নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মৌনতার কৈফিয়ত !

১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৭

মৌনতাই মেনেছি ব্রত
যখন বলার সীমা বৃত্তাবদ্ধ
নিত্যদিনের ছাইপাশে হাহা হিহি
কি হবে বলে? যদি বলতেই না পারি ন্যায্যত !

মৌনতাই মেনেছি নিয়তি
রাজ ফরমানুপাতে শেখানো বুলিতে
অরুচি! ভিন্নমতে যখন হিমালয় প্রাচীর
কি হবে বলে? তোতার কথা কথি!

মৌনতাই হোক প্রতিবাদ
বলতেই যদি না পারি, খুলে মন সাধ
অন্ধকারে নিশাচর খুশি; মানুষের হাসফাস
কালো সেতো কালোই যতই থাকুক রাজ:হাত।

মৌনতার নাও শপথ
মোবাইল কোম্পানী লাটে উঠুক
কথা বলার-শোনার জন্য হোক শাহী এলান
তবুও স্পিকটি নট! নিউটনীয় প্রতিক্রিয়ায়: দমনে ভিন্নমত ।

মৌনতায় ভেঙ্গে দাও বাঁধ
রাজ্য জুড়ে কবরের নি:স্তব্দ নিরবতা!
হাটছে চলছে সব জীবন্ত লাশ-বাতাসে স্বৈরিতার হিস হিস
সত্য বচন শ্মশানে, সুবোধ নির্বাসনে!

আমায় ডেকোনা, আমি মৌনতাব্রতে চাখছি-চেতনার স্বাদ!




ছবি ঋণ: গুগল

মন্তব্য ৬২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:০৯

বিজন রয় বলেছেন: মৌনতার কৈফিয়ত দিতে নেই।
তাই চুপ থাকলাম!

+++++

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

নিরবতাও কখনো কখনো হয়ে উঠে মারনাস্ত্র!
শেকল দিয়ে শেকল বিকল করার মন্ত্র ;)

অনেক দিন পর দাদার সাক্ষাতে প্রীত বোধ করছি।
শুভেচ্ছা রইল

২| ১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন:
আহা! শ্রেষ্ঠ প্রতিবাদ।


হোক তব কলরব।
মৌনতায় হোক
মোদের শ্রেষ্ঠ প্রতিবাদ।
শক্তিশালী প্রতিবাদ কাব্যে ভালো লাগা জানিয়ে গেলাম।+++++
শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবি ভাইকে।

আপনার কবিতাটি পাঠ করে কেন জানি আমার কবি শামসুর রহমানের বিখ্যাত 'স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য' কবিতার কয়েকটি লাইন মনে পড়ে গেল।
"স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য,
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়,
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন।
তুমি আসবে বলে হে স্বাধীনতা,তুমি আসবে বলে
সাকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিৎকার করতে করতে।
রিকোয়েলস রাইফেল খই ফোটালো যত্রতত্র।
ছাত্রাবাস বস্তি উজাড় হলো,"
আপনি জানেন কবিতাটি। হুবহু মনে না থাকায় অনিচ্ছাকৃত কিছু শব্দের এলোমেলো ব্যবহারে আগাম ক্ষমাপ্রার্থী।



১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ পদাতিক দাদা যে!

দারুন ভাললাগা ক'টি লাইনে ঋদ্ধ করে দিলেন ভাবনাকে
"স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য,
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়,
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন।

এ যেন অনন্ত অন্তহীন দহন- মুক্তিকামী হৃদয়ের!

