নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ঈদে মিলাদুন্নবীর নৈবদ্য

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৫৩

কি দেবো তোমায়, প্রেম ছাড়া নেই যে কিছু আমার
সেই প্রেমওতো দীনহীন সামনে তোমার
লাজে তুলতে পারিনা দু চোখ আমার
কি নিয়ে দাড়াবো সুমুখে তোমার হে রাসুল আল্লার।



হায় কি অবোধ প্রেমিক আমি
হায় কি বোকা প্রেমিক আমি
প্রেমের নামে দিয়ে দোহাই,
করছি কি ভেবে লাজে মরে যাই ২
নাফসি নাফসি ইবাদতের
পাহাড় বোঝা মাথায় আমার;

তাই লয়ে পড়ি দরুদ ও সালাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২
তোমরাই করুনায় কর কবুল
কর কবুল হে কায়েনাতে সারওয়ার।।

চাই যা সবিতো নিজেরই জন্য
কেমনে করি দাবী প্রেমিক অনন্য,
তোমার প্রেমের দিয়ে দোহাই
হায়! নিজেরই মুক্তি খুজে বেড়াই ২
ইয়া উম্মতি ইয়া উম্মতির
জ্ঞান আজো হলোনা আমার।।

লাজে মিশে ভূমি তোমারি চরণ চুমি
ভক্তি ভরে জানাই সালাত ও সালাম
তোমরাই দয়ায় কর কবুল
হে সাল্লে আলা হে নূরে মুতাহহার।।

ছবি: গুগল

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫০

ডঃ এম এ আলী বলেছেন:



খুবই ফজিলতময় ঈদে মিলাদুন্নবীর একটি নৈবদ্য,
আল্লাহ কবুল করুন সকলের সুকামনা ।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্বরচিত একটি
দুরুদ লিখে দিলাম নীচে ।

বিসমিল্লাহ হির রাহ্মানির রাহীম

ছাল্লে য়ালা নাবিয়ানা ছাল্লে য়ালা মোহাম্মদান
ছাল্লে য়ালা সাফিয়ানা ছাল্লে য়ালা মোহাম্মদান
আহাম্মদ পেয়ারা মোস্তফা নামে মোহাম্মদ মোস্তফা
খাশ হাবিবে কিবরিয়া উনার উপরে সকলে দুরুদ পড়।

কতই না প্রিয় নবিজীর নাম
জিব্রাইল আমিন যার নিকটে হতেন হাজির
নীজ গুণে যার জন্য হয়েছে দোজখ হারাম
সেই মহান নবিজীর নামের পরে দুরুদ পড়।

আল্লার খাস প্রিয় উনিই মোদের রাসুল
রোজ হাসরের ময়দানে উনিই সাহারা
উনিই দ্বীনই ইসলাম
উনার নামের পরে দুরুদ পড় ।

নীজের সকল অহংকার ত্যাগ করে
পবিত্র কোরান খুলে দেখ
আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন বলে
প্রিয় রাসুলের নামের পরে দুরুদ পড়।

যে জন ভালবেসে নবীকে রাখবে সাথে
জীবনে কথনোই ঘাবরাবেনা কিছুতে
তোমরা কি জান তিনি কে
তোমরা কি শুনেছ তিনি কে
তিনিই আমাদের প্রিয় রাসুল
হযরত মোহাম্মদ (সাঃ) ।

শুভেচ্ছা রইল

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সোবহানাল্লাহ, আলহামদুল্লিাহ... আল্লাহু আকবার

কি দারুন উপহার পেলাম ।
আপনার স্ব-রচিত উপহারে শুকরিয়া

ভাইজান, রাহমানির রাহিম লিখতে একটা স্পেস দিলে মনে হয় যুক্তাক্ষর হবে না। বা ফোনেটিক মোবাইলে হ এর পর ও টিপে পরে ম লিখলেও স্বাভাবিক থাকে। নয়তো যুক্ত হয়ে যায়।

শুভেচ্ছা অফুরান

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:২৩

কামাল১৮ বলেছেন: বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা———।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

বিপদে আমি না যেন করি ভয়
দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়।

অনেক শুভেচ্ছা রইলো ভায়া্

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২৭

শেরজা তপন বলেছেন: আপনাকে ব্লগে দেখেই ভাল লাগে। ঈদে মিলাদুন্নবীতে কামনা করছি মুসলিম বিশ্ব সহ সারা বিশ্বের শান্তি!
কবিতা ভাল লেগেছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা।

এমন ভালবাসার জন্যেইতো বারবার ফিরে ফিরে আসা :)

আপনার কামনা পূর্ন হোক।
শুকরিয়া ভায়া।
দোয়া করেন তিনিও যেন ভাল লাগার সনদ দেন।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর না'তে রাসুল! + +

"তোমার প্রেমের দিয়ে দোহাই,
হায়! নিজেরই মুক্তি খুঁজে বেড়াই"
- চমৎকার আত্মোপলব্ধি!

ডঃ এম এ আলী এর কথাগুলোকেই সামান্য ঘুরিয়ে বলিঃ
আল্লাহ তায়ালা স্বয়ং দিয়েছেন ফরমান,
প্রিয় রাসুলের নামে পাঠাও দরুদ ও সালাম!

