নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ডেকোনা অমন করে

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬


তেত্রিশ বছর কেটে গেল- কেউ কথা রাখেনি!
কবি তো কবেই কয়ে গেছেন!
তবে কেন আবার মিছে ছলনায় ডাকো কুহকি ডাক
পতঙ্গতো আগুনে ঝাপিয়ে পড়বেই
বিছুটির মতো- মিলন শেষে স্ত্রীর হাতে মরণ জেনেও
মিলনের কি ছটফটানি!

আটপৌড়ে জীবনের স্বপ্নতো যাদুঘরে
কিংবা সোদা গন্ধ মাখা মাটির পথের অচিন গাঁয়ে!
নগর আর নাগরিক জীবনে স্বপ্নগুলো কর্পূর আয়ু
মনে পড়ে? ঝি ঝি ডাকা সন্ধ্যার আধারে
কুপি জ্বলা আলো আধারিতে
ঘোর লাগা চাহনি
আঙুলে শিখা কাটাকাটি খেলা!

অত:পর কামনার শিখায় তৃপ্তির জ্বলন
মিলনের উচ্ছাসকে লজ্জ্বার ফিসফিসানিতে লুকিয়ে
বুনো ঘোড়ার নি:শব্দ দুরন্ত দাবড়ানো
জোছনারা লুকিয়ে পড়ে বাঁশ বাগানে
ডানা ঝাপটে চালের উপর ডাহুক ডাহুকি -

নাকের নোলকে খুশির ঝিলিক
আঁচলে মুছে দিয়ে ঘাম, শরম শরম চোখে আড়চোখে চোখাচুখি
লজ্জ্বা লুকোতে বুকে এলিয়ে পড়া, আহ্লাদী আদরে
যাহ দুষ্টু! বাকী কথারা হারিয়ে যায় অধর আদরে!
জলের ভেতর হাসফাস করে ভুস করে ভেসে ওঠার মতো
ছুটে যেতে চাও! গভির চুমোর গভিরতা থেকে!
ডেকে ওঠা পেঁচার দোহাই দিয়ে
আবার গুটিয়ে আসো আনমনেই বুকের গভীরে!

না না । অমন স্বপ্নের ফিনিক্স পাখিকে আর জাগিওনা!
এইতো বেশ আছি স্বপ্নকে স্বপ্নে সাজিয়ে!


[ বিখ্যাত গল্পকার, কবি, ব্লগার শিখা রহমানের কবিতা তোমাকে পেলে] পড়ে জনম এ কাব্যের।
সকল প্রশংসা আর কৃতজ্ঞতা মূল কবি আর কবিতার :)


ছবি ঋণ: গুগল

মন্তব্য ৮৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভৃগুদা।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভায়া :)

শুভেচ্ছা অন্তহীন

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দূর্দান্ত হয়েছে।
এবং ব্লগার শিখা রহমানকে অনেক ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নূর :)
আপনার ধন্যবাদ পৌছে যাক প্রাপকের কাছে ।

শুভেচ্ছা অন্তহীন

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! মাত্রই পড়ে আসলাম শিখা রহমানের কবিতায় আপনার এই মন্তব্য কবিতা !!
চমৎকার চমৎকার !
এখন অপেক্ষা শিখা রহমানের প্রতিউত্তরের - জমে উঠুক যুগল কবিতার এর কাব্য উৎসব।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরা’পু :)

হুম। তোমাকে পেলে’তে বিশিষ্ট কবি ম, সুলতানার বাণী দারুন লেগেছে ;)
হা হা হা

অনেক অনেক অনুপ্রাণ ছড়িয়ে গেল মন্তব্য।

আর জমতে দিল কই!!!! দশে দেখুন -বিখ্যাত কবি আগেই হাল ছেড়ে বসে আছেন!
বিনয়ের আড়ালে লুকিয়ে গেলেন কি নান্দনিকতায় ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

হাবিব বলেছেন: কি সাংঘাতিক কবিতা......! কেউ কম যায় না দেখছি.....!

