নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় দও

Hallo,i am a bijoy

বিজয় দও › বিস্তারিত পোস্টঃ

সামাজিক যোগাযোগের নতুন মাধ্যম বিজয়বুক

১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

অনলাইনে সামাজিক যোগাযোগ বলতেই আমরা বুঝি ফেসবুক, টুইটার। দুটি প্রতিষ্ঠানই বিদেশি। আমাদের দেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সংখ্যা কম হলেও এ নিয়ে কাজ চলছে। তেমনই একটি দেশীয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ‘বিজয়বুক’ http://www.bijoybook.com। নতুন এই বাংলা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উদ্যোক্তা বিজয় দত্ত।



আলোচনায় তিনি জানান বিজয়বুকের বিস্তারিত। নিজের আগ্রহ থেকেই তিনি বাংলাদেশের বিভিন্ন সাইট নিয়ে গবেষণা শুরু করেন। নিজের সাইট তৈরির আগে দেখে নেন বাংলাদেশের অন্যান্য সাইটের অবস্থা।

এটার কার্যপদ্ধতি অনেকটাই ফেসবুকের মত,। এখানে ফ্রেন্ড রিকুইস্ট, লাইক, কমেন্ট, চ্যাট ইত্যাদি সব ধরনের সুবিধাই যুক্ত রয়েছে। এই সাইটের প্রথম উদ্ভোবন করা হয় গত ২০১৪ সালের ১৬ই ডিসেম্বর। উদ্ভোদন করার প্রথম দিনেই এর সদস্য সংখ্যা দাঁড়ায় ১৯০০(প্রায়) এরপর গত মাসে সাইট হঠাৎ কোন কারণে ক্রাশ করে এবং ডাটাবেজের সব তথ্য মুছে যায়। অনেকে সাইট হ্যাকিং এর কবলে পরেছে বলে মন্তব্য করেন। তবে যা-ই হোক, আসল কারণ জানা যায়নি বা জানা সম্ভব হয়নি। এরপর সাইটটাকে আবার নতুন করে নির্মাণ করে সম্পূর্ণ চালু করে দেওয়া হয়।

বিজয়বুকে একাউন্ট খোলতে ক্লিক করুন- http://www.bijoybook.com

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

রাহমান বিপ্লব. বলেছেন: ভিপিএন ব্যবহার করে পোলাপান সরকারের ফাঁদ থেকে বেরিয়ে ফেসবুক চালাইতেছে। বিজয় বুক তো ডাইরেক্ট বন্ধ করে দেবে! তখন??

যাই হোক দেশীয় উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য।

ধন্যবাদ সুন্দর একটি তথ্য শেয়ারের জন্য।

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

রক্তিম দিগন্ত বলেছেন: অ্যাকাউন্ট একটা খুললাম। দেখি কেমন লাগে চালাতে।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

লাজুক লতা আমি বলেছেন: কবে চালু হইল ভাই।।।।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিশেষজ্ঞদের মতে ফেসবুক ম্যানিয়া চালু থাকবে আর কয়েক বছর মাত্র। এর আগে ফেসবই নামে আরো একটা বাংলাদেশী সোশাল নেটওয়ার্কিং সাইট ছিল, এখন নাই।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: আগে দেখিনি....
আজকাল কি আর ফেবু বন্ধ থাকে !!! সবই খোলা যায়।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

সাবুজ বলেছেন: আমিও একটা খুললাম ।দেখা যাক কি হয় ।আর দাদা একটা হেল্প দরকার ।আমার নামটা ভুল বানানের হয়ে গেছে ।ব্লগের নাম চেন্জ করে কি করে ?আমি খুঁজে পাচ্ছিনা কোথাও ।নতুন ব্লগার আমি ।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

শাহাদাত হোসেন বলেছেন: উদ্ভবন কোথায়ই হলো পুরাটাই তো কার্বন কপি ।এর আগে একটা ছিলো টেডবুক তবে সেটা কিছুটা কাজের ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.