নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

হে বনী ইসরাইল

১৮ ই মে, ২০২১ রাত ৯:২৭

ইয়া বনী ইসরাইলা
বলে বারবার সর্তক করেছেন রব তোমাদের
আজো বদলালে কই? নিজেদের দুর্বিনীত ঔদ্ধত্যে
আজো সত্যকে মুছে দিতে চাও!

অথচ তোমরা জানো কোনটা সত্যি
কেবলই হিংসা, অহম আর জেদের বশে
তোমরা মিথ্যেকে অস্ত্রের জোরে প্রতিষ্ঠিত করতে চাইছো?
অথচ তোমরা কিতাবী সম্প্রদায়!

যদি সত্যবাদী হও তোমাদের কেতাব খোল
সত্য কেতাব যা প্রভুর পক্ষ থেকে এসেছিল
তাওরাত, যাবুর, ইঞ্জিল- কি আছে তাতে? তোমরাতো জানো
তোমরা কি করছো, কত নবী রাসূলকে হত্যা করেছো!

অথচ এ তোমাদের জন্য সমীচিন নয়
যারা না জানে তারা জিজ্ঞাসা করো, তোমাদের রাবীদের
সত্য কি? সত্যের সত্যতা নিয়ে কমতো পরীক্ষা করোনি
নবীজির আগমন থেকে তিরোধান পর্যন্ত! মানলে কই?

হায়! আজো তোমাদের মোহরাংকিত হৃদয়
সেই ধ্বংসপ্রাপ্ত অজ্ঞদের পথেই তোমাদের পরিচালিত করছে
নূহের সম্প্রদায়, কওমে লুত, বা শণিবারের সীমালংঘনকারীদের
মতো- অথচ তাদের ধ্বংসাবশেষ তোমাদের চলার পথ পাশেই।

থামো। নয়তো অপেক্ষা করো সেই মহানাদের
যা তোমাদের চক্ষু থেকে অপসারন করবে মিথ্যার পর্দা
তখন তোমরা জানবে সত্য কি? অথচ ফেরার কোন পথ পাবেনা।
নিশ্চয় জাহান্নাম সত্যত্যাগী, অহংকারী আর জালিমদের দিয়েই পূর্ণ হবে।


মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২১ রাত ৯:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কুকুরের লেজ সোজা হয়না।
ওরাও কখনোই সঠিক পথে হাঁটবে না।

১৮ ই মে, ২০২১ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ইতিহাসের মোড়ে মোড়ে তারা তাই প্রমাণ করেছে বারবার!

তাদের উদ্দ্যেশ্যে এত এত আয়াত কোরআনে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে,
সূত্র সহ বারবার তাদের স্মরণ করিয়ে দিয়েছে তাদের পবিত্র কেতাবের ভিত্তিতেই
কিন্তু ঐ যে- বিচার মানি তালগাছ আমার! চেতনাতেই তারা আজো সেই পথেই!

২| ১৮ ই মে, ২০২১ রাত ১০:১০

নেওয়াজ আলি বলেছেন: আরেকজন হিটলারের প্রয়োজন এখন

১৮ ই মে, ২০২১ রাত ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই নিষ্ঠুর এক সত্যকে তারাই বারবার মনে করিয়ে দেয় তাদের মন্দ কর্ম দিয়ে!!!

৩| ১৮ ই মে, ২০২১ রাত ১০:১৮

জটিল ভাই বলেছেন: তারা কিয়ামতের আগে ঠিক হবেনা। তারা দজ্জালের সাথী হবে। আর এই ভবিষ্যত বাণীতো আমাদের কাছেও পৌঁছিয়েছে!

