নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

কে বলে তুমি নাই? - আবু হেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম এর স্মৃতিকমলে

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭


আমাদের হেনা ভাই
কালও ছিলেন, আজ আর নেই
ভাবতেই ব্যাথায় মন ভেঙ্গে যায়!
কোথায় হারালেন? কোন অজানায়?

চলে তো যেতেই হয়।
আগে বা পরে সবাই-ই চলে যাই,
হারানোর ব্যাথা হায়, বুঝি বলে বোঝানোর নয়!
দিনান্তে শুধু শুন্যতাটুকু-প্রবল দীর্ঘশ্বাস হয়ে রয় ।

প্রকৃতির চিরন্তনী বদলের সাধ্য নেই কোন
সকলেই করি অসহায় সমপর্ণ
নির্বাক চেয়ে করি, অসহায় ক্রন্দন
হায়! কে বদলায় নিয়তির অমোঘ বিধান!

আজো পেলাম না খুঁজে পায়নিতো কেউ
চলে যায় সবাই! কোথায়? দেখেনি সে ঢেউ!
পরের যে কাল তাইতো পরকাল
আজ নিয়ে ব্যস্ত সবে; পায়নি তার তল!

যেখানেই থাকুন ভায়া থাকুন ভালো
সবার স্মৃতিতে র’বেন হয়ে- আলো
শুভকামনা জানাই সকলেই স্রস্টায়
চিরসূখে থাকুন সদা এই কামনায়।।

সৃষ্টি যত অমর: রয়ে যায় মহাকালে
স্রষ্টা চলে যায় সৃষ্টি রয়ে যায় কালের আ’লে;
কে বলে তুমি নাই? এই তো আছো সবার স্মৃতির কোলে
তুমি রবে অমর, অব্যয় তোমার-ই সৃস্টির আঁচলে।


ছবি কৃতজ্ঞতা: প্রামানিক, সাদা মনের মানুষ ভায়ার ফেসবুক ও হেনা ভাই'র ফেসবুক
জন্মদিনের ছবিটি উনার প্রাণের চেয়ে প্রিয় নয়নতারার ছোটবােনের




মন্তব্য ৯২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা কি দু:খ মানুষ এর জীবন একসময় কেবলই স্মৃতি হয়ে যায়।

ভাল থাকবেন ওপারের জগতে।

০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...

বড্ড অসহায় লাগে!
অন্তহীন শুভকামনা হেনা ভাইয়ের বিদেহী আত্মার জন্যে....

২| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৯

আমি সাজিদ বলেছেন: খুবই ব্যথিত। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবু হেনা ভাইর বিদেহী আত্মার জন্য অন্তহীন শুভকামনা

আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মোকামে স্থান দান করুন।
এবং পরিবারের সবাইকে এই শৌক সইবার শক্তি দিন।

৩| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:১৫

পুলক ঢালী বলেছেন: এইমাত্র খবর পেয়ে ব্লগে এলাম। বুকের ভেতর একটা কষ্ট যেন গুমড়ে গুমড়ে কাঁদছে।
পোষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ ভৃগুভাই।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সকালে ফেসবুক খুলেতই ধাক্কা খেয়েছি ভায়া!
প্রথমেই জাদিদ ভায়ার পোষ্ট!
তারপর প্রামানিক ভাই, সাদা মনের মানুষ ভাই, একের পর এক পোষ্ট!

এভাবেই আমরা একে একে হারিয়ে যাব মহাকালে...
হায়! জীবন কত ক্ষনস্থায়ী!

৪| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:১৭

জুল ভার্ন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ উনােক জান্নাতুল ফেরদাউস নসীব করুন

৫| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন শ্রদ্ধা হৃদয়ের গহন থেকে

৬| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৭

নূর আলম হিরণ বলেছেন: একদিন সবাইকে এই পথের পথিক হতে হবে। যেখানে থাকুক তিনি শান্তিতে থাকুক।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
চিরন্তন সত্যি।

সেই শুভ কামনাই রইল অন্তর থেকে।

৭| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪২

করুণাধারা বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতের চির শান্তিতে রাখুন। তার লেখার মাধ্যমে তার যে পরিচয় পেয়েছি তাতে তাকে একজন লড়াকু বড়মনের মানুষ বলে মান হয়েছে। কাল রাতে খবরটা দেখার পর থেকে মনখারাপ হয়ে আছে।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

আমি রাতে দেখিনি। ভোরে উঠৈই দেখে মনটা বিষন্ন হয়ে গেল!
শুভ কামনা রইলো অন্তহীন। ওপারে ভাল থাকুন ভাই

৮| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৫

আমি নই বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন

৯| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৮

শাহিদা খানম তানিয়া বলেছেন: কত হৃদয়স্পর্শী লিখেছো হেনা ভাইকে নিয়ে। মাশা আল্লাহ। আল্লাহ সবার দোয়া কবুল করে নিন।
তোমার জন্য দোয়া রইল।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

মনটা খুবই বিষন্ন হয়ে পড়েছিল।
দোয়ার জন্যে কৃতজ্ঞতা

১০| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৩

ফেরদাউস আল আমিন বলেছেন: মহান আল্লাহ তা'লা উনাকে জান্নাত বাসি করুন, আমিিন
انا لله وانا اليه راجعون

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন! সুম্মা আমিন!

১১| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



একজন সুশিক্ষিত মানুষ বিদায় নিলেন।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন গুণি মানুষ হারালাম!

১২| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৮

অক্পটে বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

একেই চিরবিদায় বলা হয়। এ বিদায় সবাইকে নিতে হয়। এটা খুবই কঠিন এবং একই সাথে সিম্পল সত্য!!!!!!
তাঁর লেখাগুলো আমাকে খুব মুগ্ধ করতো। আমাদের পরিচিত সামাজিকতায় তাঁর পদচারণা আর থাকবেনা!!

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
আর পাবোনা উনাকে উনার দারুন লেখনিতে, সরেস প্রতিমন্তব্যে! ফেসবুকে! আড্ডাঘরে
নয়নতারাকে নিয়ে উনার আবেগ হারিয়ে গেল চিরতরে!

