নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

দ্বিপদী পয়ার

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬


নিত্য জল-ছাকনিতে ছাঁক ময়লা
বিবেকের ছাঁকনি জাগাও এ বেলা।

তুমিই তোমার ভাল মন্দের দায়ী
হোক দেহ, হোক মন- দায়টা তোমারই।

খাদ্য নির্যাস রক্ত, রক্ত নির্যাস মনি
ছিলে কোথা? ফুলে-ফলে-জলে ভেবেছোনি?

বড় খায় ছোট : প্রাকৃতিক টিকে থাকা
বিবর্তনের চক্রই সত্য, ভবে নই কেউ একা!

তুমি ছিলেনা, কিছু ছিল না! এলে সবই পেলে
তুমি থাকবেনা কিছুই রবেনা, জন্ম চক্র না-পেরুলে।

সিংহ-হরিণ: অস্তিত্বের বাস্তবতায়, ভ্রু কুচকাই
মশলার আড়ালে গোগ্রাসে চিবুই; হায়েনাও লজ্জ্বা পায়।

জুম ইন হতে-হতে আতংকে আঁতকে উঠি
আমি কেউ নই-কেবলই পোকা-মাকড়ের ঘরবসতি।

তোমাকেই খুঁজি, ইতি-উতি সপ্তাকাশ পাহাড়নদী
ত্রিনয়নে দেখি আমিই তুমি, আমাতে-আমি হারাই যদি।

নিত্য ক্রিয়াশীলতা
তুমিই বিধাতা ।

মন্তব্য ৬২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


ওয়াজ মাহফিল?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: গুনিজন বলে গেছেন প্রত্যেকের ভাবনা তার জ্ঞান দ্বারা সীমাবদ্ধ !

আপনার মন্তব্য আপনার ভাবনার ছায়া ;)

ধন্যবাদ ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: অর্থবহ এবং সুন্দর। +।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

অনেক দিন ভাবনাগুলো কুড়ে কুড়ে যাচ্ছিল। আবার প্রত্যেকটা নিয়ে লিখলে বিশাল সিরিজ হয়ে যায়!
বিকেল দ্বিপদী পয়ার ভাবনাটাতেই নির্যাস টুকু ধরে রাখার চেষ্টা করলাম।

অনুভবে অনুপ্রানীত হলাম। শুভেচ্ছা অফুরান

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


"বিবর্তনের চক্রই সত্য", জোশে ভুল ওয়াজ করে বসলেন নাকি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভুল ভাল প্রি-কন্সেপ্সনের দোষ সব ;) কি আর করা। আগে নিজেকেই নিজে খুঁজে নিন!
দোহারার ধাধা কেটে যাবে আশা করি ;)

:)

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

সোহানী বলেছেন: হাঁ, যেভাবে রাধুনি মসলা লাগায়ে চিবাই তাতে সব কিছুই উপাদেয় হয়ে যায়.............. হাহাহাহা.......... আই লাভ ইউর থট।

+++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
রসনার যাচনায় জীবন বয়ে যায়
যোগাতে আর ভোগেতে শেষ সময়ে-
নিজেকে হারাতে গিয়ে মনে হয় হায়
একবারও দেখলাম না নিজেকে চেয়ে!

দারুন অনুভবে অন্তহীন কৃতজ্ঞতা :)
শুভেচ্ছা অফুরান :)

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক ভালো লাগলো বিদ্রোহী ভাইয়া !!!

প্রথমত দ্বিপদী পয়ার ছন্দ একটু আলদা ভাবেই ভালোলাগোলো সাথে আপনার জীবনবোধ; যেমন অর্থবহন করে তেমনি প্রশান্তি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা :)

এমন মন্তব্য পেলে লেখার স্বপ্ন বেড়ে যায়।

রুবাই নিয়ে ঘাটতে ঘাটতেই মনে হল দ্বিপদীতে নেয়ে আসি :) নাওয়া সার্থক হল :)
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা প্রশান্তিনুভবে :)

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

ওমেরা বলেছেন: কবিতাটা অনেক ভালই লাগল।কিন্ত দ্বিপদী পয়ার মানে কি?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ওমেরা :)

