নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৮

ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়
ঈদ হাসতে শেখায় ভালবাসতে শেখায় - - -

গানটির মতোই বলতে হয় ঈদ এসেছে । আবারও চলে যাবে। আমাদের কতটুকু হাসতে শেখায় বা ভালবাসতে শেখায় তা হয়তো আর বছর ধরে তা ভাবা হয়না। জীবন চলে গতানুগতিক - - -

প্রতি রোজার শেষেই আমরা গাই, শুনি মনে গহীন আনন্দ দোলা নিয়ে -

”ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে , শোন আসমানী তাগিদ। ”

তাগিদটুকু কি সত্যিই অনুভব করি? গানের কথাগুলো কি ভেবে দেখেছি? না ভেবে থাকলে আসুন ভাবি।
অনুভব করি। বাণীর গভীরতা, আহবান আর তা বাস্তবায়নে আমাদের করনীয়। তবেই না ঈদ হবে ঈদ :)
প্রকৃত আনন্দের। পূর্নতার। :)

”ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে , শোন আসমানী তাগিদ। ”
তোর সোনা-দানা, বালাখানা সব রাহেলিল্লাহ
দে যাকাত , মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্যউপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ।
ঢাল হৃদয়েরই তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয়মনে উম্মীদ।।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানীতাগিদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গানেই জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা

ঈদ মোবারক :)


মন্তব্য ৬০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৩

সনেট কবি বলেছেন: ঈদ মোবারক প্রিয় কবি।

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক প্রিয় সনেট কবি ভায়া :)

আনন্দে কাটুক সবার ঈদ

শুভেচ্ছা অফুরান

২| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৮

সেলিম আনোয়ার বলেছেন: এটা আমাদের দেশে ঈদের জাতীয় সংগীত।

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হুম। বিশেষত রোজার ঈদতো এটা ছাড়া একদম অচল্

জাতীয় কবির অনন্য এ সৃষ্টির কাছে বাঙালী মুসলিম চীরঋনি :)

ঈদ মোবারক কবি :)

৩| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৯

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!!!!!!!

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হেই শায়ামাপু
ঈদ মোবারক :)

শুনেছিলাম অসুস্থতার কথা! এখন পুরোপুরি সুস্থতো?

ঈদ কাটকু আনন্দে আর প্রশান্তিতে শুভেচ্ছা অন্তহীন

৪| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: সেই ছোট বেলা থেকে শুনে আসছি এই গান টি। রোজার ঈদ এর আগের দিন এই গানটি না শুনলে ঈদ ঈদ মনেই হয়না।

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ঠিক তাই!

এখনো মন খুলে হাই ভলিউমে বাজাচ্ছি পিসিতে :)

ঈদ মোবারক


৫| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

সৈয়দ তাজুল বলেছেন:

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ঈদ মোবারক

প্রো-পিক দেখেতো চিনতেই পারিনি ;) হা হা হা

অনেক অনেক আনন্দে আর খুশিতে কাটুক ঈদ
শুভেচ্ছা অফুরান

৬| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন।

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক

আপনার জন্যেও একরাশ ঈদের শুভেচ্ছা

৭| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৯

একাল-সেকাল বলেছেন: আমরা ঈদের খুশিটা নিয়ে এতই ব্যস্ত যে,
ঈদের দায়িত্ব/কর্তব্যের কথা মনেই রাখিনা।
বিরিয়ানিতে বেছে বেছে মাংস খাওয়ার মত,
আমরা ধর্ম পালন করি,
দায়িত্ব গুলোকে সাইড বেঞ্জে বসিয়ে খুশি গুলোকে বেস্ট একাদশে ষ্হান দিই। ফলাফল: অস্থির সমাজ

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন।

ঈদের খূশিতে আমাদের ব্যক্তিকেন্দ্রিকতায় আমরা সামষ্টিকতাকে হারাতে বসেছি।
যে গান দিয়ে ঈদ উদযাপন করি তার কথাগুলোর প্রতি গভীর মোনযোগে ভাবনার কথা এসেছি এ জন্যেই।
আপনাকে ধন্যবাদ সারাংশ উপস্থাপনে :)

ঈদ মোবারক
আমাদের ঈদ হোক সামষ্টিক সামগ্রিক :)

৮| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


বিপ্লবী ও বিদ্রোহীদের পক্ষ থেকে সশস্ত্র....