আল্লাহ ভাইকে ভাল রাখুন। সূকে রাখুন ওপারে

১৩| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ওনার চলে যাওয়াটা আমাদের জন্য বড় বেশী ব্যথাময়, তবু পৃথিবীর নিয়মের তো ব্যতিক্রম হবার নয়। ওপাড়ে আমাদের প্রিয় মানুষটি ভালো থাকুক।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম.. আপনারাতো উনাকে বুকে নিতে পেরেছেন। একদম কাছে বসে অনুভভ করেছেন ।
আমাদের ভার্চুয়াল অনুভবেই যে যাতনা আপনাদের কষ্টতো আরো অনেক অনেক বেশি

এ বেলায় এইই প্রার্থনা -ওপাড়ে আমাদের প্রিয় মানুষটি ভালো থাকুক

১৪| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৯

সামিয়া বলেছেন: যতদিন এই ব্লগ থাকবে আমরা থাকবো ততদিন উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন, উনার রুহের মাগফিরাত কামনা করছি ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজেউন

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম জীবনের এক দারুন রহস্য -
মরে গেলে আমাদের বেঁচে থাকাও হয়ে উঠে কেবলই অন্যের স্মৃতিতে!!!
আমরা কত অসহায়!!!

১৫| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




আবু হেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম এর জন্যে একটি নৈবেদ্য - কবিতার।

রবীন্দ্রনাথের কবিতার মতোই বলতে হয় -
এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত্য ছেয়ে
সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে
গভীর ক্রন্দন,"যেতে নাহি দিব"। হায়
তবু যেতে দিতে হয়, তবু চলে যায় ।


০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এরচে চরম সত্য আর কিছু নাই...
এইতো জীবন। চলে যাওয়া নিত্য সেথায়

হয়না বলা, যায়না বলা
হৃদয়ে যত ব্যাথা যত কথা
স্মরণের অবসরে তবু নৈবদ্যের ডালা
প্রার্থনায়-ভালো থাকার শুভাষীশ মালা।।

১৬| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৬

ইফতি সৌরভ বলেছেন: উনি একজন ভালো ব্লগার ছিলেন, অনেক স্মৃতি মনে পড়ছে। ব্লগের আরও একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো!

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই।

আড্ডাঘরেরতো প্রাণ ছিলেন তিনি। আর ব্লগেরও।
এভাবেই দেখতে দেখতে -কে জানে কবে হারিয়ে যাই!!!

ওপারে ভালো থাকবেন হেনা ভাই- এই প্রার্থনা মাওলায় জানাই।

১৭| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৪

হাসান মাহবুব বলেছেন: এই সজ্জন মানুষটির সাথে দেখা হলো না, এই আফসোস রয়ে যাবে।

০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
ব্লগ ডে গুলোতে যা্ও সম্ভাবনা ছিল, এখন সকল সম্ভাবনার বাইরে চলে গেলেন!

আল্লাহ উনাকে ভালো রাখুন

১৮| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

অধীতি বলেছেন: বেদনারা অশ্রু হয়ে নেমে গেলেও যেন তাকে না ভুলা যায়।
অন্যজগতে সুখী হোন সুখে রাখুক স্রষ্টা।

০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
কষ্টেরা দীর্ঘশ্বাস হয়ে ঝড়ে নিত্য
এইতো জীবন আহা! কত স্বল্প এ সত্য।।

সেটাই প্রার্থনা

১৯| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৭

সিগনেচার নসিব বলেছেন: ইন্না- লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রাজিউ-ন।
হেনা ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি এবং
শোক সন্তুপ্ত পরিবারের প্রতি বিশেষ সমবেদনা জ্ঞাপন করছি।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হেনা ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি এবং
শোক সন্তুপ্ত পরিবারের প্রতি বিশেষ সমবেদনা জ্ঞাপন করছি।

এটাই আমাদের প্রার্থনা

২০| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৩৫

অন্তরন্তর বলেছেন: গভীর শোকাহত। কামাল ভাইয়ের পোস্ট দেখে খুব দুঃখ পেয়েছি। আল্লাহ্‌ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। উনার স্মরণে আপনার শ্রদ্ধাঞ্জলি খুব সুন্দর হয়েছে। সামু একজন খুব ভাল সদস্য হারাল। এ স্থান পূরণ হবার নয়।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
সকালে ঘুম ভেঙ্গেই দেখি জাদিদ ভায়ার পোষ্ট!
তারপর একে একে প্রামানিক ভাই, সাদা মনের মানুষ ভাই, শাহিদা তানিয়া .. একের পর এক শোকসংবাদবাহী পোষ্ট!

আপনার দোয়া কবুল হোক।
শোক টুকুকে প্রকাশের চেষ্টা আপনার ভাললাগায় ধন্যবাদ।
হুম এ শুন্যতা পূরণ হবার নয়।

২১| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটি কবিতার মাধ্যমে সুন্দর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। শেষের ছবিটা দেখলে মনটা আরও বিষাদময় হয়ে ওঠে।
উনি অজাতশত্রু ছিলেন। আল্লাহ রাব্বুল 'আ-লামীন ওনার জন্য আমাদের সবার প্রাণভরা আকুতিময় প্রার্থনাগুলো কবুল করে নিয়ে ওনাকে জান্নাত নসীব করুন!

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সকাল থেকেই মনটা কুড়ে কুড়ে খাচ্ছিল বেদনারা!
তাই স্মরণের ছোট্ট প্রয়াসে এই নৈবদ্যের জন্ম!

আপনাদের ভাললাগায় প্রীত বোধ করছি।

হুম। আল্লাহ রাব্বুল 'আ-লামীন ওনার জন্য আমাদের সবার প্রাণভরা আকুতিময় প্রার্থনাগুলো কবুল করে নিয়ে ওনাকে জান্নাত নসীব করুন! আপনার দোয়া কবুল হোক।

২২| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: একজন সহ ব্লগারের প্রতি চমৎকার নৈবদ্য !
আমি এই ছবি টি হেনা ভাই এর ফেসবুকে দেখেছি, চমৎকার পারিবারিক ছবি।
আল্লাহ হেনা ভাই কে জান্নাত নসীব করুন।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরাপু :)

হুম উনার ওয়াল থেকেই নিয়েছি। উনি নয়নতারাকে অনেক অনেক ভালবাসতেন।
সব কথায় ঘুরে ফিরে নয়নতারা চলেই আসতো।

আপনার প্রার্থনায় আমরাও সহমত - আল্লাহ হেনা ভাই কে জান্নাত নসীব করুন।

২৩| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১০:০৫

মা.হাসান বলেছেন: শুন্যতাটুকু-প্রবল দীর্ঘশ্বাস হয়ে রয় ।

ওনার পারলৌকিক সকল কল্যানের দোয়া করছি।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম...
এক প্রবল দীর্ঘশ্বাস!!!