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রানীত হলাম ভায়া :)

সত্যি উনার লেখাগুলোই এমন দুর্দান্ত হয়- নিশপিশ করে মন উত্তরকাব্যে :)

অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা অন্তহীণ

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: পড়া যাইব? ;)

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: চশমা হারিয়েছে!!!! ;)

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাদের দুজনের কবিতাই ফাটাফাটি হয়েছে। একেবারে হৃদয়ে জেঁকে বসা কবিতা। লিখতে থাকুন, আমরাও নিত্যনতুন কাব্যের স্বাদে আহলাদিত হই।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
মন্তব্যে মুগ্ধতা আর অনুপ্রাণ একরাশ :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: বাহ !

কি গভীর উপলব্ধি.....

ভালোলাগা রেখে গেলাম.....

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললেগেছে জেনে প্রীত হলাম।

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অফুরান

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

নজসু বলেছেন:



বাহ! বাহ!!
সুনীলের কবিতাটি মনে মনে ধারণ করে আপনার এই কবিতাটি পাঠ করলাম।

শিখা রহমান অন্যরকম একজন কবি।

আপনার কবিতা অসম্ভব ভালো লাগলো।


২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
সুনীলের অমর অনুভব ধার করেই যাত্রা যে - - -

শিখা রহমানের কবিতা দুর্দান্ত বলেই না অমন কাব্যের জন্ম হল :)
আপনার ভাললাগায় অনুপ্রানীত

অনেক অনেক শুভেচ্ছা

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

নীল আকাশ বলেছেন: শিখা আপুর কবিতায় আপনার এটা পড়ে আমি তখন ভাবছিলাম এখনও কেন এটা নিয়ে পোষ্ট দিচ্ছেন না? একটু পরেই এসে দেখি এই পোষ্ট। অনবদ্য লেখা। মুগ্ধতা পরতে পরতে........
বেশ কিছু দিন পরে এক সাথে ব্লগে দুইটা দুর্দান্ত কবিতা পড়লাম।
ভালো থাকুন, কবি।
শুভ কামনা রইল।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি বলতে কি- কবির মতামতের অপেক্ষায় ছিলাম!
যার কাব্যে এ কাব্যের জনম তার প্রতিক্রিয়াটা আগে অনুভব জরুরী!

কবির মুগ্ধতার পরে সকলের জণ্যে উন্মুক্ত করে দিলাম - :)

এমন মন্তব্য লেখার আগ্রহে জিয়ন কাঠির মতো যাদু ছড়ায় :)
অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফুরান

১০| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী ব্যস্ততার জন্যে ব্লগ থেকে চলে গিয়েছিলাম। আপনার পোস্ট দেখে আবারো আসতেই হলো।

কবিতাটা দুর্দান্ত হয়েছে। খুবই অভিভূত এবং লজ্জিত যে আপনি আমাকে ও আমার কবিতা উল্লেখ করেছেন। কবিতার প্রশংসা আপনার প্রাপ্য অবশ্যই। কই আমিতো আপনার মতো এমন কবিতা পড়েই কবিতা লিখতে পারি না!! :(

ব্লগার মনিরা সুলতানা বলেছেন "এখন অপেক্ষা শিখা রহমানের প্রতিউত্তরের - জমে উঠুক যুগল কবিতার এর কাব্য উৎসব।" আমি এমন প্রতিভাবান কবি নই যে উত্তরে কবিতা লিখতে পারবো। :|| তবে উত্তর দিলে আশা করছি বিদ্রোহী কবিও উত্তর দেবেন। :)

একরাশ ভাললাগা আর মুগ্ধতা রইলো। শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ কি সৌভাগ্য!
ফিরে আসায় এবং মন্তব্যে কৃতজ্ঞতা।

আপনিতো অ-নে-ক বড় কবি।
আপনি শুন্য থেকে জন্ম দেন। আর এত দারুন জন্ম দেন- যে তা অন্য আরেক কাব্যের প্রেরণা হয়ে যায়!
সে তুলনায় উত্তর কাব্য বেশ সহজই বটে ;)

হুম। মনিরা’পুর জমজমাট যুগল কবিতার আশার জলে নিরাশা গুলে দেবেন না যেন!
কাব্য-উত্তর কাব্য জমিয়ে রাখার দায়টুকু না হয় নিজেই নিলুম :)