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র

সবচে মজার কি জানেন, গভীর রাতে গভীর তন্দ্রাচ্ছন্নতায়(ঘুমের ঘোরেই) গাইছিলাম .
ওখানেই বারবার রিপিট করলাম যদি ভুলে যাই
চেতনে এসে মোবোইল নোটে কোন রকম লিখেই আবার ঘুম!

এতে কোন সন্দেহ নেই- বরং এই আদেশ না মেনে নিজেকে সমপির্ত দাবী করাই বাতুলতা

কোরআনে আল্লাহ বলছেন-
‘ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নাবিয়্যি। ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।’

অর্থাৎঃ- "নিশ্চয়ই আল্লাহ এবং তাঁর ফেরেস্তাগণ নবীর উপর দুরূদ পড়েন। হে ঈমানদারগণ তোমরাও তাঁর উপর দুরূদ পড় এবং যথাযথ সম্মানের সাথে তাঁকে সালাম জানাও।"
[সূরা আহযাব, আয়াত : ৫৬]

আস সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ
আস সালাতু আসসালামু আলাইকা ইযা হাবীবাল্লাহ
আস সালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যেদুল মুরসালীন
আস সালাতু আসসালামু আলাইকা ইয় রাহমাতাল্লিল আলামিন।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনবদ্য নৈবেদ্য !

আচ্ছা আপনার এটাতে কাওয়ালি সুর দিলে কেমন হয় ?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্দতো হবার কথা নয়! যদি দয়ালের কৃপা হয়।

গানের আঙ্গিকেই লেখা। রিপিটেশন মার্ক খেয়াল করেছেন নিশ্চয়ই।

অপেক্ষায় রইলাম :)

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অপেক্ষায় রইলাম :)

এই রে ক্ষমা করবেন আমি কেবল মতামত করেছি । আমি কাওয়ালির "ক" ও জানি না । ঐদিকে যাওয়া আমার কম্মো নয় । তবে হলে মন্দ হত না !! দারুণ হতো । আমিও অপেক্ষায় আছি যদি আল্লাহ রহম করে তো কেউ একজন করুক !!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইটস ওকে ভায়া :)

কে জানে কার ভেতর কোন প্রতিভা লুকিয়ে আছে :)
আপনার অপেক্ষা পূর্ণ হলে আমার জন্য হবে সেরা পাওয়া। আপনার প্রার্থনা আল্লাহ কবুল করুন।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

করুণাধারা বলেছেন: প্রশান্তিময় কবিতা!

ভালো লেগেছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন কৃতজ্ঞতা।

অনুপ্রাণ হয়ে রইলো আন্তরিক অনুভব।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাকপ্রবাস :)

শুভেচ্ছা রইলো

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: কথা ও কাব্যে সুন্দর নিবেদন++
কবিতার সঙ্গে উপুরি পাওয়া ড. আলী ভাইয়ের কবিতাটি++ অনেকদিন পর আপনাকে দেখে খুশি হয়েছি।

শুভেচ্ছা জানবেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা

প্লাসে কৃতজ্ঞতা।
হুম। ড। আলী ভায়ার দারুন কাব্য খানা দারুন বোনাস হয়ে রইলো।

আপনার জণ্যে ও একরাশ শুভেচ্ছা।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ মুল্যবান পরামর্শের জন্য ,
‍‍‍অপনার মাধ্যমে খায়রুল আহসান ভাই এর প্রতি ধন্যবাদ
অতি প্রাঞ্জল ও আরো অনেক শক্তিশালী অর্থ প্রকাশকারী
ভাষায় আমার বলা কথাগুলিকে সাজিয়ে দেয়ার জন্য ।
আল্লাহ সকলের মঙ্গল করুন ।

শুভেচ্ছা রইল

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

আপনার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা।
সবসময় আমাদের দারুন আন্তরিকতায় অনুপ্রাণীত করার জন্য।

প্রিয় সিনিয়র খায়রুল আহসান ভায়ারতো তুলনা নেই।
যেমন শান্ত স্নিগ্ধ তেমনি পরিশীলিত তাঁর ভাবনা, জীবন বোধ এবং প্রকাশ।

সকলের জন্যে অফুরান শুভকামনা

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৮

কাছের-মানুষ বলেছেন: চমৎকার এবং সুন্দর লিখেছেন। আমার ভাল লাগা রইল। +++

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ প্রিয় কাছের মানুষ।

ভাল রাগা আর প্লাসে কৃতজ্ঞতা।

শুভেচ্ছা রইলো্

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনি নবিজির আশেক।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইয়া রাসূলাল্লাহ!
স্বাক্ষী থাকেন, স্বাক্ষী থাকেন হে পরওয়ারদেগার
আশিকানার সনদ টুকু তুলে রাখেন আলমে আরওয়ায়
নিদানের কালে যেন আশিকানার উসিলায় তাঁর শাফায়াত পাই।

অশেষ কৃতজ্ঞতা। যেন শেষ নি:শ্বাসতক পূর্ণ আশিকানায় মগ্ন থাকতে পারি দোয়া করবেন।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

বিজন রয় বলেছেন: আপনি কোথায়!! কি জন্য ব্লগে আসেন না?

দ্রুত নতুন পোস্ট নিয়ে দেখা দিন।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ! দাদা, মিস ইউ অল

জীবনের নিত্য টানাপোড়েন
কেড়ে নেয় স্বপ্ন কেড়ে নেয় সাধ
ভেঙ্গে যায় মন তবু আশায় বাঁচি
শুকরিয়া দাদা, এইতো আছি :)

অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.