আপনার দোয়া কবুল হোক।

২৪| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১০:০৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: শান্তিতে থাকুক আত্মা তাঁর।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই শুভকামনাই অন্তর থেকে অর্হনিশি...

২৫| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:০৩

গেঁয়ো ভূত বলেছেন: ইন্না- লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রাজিউ-ন।
উনার রুহের মাগফিরাত কামনা করছি এবং
শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন

২৬| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
আমরা একজন সুহৃদকে হারালাম।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
মহান সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক
সইবার শক্তি দিন। আমিন

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...

আমিন। সুম্মা আমিন।

২৭| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১:০৬

কাতিআশা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিশ্চয়ই এটাই চরম সত্য।
মৃত্যু সামনে এসে আমাদের মনে করিয়ে দেয়।

২৮| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৩:৫৬

সোহানী বলেছেন: এক জীবনে অনেক দু:খ বহন করেছিলেন। কিন্তু ঠিকই সে কষ্টকে শক্তিতে রুপান্তরের মাধ্যমে আমাদের মাঝে ফিরে এলেন ও জয় করে নিলেন সবার হ্ণদয়। ভালো থাকুক প্রিয় মানুষটি।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভকামনা ছাড়া আর যে কিছুই দেবার নেই....
সকল লেনাদেনার ওপারে চলে গেছেন ভাইটি!

অন্তহীন শুভকামনা রইল -ভাল থাকুন ভায়া ওপারেও প্রভুর করুনা স্নাত হয়ে।

২৯| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৭

নতুন নকিব বলেছেন:



ইন্না- লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রাজিউ-ন।

প্রিয় হেনা ভাই ছিলেন ব্লগ পরিবারের অন্যতম সদস্য। তার চলে যাওয়ার সংবাদটি গতকালই শুনি। বেদনাদায়ক এই খবরটি জেনে কয়েক মুহূর্ত যেন থমকে ছিলাম।

কায়মনোবাক্যে প্রার্থনা করছি, আল্লাহ পাক তাকে ক্ষমা করুন, তার সকল পাপরাশি মাফ করে তাকে জান্নাতে দাখিল করুন।

প্রসঙ্গতঃ কারও মৃত্যুতে মৃত ব্যক্তির জন্য দোআ করা কিংবা শুভকামনা জানাতে একটি ভুল কথা প্রায়শঃ আমরা অনেকে বলে থাকি। সঙ্গত কারণে বিষয়টি নিয়ে এখানে সামান্য আলোকপাত করছি। যদিও এই একই কথা নূরু ভাইয়ের পোস্টেও লিখেছি, তবু আশা করবো বিরক্তবোধ করবেন না। আল্লাহ তাআ'লা আপনার প্রতি দয়াশীল হোন-

‘বিদেহী আত্মা’র মাগফিরাত কামনা একটি ভুল কথাঃ

‘রূহ’ বা ‘বিদেহী আত্মা’র মাগফিরাত কামনার মত একটি অর্থহীন কথার প্রয়োগ অহরহ লক্ষ্য করা যায় আমাদের সমাজে। মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের দুআর ক্ষেত্রে ‘মরহুমের রূহ' কিংবা 'বিদেহী আত্মার মাগফিরাত কামনা’ ইত্যাদি শব্দ কিংবা বাক্যের ব্যবহারও যথেষ্ট পরিমাণে প্রচলিত।

মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের দুআ করা অবশ্যই একটি উত্তম আমল। হাদীসে এ আমলটি করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে এবং এ প্রসঙ্গে অনেক মাসনূন দুআও সহিহ হাদীসে বর্ণিত রয়েছে। সুতরাং মৃতের জন্য মাগফিরাতের দুআ করা উচিত। কিন্তু বিষয়টিকে মরহুমের 'রূহ' বা ‘বিদেহী আত্মা’র সাথে যুক্ত করার কী অর্থ থাকতে পারে বোধগম্য নয়।

কোনও ব্যক্তির জন্য মাগফিরাত কামনার অর্থ হল, আল্লাহ পাক যেন তার ‘গুনাহখাতা’ মাফ করে দেন- সে জন্য দুআ করা। গুনাহ যেমন মানুষের অভ্যন্তরে থাকা অদৃশ্য ‘নফস’ দ্বারা হয়ে থাকে, তেমনি বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারাও সংঘটিত হয়ে থাকে। তদ্রূপ আল্লাহ তাআলা না করুন-দুনিয়ার এইসব গুনাহখাতার জন্য যদি আখিরাতের আযাব ভোগ করতে হয় তাহলে রূহ যেমন তা ভোগ করবে তেমনি দেহও যে অবস্থায়ই থাকুক না কেন, তা ভোগ করবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এটাই। একইভাবে নেয়ামত, সুখ-শান্তিও দেহ এবং আত্মা উভয়ই ভোগ করবে। তাই দেহকে বাদ দিয়ে শুধু রূহের জন্য মাগফিরাত প্রার্থনার কোনো অর্থ হতে পারে না। এই ধরনের কথাবার্তা বলা থেকে সর্বাবস্থায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

অতএব, মৃত কোনো ব্যক্তির জন্য দুআ করার সঠিক পদ্ধতি হচ্ছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করুন, তার সকল পাপরাশি মাফ করে তাকে জান্নাতে দাখিল করুন অথবা, এই জাতীয় কথা বলে দোআ করা।

আল্লাহ পাক আমাদের সঠিকভাবে প্রতিটি বিষয় জেনে তার উপরে সহিহভাবে আমল করার তাওফিক দিন।

কৃতজ্ঞতাসহ।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা সকলেই বাকরুদ্ধ হয়েছি সকলেই শোকাহত

আপনার প্রার্থনা মঞ্জুর হোক।
(কবুল হোক বলিনাই, তাতে নিশ্চয়ই অর্থ পাল্টে যায় নি? কি বলেন ভায়া ) ;)

হা হা হা

আপনার সুশীল জ্ঞানের জন্য ধন্যবাদ। কিন্তু ভাইডি মুশকিল কি জানেন অনুভবের মাত্রাভিন্নতা!
জ্ঞানের আপেক্ষিকতায় অনেক কিছু ভিন্ন মনে হলেও ভুল বলা কি ঠিক?
আচ্ছা ভাইজান, তবে বলেন- রুহ চলে যাবার পর লোকটিকে আর তার নাম ধরে ডাকেন না কেন?
লাশের পাশে কান্না কাটি করোনা।
কেন বলেন লাশটা ধর? লাশটা গোসল দাও? লাশটা দাফন করতে হবে?