আপনার জন্যে পুরো কবিতাটা

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
শামসুর রাহমান

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙল,
সিঁথির সিঁদুর গেল হরিদাসীর।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র।
তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম।
তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার
ভগ্নস্তূপে দাঁডিয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
অবুঝ শিশু হামাগুডি দিলো পিতা-মাতার লাশের উপর।

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
স্বাধীনতা, তোমার জন্যে এক থুত্থুরে বুড়ো
উদাস দাওয়ায় বসে আছেন – তাঁর চোখের নিচে অপরাহ্ণের
দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল।

স্বাধীনতা, তোমার জন্যে
মোল্লাবাডির এক বিধবা দাঁডিয়ে আছে
নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের।

স্বাধীনতা, তোমার জন্যে
হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে
বসে আছে পথের ধারে।
তোমার জন্যে,
সগীর আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক,
কেষ্ট দাস, জেলেপাডার সবচেয়ে সাহসী লোকটা,
মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি,
গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে,
রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস
এখন পোকার দখলে
আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে-বেড়ানো
সেই তেজি তরুণ যার পদভারে
একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে–
সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা।

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।



৩| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:





মৌনতায় আমি এক নিরব দর্শক
বোবা কান্নায় করি অশ্রু বিসর্জন

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অদ্ভুত বৈকেল্য খসে খসে পড়ছে
নীতি নৈতিকতার পলেস্তারা
মানুষের জীবন, বানিজ্য, বসতি
সবই যেন -নদী সিকস্তি বাস্তুহারা!

সবই আছে অথচ কিছু না থাকার অদ্ভুত শুন্যতা!

৪| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। মুগ্ধ হলাম, অনুপ্রেরণা পেলাম আপনার অসাধারণ কবিতাটি শেয়ার করার জন্য। সত্যি পাঠ করার সঙ্গে সঙ্গে আলাদা অনুভুতি হয়। ধন্যবাদ আপনাকে।

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শামসুর রহমানের কবিতার প্রতি আপনার ভাললাগা আর মুগ্ধতা দেখেই
আপনাকে শেয়ার করলাম পুরো কবিতাটি।

এজন্যেইতো উনারা সকলের প্রিয় কবি। সকলের মনের অব্যক্ততা ফুটিয়ে তুলেছেন কবিতায়।
তাইতো কালকে করেছেন জয়। হয়েছের অমর অব্যয়। :)

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আবারো।

৫| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৪

ইসিয়াক বলেছেন: খুব ভালো লেগেছে ।
ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া!

শুভেচ্ছা রইল :)

৬| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২২

শায়মা বলেছেন: মৌনতা কিন্তু সন্মতির লক্ষন ভাইয়া!

কাজেই বেশি মৌনতা কি ভালো হবে?

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মৌনতা সম্মতি যেমন, গভীর মৌনতা প্রতিবাদও বটে।
শেকল দিয়ে শেকল ভাঙ্গার মতোন মৌনতা দিয়েই মৌনতা ভাঙ্গার চেষ্টা বলতে পারো আপুনি ;)

অনেক ধন্যবাদ

৭| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৪

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন কবি ।
+++++

শুভকামনা

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি!

শুভেচ্ছা অফুরান

৮| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৫

নাসির ইয়ামান বলেছেন: মৌনতা অবলম্বন করবে সেই যে,কাপুরুষ!
হুংকার ভুলে গিয়ে বাঘের বিলাই বেশে থাকাতে কেবল নীচুতাই প্রকাশ পায়।

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
বাঘ যখন খাঁচায় থাকে হুংকারই সার!

খাঁচা ভাংতে হলে চাই শক্তি আর কৌশল।
মৌনতা একটা কৌশল বটে।

উঁচু-নীচুতা পরিমাপতো পরে, অস্তিত্ব যখন সংকটে, তখন সারভাইব করা আগে!
বাস্তবতায় বোধকরি আপনি অজ্ঞাত নন।

সেই জ্ঞাত যতনার কথাই বলেছি। লিখে পাব্লিশ করতে পারছি না।
সামু নিজে ব্যান খেয়ে পড়ে আছে বছর প্রায়!
রাস্তায় বেরুলেই হামলা, মামলা, গুম।
কখনো হুমকিতে কখনো ভালবাসায় -মত না প্রকাশ করার নিত্য প‌্যারা! মেসেজ।

সেই চরম বাস্তবতাকেই এঁকেছি নিজের মতো করে।

৯| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



মুখ খুললেই যখন ভুল শব্দ বের হয়, মৌনতাই শ্রেয়!