দ্বিপদী মানে দুই পদের বা দুই লাইনের, পয়ার নিয়ে আলোচনা তো বিশাল!!
সংক্ষেপে এটুকু বলা যায়- প্রথম চরণ ও চতুর্থ চরণ এবং দ্বিতীয় চরণ ও তৃতীয় চরণের অন্ত্যমিল রক্ষিত হয়, তাকে পয়ার ছন্দ বলে।পয়ার ছন্দে কবিতার প্রতিটি ছত্র বা চরণের শেষেই ভাবের আংশিক বা সামগ্রিক পরিসমাপ্তি ঘটে। এই ছন্দে শব্দের মধ্যবর্তী বা শেষে ব্যবহৃত খণ্ড ত এবং অনুস্বর কে বর্ণ হিসাবে গণনা করা হয় না। মধ্য যুগের বাংলা কাব্যে প্রধান ছন্দ রীতিই ছিল পয়ার।
:)

শুভেচ্ছা সবসময় :)

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

মন্তব্যে অনুপ্রাণীত। শুভেচ্ছা অন্তহীন

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৬

ব্লগ সার্চম্যান বলেছেন: বরাবরের মতই ভালো লাগা । :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া অনেক অনেক :)

নতুন ট্রাই করলাম এ দ্বিপদী। প্রতি দুই লাইনেই পূর্ন ভাবের প্রকাশ।
অনুপ্রাণীত হলাম আপনাদের সাথে থাকায় :)

শুভেচ্ছা

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৩

নতুন নকিব বলেছেন:



শুভকামনা, প্রিয় কবি। ব্যতিক্রমি কবিতা।

চাঁদগাজী ভাইয়ের দৃষ্টিশক্তি তো দেখছি পূর্নমাত্রায় বহাল। ব্যস্ততা অনেক থাকলেও পছন্দের খোঁচা দেয়ার পয়েন্ট কিন্তু খুঁজে পেতে ভুল হয় না তার।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

ওয়ান আইড হলে যা হয়! ভাবনার একমূখিতা বহুর সন্ধান পায়না ;)
আর জ্ঞানের সীমাবদ্ধতার কথাতো বলা বাহুল্যই বটে! সীমা অতিক্রম করতে পারে খুব কম জনায়! ;)

ভাল থাকুন। শুভেচ্ছা


১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা ভৃগু ভাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল :)

অন্রপাণীত হলাম। শুভেচ্ছা

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। চলার মধ্যে সৃষ্টি থেমে থাকার মধ্যে নয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

নির্যাসটুকু অনুভবে কৃতজ্ঞতা। প্রতি দু লাইনে ভিন্ন ভিন্ন জীবানুভব,
চেতনার গহনে ডুবে খুঁজে পাওয়া চিন্তার বিকাশ প্রকাশের ক্ষুদ্র চেষ্টায় অনুপ্রানীত করায় ধন্যবাদ।

শুভেচ্ছা শুভকামনা সবসময়।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: ইসলামী কবিতা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ধারনা খূবই পয়ার দূরাস্ত!

ভাল করে পড়ুন। বুঝুন। তারপর মন্তব্য করুন।
শুভেচ্ছা

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: ৪, ৬, ৭ এই তিনটে বেশ লেগেছে!

৪ নম্বর যদি রূপকার্থে মনুষ্য জীবনে অ্যাপলাই করি তবে নিয়মটা ভয়ংকর ক্ষতির কারন হয়ে বহাল ছিলো, আছে থাকবে! এ নিয়মের কাছে সাম্যের অবস্থানটা প্রশ্নবিদ্ধ নয় কি??

৬ নম্বরটা পড়ে কিঞ্চিৎ হাসি পেল! মনে হল আমরা আসলে সুবিধাবাদী সাধুজন ছাড়া অন্য কিছু নই!

৭ নম্বরটা চির সত্য যদি না সাইনটিস্টরা উল্টাপাল্টা কিছু একটা করে বসেন!!

++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছু কিছু মন্তব্য ভাবায়, সহায়তা করে এবং পূর্ণতায় বাঙময় করে সৃষ্টিকে :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া।

কি যে শূন্যতায় ভরে ছিল পয়ার গুলো! শূন্য লাগছিল অথচ দৃশ্যমান হচ্ছিল না। আপনার রিমার্ক করা মন্তব্য সহজ বিষয়াট সহজতর করে দিল!