রুহ থাকা অবস্থায় যার নাম ছিল। সব ছিল। রুহটা চলে যাওযাতেই সব হারিয়ে লাশ হয়ে গেল!
লাশের জন্য কি দোয়া? তাই যদি কেউ বিদেহী আত্মার জন্য শুভকমানা করে তা ভুল হবে কেন?
রুহের জন্য প্রার্থনা সঠিক হবে না কেন?

আল্লাহ পাক আমাদের সঠিকভাবে প্রতিটি বিষয় জেনে তার উপরে সহিহভাবে আমল করার তাওফিক দিন।

৩০| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৬

নতুন নকিব বলেছেন:



ভাইজান,

আমাদের অর্থাৎ, আমরা যারা মুসলিম এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা পোষন করি, আমরা বিশ্বাস করি যে, গুনাহ, পাপ বা অপরাধ মানুষের অভ্যন্তরে থাকা অদৃশ্য ‘নফস’ দ্বারা যেমন হয়ে থাকে, তেমনি বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারাও সংঘটিত হওয়া স্বাভাবিক। তদ্রূপ আমরা বিশ্বাস করি যে, আল্লাহ তাআলা না করুন- দুনিয়ার এসব গুনাহখাতার জন্য যদি আখিরাতের আযাব ভোগ করতে হয় তাহলে রূহ যেমন তা ভোগ করবে তেমনি দেহও যে অবস্থায়ই থাকুক না কেন, অবশ্যই তা ভোগ করবে।

এর বিপরীতে, আমরা এ কথায়ও বিশ্বাস পোষন করি যে, একইভাবে নেয়ামত, সুখ-শান্তিও দেহ এবং আত্মা উভয়ই ভোগ করবে।

এগুলো আমাদের আকিদাগত বা বিশ্বাসের বিষয়। তাই দেহকে বাদ দিয়ে শুধু রূহের জন্য মাগফিরাত প্রার্থনার যেমন কোনো অর্থ হতে পারে না, তেমনি রূহকে বাদ দিয়ে শুধু দেহের জন্য মাগফিরাত প্রার্থনারও কোনো অর্থ থাকে না।

আকিদা তথা বিশ্বাসের বিষয় হওয়ায় এগুলো গভীরভাবে অনুধাবনেরও বিষয়। হাল্কাভাবে নেয়ার কোনো সুযোগ এসব বিষয়ে থাকা উচিত নয়। সে কারণে, দোআর উদ্দেশ্যে বলা সত্ত্বেও, মৃত ব্যক্তির মাগফিরাত তথা ক্ষমালাভ ও কল্যান প্রার্থনার মানসে বলা এই কথাগুলোতে ব্যবহৃত শব্দ কিংবা বাক্য ইত্যাদির প্রতিও সতর্কতা অবলম্বন করে চলতে হবে আমাদের।

অতএব, মৃত কোনো ব্যক্তির পক্ষে ক্ষমাপ্রার্থনার জন্য খন্ডিতভাবে তার রূহ, আত্মা কিংবা জিসম বা দেহ প্রভৃতির জন্য আলাদা আলাদা দুআ নয়; এমন ভাগাভাগি করে দুআর প্রমান কুরআনুল কারিম এবং হাদিসের কোথাও পরিলক্ষিত হয় না। সুতরাং, মৃতের জন্য দুআ করার সঠিক পদ্ধতি হচ্ছে, সুযোগ থাকলে বা জানা থাকলে তার নামোল্লেখ করে বলা যে, আল্লাহ পাক অমুক মৃত ব্যক্তিকে ক্ষমা করুন, তার সকল পাপরাশি মাফ করে তাকে জান্নাতে দাখিল করুন। আর নাম জানা না থাকলে সাধারণভাবে তার জন্য দুআ প্রার্থনা করা যেতে পারে।

ভাইজান,

ভুল ত্রুটি মার্জনা করবেন। জ্ঞানের সীমাবদ্ধতার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে কোন দলিল আবার বের করেন, কে জানে! আপনার দলিল সাধারণতঃ শক্তই হয়ে থাকে, যা দেখলে এমনিতেই ভয় পাই!

শুভকামনা।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার সদুপদেশের জন্য ধন্যবাদ।

আকিদা আর বিশ্বাসে আপগ্রেডেশন কিন্তু সময়ের দাবী ভায়া। নোট ইট বদলাতে বলছিনা,
কিন্তু সময়ের সাথে সমন্বয় করার কথা বলছি।
যেমন একসময় অনুবাদে নক্ষত্রের পরিভ্রমন বোঝাতে সাতার কাটছে বলা হতো।
এখন তা হ্যসকর ঠেকে। আবার তাকে অনুবাদে আপন কক্ষ পথে পরিক্রমনশীল বললে মূলভাব বদলায় না।
এইরকম আরকি!

আপনি বিস্তর জ্ঞানী মানুষ। আমি প্রকৃতির প্রাঠশালা ছাত্র।
সো বিধি বিধানে আপনি যত কঠোর হবেন আমি ততটাই সহনশীল আর নরম হবো প্রকৃতিগত ভাবেই।
উত্তরে আমার বলা "লাশ" সংক্রান্ত তথ্য নিয়ে কিছু বলেন নি কিন্তু।
রুহ ছেড়ে গেলে দেহটার নাম পরিচয় সব হারিয়ে লাশ হয়ে যায়। রুহটা তবে কতটা মুল্য বহন করে ভাবুন।
তাই রুহের মাগফিরাত কামনাই বেশি যৌক্তিক নয় কি?