অনেক অনেক ভাললাগা, মুগ্ধতা - কাব্যে, মন্তব্যে অনুপ্রেরণায়
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

বলেছেন: অসাধারণ দাদা

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ ল’ ;)
হা হা হা

অনেক অনেক শুভকামনা রইল :)

১২| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

সনেট কবি বলেছেন: ২২ নভেম্বর আপনাকে নিয়ে একটা পোষ্ট দিয়ে ছিলাম মনে হয় নজরে আসেনি। সময় করে একবার দেখে আসলে ভাল লাগবে।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খিত প্রিয় সনেট কবি।
মাঝখানে একটা শুন্য সময় গেছে দেখেছেন বোধ করি।
ঐ ফাঁকে আপনার দারুন সৃস্টি মিস করে যাই।

আপনার বাড়ী ঘুরে এসেছি।
অনেক অনেক ধন্যবাদ আবারো- দারুন সনেট সিরিজে আবারো আনায় :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কথার রাখার জন্য কেউ কথা দেয় না! :P


কবিতা ভালো লিখছেন+++

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি আর বলতে! ;)

অনেক অনেক ধন্যবাদ ভ্রাত:)

ভাললাগা আর প্লাসে আপ্লুত
অনেক অনেক শুভকামনা

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য লেগেছে ।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

অনুপ্রাণীত হলাম।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



বিদ্রোহীকবির শিখা অনির্বাণ! দুর্দান্ত কবিতা, জীবনের বাস্তবতা। +++

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি অসাধারন এক কথায় প্রকাশ :)
মুগ্ধ ভায়া

:)

কাব্য উত্তর কাব্য দুটোতেই আপনার ভাললাগা ছুঁয়ে গেল মন্তব্যে।
প্রীত এবং অনুপ্রানীত হলাম।
অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফুরান

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

ঢাবিয়ান বলেছেন: আমার জন্য অনেক কঠিন। বাংলা সাব্জেক্টে আমি বরাবরই কাঁচা ছিলাম। B:-/

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে!

বাংলায় টুইশনির একটা চান্স পেলাম মনে হয় ;)
হা হা হা

মন্তব্যে অংশনেয়ায় অনেক অনেক ধন্যবাদ :)

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

কিরমানী লিটন বলেছেন: কথার না রাখার জন্যই সবাই কথা দেয়...
স্বপ্নকে স্বপ্নে সাজিয়ে ভালো থাকুন কবি। কবিতায় ভালো লাগা++++

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিটন ভায়া :)

হুম তাইতো দেখছি
কি প্রেমে কি রাজনীতিতে সকলেই একই পথের পথিক ;)
হা হা হা

শুভকামনা, ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা :)

আপনার জন্যেও রইল একরাশ শুভেচ্ছা আর শুভকামনা

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: এক কবি বনলতা সেন হয়ে থাকতে চান সংসারের চৌহদ্দির মধ্যে আটপৌরে জীবন নিয়ে। এমন হৃদয় নিংড়ানো আকাঙ্ক্ষা ডায়েরীর পাতাতে নয় , ছন্দময় জীবনে তার প্রতিফলন ঘটবেই ঘটবে।
এখানে আরেক কবির মিলনের ছটফটানিতে মুগ্ধ হলাম। এমন অপেক্ষামান শুধু তেত্রিশ কেন, আজীবনই যেন বহমান হয়। স্রোতস্বিনীর মত যা কেবল বয়ে চলুক অন্তরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। +++++++

শিখা আপুকে অভিনন্দন, সঠিক সময়ে কবিভায়ের হৃদয়কে প্রজ্বলিত করার জন্য। যার নিট রেজাল্ট এমন জৈবিক কবিতাটি।

শ্রদ্ধা ও শুভকামনা কবিবরকে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা'

দারুন বলেছেন। এক্কেবারে হৃদয় খুঁড়ে অনুভব করে :)

ভাললাগা আর এত্ত প্লাসে কৃতজ্ঞতা :)
আপনার জন্যেও রইল একরাশ শুভেচ্ছা আর শুভকামনা

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভোটের সময় বিদ্রোহী আবার প্রেমের কাব্য লেখা শুরু করলো!