হুম ভালই বলেছেন। তবে ৪ ই কিন্তু চলছে সমাজে। শুনতে খারাপ লাগলেও বৃহৎ ভাবনায় দেখুন পূজির গ্রাসে ছোটদের গিলে খাচ্ছে বড়রা, সামাজিক বৈষম্যের দিকে তাকান একই সত্য! জ্ঞান বিকাশেও দেখূন ক্লাসিফায়েড! কর্পোরেট ভিতটাই এ মূল সত্যকে পলিশড করে সুন্দর নামের আড়ালে ঢেকে রাখা। মানবতাবাদ যেখানে সে সবকে মিলিয়ে দিতে চায়- কর্পোরেট তা সযত্নে লালন করে নানা এটিকেটের নামে, নানা বাহারী উপস্থাপনায় নয় কি;) ধন্যবাদ আবারও

১-২ এ আত্মা ভাবনার, ৩ এ জন্মচক্র, ৪ এ যোগ্যতমের টিকে থাকার, ৫ এ মানব জন্ম চক্রর হাকীকত,৬ রুপকে নিজের ব্যবধান খুঁজে ফেরা, ৭ এ বিজ্ঞানের আশার পাশে আপনার নিজেরই কিন্তু শক্তি আছে ঘরবসতি নিয়ন্ত্রনের- অব্শ্য আমরা পাশে ঠেলে রাখি অবহেলে ;), ৮ এ আত্মদর্শন ৯ এ পরম সত্যানুভব! :) সরলীকরণ! বিশেষায়িত করতে গেলে হয়তো মাত্র বদলে যাবে ;)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ভায়া!

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো সুন্দর । ভালো লাগলো

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নূর-ই-হাফসা :)

ভাল লেগেছে জেনে ভাল লাগল। শুভেচছা আর শুভকামনা অন্তহীন।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এ দ্বিপদী পয়ার খুব চমৎকার হয়েছে। প্রতিটি দ্বিপদী ভাবনার দুয়ার খুলে দেয়। শেষেরটা যেন উপসংহার- অতি চমৎকার!
প্রতিমন্তব্যগুলোতে আপনার মনের উদারতার পরিচয় পাওয়া যায়। কিছু প্রতিমন্তব্যে খুব সুন্দর কথা বলেছেন- সেগুলোতে 'লাইক'।
কবিতায় ভাল লাগা + +

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ ধন্যবাদ প্রিয় দা সিনিয়র :)

মন্তব্যে আপ্লুত :)

গত ক'দিন এ সকল ভাবনারা প্রায় এক্সপ্লোশন ঘটাতে চলছিল! সবসময় গিজ গিজ গিজগিজ - - -
দেখী রিলীজ না দেয়া পর্যন্ত শান্তি নেই! আবার প্রতিটি বিষয়ই এত ব্যাপক একটা দুটো কাব্য যেন সব বলা হবেনা, যাবেনা!
কি করি কি করি...!
এর মাঝে পরম শ্রদ্ধাভাজন ওমর খৈয়ামের রুবাই নিয়ে পড়ছিলাম্ চতুর্পদী দারুন দারুন কাব্য! তার ইতিহাস!

তখনই পেয়েছি বলে নিরব চীৎকারে- ভাবনাকে হার্ডকোর জিপ করে নিয়ে এলাম দ্বিপদে :) হা হা হা
ব্যাস সকল ভাবনারা মুক্ত হয়ে ভারমুক্ত করে দিল আমায় :)

আপনাদের ভাললাগা আর অনুপ্রেরণায় সাহস পেলাম। আপনার অনুভব সবসময়ই সম্মানীয়। :)

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

বিলিয়ার রহমান বলেছেন: ১, ২ কে উপদেশ ভেবেছিলাম!

৩-এ ছিলে কোথা?? এর উত্তরটাই হয়তো ভাবের পরিনতি!

৮,৯ -এ আত্মদর্শন নিয়ে ইচ্ছে করেই ভাবছিনে! হয়তো এর উপযুক্ত হয়ে উঠতে পারিনি এখনো!

প্রতিউত্তরে(৭ নম্বরের) আপনার সাজেশনটস ভালোলেগেছে!