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

পাঠান্তেই যার বিরুপ ভাবনা আসে
সে পাঠকের জন্যেও তা সমভাবে প্রযোজ্য ;)

ভুল আর ঠিক দুটোই বড্ড আপেক্ষিক! অবস্থান আর দৃষ্টিভঙ্গি আকাশ জমিন ব্যবধান বানিয়ে দেয়।
বুঝতে হয়।

১০| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



যেই মুখে বলে, সামরিক-প্রধান ছিল 'বহুদলীয় গণতন্ত্রের জনক'; আর '৭১ এর শক্তপুরুষের 'বাকশাল' ছিল বাক্যহরণের যন্ত্র, সেই মুখে তালা দিয়ে মৌন করে দেয়াই সঠিক; তখন পদ্যেই ফুটুবে জীবনপদ্ম

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইতো মূখোশ খুলে গেছে। সত্য কথায় আঁতে ঘা লেগেছে!!!

এ ধরনের স্বৈরাচারি মানসিকতার ফলেই
এভাবেই বাকশাল এসেছিল।
এভাবেই রক্ষীবাহীনির অত্যাচার দেশে চেপে বসেছিল
এভাবেই আজও অনির্বচিত স্বৈরাচার চলছে।

বাকশাল ঘৃনিত ছিল। আছে থাকবে।
আজকের অন্ধকার সময়ও মহাকালে কালো সময় হিসেবেই চিহ্ণিত হবে।
হত্যা, গুম, খুন, বিনা বিচারে আটক,
পুরো সিস্টেমে ধ্বস! ব্যাংক হ্যাকের মাধ্যমে লুট,
শেয়ার বাজার, চামরা শিল্প - এমন করে সব ধ্বংস করেও নিলর্জের মতো বাহবা বলে বগল বাজানো
চাটুকারেরাই ব্ঙ্গবন্ধুকে মিসগাইডেড করেছিল।
জাতি হারিয়েছিল মহান নেতাকে।

পদ্মেই ফুটবে জীবন পদ্ম
মহাকালের স্বাক্ষী হয়ে

১১| ১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


নিউটনের ক্যালকুলাস, গ্যালেলিও'র পৃথিবীর ঘুর্ণন দেখা, হকিং'এর মহাবিশ্ব-ধারণা সবই ঘৃণিত ছিল ও আছে মোল্লাদের কাছে; কারণ, তাদের ছোট মগজে ওসব ঢোকে না।
শেখ সাহেবের 'বাকশাল' ঘৃণিত ছিল, আর ১০ লাইনের ম্যাঁওপ্যাঁও পদ্য হচ্ছে অমৃত বাণী? ভেঁড়ার ভ্যাঁ ভ্যাঁ'ও মালিকের কাছে প্রয়োজনীয় উপস্হিতির শব্দ।

১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি অপ্রাসংগিক কিছু বিজ্ঞানীদের নাম বললেই আপনি জ্ঞানী হয়ে যান না।
আপনি ধর্মকে শ্লেষাত্বক করে বললেই মুক্তমনা হয়ে যান না।
আপনার নিজের মগজের দিকে তাকান। অনেক বেশি বুড়ো আর জং ধরা হয়ে গেছে!
ভাঙ্গা রেকর্ডের মতো এক ট্রেকে আটকে আছেন।

আপনার মত আপনার কাছে। আমার মত আমার কাছে। একে শ্রদ্ধার সাথে মেনে নেয়াই সহনশীলতা। ভদ্রতা।
আমার লেখা ভল না লাগলে ইগনোর করুন। আমি তো নেমতন্ন করিনি ভায়া!
আশা করি এটুকুই আপনার বুঝার জন্য যথেষ্ট।