"ঈদ মোবারক";)


,

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এ আনন্দ ক্ষনে আবার গোলা বারুদের শুভেচ্ছা ;)
অবশ্য ব্যাক্তিক আবেশ থেকে বেরিয়ে দেখলে সেই শুভেচ্ছারই বুঝি বেশি প্রয়োজন ছিল
গণতন্ত্রকে ব্যক্তি স্বাধীনতা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে কারান্তরে রেখে ঈদ কি আর ঈদ হয়???

তবুও ঈদ আসে, ঈদ চলে যায়
শুভেচ্ছার আড়ালে হৃদয়ে রক্তক্ষরন
দ্রোহেরা অসহায় আক্রোশে কোরবান হয়
সোনালী সূর্যোদয়ের আশায় - - -

ঈদ মোবারক

৯| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই, ছোটবেলা থেকেই ২৯/ ৩০ রোজার সন্ধ্যে বেলা থেকে এই গজল / গানটি শুনে বড় হয়েছি। আজও শুনবো আশাকরি । আপনাকে অনেক অনেক ঈদের শুভেচ্চা।

ঈদ মোবারক ।

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

বাঙালী মুসলিম আর ঈদের সাথে এ অমর সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িত।

আমি সন্ধ্যা থেকে বাজাচ্ছী মন ভরে--- :)

ঈদ মোবারক

১০| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫১

অন্তরন্তর বলেছেন: ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

ঈদ বয়ে আনুক অনাবিল সূখ আর শান্তি :)

শুভেচ্ছা অফুরান

১১| ১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সুমন কর বলেছেন: অগ্রীম ঈদের শুভেচ্ছা....... !:#P

১৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

নগদায়ন করে নিলাম :)

অনেক অনেক ধন্যবাদ সুমন দা।
ঈদের শুভেচ্ছা আপনার জন্যেও

১২| ১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সৈয়দ তাজুল বলেছেন: প্রো পিক কি এটাই রেখে দেব?

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাল লাগলে আপত্তি নেই ;)

আপনার প্রিয় কারো হাতে আঁকা মনে হচ্ছে !
তাই কি?

১৩| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:০১

জোকস বলেছেন: ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ভায়া :)

অনেক অনেক আনন্দে আর খুশিতে কাটুক ঈদ

১৪| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:০৩

ওমেরা বলেছেন: প্রতি বছর রোজার ইদে এই গানটা শুনি এতে একটু ইদ ইদ লাগে। এবার তাও শুনার সময় হয়নি। ইদ- মোবারক ভাইয়া।

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। এটা ছাড়া রোজার ঈদ পানসে মনে হয়!

আপনি এবার বাংলা একাডেমির ইদ করছেন ;) হা হা হা
আমরা পুরোন ঈদেই আছি :)

ঈদ মোবারক

অনেক অনেক শুভকামনা

১৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। সবাইকে ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ভায়া :)

দারুন সূখময় একটা ঈদের শুভকামনা রইল

১৬| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: এই গানটা আমার খুব প্রিয় । খুব ভালো লাগলো মনে করালেন বলে ।

ঈদের শুভেচ্ছা রইলো

১৬ ই জুন, ২০১৮ সকাল ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ঈদ মোবারক

হুম কাল থেকে শুনছি আর শুনছি :)