সুন্দর প্রতি উত্তরের জন্য থ্যাংকু! :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

যা নিজের জন্য আত্ম ভাবনা তাই অন্যের জন্য উপদেশ ;) ভাবা যেতেই পারে!
জেনেটিক্যালি বাই ডিফল্ট আমরা উপযোগী! (বাবা আদমেক সকল বিষয়ে জ্ঞান দেয়ার আল্লাহর বিবৃতি মতে )
কিন্তু পরিবেশ পারিপাশ্বিকর্তার অভাবেই যত দুদোল্যমনতা!-
উন্নত বিশ্বের শিক্ষা আর আমাদের ব্যবস্থার অসামঞ্জস্যতায় আমাদের পিছিয়ে থাকার মতো!

ভাল লগায় আমারো ভাল লাগছে।
আরেক প্রস্থ কৃতজ্ঞতা সৃষ্টির মেকাপে;) সহযোগীতায়! ভাল থাকুন।
অনেক অনেক শুভকামনা।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:




ভাবানার ফোয়ারা পয়ার....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ ডানা ভায়া :)

অনেক অনেক ধন্যবাদ।
হুম :) সামান্য চেষ্টা - - -
অনুপ্রাণীত হলাম

শুভেচ্ছা শুভকামনা সবসময়।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

তারেক ফাহিম বলেছেন: খুব সুন্দর অর্থবহ বাণি।

ভালোলাগা জানবেন ভৃণ্ড ভাইয়া ++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

নীলপরি বলেছেন: প্রত্যেকটাই ভালো লেগেছে ।
একটা ছোটো টাইপো দেখলাম মনে হোলো , আতকে < আঁতকে ।

শুভকামনা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবগুলো ভাল লেগেছে জেনে আশ্বস্ত হলাম :)

অনেক অনেক ধন্যবাদ টাইপো নজরে আনায়। ঠিক করে দিচ্ছি :)

শুভেচ্ছা শুভকামনা সবসময়।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

শাহিন বিন রফিক বলেছেন: খুবই ভাল লাগল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহিন বিন রফিক :)

শুভেচ্ছা জানবেন।

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুবই সুন্দর কবিতা। পয়ারের ব্যাপারটা আমারও জানা ছিল না। ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

অনুপ্রানীত হলাম। শুভেচ্ছা জানবেন।

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিত্য ক্রিয়াশিথিলতা
তুমি বিধাতা ;)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

শীলতায় শিথিলতা মাত্রার রকমফের মাত্র ;)
তৃতীয় মাত্রার গতিবেগে পঞ্চম মাত্রায় চলবে কেনু;)

বলেছেইতো আমার এক দিন তোমাদের ৫০ হাজার বছর :)
শিথিলতার দেখছেন কি? হা হা হা

অনেক অনেক ধন্যবাদ রাজপুত্তুর :) শুভেচ্ছা অফুরান।

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



দ্বিপদী পয়ার হয় কি ?
অবশ্য ওমেরার মন্তব্যের জবাবে বলেছেন - দ্বিপদী মানে দুই পদের বা দুই লাইনের, পয়ার নিয়ে আলোচনা তো বিশাল!!
সংক্ষেপে এটুকু বলা যায়- প্রথম চরণ ও চতুর্থ চরণ এবং দ্বিতীয় চরণ ও তৃতীয় চরণের অন্ত্যমিল রক্ষিত হয়, তাকে পয়ার ছন্দ বলে।পয়ার ছন্দে কবিতার প্রতিটি ছত্র বা চরণের শেষেই ভাবের আংশিক বা সামগ্রিক পরিসমাপ্তি ঘটে। এই ছন্দে শব্দের মধ্যবর্তী বা শেষে ব্যবহৃত খণ্ড ত এবং অনুস্বর কে বর্ণ হিসাবে গণনা করা হয় না। মধ্য যুগের বাংলা কাব্যে প্রধান ছন্দ রীতিই ছিল পয়ার।

এই অর্থে আপনার লেখাটি "দ্বিপদী" এটা ঠিক আছে । তবে এই যে বললেন - প্রথম চরণ ও চতুর্থ চরণ এবং দ্বিতীয় চরণ ও তৃতীয় চরণের অন্ত্যমিল রক্ষিত হয়, তাকে পয়ার ছন্দ বলে। কিন্তু আপনার চরণ তো মাত্র "দু'টি"