আপনার ম্যাও প্যাও ভাবনা নিয়ে আপনি থাকুন।

১২| ১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: তৃতীয় বার আবার কমেন্ট এলাম। আপনি বিরক্ত হবেন কি না, আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।
আজ শ্রদ্ধেয় কবি শামসুর রহমানের ত্রয়োদশ তম মৃত্যুবার্ষিকী। আপনার পোস্টের মাধ্যমে কবিকে জানাই অন্তরের শ্রদ্ধাঞ্জলী।

১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ কি বলেন?
বিরক্ত হবার প্রশ্নই নেই-
শুধু একমন দুধে দু ফোটা গো’চনার প্রকাশ না হলিই হয় আরকি? হা হা হা

হুম। দারুন বিষয় মনে করিয়ে দেয়ায় ধন্যবাদ।
আপনার মন্তব্যের সূত্র ধরে আমার শ্রদ্ধাঞ্জলিও প্রকাশের সুয়োগ পেলাম।

অনেক অনেক কৃতজ্ঞতা।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মৌনতাকে সুবিধাবাদী গোষ্ঠী সম্মতি হিসেবেই গণ্য করে। সুতরাং প্রতিবাদের এই ভাষা খুব একটা কাজে লাগবে বলে মনে হচ্ছে না।

উপস্থাপন সুন্দর।

১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি আর বলতে ভায়া!

ঘৃনার সর্বনীম্ম স্তর যেমন অন্তরে ঘৃনা প্রকাশ!
তেমনি আরকি!
বিরোধী দল যারা করে তারা জানে স্বৈরাচারিতার মাত্রা কততম লেভেলে চলছে!
সামু ব্যান হলো। কিছু উজবুক অন্ধ সমর্থক ছাড়া সকলেই হাড়ে হাড়ে টের পাচ্ছে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু!
সেদিন সামুতেই বেলফোর রোড টু কাশ্মীর নিয়ে সমসাময়িক ইস্যু নিয়ে একটা লেখা বারবার ট্রাই ককরলাম!
পোষ্টই দিতে পারলাম না। সবশেষে দেখরাম অপেরার উপরে লেখা উঠলো- কন্টেন ব্লকড! এইতো আমাদের স্বাধীনতা।

কোন কাজ হবে কিনা জানিনা। আমার জ্বালা টুকু মহাকালে রেখে গেলাম।
অবরুদ্ধ সময়ে মাৎসন্যায় সময়ের বাস্তবতার যৎসামান্য প্রকাশ।
হয়তো নিজের স্বস্তির জন্যেই। যদিনা শকুনের চোখ পড়ে আরকি!!!!

অনেক অনেক ধন্যবাদ ।শুভেচ্ছা রইল

১৪| ১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

নাসির ইয়ামান বলেছেন: আপনি চাইলে বিদ্রোহের কবিতা লেখতে পারেন,মৌনতা প্রকাশের লেখা আপনার ঠিক হয়নি।
দুশমনের কাছে মৌনতা কোনো প্রতিবাদ নয়!
চাঁদগাজী বেচারা অনেক কথাই বলে,সব ধরে নেয়ার কী ঠিক? ..,বয়স হয়েছে এক্টু প্যাচলাইতে দিন!

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

দ্রোহতো আপনাতেই আসে! শেকল বেঁধে রাখে কলম! তারপরো সময়ের প্রয়োজনে লিখতেই হবে।
একাত্তরে যেমন সময়ের প্রয়োজনে লড়েছিল পূর্ব প্রজন্ম।

না ধরিনাতো। মাঝে মাঝে পুরাই ক্লিশে করে ফেল সব। তাই আরকি!

১৫| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: সাধু সন্ন্যাসী হয়ে গেলেন নাকি???