১৭| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: এই গানটি ঈদ বিষয়ক আমার সবচেয়ে প্রিয় গান। আড্ডাঘরে কিছুক্ষন আগে শেয়ার করেছিলাম। প্রতি ঈদেই শেয়ার করি। শুনি। ছোটবেলায় এই গানটি চ্যানেলে চ্যানেলে বাজলে মনে হতো যে ঈদ এসেছে! জাস্ট অসাম সং! আর এর চেয়ে অর্থবহ ঈদের গানও হতে পারেনা আসলে।

ঈদ মোবারক সখা! :)

১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ আর এই গান একে অন্যের পরিপূরক হয়ে গেছে!
যদিও এর অর্থ অনুধাবনে আমরা অনেক পিছিয়ে - - -

ছোটকালে চাঁদ দেখার আনন্দ হতো টিভীতে এই গানটা বাজলে :)
যথার্থ বলেছো সখি এই গানটি চ্যানেলে চ্যানেলে বাজলে মনে হতো যে ঈদ এসেছে! জাস্ট অসাম সং! আর এর চেয়ে অর্থবহ ঈদের গানও হতে পারেনা আসলে। :)

ঈদ মোবারক!

১৮| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৪১

ম্যাড মাক্স বলেছেন: আগে যখন ছোট ছিলাম, বাসায় সাদাকালো ১৭" নিপন্ন টিভি ছিল। ডিশের লাইন না থাকার কারনে শুধু বিটিভিই ছিল ভরশা। চাঁদ রাতের দিন সন্ধায় শাড়ী পরা রমণী এসে ঘোষণা করতেন, "শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, সবাকে ঈদ মোবারক।" এই ঘোষণার পরেই শুরু হতো এই জাদুকরী গানটা। এটা এমনই এক গান যক যুগ যুগ ধরে বড় ছোট সবাইকে মন্ত্র মুগ্ধ করে রেখেছে। আমাদের মাঝে এতো জনপ্রিয় গানের গভীরতা বুঝি কতজনে? অর্থ মানি কজনে? "আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।" কই কাউকে তো দেখি না শত্রুকে মাফ করে দিয়ে বুকে টেনে নিতে। যেমন মাস খানিক ধরে আমার অতি প্রিয় একজন মানুষের সাথে খারাপ সময় যাচ্ছে। আমি তো সেই কাল আজ ঈদ এর শুভেচ্ছা জানালাম, কিন্তু তার দিক থেকে কোন সাড়াই নেই। সে কি পাড়ত না একটা দিন খারাপ সময় ভুলতে? "আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।" কই আর আমরা নিজেকে বিলিয়ে দেই পরের তরে? নিজের সার্থ নিয়েই গোটা জাতী আজ ব্যস্ত। "তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা, সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।" প্রেমের মসজিদ দূরে থাক আরো বড় পাথর ছুড়ে মারি আমরা। মাফ করবেন কি সব বলা শুরু করেছি আনন্দের দিনে! ঈদ এর অনেক শুভেচ্ছা। অনেক অসাধারণ একটা ঈদ কাটুক আপনার।

১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শতভাগ যথার্থ বলেছেন ভায়া।

পোষ্টের মূলভাবও তাই ছিল। যে আমরা শুধু গানটা শুনি, মুগ্ধ হই কিন্তু এর চেতনা জীবনে ধারন করার চেস্টা করিনা।
করলে কতইনা ভাল হতো। প্রতি রমজানে যদি ১% লোকও অনুভব করতো হৃদয় দিয়ে একটা বদলের আবহ পাওয়া যেত!
আমি, আপনি আমাদের দিয়েই না হয় হোক শুভারম্ভ :)

আসল কথাগুলো আলোচনায় আনায় কৃতজ্ঞতা

ঈদ মোবারক। আপনার ঈদ কাটুক আনন্দে, প্রকৃত ঈদের পূর্ণতার :)



১৯| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

ভুয়া মফিজ বলেছেন: আপনার এই পোষ্টের মাধ্যমে আপনিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা

সবার ঈদ ভরে উঠুক অনাবিল খুশি আর আনন্দে। ঈদ মোবারক!!!