আপনি যে সার্বজনীনতার কথা বলছেন আমি মানছি। কিন্তু আপনি রুহের মাগফিরাতকে ভুল বলেছেন- সেখানেই কাটছি !
সরাসরি ভুল বলা, বিদাত বলা, কাফের বলা যতটা সহজ জ্ঞানের ত্রিমাত্রিকতাকে ধারন ততটাই কঠিন।
বিশ্বাসের (ঈমানের) বহুমাত্রায় যেমন অর্থ আপেক্ষিক হয়, ইয়াকিনের চতুর্মাত্রায় তেমনি অনুভব বহুমাত্রিক হয়।
তাই আমরা না বুঝলে বোঝার চেষ্টা করি, সেটাই মনে হয় উত্তম।

ভাইজান,

ভুল ত্রুটি মার্জনা করবেন। জ্ঞানের সীমাবদ্ধতার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে কোন দলিল আবার বের করেন, কে জানে! আপনার দলিল সাধারণতঃ শক্তই হয়ে থাকে, যা দেখলে এমনিতেই ভয় পাই!
(আপনারটাই আপনারে ফিরিয়ে দিলাম :) )




৩১| ০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪২

নতুন নকিব বলেছেন:



আপনি যে সার্বজনীনতার কথা বলছেন আমি মানছি। কিন্তু আপনি রুহের মাগফিরাতকে ভুল বলেছেন- সেখানেই কাটছি !
সরাসরি ভুল বলা, বিদাত বলা, কাফের বলা যতটা সহজ জ্ঞানের ত্রিমাত্রিকতাকে ধারন ততটাই কঠিন।
বিশ্বাসের (ঈমানের) বহুমাত্রায় যেমন অর্থ আপেক্ষিক হয়, ইয়াকিনের চতুর্মাত্রায় তেমনি অনুভব বহুমাত্রিক হয়।
তাই আমরা না বুঝলে বোঝার চেষ্টা করি, সেটাই মনে হয় উত্তম।


-ভাইজান,

আমার কথা আমাকেই ফিরিয়ে দিলেন! যাক, দেন। আপনার দান নতমস্তকে গ্রহণ করে নেয়া ছাড়া উপায় কি! :((

তবে, আল্লাহ পাক কিন্তু সত্য বলতে সংকোচবোধ করেন না। তাই সত্য প্রকাশে আমাদেরও সংকোচবোধ করলে চলবে না। ভুলকে তো ভুলই বলতে হবে, কি বলেন! না হলে তো ভুলগুলোই ডালপালা গজাবে আমাদের যাপিত জীবনে। আল্লাহ তাআলা বলেন,

وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ

‘এবং আল্লাহ সত্য কথা বলতে সংকোচবোধ করেন না।’ -সুরা আহযাব : আয়াত ৫৩

তবে এই ক্ষে্ত্রে আপনি যেটা বলতে চেয়েছেন, আমি যদি আপনার অনুভব এবং অনুভূতি বুঝতে ভুল না করে থাকি, একটু রয়েসয়ে, একটু সহনশীলতা ও নমনীয়তার সাথেই তা করতে হবে। এ বিষয়ে আপনার সাথে সম্পূর্ণ সহমত।

প্রকৃতির প্রাঠশালার ছাত্রদের শিক্ষার পরিধিটা কিন্তু এমনিতেই প্রকৃতির মত উদার এবং ব্যাপক হওয়ার একটা বিষয় থাকে। :) তবে, ধর্মীয় বিশ্বাস-অবিশ্বাস, বিধি-বিধান ইত্যাদি সকলকিছুর ক্ষেত্রে সেই উদারতা আবার বাস্তবায়ন করার সুযোগ সমভাবে থাকে না, থাকা উচিতও নয়- এটাও তো সত্য, না কি ভিন্নমত পোষন করবেন এক্ষেত্রেও?

অনেক অনেক ধন্যবাদ ভাইজান।

০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটু রয়েসয়ে, একটু সহনশীলতা ও নমনীয়তার সাথেই তা করতে হবে।
উকে মাইনে নিনু ভায়া :) কারণ বিষয় ঘুরে যাচ্ছে!

আসেন আমরা হেনা ভাইর জন্য দোয়া করি।
সওয়াব রেসানীতে কিন্তু রুহের কাছেই পৌছানোর আরজ করা হয় মোনাজাতে। রুহানী ফয়েজ ও বরকত কামনা করা হয় প্রার্থনায়। রুহ বা দেহ বা পূর্ণ স্বত্ত্বার প্রতিই আসুন প্রশান্তি, মুক্তি এবং শান্তির প্রার্থনা করি।


ধর্মীয় বিশ্বাস-অবিশ্বাস, বিধি-বিধান ইত্যাদি সকলকিছুর ক্ষেত্রে সেই উদারতা আবার বাস্তবায়ন করার সুযোগ সমভাবে থাকে না, থাকা উচিতও নয়- এটাও তো সত্য, না কি ভিন্নমত পোষন করবেন এক্ষেত্রেও?
এটা নিয়ে ভিন্ন পোষ্ট হতে পারে। সেখানে না হয় আলাপ হবে, ভায়া :)
ধর্ম কি? বিশ্বাস-অবিশ্বাস কি? বিধি বিধান কি? কেন তা বিভিন্ন নবী রাসুলের সময় ভিন্ন ভিন্ন হয়েছে।
লালনের কথা বললে আবার আপনার ঈমানে যদি স্পর্শ কাতরতা না থাকে বলতে পারি- সেই জ্ঞানের বাক্য
"যে সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে, লালন বলে তাই জানিলে পাপ পূন্যের আর নাই বালাই - - -"

৩২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ২:১০

নতুন নকিব বলেছেন:



জ্বি, ধন্যবাদ, ভাইজান। অবশেষে লালনের জ্ঞানের বাক্য শোনার সৌভাগ্য হল বলে আনন্দিত বোধ করছি।

অনেক হয়েছে। এ নিয়ে তেমন আর আলোচনা না করলেও সমস্যা নেই। তবে ভিন্ন পোস্ট আপনি দিলেও হয়তো দিতে পারেন। এবার তারচেয়ে চলুন, হেনা ভাইয়ের জন্য দোআ করি। আল্লাহ পাক ক্ষমা করুন তাকে। আমরাও তো একই পথের পথিক। তার মত করেই চলে যাব একে একে। আমাদের জন্যও ক্ষমাপ্রার্থনা মহান মালিকের কাছে।