এতো বিদ্রোহী নিকের অপমান!!:P

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দৃষ্টি ভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে- কথা আছেনা! তেমনি আরকি
স্বৈরাচারের দ্রোহে যে কবির জনম হয় -ইতিহাস হয়তো খুঁজলে পাবে কোন এককালে:P

নীচেই আপনার উত্তর ভায়া ;)
আমি আর কি বলব? নিরবতাই উত্তম অধম সময়ে :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল

২০| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

ফেইরি টেলার বলেছেন: দারুন কবিতা ! ++++

পাঠক প্রতিক্রিয়া, আমার মনে হয় রাজনীতির প্রতি বিদ্রোহ করে বিদ্রোহী ভৃগু অরাজনৈতিক কবিতা লিখছেন B-)

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফেইরি টেলার :)

ভাল লাগা আর প্লাসে মুগ্ধ!

আর দারুন ভাবনায় পাঠক প্রতিক্রিয়া ভাইয়ের উত্তর দেয়ায় বিচারপতির মতো বিব্রত ;) হবো কি? ;)
হা হা হা

ইতিহাসে স্বৈরশাসনের ক্লু খুঁজলে হয়তো কখনো পাওয়া যাবে- সামুতে অনেক অনেক কবিতার ইতিকথায় :P

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার মনে হয় রাজনীতির প্রতি বিদ্রোহ করে বিদ্রোহী ভৃগু অরাজনৈতিক কবিতা লিখছেন
=p~ =p~ =p~

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যখন জীবন যেমন

=p~ =p~ =p~

কবিতার কলমে যখন স্বৈরাচারের বেয়নেট
মিডিয়া যখন মুখথুবরে পড়ে দাসানুদাস হয়ে
স্বাধীনতা সার্বভৌমত্ব স্বৈরাচারের খেলনা
বিদ্রোহী জনতা অগ্নিগিরি জ্বালায় পোড়ে!
বিরোধীরা ভয়ে চুপসে রয় দশকান্ত
কবি নিরবে প্রেমের আগুন জ্বালে
কে না জানে প্রেমই ভয় কাটানোর শ্রেষ্ঠ অস্ত্র!

:)

অনেক অনেক ধন্যবাদ পুনরাগমনে

২২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

জাহিদ অনিক বলেছেন: বাহ ! এই তো চমৎকার কবিতার লড়াই!
দুর্দান্ত হয়েছে ভায়া।
কবিতায় মুগ্ধতা।

শিখা আপু এবং আপনাকে দু'জনকেই শুভেচ্ছা

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ বড় কবি যে :)

সম্মানীত হলুম আপনাদের ভাললাগায়
অনুপ্রানীত হলাম

আর সব কিছু কবি শিখা রহমানের করকমলে সঁপে দিলাম!
কবিতা যে তারই কাব্যের ছায়া প্রজন্ম ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

* গভীর বানানটা ভুল আছে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ সুমন দা :)

অনেক অনেক ধন্যবাদ দাদা
হুম। টাইপো নজরে আনায় কৃতজ্ঞতা।

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাহ... অনেক দিন পর সামুতে একটি অসাধারণ কবিতা পড়লাম।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: টুপি খোলা অভিবাদন ভায়া :)

আপনাদের মুগ্ধতা দায় বাড়িয়ে দিচ্ছে বটে:)
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কতদিন পর এলেন রাজপুত্তুর ভায়া

অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা অন্তহীন

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাবু'বুর বরাবরই অভিযোগ আমি ক্যান কবিতা বুঝি না।
আরে,,,এইতো বুঝতে পারছি
বেশ বুঝতে পারছি
হারে হারে বুঝতে পারছি...

খোলা চিঠি ৪ শিঘ্রই লিখিবো হে কবি

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এইতো বোঝা বুঝির শুরু হয়ে গেল ;)
কবিতা বুঝতে বুঝতেই একসময় সব বোঝা হয়ে যাবে ;)

প্রীত হবো না আশংকিত ;) খোলা চিঠির খোলা জানালা ফুটুক ফুল :)

অনেক অনেক ধন্যবাদ ভ্রাত:
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই,
অসাধারণ হয়েছে। শিখা আপুর মত অসাধারণ কবির কবিতাগুলো আমারও ভাল লাগে। তবে সবসময় পড়ার সৌভাগ্য হয়ে হঠে না।
কবিতায় প্লাস+++

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
হুম উনার গল্প কবিতা দুটোই দারুন!