১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবার ঈদ ভরে উঠুক অনাবিল খুশি আর আনন্দে
সহমত ভায়া :)

আপনাকেও ঈদের শুভেচ্ছা

ঈদ মোবারক!!!

২০| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদমুবারক ।

১৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ভায়া :)

শুভেচ্ছা অন্তহীন

২১| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:০৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: একটা গুরুত্বপূর্ণ ম্যাসেজ আছে আপনার লেখায়।
তবে কি, ঈদ আসলেই আনন্দের। এই আনন্দ নতুন পোশাকের জন্য নয়। এই আনন্দ হলো পুরো একমাস সিয়াম সাধনার মাধ্যমে নিজের আত্নাকে শুদ্ধ করার আনন্দ, এই আনন্দ হলো গরীবের দুঃখ বুঝে সেখান হতে কিছু শেখার আনন্দ, এই আনন্দ হলো আল্লাহর পতিশ্রুত সাওম কবুল হওয়ার পরে সমস্ত গুণাহ হতে ক্ষমা লাভ করে নিষ্পাপ হওয়ার আনন্দ। ভাবুন, আপনার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়েছে। তাহলে আপনি কি আনন্দিত হবেন না? এই আনন্দ সমস্ত মুসলিম উম্মাহ কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে ঐক্য প্রকাশ করার আনন্দ। এই আনন্দ ধনী গরীব বৈষম্য ভুলে সকলে সুখে শান্তিতে বসবাস করার আনন্দ। এখন আমরা এই আনন্দ হতে বঞ্চিত হয়েছি, বঞ্চিত রয়েছি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, হচ্ছে। পুঁজিবাদ ও গণতান্ত্রিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা আমাদের প্রকৃত আনন্দ হতে যোজন যোজন দূরে সরিয়ে দিয়েছে। এজন্য আমরাও কম দায়ী নই। আমরা আমাদের মূল ধারা হতে ফিরে এসে লৈকিকতা আর আনুষ্ঠানিকতার বেড়া জালে আবদ্ধ হয়ে পড়েছি। আমরা আনন্দ খুঁজে নিই নতুন জামা কাপড়ে, অধিক খরচ আর বাহুল্য লোক দেখানোতে। সারা বছরের ময়লা আবর্জনা বেষ্টিত পুরানত আত্নাকে শুদ্ধ করে একটা নতুন আত্নার সন্ধান আমরা করিনা । কিঞ্চিত চেষ্টাও আমাদের দৃশ্যমান নয়। ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সর্বত্রই দায়িত্বশীলরা এজন্য দায়িত্বানুপাতে দায়ী। ধন্যবাদ জানবেন।

১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের সবার প্রিয় ঈদ গানের মূল মেসেজটাই স্মরনে আনতে চেয়েছি।
আপনি টু দা পয়েন্ট অনুভব করেছেন।
অনেক অনেক ধন্যবাদ ।

প্রচলিত সামাজিক কাঠামো বদলাবে আমাদের বিশ্বাস আর চাওয়া বদলালে।
আমরা যখন আমাদের নিজেদের চিনতে পারব, আমাদের প্রকৃত স্বপ্নকে ছুঁতে পারব
আমাদের নেতারা তখন বাধ্য হবে আমজনতার স্বপ্ন পূরণ করতে।
ধীরে ধীরে বদলে যাবে সমাজ, সামাজিকতা

আপনাকে ঈদের শুভেচ্ছা

ঈদ মোবারক

২২| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:২৮

বিষাদ সময় বলেছেন: গত ২৯ রোজা ধরে অতিরিক্ত ঘুষ নিলাম, মানুষের গলা কেটে মুনাফা নিলাম, মজুদদারী করলাম এই একটা দিনের আশায়। ২৯ রোজা না খাওয়ার শোধ একদিনে খেয়ে মিটাতে গিয়ে অনেকেই আজ ত্যাগের উপরেই থাকবে..............কে বলে বাঙালী ত্যাগ করতে জানেনা?