আপনার জ্ঞানের মধ্যে আল্লাহ তাআ'লা বরকত দান করুন। দোআ চাই আমাদের জন্যও।

০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ভাল।

হেনা ভাইয়ের জন্য অন্তহীন দোয়া আর প্রার্থনা।

৩৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৪

আরাফআহনাফ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিছু মৃত্যু মেনে নেয়া অনেক কস্টের হয় - যেমন হেনা ভাইয়ের মৃত্যু। যদিও ওনার বয়স হয়েছিল, আর আগে স্ট্রোকের আঘাত ছিল তারপরও এমন সজ্জন, আন্তরিক ব্যক্তির চলে যাওয়া মেনে নিতে কস্ট হয়।
আমার সহধর্মিনী আর আমি সেই রাতে(২এপ্রিল) ঘুমাতে পারিনি - রাত ১০:৩০ হেনা ভাবী ফোন করে জানালেন তাঁর চির প্রস্থানের কথা - বিমুঢ় হয়ে বসেছিলাম। ব্লগার ফাহিম সাদী ভাইকে জানালাম - মেসেজ করে। বুকের ভেতর কী এক কষ্ট যেন গুমড়ে গুমড়ে কাঁদছে।

মনে পড়ে কতো হাজারো খুনসুঁটি সামুপাগলার আড্ডাঘরে - বয়সের কোন বাঁধা ছিলো না - নির্মল আনন্দে - সবাইকে আপন করে নেয়ার কী বিস্ময়কর ক্ষমতা তাঁর।
তাঁর আত্মজৈবনিক গল্প পড়ালাম, জানলাম গভীরে -তাঁরই পাঠানো বই থেকে।
সবসময় ফোন করতেন - পরিবারের খুঁটিনাটি সব জানতে চাইতেন - আমিও শেয়ার করতাম সবকিছু নির্দ্বিধায় - দেখা হয়নি তারপরও ভরসা করা যায় - এমনই নির্ভরতার প্রতীক ছিলেন তিনি আমার ও আমার পরিবারের কাছে।
২০১৮ সালে আমি আর সহ ব্লগার ফাহিম সাদি ভাই মিলে চলে গেলাম রাজশাহীতে - আমি চট্টগ্রাম থেকে আর সাদি ভাই সিলেট থেকে - আমাদের কাছে তাঁর ফোন নাম্বার থাকলেও তাঁকে জানাইনি আমাদের আগমনের কথা - সারপ্রাইজ দেবো বলে। শুধু বইয়ের দেয়া ঠিকানা সম্বল করে অনেক খুঁজে পর গেলাম তাঁর বাসায় - তিনি হতবাক আমাদের দেখে! পুরো এক বিকেল আমাদের সাথে ঘুরলেন - পদ্মায়, নৌকা করে, ঘুরে ঘুরে দেখালেন রাজশাহী। রাতে না খেয়ে আসতে পারিনি।

কথা দিয়েছিলেন- চট্টগ্রাম বেড়িয়ে যাবেন - তাঁর অনেক স্ম্বৃতির শহর এই চট্টগ্রাম - দু:সময়ের আশ্রয়স্হল।
না - আসতে পারেন নি তিনি চট্টগ্রামে - খুব ইচ্ছা থাকা স্বত্তেও।

ধীরে ধীরে অসুস্হ হয়ে পড়লেন অনেক বেশী - আবারো স্ট্রোক করলেন -কথা বলতে পারতেন না। চিকিৎসা করে কিছুটা সুস্হ হলেন , হেনা ভাবীর মোবাইলে ভিডিও কলে কথা হয়েছিল - খুব উৎফুল্ল হয়ে পড়েছিলেন- জড়িয়ে জড়িয়ে কথা বলার চেস্টা করেছিলেন।
জানতাম কামাল ভাই আর প্রামানিক ভাই মিলে তাঁকে দেখতে যাবেন (ভাবী বলেছিলেন) - আমারও ইচ্ছে ছিলো দেখে আসবো আরেকবার তাঁকে - ব্যস্ততায় যাওয়া হলো না - আর হলো না দেখা প্রাণপ্রিয় হেনা ভাইয়ের সাথে।

যেখানেই থাকুন - ভালো থাকুন - শান্তিতে থাকুন হেনা ভাই । আপনার মতো সাদা মনের মানুষদের জন্যই সেটা প্রাপ্যই বটে।

মহান আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের হেনা ভাইকে বেহেস্ত নসীব করুন - আমীন - আমীন।

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আপনি আসায়।
অপেক্ষায় ছিলাম আড্ডঘরের পাগলদের প্রতিক্রিয়ার! সামুপাগলাতো গায়েবই!!
এমন দিনে উনার উপস্থিতি হেনা ভাইর আত্মাকেো শান্তি দিতো।

সত্যি এমন প্রাণখোলা মানুষদের চাইলেও ভোলা যায় না।
তিনি আন্তরিকতার বাঁধনে আর রিজের শক্তিশালী লেখনিতে সবাইকে বেঁধে রেখেছিলেন

আপনাদের কত গণিষ্ঠ স্মৃতি! আপনাদের ব্যাথা বুঝি কল্পনাও করতে পারবো না।
সকল কষ্টের শেষে এটাই জীবনের বাস্তবতা! মেনে নিতেই হবে।
দোয়া করুন ভাইয়ের জন্য। আপনার প্রার্থনা আল্লাহ কবুল করুন। সুম্মা আমীন।

৩৪| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: হেনা ভাইকে প্রচন্ড মিস করছি। প্রথম দিন খবরটি শুনে বিশ্বাস ই হচ্ছিল না। যাইহোক আমাদের সকলের শেষ পরিণতি মানতেই হবে। ওনার মাগফিরাত কামনা করি। আপনার শ্রদ্ধাঞ্জলি ভালো লেগেছে।++
নকিব ভাইয়ের কমেন্টগুলো বাড়টি পাওয়া। আমি নিজে এতদিন যে ভুল করে আসছিলাম আজ নকিব ভাইয়ের কমেন্টের জন্য ভুল ভাঙলো।ওনাকে ধন্যবাদ।
শুভেচ্ছা শ্রদ্ধেয় কবিভাইকে।

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। হেনা ভাইর খবরে সবারই একই অবস্থা।

" ওনার মাগফিরাত কামনা করি" ???
দেহের না রুহের? অসম্পূর্ণ হয়ে গেল প্রার্থনা টুকু। নয় কি?
শ্রদ্ধাঞ্জলী ভাললাগায় ধন্যবাদ দাদা।

নকিব ভায়ার মন্তব্যে আমার দ্বিমততো প্রতিমন্তব্যেই দেখেছেন।
সো এখানে আমি আপনার মতে একমত নই।
বরং নতুন ভাইর দাবীটাই আমার কাছে ভুল!