১৮ ই মে, ২০২১ রাত ১০:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
এবং তাদের সাথে আচরণের পূর্ন দিক নির্দেশনা থাকার পরো পোষাকী, নামধারী মুসলিম নেতৃদেশ তা বেমালুম ভুলে আছে
যদিও তাদেরই মাতৃভাষায় তা বিবৃত।

৪| ১৮ ই মে, ২০২১ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: আজ দুইজন জ্ঞানী মানুষের জন্মদিন। দুজনই বিখ্যাত এবং বিপুল জনপ্রিয়।
তারা বলেছেন, মানুষকে ধর্ম দিয়ে ভাগ করো না। মানুষের একটাই পরিচয় সে ''মানুষ''।

১৮ ই মে, ২০২১ রাত ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

ধর্ম কখনো মানুষকে ভাগ করতে আসেনি, আসেনা। ধর্ম সত্য আর মিথ্যাকে পৃথক করে কেবল।
একজন ধর্ষক শারিরীক মানুষ হবার পরো তার কর্মে যেমন সকলের ঘৃণা কুড়ায়
তেমনি সত্য অস্বীকারকারীরা দেহত মানুষ হলেও তারা মন্দত্বের প্রমানই সবসময় রেখে যায়!

ধর্ম সব সময়ই এসেছে, প্রেম, ক্ষমা আর সামগ্রীকতার, সামষ্টিকতার শিক্ষা নিয়ে।

৫| ১৮ ই মে, ২০২১ রাত ১০:৩৫

শেরজা তপন বলেছেন: কবিতার মান নিয়ে প্রশ্ন করার যোগ্যতা আমার নেই।
আপনার কবিতা সবসময়ই আমার কাছে বেশ উচুমার্গের মনে হয়।
ধর্ম সন্মন্ধে গভীর জ্ঞান না থাকতে এই টপিক্সের উপরে কবিতা লেখা বেশ দুরূহ। আপনার সেটা আছে বলে মনে করি।

ভাল থাকুন- সুস্থ্য থাকুন সবসময়।

১৮ ই মে, ২০২১ রাত ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আগমনে অত্যন্ত প্রীত বোধ করছি।
আমি নিজেই প্রায় মাসাধিককাল শীতনিদ্রায় ছিলাম। আপনার দারুন নতুন সিরিজ মিস করেছি।
তবে এখন মজা হবে, একটানা পড়ে যেতে পারবো অপেক্ষাহীন ;)

আপনার ভরসায় ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

অনেক অনেক শুভকামনা আপনার জণ্যেও

৬| ১৮ ই মে, ২০২১ রাত ১০:৩৮

কামাল১৮ বলেছেন: মুসলমানরা কি সুন্দর সুখে শান্তিতে বসবাস করিতেছে।

১৮ ই মে, ২০২১ রাত ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুসলমান পান কোথা ভায়া???

নাম তারেক আজিজ জেনে ইরাকের সাদ্দাম আমলের তথ্যমন্ত্রীকে যেমন অনেকেই মুসলমান ভাবতো,
এখনো নামে আর পোষাকে অনেকেই তেমন দাবী করে।

মুসলমান হওয়া কঠিন বলেই কোরআনে বলেছে- মরার আগে মর, মুসলমান না হয়ে মরো না।
কত কঠিন একটা মেসেজ- যে ভাবে, অনুভব করে গবেষনা করে তার জন্যে।

সুতরাং বাকীরাতো শান্তিতেই থাকিবে ;)

৭| ১৯ শে মে, ২০২১ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



সামনাসামনি কোন ইহুদীকে দেখেছেন?
কবিতা হিব্রুতে লিখলে ইহুদীরা পড়তে পারতো!

১৯ শে মে, ২০২১ সকাল ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

দেখলেই চেনা যায়? কেউ কেউ তো জীবন শেষ হয়ে যায় তবু নিজের জীবনের যাপিত সত্যটাই দেখতে পায় না!!
তাই না!
তবে পরামর্শ একখান দিছেন বটে! হিব্রু না হোক ইংরেজীতো করাই যেতে পারে :)