ভালা লাগা আর প্লাসে কৃতজ্ঞতা:)
শুভেচ্ছা নিরন্তর

২৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

সোহানী বলেছেন: ছবিটা মারাত্বক!!!!!

হুম তোমার কবিতায় তোমার নিজস্ব ছক থেকে ভিন্ন কিছু দেখছি।

শিখার কবিতাটা পড়া ছিল, সত্যিই তোমরা অসাধারন লেখ। কেন যে কবি হলাম না..................

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

নজরের তীক্ষ্ণতায় অভিভূত :) শুধু আটপৌড়েতে ভাবনার মনোগামীতা ফিক্সড না হয়ে যায়;)
তাই মাঝে মধ্যে ভিন্নতায় ডুব সাতার :)

উনিতো সত্যিই অসাধারন লেখেন, সাথে আমাকেও রাখায় প্রীত বোধ করছি।:)
মানা করেছে কে?

মেলে দাও ভাবনার ডানা
হারিয়ে যেতে নেইতো মানা
জীবনের যত অনুভব অনুক্ষন
ভাবনার প্রকাশে হোক কাব্যের জনম :)

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

কবির কাছে সুন্দর আর প্লাসে মানে অনেক অনেক কিছু :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৩০| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

কথাকথিকেথিকথন বলেছেন:





অতি গোপন কিছু অনুভব বাক্সবন্দী হয়ে উড়ে আরো উদ্দেশ্যে অথচ দু'জনা নিরুদ্দেশ।

কবিতা খেলা ভাল লেগেছে।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুন বলেছেন!
নির্যাস কি একেই বলে ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া :)
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

শায়মা বলেছেন: যেমনই শিখা আপু তেমনি তুমি ভাইয়া!!!!!! :)

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

তুমি বললে তো মানতেই হয় ;)
তোমার শিষ্যের জ্বলন দেখে হেসে মরি B-)
উপরে হৃদয় পোড়া গন্ধে টের পাচ্ছোতে ;) :P হা হা হা

৩২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

অগ্নি সারথি বলেছেন: বাহ!

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক দিন পর ভায়া :)

প্রীত হলাম।
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা :)

৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

ভীতু সিংহ বলেছেন: অসাধারণ। পাঠ করে ভালো লাগলো। +++

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
মন্তব্যে ভাললাগা আর প্লাসে প্রীত হলাম।

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা :)

৩৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

++++++++++

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

এত্ত গুলোন প্লাসে প্রীত হলাম।

শুভেচ্ছা আর শুভকামনা রইল

৩৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,



যে ডাকের কথা বললেন সে ডাকের অজগরী পাঁক থেকে মুনি-ঋষিরাও নিজেদের ছাড়িয়ে নিতে পারেন নি! মানুষ তো কোন ছাড়..........................
গভীর চুমুর গভীরতা থেকে কে তারে তুলে আনতে পারে টেনে ? বিদ্রোহ যতোই করুন না কেন এ ডাকে সারেন্ডার করতেই হয়।
;)

ভালো হয়েছে কবিতা।
সাথে উপহার ---“প্রেমবধ”

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রেম বধ উপহারে।
এ চমৎকার সৃষ্টি এতত দিন আমার চোখের আড়ালে ছিল ভাবতেই নিজেকেই অপরাধী লাগছে ..
কৃতজ্ঞতা দারুন উপহারে :)

হুম বহু বহু সাধু তলিয়ে গেছে এ অতল তলে..
হয়নি যার জ্ঞান সাধন প্রেম হাটুজলে
অথৈ অতল সে কাম সলিল
অস্বীকারে যে ভন্ড সুশীল ;)

অনেক অনেক ধন্যবাদ অনুপ্রাণীত করা মন্তব্যে।
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান।