পয়ার নিয়ে আলোচনা যেহেতু বিশাল এবং আমারও বোঝার অগম্য তাই আমার মনে হয় পয়ার সম্পর্কে সত্যেন্দ্রনাথ দত্ত যা বলেছেন সেদিকে একটু খেয়াল করি । তিনিও অবশ্য পয়ার বলতে আলাদা একটা ছন্দই বুঝতেন । পয়ারের বর্ণনা দিতে গিয়ে লিখছেন “আট-ছয় আট-ছয় পয়ারের ছাঁদ কয়”, ওইটেই হচ্ছে পয়ার-বন্ধের সঠিক বর্ণনা। আট-ছয় বলতে এখানে আট-ছয় মাত্রার বিন্যাস বুঝতে হবে। অর্থাৎ যে-সব পঙক্তি আমাদের পড়বার ঝোক অনুযায়ী দুটি অংশে বিভক্ত হয়ে যায়। এবং যার প্রথমাংশে পাওয়া যায় আটটি মাত্রা ও দ্বিতীয়াংশে ছটি, তাদেরই আমরা বলি পয়ার-বন্ধে বাঁধা পঙক্তি।
আবার অন্যত্র দেখি লেখা আছে অক্ষরবৃত্ত কে অনেকে ভুল করে পয়ার বলেন । আসলে অক্ষরবৃত্ত এর মধ্যে বিখ্যাত হলো পয়ার। এক লাইনে ১৪টি মাত্রা বা ১৮ টি মাত্রা থাকে পয়ারে। আরো বেশি, ২২, ২৬ হলে তাকে মহাপয়ার বলে। ১৪ মাত্রার উদাহরণ: লাখে লাখে সৈন্য মরে হাজারে হাজার। শুমার করিয়া দেখে, চল্লিশ হাজার।
এসব হলো তিন প্রকার ছন্দের প্যাঁচ । এই প্যাঁচ বোঝা আমার পক্ষে সম্ভব নয় । জটিল .... খুব জটিল বলে মনে হয় । নিজের অপারগতা প্রকাশ করেই বলি , আপনার কাছে যদি কবিতা ছন্দ, মাত্রা ইত্যাদি সম্পর্কে সহজ সরল করে বোঝার কিছু থাকে তবে জানালে খুশি হবো ।

আর কথা বাড়াচ্ছিনে । এবারে আপনার দর্শনমন্ডিত কবিতার কথা কিছু বলি ----
১ম আর ২য়টি দারুন ফিলোসোফিক্যাল ।
৪র্থটির চক্রই সত্য, বীরভোগ্যা বসুন্ধরা ।
৮মটিতে ছান্দোগ্য উপনিষদের দুটি শব্দ “ তৎ তমসি "রই ছায়া । জীবনই তো একমাত্র বলে - তুমি্‌ই তুমি , তুমিই সে , তুমিই তিনি ।

চমৎকার লেখা ।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দ্বিপদী পয়ার হয়কি?

উরিব্বাস! বিজ্ঞ এ প্রশ্নের উত্তর আপনার বিজ্ঞ পোষ্ট ননেট-ইচ্ছবৃত্তের ভূমিকাতেই আছে মনে হয়!


পয়ারের তিন চার আট ছয় মাত্রা গুলো বহুপদী পয়ারের ক্ষেত্রে ধরে নিতে পারি। এখানে যেহেতু দুই পদেই শেষ তাই সেগুলৌ ধর্তব্য নয়। আর অষ্টক ষষ্টকের বিধানো মুক্ত পয়ার ধারায় শিথিল বলে ভাবা যেতেই পারে।
খনার বচন গুলৌ দ্বিপদী পয়ারের ভাল নমুনা বলা যেতে পারে! পারেনা কি?
আসলে ছন্দের প্যাঁচ । এই প্যাঁচ বোঝা আমার পক্ষে সম্ভব নয় । জটিল .... খুব জটিল বলে মনে হয় । নিজের অপারগতা প্রকাশ করেই বলি -- খূজে ফিরছি একটা নিজের মতো ননেটিয় মুক্ত ষ্টাইল বা ইচ্ছাবৃত্তের স্ব-বৃত্ত :)
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
আপনার ঋদ্ধ মন্তব্যে সবসময়ই ভাবায়, শেখায়, অনুপ্রানীত করে।

৮ম পয়ার প্রসংগে- সত্যতো শুরু থেকেই একই ছিল! সময়ান্তরে আর মনুষ্য কামনায় কালে কালে যত রুপান্তর!!!