সে যাহোক ঈদ মুবারাক...............

১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ সময়ে নামকা ওয়াস্তে মুসলমানরা এইরকমই করছে! দু:খজনক এই কালচার থেকে বেরুনোরও ইচ্ছে নেই।
কারণ নজরুলে মোল্লা সাহেবের ফতোয়ায় সব পাপা ধুয়ে দিতে ঘুষের টাকায় মসজিদে এসি দিচ্ছেন যে!
তাইতো রমজানে দাম কমার বদলে বাড়ে!
ফিতরের কাপড় নিতে গিয়ে মানুষ মরে! হায় রোজা! হায় দান!

মৃত্যুর সময় ছাড়া তাদের চেতনা ফেরে না। আর তখন ফিরেও লাভ হয়না। শুধূ আফসোস করা ছাড়া!

সেই আফসোসে আগে চেতনা জাগুক শুভকামনা রইল

আপনাকেও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক :)

২৩| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২২

মোঃ খুরশীদ আলম বলেছেন: বিষাদ সময়, আপনার সাথে আমি একমত নই। হ্যা, কেউ কেউ এমন করছে। তবে, তারা কিন্তু সমাজে খুবই কম। অথচ এরাই সমাজটা চালায়। এমন মানুষ কম বেশী আছে বৈকি। কিন্তু দিনভর সিয়াম সাধনার পর রাত্রী জেগে চোখের পানিতে জায়নামায ভিজান এমন পূণ্যাত্না কিন্তু আমাদের মধ্যে কম নয়। আমরা হয়তো তাদের উছিলায় এখনো টিকে আছি।

১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষাদ সময় ভায়া মনের ক্ষেদেই বলেছেন অসংগতির কথা।

তারাই যে সমাজকে ডমিনেট করছে। সংস্কৃতিকে নিয়ন্ত্রন করছে!
আর আপনার পূণ্যাত্বারা অবশ্যই আছেন। তারা নিভৃতে সমাজের চোখে অপাংক্তেয়!
আড়ালে সাধনায় রত।

সমাজিক সংষ্কৃতির দিকে খেয়াল করুন গত এক দশকে কতদ্রুত সব বদলে যাচ্ছে!
দেখবার কেউ নেই। সবাই গড্ডালিকায় গা ভাসিয়ে!


২৪| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

জুন বলেছেন: ঈদ মুবারক ভৃগু :)

১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :) জুনাপি

অনেক অনেক শুভকামনা রইল :)

২৫| ১৬ ই জুন, ২০১৮ রাত ৯:৩০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



আমরা ধর্মীয় যে কোনও উৎসব -পার্বনে শুধু "রিচ্যুয়াল" টাই মেনে চলি , উৎসব -পার্বনের মূল উদ্দ্যেশগুলোকে পাশ কাটিয়ে যাই অহরহ , ধারন করিনে কিছুই ।
" তুই আপনাকে আজ বিলিয়ে দে , শোন আসমানী তাগিদ.... " এমন তাগিদ তাই মেনে চলার প্রশ্নই আসেনা ।

ঈদের বার্তাটুকু সকলের মাঝে প্রকাশ্য হোক , আপনার এই আকাঙ্খাটুকু সত্যি হোক কামনা করে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ।

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক প্রিয় আহমেদ জিএস :)

আপনার গহন উপলদ্ধি এবং আন্তরিক উপলদ্ধির প্রার্থনা টুকু সার্বজনীন হয়ে ছড়িয়ে পড়ুক সকলের অন্তরে
বিশ্বাসের গভীরে, হৃদয়ের টানে হোক উৎসব :)

অনেক অনেক শুভকামনা ।


২৬| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ২:১৭

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবির অসাধারন এই কাব্যগাঁথা তুলে ধরায় অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা।