মানুষ টা কে? দেহ ? না রুহ? না দুয়ে মিলে?
দুইয়ে দিলেই যদি হয়- তখন রুহটা চলে গেলে দেহটা মূল্যহীন লাশে পরিণত হয়! নামটাও হারিয়ে ফেলে
তাহলে বাকী রয়ে যায় রুহ।
বিদেহী আত্মার বা রুহের মাগফিরাত কামনা করাটাইতো সঠিক মনে হয়।
ভেবে দেখুন।

শুভেচ্ছা আপনাকেও

৩৫| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১১

কামরুন নাহার বীথি বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন!!
আল্লাহ ওনাকে জান্নাত দান করুন।
হেনা ভাইকে ভোলা যাবে না, সারাক্ষণ মাতিয়ে রাখতেন আমাদের।
বোন ছাড়া কখনও সম্বোধন করেননি।
চলে যাবার খবরটা খুবই কষ্টের।

১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
অমায়িক মানুষ ছিলেন।
ভায়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

৩৬| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৭

করুণাধারা বলেছেন: @ পদাতিক চৌধুরী,

আমার মন্তব্যের উত্তর খুঁজতে এসে আপনার মন্তব্য চোখে পড়ায় ভুলে যাওয়া দুঃখ আবার ফিরে এলো। তাই ভাবলাম কিছু লিখি।

আমি ইনহেলার নিয়ে পোস্টটা দিয়েছিলাম, কারণ নতুন নকিবের পোস্টে তিনি বলেছিলেন ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, নতুন নকিবের এই বক্তব্য ভুল প্রমাণ করার জন্য বিভিন্ন সূত্র উল্লেখও করেছিলাম। তেপান্ন জন মন্তব্যকারীর মধ্যে পঞ্চাশ জন আমার বক্তব্যের সমর্থনে নানা তথ্য দেন, একমাত্র ব্যতিক্রম নতুন নকিব এবং আপনি!! নতুন নকিব তার বক্তব্যের সমর্থনে অদ্ভুত কিছু যুক্তি দেন, আপনি আমার পোস্টে মন্তব্য করে জানান, নতুন নকিবের সেই মন্তব্য পড়ে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, অর্থাৎ আমি ভুল, ঠিক যেমন আজকে  বললেন। এর অর্থ ভৃগু ভুল। দুজন মানুষ যদি বিপরীতমুখী ধারণা পোষণ করেন, তবে আপনার স্বাধীনতা নিশ্চয় আছে একজনের পক্ষে কথা বলার। তবে আমার বাড়ীতে আমি  একজনের সাথে তর্ক করছি এমন অবস্থায় আপনি এলেন আর বললেন যার সাথে তর্ক করছি তার থেকে অনেক কিছু জানা হলো (অর্থাৎ আমি ভুল), তবে তাতে দুঃখ পাওয়া কি অন্যায় হবে?

দেখি ভৃগু কী বলেন!!

০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

নতুন নকিব ভায়াকে আমি চেষ্টা করেছি বোঝাতে। উনি উনার মতে অটল থাকলে জোর করার কিছু নেই।
আর পোষ্টটা যেহেতু হেনা ভাইয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলী, সেই হিসেবে আলাপ ঘুরে যাচ্ছে বিধায় ক্ষান্ত দিয়েছি

আপনার মতো আমিও অবাক হয়েছি, আমার প্রিয় দাদার জানতে পারার কিসসায় ;)

দু:খ পাবার কিছূ নেই- কারণ যার যার জ্ঞান এবং প্রজ্ঞার সীমায় দাড়িয়েই তিনি অনুভব করেন।
আর জোর করারওতো কিছূ নেই, যতক্ষন না নিজে থেকে জ্ঞান জাগ্রত হয়।
আর দাদার সাথে এমনিতে আমার কাছে ভরসা আর দাবীর জায়গাটা একটু বেশিই।
তাই উনি নিশ্চিন্তেই উনার মত প্রকাশ করেছেন্!

এমনিতেই চার মাজহাব, চার তরিকা, তার আবার শত উপধারা..
আবার পুথিগত বিদ্বান আর আধ্যাত্বিক সাধু পুরুষ -সত্য, ত্রাতা, দ্বাপর, কলি যুগ, বলতেই আবার জ্ঞানের হিন্দুয়ানী আর মুসলমানী করনের জগাখিচুরী- সে এক বিশাল মচ্ছব! এই বিশাল বাজারে সত্য খুঁজতে খুঁজতে ছত্রিশ বছর পার করে ঐ কথাই মনে হয়- আসলেই জীবন কত ক্ষুদ্র জানার জন্যে।

ইসলামী জ্ঞানের বিশালতা এত ব্যাপক কেউ যদি কিছূ না জানে তাতে আমি অবাক হইনা!
বরং অবাক হই আমি নিজেই কত কম জানি ভেবে :)
তাতে ক্লেশ অব ক্লেনের স্পেস টুকু কমে আসে :)

৩৭| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



প্রয়াত হনা ভাইকে নিয়ে অবেগময়ী ধ্রুব সত্য কথাই বলেছেন কবিতায় ।

তাঁর প্রয়ানে মনে বাজে একটি হৃদয় নিংরানো কথা
সামুলয়ে জালিয়েছ তুমি যে আলোকশিখা
তোমার সকল ভ্রাতা ভগ্নির ললাটে দিয়েছ যে উজ্জ্বল টিক
অবারিত গতিতে সে জয়রথ ফিরে যেন তাজি সকল জগৎ ।
দঃখ দীনতা যা আছে মোদের তোমারে বাঁধি যেন তা না রয়
মহাসুখে থাক সেথায় এ কামনা হৃদয় মাঝে নিরন্তন বয় ।