অবারো অনেক অনেক ধন্যবাদ কৃত্জ্ঞতা ও শুভেচ্ছা :)

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

কানিজ রিনা বলেছেন: ৮ ও ৯ যথাযত তৃনয়ন মেলতে পারে
কয়জন? আমারে চিনিনা আমি। খুজি
ফিরি আসমান জমিন পাহাড় নদী।
নড়েচড়ে হাতের কাছে খুজলে জনম
ঘর মেলেনা।
চাঁদুর মস্তিস্ক পরিধি কম, সবার মস্তিস্ক
সমান ভাবে সৃস্টি না।
তবে ২ নং সত্য বড় সত্য, বার বার পড়লাম
এত ভাললাগা বুঝাব কেমনে। অসংখ্য ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
চেষ্টাইতো করে না, খোলা না খোলা তো পরের কথা। ভব আর ভোগ মোহ কাটছেই না!

২এর কথা কোরআনে বারবার বলেছ- মানুষ নিজেই নিজের কর্মফল রচনা করে নিত্য কর্মে।
অথচ দোষারুপ করে অদৃশ্যে!!!

মুগ্ধতাটুকু ছুঁয়ে গেল হৃদয় :) অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আর শুভকামনা

২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!!!!!! :)

০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শায়মাপু :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

২৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

হাফিজ বিন শামসী বলেছেন:

নিত্য ক্রিয়াশীলতা
তুমিই বিধাতা।


হাজার প্রশ্নের উত্তর যেহেতু মিলেছে ।সুতরাং বলা যায়, চিন্তার সমাপ্তি ঘটেছে।


কর্ম কি কখনো নিজেই কর্তা হতে পারে?





০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্ত অসীমকে আপনি সসীম ধারায় বুঝবেন কি করে?

আপনার মাত্রার সীমাবদ্ধতায়ই তা সম্ভব নয়!
চেষ্টা করাও মাত্রার শর্তাবদ্ধ! কারণ আপনার বোধ, আপনার চেতন আপনার প্রশ্নও সেই মাত্রাবদ্ধ সসীম প্রাপ্ত জ্ঞন থেকে আহিরত, অনুভব করা সসীম বোধ মাত্র।

হ্যা যারা পেরেছে সসীমের সীমাকে অতিক্রম করে যেতে সেই পরমের কৃপায়- তারা কিঞ্চিত অনুভব করতে পেরেছ সেই মহামহিমের ধুলিকনা সম নজরা, নজিরা!
তারা আম বোধের উপযোগী করেই তাকে রুপদানে সচেষ্ট হয়েছেন যাতে বোধের সীমায় তা ধারন করতে সক্ষম হয়! এবং তার ফূর্নতার স্বপ্নে চালীত হয়।

কর্ম কর্তা নয়, কর্তা থেকে জুদাও (পৃথকও) নয়।
শিল্পীর ছবি দেখে, গান শুনে, লেখা পড়ে যেমন আমরা কর্তকে খুঁজে পাই
তার ভাবনাকে, তার চেতনাকে রিলেট করতে পারি-তেমনি আরকি!
এই মহা বিশ্বে মহা সৃষ্টিশীলতায়-তার কর্মেই খুঁজে দেখুন কর্তার পরিচয় পেলেও পেয়ে পেতে পারেন ;)

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




হা...হা...হা.... আমার ননেট লিখনের শানে-নযুল তুলে ধরেছেন । ওখানে আমি "সনেট"কে "ননেট" বানিয়েছি , সনেট লিখিনি।
সেই ইচ্ছবৃত্তের সূত্রে আপনার এটা হওয়া উচিৎ ছিলো "দয়ার" বা "দুয়ার"B-) দু'লাইনের পয়ার থেকে 'দয়ার" । আমারটা যেমন সনেট থেকে ননেট । :P