হৃদয়ের গহীনে দাগ কেটে যাওয়া অনন্য কথামালায় সাজানো এই লাইনগুলোর মহিমা চির অমলিন। সুরধ্বনি তোলে অন্তরে। অমর এই সঙ্গীতের কথাগুলো বাস্তবে রূপায়িত হোক আমাদের যাপিত জীবনের প্রতিটি পদক্ষেপে।

ঈদ মোবারক।

১৭ ই জুন, ২০১৮ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমর এই সঙ্গীতের কথাগুলো বাস্তবে রূপায়িত হোক আমাদের যাপিত জীবনের প্রতিটি পদক্ষেপে।

উপস্থাপনের মূল আহবান এটাই।
শুধু সুরে সুরে গেয়ে ভুলে গিয়ে নয়
বাণীগুলো অন্তরে ধারন করে যেন প্রকৃত রমজানের ফয়েজ ও বরকত লাভ করতে পারি।

অনেক অনেক শুভকামনা ভায়া :)

২৭| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৭

আমি তুমি আমরা বলেছেন: ঈদ মুবারাক ভ্রাতঃ :)

২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

অনেক অনেক অনেক অনেক দিন পর :)

কেমন আছেন? ভায়া?
আশা করি নিয়মিত পাব আবারো:)

২৮| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:




ও ভাই বিদ্রোহী, রণক্লান্ত?
আপনি এখনো হননি শান্ত???:P



@"বিদ্রোহী ভৃগুবলেছেন: সৎ অসৎ প্রশ্নটা আসলে বাহ্যিক!মূলত তা ভার্জিনিটি নিয়েই.......
★ ছেলে যে ভার্জিন তা প্রমাণের উপায় কি?
--- কি উপায়??


আপনার সাথে একদিন আড্ডা দিব বলেছিলাম!!
কবে?
কখন??

২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: শান্ত হবার কি আছৈ উপায়!
অশান্তই বা হতে পারলাম কই? কেবলই আত্মার ক্রন্দন বিলাপ! আহাজারি! আক্ষেপ!

হা হা হা ঐটা তো অন্য পোষ্টের বিষয়!
তবে প্রশ্নটা ভাবর মতো কিনা? বলুন ;)

চলে আসুন না একদিন!
হয়ে যাবে জম্পেস আড্ডা!
মনে চাইবে যখন :)

২৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৪৫

শেরজা তপন বলেছেন: ঈদের শুভেচ্ছা দিতে গিয়ে একটু পিছিয়ে পড়লাম! তবে ঈদটা কেমন কাটল?

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক দিন পর আপনার উপস্থিতিতে আপ্লুত :)

বেটার লেট, দেন নেভার ;)
আপনাকেও বিলম্বিত ঈদ শুভেচ্ছা :)

আলহামদুলিল্লাহ, সকলের শুভকামনায় ভালই কেটেছে।
আপনাদের কেমন কাটল?

৩০| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। আমাদের জাতীয় কবির এটি একটি অনন্য গীতরচনা। অন্য সবার চেয়ে সতীনাথ মুখোপাধ্যায়ের কন্ঠে গীত এ গানটি শুনতে আমার সবচেয়ে বেশী ভাল লাগে।
কবি সেলিম আনোয়ার এটাকে আমাদের ঈদের জাতীয় সংগীত বলেছেন। অবশ্য "ঈদের জাতীয় সংগীত" না বলে শুধু ঈদ সংগীত বললে বোধহয় আরো ভাল হতো। এ গানের বাণী হৃদয়ে ধারণ করে সবাই তদনুযায়ী আমল করুক, এটাই প্রতিটি ঈদে গানটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়।
পোস্টে ভাল লাগা + +

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ গানের বাণী হৃদয়ে ধারণ করে সবাই তদনুযায়ী আমল করুক, এটাই প্রতিটি ঈদে গানটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়।

এটাই বলতে চেয়েছি পোষ্টের মাধ্যমে। আপনি এক লাইনে বলে দিলেন, প্রিয় সিনিয়র:)

ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.