৩৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

ফেইরি টেলার বলেছেন: আর দারুন ভাবনায় পাঠক প্রতিক্রিয়া ভাইয়ের উত্তর দেয়ায় বিচারপতির মতো বিব্রত ;) হবো কি? ;)


বিব্রত হওয়া বিচারপিতের আইনগত অধিকার , তাই অবজেকশন দিয়ে এই সামান্য উকিল চাকরি খোয়াতে চায় না মাই লরড :P

সুন্দর প্রতিমন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা বিদ্রোহী ভৃগু

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

মাৎসানায় সময়
বত্রিশ আর সাতান্নের ঘেরাটোপ
জনতা ইয়া নাফসি
চেতনায় বিষাক্ত স্বৈরাচারিতা

বিব্রত হওয়া ছাড়া উপায় কি? ভায়া

৩৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

মোঃ মাহমুদুল হাসান সেলিম বলেছেন: ভাল

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ :)

শুভেচ্ছা অফুরান

৩৮| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

স্রাঞ্জি সে বলেছেন:

অমন করে ডেকোনা আমায়। গভীর অরণ্যের ধ্যান বল্গা হারা হয়ে যাবে যে।


ঊনিশতম প্লাসের কড়া নাড়ছি ভৃগুদা।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তাইতো কেবল স্বপ্নে স্বপ্নের বসতি সন্ধান

অনেক অনেক ধন্যবাদ
উনিশে কৃতজ্ঞতা :)

অন্তহীন শুভেচ্ছা

৩৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

নীলপরি বলেছেন: আহা বাহা কবিতা । উফ শিরোনামেই কী কোমল আদেশ । বিমুগ্ধ করলো ।
অসাধারণ কবিতায় ++++++++++
শুভকামনা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আন্তরিকতা ছুঁয়ে গেল !
আদেশ নয় কবি আহ্লাদী অনুরোধ বলতে পারেন :)
প্রিয়কে তাই করাইতো প্রেম!

বিমুগদ্ধতা প্লাস আর অনুপ্রাণী মন্তব্যে কৃতজ্ঞতা
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

হাবিব বলেছেন: নতুন কবিতার অপেক্ষায় আছি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালবাসার কঠিন বাঁধনে এভাবেই বেঁধে রাখবেন সবসময় প্রেরণা হয়ে :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া

৪১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

হাবিব বলেছেন: তোমারই জন্য....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন! উত্তর কাব্যের বহমানতা চলুক নিত্য :)

৪২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




কেন জানি লাকি আখন্দ এর আমায় ডেকোনা গান টা মনে পরছে ।

আর এখন স্বপ্ন দেখি না, এইসব এখন বোগাস কথা । স্বপ্ন বলতে কিছু নাই । সব গুজব আর মিডীয়ার সৃষ্টি ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হাহা

দারুন বলেছেন।
অনেক অনেক ধণ্যবাদ অপু দা গ্রেট :)
শুভচ্ছো অন্তহীন

৪৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: দারুণ রোমান্টিক কবিতা ভিগু ভাই! হাই লেভেলের প্রেমের কবিতা!

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ ডানা ভায়া যে!!!

দারুন মন্তব্যে দারুন অনুপ্রেরণা :)

অনেক অনেক ধণ্যবাদ ভায়া

৪৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১

খায়রুল আহসান বলেছেন: ওরে বাপরে! কি গভীর আবেগ, আবেশ এবং কামনার কবিতা! ছবিটাও মানিয়েছে বেশ! আর শিরোনামটাও তো ডাক দিয়েই যায়!
শিখা রহমানকেও ধন্যবাদ, এমন একটা চমৎকার কবিতা জন্ম দেয়ার নেপথ্যে থাকার কারণে।
চমৎকার কবিতাটিতে চব্বিশতম প্লাস + +।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আহা!
অমন মন্তব্য পেলে লিখতেই ইচ্ছে করে লিখতেই ইচ্ছে করে! :)
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র ভায়া :)

হুম, সত্যিই অনুপ্রেরণার প্রাপ্যই বেশি বই কম নয়!
প্লাসে কৃতজ্ঞতা আর শুভেচ্ছা অন্তহীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.