নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মা তুমিই প্রকৃতি

১৩ ই মে, ২০১৮ দুপুর ২:৩৪

১.
জন্ম থেকে
কিংবা তারও আগে
জন্মের জন্ম হল যখন
তখন থেকেই মা, মা তুমি প্রকৃতি।

পরতে পরতে
অনু পরমানুতে
সকল জন্মে সকল বিকাশে
মা তুমি নিত্য! মা তুমি জন্মদাত্রী ।

অন্তহীন রুপ
অনন্ত গুনে
ধারন, পালন লালনে
তুমি মা; তুমি রবের ছায়াচিত্রী।


২.
সিজদা মা তোমার চরণে
দিতেন আদেশ দিলে খোদার পরে-
যদিবা হয়নি বিধির বিধান
তবুও এ নিবেদন মা তোমার চরণ।

নয়ন মেলে দেখিনি কিছু তোমায় ছাড়া
ক্ষুধায় তোমার স্তন্য না পেলে হয়েছি দিশেহারা;
তিল তিল করে তোমার দয়ায়
আমার সকল সৃষ্টি প্রকাশ।

সকল বিপদ সকল বালা সরিয়ে
আঁচলে রেখেছো ঢেকে মাগো আমায় লুকিয়ে
তোমারই দোয়ায় শুভকামনায়
আজ আমি যা আপনা সকাশ।

৩.

পাই তোমার মাঝেই রবের প্রকাশ
তোমার মাঝেই দয়ার আভাস
তোমাতেই পাই জান্নাতের ছায়া
তোমাতেই পাই মওলার মায়া;

তোমারই চরণে ভক্তি সালাম
তুমি মা, তুমি মা, তুমি মা,
কৃতজ্ঞতায় নত হয় এ শির
চরণে তোমার মাগো চুমু দিলাম।

হে আল্লাহ! তুমি আমার
পিতা-মাতার প্রতি তেমনি করো দয়া
শিশুকালে করেছিল যেমনি তারা; দিও
তেমনি দয়া, না, না, তারচে বেশি মায়া।

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:৪০

আবু আফিয়া বলেছেন: চমৎকার,
সকল মা’র প্রতি জানাই আন্তরিক ভালোবাসা
“রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা”

১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আবু সুফিয়া :)

হুম সকলেরই একই প্রার্থনা “রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা”

অন্তহীন শুভেচ্ছা শুভকামনা সকল মায়ের তরে - - -

২| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:১২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমার সুরের সাথে সুর মিলায়ে বলি,
"জন্ম দিয়েছো আমাকে ওগো মা
তুমি প্রিয় মা,
পৃথিবীর আলো দেখালে ওগো মা
তুমি প্রিয় মা।"


আমার ব্লগে স্বাগতম।

১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন বলেছেন

অনেক অনেক ধন্যবাদ সোহাগ তানভীর সাকিব :)

মায়ের আশীষ থাকুক সবসময় আপনার উপর

৩| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:২৬

কাওসার চৌধুরী বলেছেন: মা দিবসের চমৎকার একটি কবিতা। পৃথিবীর সকল মায়ের জন্য আশীর্বাদ। আপনার মায়ের জন্য দোয়া রইলো।

১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

মা দিবসে শুধু নয় সকল সময় মায়েরা থাকুক ভাল
তবেই সন্তানেরা পাবে আলো :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল

৪| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: মাকে নিয়ে সুন্দর কবিতা।

১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল :)

সকল মায়ের আশীষ
থাকুক অহর্নিশ :)

শুভকামনা সবসময়

৫| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৮

ফারহানা সুন্দর মন বলেছেন: পৃথিবীর সব মার প্রতি রইল শুভকামনা

১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

মায়ের দোয়া
ভাগ্যে যায় পাওয়া :)

অনেক অনেক শুভকামনা

৬| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:১৯

তারেক_মাহমুদ বলেছেন: মা কি জিনিষ যাদের মা নেই তারাই বুঝতে পারে। পৃথিবীর সব ময়েদের সালাম জানাই। সুন্দর কবিতা। ++

১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
কেবল ইয়াতিমই জানে মাতৃহারার যাতনা!

পৃথিবীর সব ময়েদের সালাম জানাই।
ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা অফুরান

৭| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর :)

মায়ের আশীষ ঝড়ুক অবিরাম আপনার উপর

শুভকামনা সবসময়

৮| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সোহানী বলেছেন: এটি এমন একটি সম্পর্ক তার কোন তুলনাই হতে পারে না। মা যে কি সম্পর্ক তা প্রতিটি নি:স্বাসে ফিল করা যায়। পৃথিবীর সব কিছুর বিনিময়ে ও এ সম্পর্ক এর সাথে কোন তুলনা চলে না।

১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম।

অতুল তুমি মা
অতুল সকল খানে-
আছো থেকো অনন্ত
হৃদয় মধ্যি খানে।

দোয়া আশিষ পাঠাও জানি
ওপার থেকেও অবিরত
তুমি যে মা এপার ওপার
সবে তুমি কল্যানী নিয়ত:

যাদের আছে মা জননী
করোনা কেউ হেলা
প্রতি পল প্রতি ক্ষনে
করো সেবা সারাবেলা!