কবতা চমৎকার হয়েছে।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সেতো ভাই জনম জনমের সাধনা!

প্রেমের মাঝেও থাকে দ্রোহের বীজ
ঘৃনার মাঝেও
মৌনতায় থাকে দ্রোহের সাইক্লোন
থমেক থাকা প্রকৃতি যেমন ঝড়ের পূর্বে! ;)

১৬| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শায়মাপুর মতো আমিও বলতে চাইছিলাম, মৌন্যতাই সম্মতির লক্ষণ।

আর কতদিন যে মৌনব্রত পালন করতে হবে !!!

কবিতা সুন্দর হয়েছে :)

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সামুই দেখুন না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে কাল!
প্রতিবাদের অগ্নিঝরা মিছিলে সামিল হতে চেয়েছ মন কতবার!

বড্ড দু:সময় ভায়া!
চানক্যের নীতিতে সয়ে যাওয়াও প্রতিবাদের একটা স্তর! যতক্ষন তুমি প্রস্তুত না হচ্ছো!
নিরব ঘৃনায় মৌনতায় জানাও প্রতিবাদ!

থ্যাংকু

১৭| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, কবিতা পড়ে মুগ্ধতা জানিয়ে গেলাম।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় প্রামানিক দা :)

শুভেচ্ছা অন্তহীন

১৮| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি প্রথম শ্রেণির কবিতা।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: চারিদিকে যা চলছে নিত্য যাতনায় কুড়ে কুড়ে খায়
আমজনতা হিসেবে সে যাতনা নিরবে সয়ে যেতে যেতে
দ্রোহেরা অক্ষম আক্রোশে ঘৃনায় বদলে যায়
ঘৃনারা জমে জমে গড়ে অসহায় মৌনতার সাগর

যখন কথা ফুটবে সে সাগরে
আসবে সুনামি! প্রলয়ংকরী ধ্বংস লয়ে
বদলে দিতে যত অনাচার, অবিচার আর স্বৈরাচার
মুক্তির আশ্বাসে মানুষ আবার নেবে নি:শ্বাস মুক্ত স্বাধীন দেশে।

অনেক অনেক ধন্যবাদ। আপনার ভালবাসার গুন সব :)

১৯| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: বিষে বিষ ক্ষয়, লোহা কাটতে হয় লোহা দিয়েই। চাঁদগাজী ভাই পরিস্থিতি কে বলেন, ব্যাক্তিগত ভাবে কাউকে বলেন না। সমস্যা হচ্ছে ব্লগে সবাই ব্যাক্তিগত ভাবে কথা গুলো নিজের উপর টেনে নেন। ব্লগিং চলুক।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অন্ধ হলেই প্রলয় বন্ধ হয়না। কে কাকে বোঝাবে!!!

২০| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫০

তারেক ফাহিম বলেছেন: চুপ থাকা কিন্তু স্বায় দেয়া :-/

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: চুপ থাকাইতো বিপন্ন প্রতিবাদ ;)

সায় দিলেতো আর কোন বাদই নেই। সায় নেই। অথচ চরম চরমপন্থায় নীতিগত মৌলিক অধিকারের চর্চাটুকু বিলুপ্ত!
না পথে! না কাগজে না মিডিয়ায়!
গুম, খুন আর জেল জুলুমে বিপন্নবোধ থেকেই তো অসহায় মৌনতার প্রতিবাদ!

এক সোনালী ভোরের স্বপ্নে! যেখানে মানুষ মন খুলে কথা বলতে পারবে। হোক ভিন্নমত বলার, জানানোর সাংবিধানিক মৌলিক অধিকার কেউ জোর করে কেড়ে নেবে না!

