারানো দিনগুলি।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

যাক মনেতো পড়ল :) সেইবা কমকিসে ;)

অনেক অনেক ধন্যবাদ ভ্রাত:

শুভেচ্ছা আর শুভকামনা রইল

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রামানিক দা!
অনেক ধন্যবাদ

শুভকামনা অফুরান

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

যখন মন্তব্য লিখছি সূর্য যাচ্ছে পাটে!
বিদায় ২০১৭

স্বাগত ২০১৮। আপনার জন্যেও শুভেচ্ছা অফুরান

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

নীলপরি বলেছেন: খোলা চিঠিটা পড়লাম । মন ছুঁয়ে গেলো ।
+++++++++
শুভকামনা।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

মুন ছুঁয়েছে জেনে ভাল লাগল

শুভেচ্ছা নিউ ইয়ারের :)

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২

মলাসইলমুইনা বলেছেন: দেবী তুষ্ট হোক, ভাঙা ডানা জোড়া লাগুক, কাব্যে কাব্যে মহাকাব্যময় হোক নতুন বছর ....কবি নতুন বছরের শুভেচ্ছা |

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক কৃতজ্ঞতা শুভকামনায়

শুভেচ্ছা অনন্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.