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা সোহানী


৯| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

মনিরা সুলতানা বলেছেন: এর চাইতে চমৎকার !! সুন্দর !! আর কি চাওয়া হতে পারে !!

হে আল্লাহ! তুমি আমার
পিতা-মাতার প্রতি তেমনি করো দয়া
শিশুকালে করেছিল যেমনি তারা; দিও
তেমনি দয়া, না, না, তারচে বেশি মায়া।


লেখায় মুগ্ধতা!!!

১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহই যে শিখিয়েছেন এমন করে চাইতে। তাইতো চা্ওয়া প্রকৃত সুন্দর :)

”রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা”

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মনিরাপু:)

মাতৃরুপে বিরাজ তুমি
আহা কত ভাগ্যবতী
স্বভাব গুনে মায়ের জাতি
ভক্তি প্রণাম নিও জ্ঞাতী।
:)
শুভেচ্ছা আর শুভকামনা সবসময়

১০| ১৩ ই মে, ২০১৮ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: মাকে নিয়ে দারুণ কবিতা। খুব ভালো লাগল

১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রমানিক দা'

মায়ের আশীষ সদা থাকুক আপনার সাথে
শুভকামনা সবসময়

১১| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:১৮

সুমন কর বলেছেন: মা'কে নিয়ে এখন আর কিছু বলতে পারি না !! মন ভারী হয়ে উঠে....

+।

১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

মন ভার হতে হতে এখন পাথর হয়ে গেছে!
মাঝে মাঝে স্মরণের গভীরে ব্যাথার ঝর্ণারা
কলকল বয়ে যায় - - -
সেই ঘ্রান, সেই আদর, সেই ভরসা
মা আআআ্আ অ মা আআআআআ
তুমি কই???

মায়ের দোয়া সবসময় থাকুক আপনার উপর। শুভকামনা রইল।

১২| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

প্লাসে অনুপ্রানীত হলাম।
মায়ের দোয়ায় থাকুক জনম জনম :)

১৩| ১৪ ই মে, ২০১৮ সকাল ৯:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মা-র তুলনা কারো সংগেই হয় না। মা অনন্ত, মা অসীম.....

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনন্য দায়িত্বশীল আমি :)

যথার্থ বলেছেন। বিশ্বে অতুলনীয় এই একিটই সম্পদ আছে।
মায়ের দোয়া থাকুক সদা . . .

শুভেচ্ছা আর শুভকামনা রইল

১৪| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:১০

নীলপরি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা । ++++++

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ নীলপরি :)

মায়ের আশীষ ঝড়ুক অবিরাম আপনার উপর
শুভকামনা সবসময় - - -

১৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: মা দিবসের কবিতা ভালো লিখেছেন।


আপনার মায়ের জন্য দোয়া রইলো।

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ কবি

ভাল লাগায় অনুপ্রান পেলাম :)
আপনার দোয়া পৌছে যাক অচিন পুরে মায়ের কাছে - - -

শুভেচ্ছা আর শুভকামনা রইল অন্তহীণ

১৬| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৩০

মিথী_মারজান বলেছেন: মা দিবসের সুন্দর শ্রদ্ধাঞ্জলি।
অনেক শ্রদ্ধা আর দোয়া রইল আপনার মায়ের জন্য।

পৃথিবীর সকল মা'কে জানাই বিনম্র শ্রদ্ধা।

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিথী_মারজান :)

বিনয়াবনত চিত্তে কৃতজ্ঞতা। আপনার দোয়া পৌঁছে যাক মায়ের কাছে অচিনপুরে....
সহমত
পৃথিবীর সকল মা'কে জানাই বিনম্র শ্রদ্ধা।

শুভেচ্ছা সতত

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: এ কবিতা পড়ে শিহরিত হয়!
কবিতায় সীমাহীন ভাল লাগা! + + + + ......
"তোমাতেই পাই জান্নাতের ছায়া
তোমাতেই পাই মাওলার মায়া"
- অন্তরে কথাটা গেঁথে রইলো....

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র:)

শিহরনে ভাললাগায় আর প্লাসে অন্তহীন কৃতজ্ঞথা আবারো :)

অনুভবের গহনে মায়ের শ্রেষ্ঠাবস্থানের লাইনদুটো অন্তরে গেথে গেছে জেনে আপ্লুত।
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা।
মায়ের আশীষ ঝড়ুক সবার উপর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.