২১| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: সামুর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত খুবি নিন্দনীয়! আশাকরি তাদের বোধোদয় হবে।
এটাও ইতিহাস হয়ে থাকবে।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনে হয়না বোধোদয় হবে।

কারণ খূবই ব্যাক্তিগত আক্রোশ থেকেই নাকি ঘটনাটি ঘটেছে বলে শুনেছি!
এবং খুব এক্সট্রিম পয়েন্টে তাদের অবস্থান!

ইতিহাসে কালো অধ্যায় হয়েই থাকবে এ সময়!

২২| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ ! চমৎকার । মৌনতাই হোক প্রতিবাদ

আমি ঠিক এই কাজটিই করি, যেখানে কথার ওজন হালকা সেখানে মৌনতাই ভারী ।

১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

মৌনতা কখনো কখনো অনেক ভারী পড়ে যায়!
তবে লাথোকা ভুত বাতোসে নেহী মানতা কথাটাও ঠিক ;)

অনেক ধন্যবাদ ফুলঝুরি :)

২৩| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৪

সোহানী বলেছেন: জানি না কিছু বলা উচিত নাকি মৈান থাকা উচিত। সময় যেন কেমন একটা অস্থিরতার ভীতর দিয়ে যাচ্ছে।

১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

আতংকে মানুষ বোবা হয়ে গেছে!
এমন সময় কি কারো কাম্য ছিল? মুক্তিযুদ্ধের চেতনার পুরোই রিভার্স চালাচ্ছে ক্ষমতাসীনরা!
ক্ষমতার জন্য ইয়াহিয়া ভুট্ট যা করেছিল বঙগবন্ধুর সাথে- তারা যেন তেমনি বরং তারচে বেশি করছে
ভিন্নমত, বিরোধীদল আর আমজনতার সাথে!!!!

এ দু:সময় কেটে যাক!

২৪| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

মৌনতা নিয়ে অসাধারণ কবিতায় দুটো গানের কলি-

''মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে,
হৃদয়ে তবু নেইকো কোন দুঃখ এ মনে-''

১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুনতো!

আপনার কথায় অনেক আগের আরেকটি গানের কথা মনে পড়ে গেল-

বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা - একটি রঙিন চাঁদর -----

দারুন লাগে গানটা এখনো!

অনেক ধন্যবাদ ভায়া

২৫| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫১

রাকু হাসান বলেছেন:

প্রতিবাদী কবিতা । এমন ঢঙ্গে আরও কবিতা হলে মন্দ হয় না । তবে মৌনতায় ব্রতে এই যুগে আমরা কতদূর যাব । ওরা বুঝতে চেষ্টা করবে কি আমাদের মৌনতার গোপন কারণ ? ঈদের শুভেচ্ছা । আশা করি ঈদ ভালো কেেটেছে আপনার ।

১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া!

অনুপ্রানীত হলাম।
মৌনতা তো স্তব্ধ সময়ের আবরণ! সে স্তব্ধতা ভেঙ্গে গেলেই আসবে জোয়ার!
ওরা চায় কবরের নিস্তব্ধতা!
ওরা চায় অন্ধ স্তাবকতা!
ওরা চায় ভীতিপ্রদ সম্মান!
ওরা চায় প্রাচীন যুগে ফিরিয়ে নিতে!
সংবিধান আর তার ভিত্তিতে নাগরিক অধিকার স্বাধীনতার পর এভাবে আর কখনো লংঘিত হয়েছে কি?
সুশিল সমাজ আরেক ডিগ্রি এগিয়ে- তারা সাদাকে সাদা বলারও সাহস পায় না।
স্বৈরাচার বলতে ভয় পায় তাই বলে কর্তৃত্বশীল সরকার ;) হা হা হা

এইতো। গতানুগতিক!
আপনার জন্যেও লেট ঈদ শুভেচ্ছা :)

২৬| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ২:৫০

কাওসার চৌধুরী বলেছেন:



মৌনতায় মৌমিতার ভীষণ অসুখ;
অবশেষে বিদ্রোহী প্রেমিক আসিয়া মৌমিতার মান ভাঙলো।
চেতনার দন্ড বড়ই শক্তিশালী; ইহার মাটিতল পুঁতে রাখা অংশটি হাজার মাইল বিস্তৃত। মৌমিতার প্রেমিকার মন কী এতো শতো বুঝে!!