নিজের মতো ননেটিয় মুক্ত ষ্টাইল বা ইচ্ছাবৃত্তের স্ব-বৃত্তে লিখুন । কেন অন্যদের ধারায় আমাদের লিখতে হবে ? কে মাথার দিব্যি দিয়েছে ? কবিতা বোদ্ধারা কবিতাকে নিয়ম কানুনের ফাঁসের দড়িতে কষে বেঁধে যতোই পয়ার, মহাপয়ার, সনেট, অমিত্রাক্ষর, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ইত্যাদির শূলে চড়িয়ে দিতে চান , আমরা তো তা না ও চাইতে পারি ! কবিতা বোদ্ধারা যদি আইন বানাতে পারেন, তবে অ-বোদ্ধা আমরা তা পারবোনা কেন ?

তাহলে বলতে চাচ্ছেন আমার ইচ্ছাবৃত্ত ষ্টাইলে কবিতা লেখার ফজিলত আপনি পেয়েছেন ? হাদিয়া কই ???????? :P

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন বলছেন -"দয়ার" বা "দুয়ার"।

কিছুটা সেইরকম ভাবনা থেকেই দ্বিপদী পয়ার বলা। কারণ পয়ারেতো দ্বিপদী নেই। তাই ইচ্ছাবৃত্তে এটাই নতুন ;) :P
আপনার জ্ঞানগর্ভ আলোচনায় আরো ভাবনার খোরাক দিল। কৃতজ্ঞতা্

আবার জিগস! :P ফজিলত পুরাই পুরা! হাদীয়া তোলা রইল!
সেই শুভক্ষনে মিলব দুজনে
হবে বিনিময় হাদীয়া ভোজনে ;) হা হা হা

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সৈয়দ ইসলাম বলেছেন:
আহ, কবিতাটি জোশ হয়েছে, ইচ্ছে করছে প্লাসে প্লাসে ভরিয়ে দেই। কিন্তু...

এই মিষ্টিগুলো আপনাকে দিলাম। নিজেরটা নিয়ে বাকিগুলো বণ্টন করে দেন
আহ, কবিতাটি জোশ হয়েছে, ইচ্ছে করছে প্লাসে প্লাসে ভরিয়ে দেই। কিন্তু...

এই মিষ্টিগুলো আপনাকে দিলাম। নিজেরটা নিয়ে বাকিগুলো বণ্টন করে দেন

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

হাড়ি ভরা মিষ্টি!!!!! :)

অনেক অনেক ধন্যবাদ। সবাইকে নিজ দায়িত্ব খাওয়ার বিনীত অনুেরাধ রইল :) :P

আপনার জোশটুকু অনুপ্রাণ হয়ে রইল :)
শুভেচ্ছা অন্তহীন

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সৈয়দ ইসলাম বলেছেন:
হাড়ি আপনার ঘরে পৌঁছে গেছে। এগুলো আপনার হয়ে গেছে, সুতরাং এগুলোর উপর আমার আর কর্তৃত্ব খাটানো জায়েজ হবে না ;)

আপনাকেই কষ্ট করে মেহমানদের মেহমানদারিটা করাতে হবে। =p~

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হুম, তবে তাই হোক। দয়ােলর অসীম কৃপা অফুরান সিক্ত করুক আপনাকে :)

৩০| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪

ত্বরিকুল ইসলাম বলেছেন: শিরোনাম দ্বিপদী হলেই ভালো হত। কথা গুলো সুন্দর।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। পরামর্শের জন্য কৃতজ্ঞতা।

অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

৩১| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৫

জাহিদ অনিক বলেছেন:


বাহ ! দ্বিপদী ভালো লাগলো। আমি বায়োলজিতে পড়েছিলাম দ্বিপদী নামকরণ করেছেন ক্যারোলাস লিনিয়াস, এখানে দেখলাম বিদ্রোহী ভৃগু করেছেন দ্বিপদী কাব্য।

কাব্যের ভাব গভীর।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরিব্বাস!

কবির অন্তরিকতায় বিমোহিত!
ভাব গভীরতা অনুভবে লিখনির সার্থকতা :)

অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.