সাহিত্যবাসরে তুমি যে দীপ জ্বালিলে অনির্বাণ
সকলের মাঝে তোমারেই তা করল দীপ্যমান।
এই বন্ধন-পীড়ন-দুঃখ-অসম্মান-সমাজে
হেরিয়া তোমার কির্তি কর্ণে মোদের বাজে
আত্মার বন্ধনহীন আনন্দের গান মহাকালের সংগীত,
চিরপ্রাণ আশার উল্লাস, গম্ভীর নির্ভয় বাণী উদার মৃত্যুর।

সামুর গুণী লেখক হেনা ভাই, তোমার মুখে রাখি দৃষ্টি
অন্তরে অনুভবি বিপুল শব্দ ঝংকার-
নাহি তাহে দুঃখতান, নাহি ক্ষুদ্র লাজ, নাহি দৈন্য, নাহি ত্রাস
তাই শুনি আজ কোথা হতে ঝঙ্কা-সাথে পদ্মা পাড়ের গর্জন,
বলে যায় ওরে ভীরু, ওরে মূঢ়, তোলো শির,
আমি আছি, তুমি আছ, সত্য আছে স্থির।
তোমার তুলনা তুমিই, তোমার লেখক হৃদয় নন্দিত করে নন্দ
তাই তো তোমার সুকুমার লেখনী তোমায় পরায় আপন ছন্দ।
চিরসূন্দরে করোগো আমাদেরে তোমার রেখাবন্ধনে বন্দী
দোয়া করি ঋদ্ধচিত্তে থাকো সেথায় লয়ে পরম পুরস্কৃতি।

প্রিয় হেনা ভাইকে নিয়ে লেখা কবিতাটি প্রিয়তে গেল ।

শুভেচ্ছা রইল

০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হেনা ভাইর স্মরণে হৃদোৎসারিত দারুন কাব্য মালায় ভাল লাগা রইলো।
আপনার প্রার্থনায় আমরাও দৃঢ় চিত্তে সকলেই তাই বলি
- " ঋদ্ধচিত্তে থাকো সেথায় লয়ে পরম পুরস্কৃতি।"

অনেক অনেক কৃতজ্ঞতা রইলো

৩৮| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০০

ডঃ এম এ আলী বলেছেন:

উপরে থাকা হনা শব্দটি হবে হেনা ।
এটি একটি অনিচ্ছাকৃত বানান প্রমাদ ।

০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বুঝতে পেরেছি।
লিখতে গেলে টাইপো হয়েই যায়- তার উপর যখন আবেগ তাড়িত হয়ে লিখতে হয়
তখন সম্বাবিলিটি আরো বেড়ে যায়;)

ইটস ওকে প্রিয় ভাইজান।

৩৯| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৮

ঢুকিচেপা বলেছেন: ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
পরম করুণাময় আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।
উনার রুহের মাগফিরাত কামনা করছি।

৪০| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৩

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আল্লাহ্ তাকে মাফ করে জান্নাত নসীব করুন।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

৪১| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১০

জুন বলেছেন: হেনা ভাইয়ের সাথে আমার অদেখা আলাপ যেটুকু ছিল তা এই ব্লগের মাধ্যমেই । উনিও আমাকে বোন বলেই ডাকতেন । আমি তাকে তাঁর প্রিয় নয়নতারার কথা জিজ্ঞেস করলে অনেক খুশী হতেন । মহান আল্লাহ তাকে বেহেশত নসীব করুন ।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
নয়নতারা উনার কলিজার টুকরা ছিলো।
আড্ডাঘরেও সবসময় ঘুরে ফিরে নয়নতারা আসতোই...

উনার বিদেহী আত্মার শান্তি মুক্তি এবং কল্যান কামনা করছি।

৪২| ১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৭

শায়মা বলেছেন: এমন করেই সবাই চলে যাবো ভাইয়া। তবে হেনাভাইয়া মত হাসিখুশি সহজ সরল নির্বিবাদী মানুষকে ভুলে যাওয়া কঠিন। সবচাইতে বড় কথা সবকিছুর উপরে উনার মত লেখক পাওয়াও কঠিন।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
নিয়তির বিধান

হেনা ভাইর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ভাল থাকুন ওপারে

৪৩| ১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আলবিদা হেনা ভাই। ভাল থাকুন উপারে। আমরা সবাই যাই চলে ফিরে আসিনাকো আর। আল্লাহ তায়ালা আপনাকে ক্ষমা করে যেন। আপনার যেন বেহেশত নসীব হয় ।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।
আপনার প্রার্থনা কবুল হোক কবি।

৪৪| ১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৯

শায়মা বলেছেন: হেনাভাই ভালো থাকবেন নিশ্চয়ই। উনি মানুষ হিসাবেও কখনও কারো অপকার করতে পারেন বলে মনে হয়না। নয়নতারা একদিন আমাদের ব্লগে আসুক বড় হয়ে।

১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ভাল মানুষদের কোন শংকা নেই

নয়নতারাকে তার দাদুর গল্প শোনাব। সে নিজেও দেখবে কত কত মানুষ তার দাদুকে ভালবাসে
নয়নতারার নয়ন বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়বে অলখে. . . .

৪৫| ০৭ ই মে, ২০২১ ভোর ৬:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



নতুন কবিতা আছে কিনা দেখতে এসেছিলাম ।
এই মহা দুর্যোগকালে ভাল অছেন তো ?
অনেক অনেক শুভকামনা রইল

১৮ ই মে, ২০২১ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বলে যে কৃতজ্ঞতা জানাবো, আক্ষরিক নির্বাক হয়ে গেছি ....

অনেক অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
অসীম দয়ালু পরম দয়াময়ের কৃপায় আলহামদুলিল্লাহ ভাল আছি।
আপনিও আশা করি পরমের অপার করুনায় ভাল আছেন। দোয়াও করি তাই।

দু:খিত দেরীতে উত্তর দেয়ায়। মাঝে রমজানে প্রায় ব্লাক আউট ছিলাম্
তাই এই অনাকাংখিত, অনিচ্ছাকৃত দেরী। ক্ষমা করবেন।

অন্তহীন শুভকামনা আর প্রার্থনা আপনার জন্য

৪৬| ১৪ ই মে, ২০২১ রাত ২:১৮

ডঃ এম এ আলী বলেছেন:


১৮ ই মে, ২০২১ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক প্রিয় ভায়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.