৮| ১৯ শে মে, ২০২১ ভোর ৫:৪১

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা সুন্দর, কবিতার কথামালা সত্যেরই প্রকাশ।
সত্যের জয় হবেই হবে, অসত্যের হবে বিনাস ।
অসত্য এবং অহংকারীদের পতন হবেই হবে
শুধু সময়ের ব্যপার মাত্র। নিকট অতীতেও
অনেক জাতিই সমুলে ধ্বংশ হয়েছে ,
শুধুমাত্র তাদের অতি বাড়াবাড়ীর
কারণে। এসকল কথা পবিত্র
কোরানেও বলা হয়েছে
ষ্পষ্ট করে অনেকবার
দোয়া করি আল্লাহ
তাদেরকে শীঘ্রই
সৎপথে আনুন।
শুভেচ্ছা রইল

১৯ শে মে, ২০২১ সকাল ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন ধন্যবাদ শুভকামনা আর কৃতজ্ঞতা ভায়া

হুম পবিত্র কোরআনে যতবার ইয়া বণি ইসরাইলা আয়াত আছে সবইতো তাদেরই আহবান করে!
তাদের কৃতকর্ম, তাদের অপকর্মের প্রমাণ সহ ইতিহাস এবং তাদের সংশোিধত হয়ে ঈমান আনার আহবান!
কিন্তু তারা তখনো তাদের জ্ঞানকে মন্দ কাজে ব্যায় করেছে, এখনো করছে।

তাদের সম্পর্কে সবচে বিস্ময়কর আয়াত মনে হয়েছে - আমি ইতঃপূর্বে যাদের কিতাব দিয়েছি তারা রসুলকে এমনভাবে চেনে, যেমন চেনে তাদের সন্তানদের। অথচ এরপরও তারা সত্য অস্বীকারকারীই রয়ে গেল!

অনেক অনেক ধন্যবাদ আবারও। শুভকামনা অফূরান

৯| ১৯ শে মে, ২০২১ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

আল্লাহ ফিলিস্তিনি মানুষদের রক্ষা করুন। ইসরায়েলীদের ধ্বংস করুন

১৯ শে মে, ২০২১ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ১৯ শে মে, ২০২১ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: মুসলমান টুইনটাওয়ারে হামলার জন্য লাদেনকে মুজাহিদ এবং ইসলামের শহীদ ডাকে তারাই আবার বলে টুইন টাওয়ারে হামলা আমেরিকার সাজানো নাটক।

১৯ শে মে, ২০২১ বিকাল ৪:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টাতো দুই দু গুনে চারের মতো সহজ নয়! তাই না!
তা আপনি কি বলেন?

১১| ১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন হয়েছে।
সামুতে আসা ভুলে যাচ্ছি।

১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও শীতনিদ্রায় ছিলাম মাসাধিককাল,,,

ফিরে এসেছি.. আপনিও ফিরে আসুন :)

আবার জমুক মেলা বটতলা হাটতলা, সামুতলা :)

১২| ১৯ শে মে, ২০২১ রাত ৯:২১

ঢুকিচেপা বলেছেন: উপদেশ যা দেয়ার তা তো দিলেন কিন্তু কাজ হবে না, তবে আপনার সেই কথাটাই ঠিক হবে “ফেরার কোন পথ পাবেনা।”

১৯ শে মে, ২০২১ রাত ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উপদেশতো এরা শুরু থেকেই নিচ্ছে না।
শত শত হাজার হাজার নবী রাসূল গণকে হত্যা করেছে! কিন্তু ঈমান আনেনি!

তারা জেনে শুনে সত্য অস্বীকারকারী। সেই মূসা আ: থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত তারা জেনে শুনে অস্বীকার করেছে স্রেফ গ্রোত্রপ্রীতি থেকে। ইসহাক আ: এর বংশে না এসে ইসমাইল আ: এর বংশে কেন আসলো- এই কস্টেই তারা সত্যকেই অস্বীকার করলো!!!