১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মাটির নীচে যে ঘূন লেগেছে! তার খবর কি রাখে চেতন ধারীরা!
ধর্মের নামে অধর্ম যেমন পাপ, চেতনার নামে স্বৈরাচারিতা তেমনি পাপ!
পাপ ছাড়েনা বাপেরে! তাদের ক্ষমতার অন্ধ মোহ জাতিকে ভোগাচ্ছে যেমন
নিউটনিয় প্রতিক্রিয়ার তৃতীয় সূত্রে ঠিক ততটািই অপেক্ষমান তাদের জন্য!

সেইতো কথা! মৌমিতা অভিমানেও মৌন হয়;) তীব্র প্রতিবাদে বাকহারা হয়েও মৌন হয়!
;)
অনেক ধন্যবাদ ভায়া

২৭| ১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৪

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:









যেখানে আমায় কথা বলতে হয়
শিকল পরানো শাদা কাগজের ভেতর থেকে।
আর আপনাদের বুদ্ধিবৃত্তিক চিন্তার প্রকাশকে
দেওয়া হয় ' জাতীয় স্বার্থ বিরোধী'র তকমা
সেখানে তো নিরবতাই নিরবিচ্ছিন্ন সংবিধান।



১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন বলেছেন

নিরবতাই নিরবিচ্ছিন্ন সংবিধান।
ইচ্ছায় বা অনিচ্ছায় জাতি তাতেই ডুবে আছে আপাতত!
আবার কোন এক তর্জনীর অপেক্ষায়- বজ্রনির্ঘোষে যে সাদাকে সাদা বলবে! কালোকে কালো বলবে!
তীব্র ঘৃনায় চোখে চোখ রেখে বলবে- তুই স্বৈরাচার!

২৮| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের চমৎকার উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তবোত্তরের ভাল লাগা জানিয়ে যাওয়ায় আপনাকেও ধন্যবাদ ভ্রাতা :)

শুভেচ্ছা আবারো

২৯| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও চুপ থাকলাম। "কি হবে বলে? যদি বলতেই না পারি ন্যায্যত!"

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

মাৎসান্যায় আঁধারে
চীৎকার প্রতিধ্বনি তোলে অন্ধকারের দেয়ালে
মৃত্যু অববাহিকায় দিন রাত হয়ে যায়!
কিনতা কুনতে জেগে ওঠার আগে
নিয়তির বোঝা টানে নিয়তির নামে!

অনুভবে কৃতজ্ঞতা।
শুভেচ্ছা রইল অফুরান - - -

৩০| ১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৮

মাহমুদুর রহমান জাওয়াদ বলেছেন: নিরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারি ছবি ভাসে যে সারাক্ষন
সারাক্ষন এ মনে সারাক্ষন

মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে
হৃদয়ে তবু নেইতো কোন দুঃখ এ মনে
স্মৃতি আজ শুধু স্মৃতির কবিতা তুমি
হৃদয়ে অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে

অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়েই ছিলো সব আয়োজন
আয়োজন এ সব আয়োজন

মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে
হৃদয়ে তবু নেইতো কোন দুঃখ এ মনে
স্মৃতি আজ শুধু স্মৃতির কবিতা তুমি
হৃদয়ে অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে

২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ

দারুন কাব্যে ভাল লাগা
শুভেচ্ছা রইল

৩১| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১২:১১

সুমন কর বলেছেন: অনেকে চাইলেও মৌনতা ভাঙতে পারে না !! দারুণ লিখেছেন।
+।

২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অনেক অনেক ধন্যবাদ সুমন দা'

শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.