এতো মহান আল্লাহর দেয়া চরম এবং শেষ বাস্তবতা।

১৩| ১৯ শে মে, ২০২১ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, তা দেখতে।

২০ শে মে, ২০২১ সকাল ১১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ

১৪| ২৩ শে মে, ২০২১ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: “ফেরার কোন পথ পাবেনা” - ওদের পরিণতির জন্য ওরা ছাড়া আর কেউ দায়ী হবে না, কারণ পবিত্র ক্বুর-আনে ওদেরকে বহুবার সাবধানবাণী শোনানো হয়েছে, "ইয়া বানি ইসরাঈল" সম্বোধন করে।

"কত নবী রাসূলকে তোমরা হত্যা করেছো" - এ কারণেই ওরা অভিশপ্ত। তবে ওদের মধ্যে যারা সত্য সন্ধানে ব্রতী হবে, তারা সত্যের সন্ধান পেলেও পেতে পারে এবং সত্য অনুসরণ করলে আত্মশুদ্ধি করতেও পারে।

২৫ শে মে, ২০২১ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
যথার্থ বলেছেন প্রিয় সিনিয়র

পবিত্র কোরআনে তাদের অবস্থান, কর্ম এবং পরিণতি নিয়েই সত্যালোক দর্শন চেষ্টা কাব্যে।

অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৫| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:২৭

শেরজা তপন বলেছেন: আপনি হারিয়ে গেলেন কেন ভাই?
ব্লগে প্রতিদিন এসে আপনাকে খুঁজি
সব ভাল আছে তো? আশা করি অতি স্বত্বর আপনার দেখা পাব

০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত ভালবাসা..... এত ভালবাসা
এই জন্যেই সবশেষে ব্লগ অনন্য.. ব্লগারের আন্তরিকতা সত্যি এক ভিন্নমাত্রা জীবনে।।

আমিও মিস করছি আপনাদের সব্বাইকে।
লাষ্ট লগিনে আপনার সিরিজটা হাপুস হুপুস শেষ করেছিলাম :)
আপনাদের শুভকামনায় সব ভাল
আপনার আশা যেন পূর্ণ করতে পারি এই কামনা আমারো :)

১৬| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লিখা চাই

১৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা

আসলেই লকডাউন শাট ডাউন এর মাঝেও রিক্সা করে মিরপুর মতিঝিল করতে করতে হাপিয়ে গেছিলাম...
আরো আছে নানান টানােপােড়ন...
আপনাদের এই ভালবাসা অমূল্য
এই টানই সামুর প্রাণ

আবারো কৃতজ্ঞতা রইল...আসছি ইনশাল্লাহ

১৭| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১১:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



নতুন কবিতা বা লেখা দেখতে চাই ।
আশায় আশায় দিন যে যায় ।
মনে হয় দেখছ সাই
বইসা নিগম ঠায় :)
এবার হোক না দেখা মারফতি
গান কিংবা কাব্য গাথার
আসরে । করোনার এই
দিনে চারিদিকে হাহাকার
তবুতো মন একটুানি
সজিবতা পেতে চায় ।
মরিতেতো একদিন হবে
কে আর রবে এই ভবে
করোনায় না ধরলেও
চলে যেতে হবে ।
তাই বলে যেতে চাই
দয়াল পার কর আমারে।

ভাল থাকার শুভেচ্ছা রইল

১৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
উরি উরি
কি ভাগ্যি
মনে হয়
যাই উড়ি...

আন্তিরকতার অনন্য, অসাধারন প্রকাশে মুগ্ধ, কৃতজ্ঞ।
প্রিয় ড. এম এ আলী ভাই অনিচ্ছাকৃত অনুপস্থিতি ক্ষমা করবেন।
আপনাদের এত্ত এত্ত গভীর ভালবাসা ছেড়ে কি থাকতে পারি?
জীবনের সকল টানাপোড়েন শেষেও তাই ফিরে আসতেই হয় সামুর আঙিনায়।

আবারো অন্তহীন কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুহৃদ।
দোয়া করবেন যেন আপনাদের মনোস্কামনা নিয়ত পূরন করে যেতে পারি যাতিদন বেঁচে রই. . . .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.