নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় দও

Hallo,i am a bijoy

বিজয় দও › বিস্তারিত পোস্টঃ

জাপানে মার্কিন সৈন্যদের জন্য মদ্যপান নিষিদ্ধ

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

জাপানে মোতায়েনরত মার্কিন সৈন্যদের জন্য মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ওকিনাওয়া দ্বীপে এক সৈন্য মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।



রোববার যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনা মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় তার গাড়ি রাস্তার মোড়ে একটি মিনি-ট্রাককে সজোরে ধাক্কা দিলে ট্রাকের চালক (৬১) নিহত হন
পুলিশ জানায়, ২১ বছর বয়সী ওই সৈন্যের নিঃশ্বাস পরীক্ষা করে দেখা গেছে বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকহোল তিনি পান করেছেন। দুর্ঘটনার পর বেপরোয়া গাড়ি চালানোর ফলে একজনের মৃত্যুর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

জাপানের মার্কিন বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাপানে কর্তব্যরত মার্কিন সেনারা এখন থেকে ঘাঁটি বা ঘাঁটির বাইরে কোন স্থানেই মদ পান করতে পারবে না।

ওকিনাওয়ায়তেও সৈন্যরা তাদের অফিস ও ঘাঁটির বাইরে যেতে পারবে না।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, টোকিও মার্কিন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে দেশটিতে কর্তব্যরত মার্কিন সেনাদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

দুদেশের মধ্যে যৌথ নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে জাপানে প্রায় ৪৭ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

সূত্র: প্রথমবার্তা

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

রুরু বলেছেন: ভালো উদ্যোগ।

২| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

আখেনাটেন বলেছেন: কয়েক বছর আগে একটা রেপ কেসে মার্কিন সৈন্যরা বেশ চাপে ছিল। বিশাল বিক্ষোভ-টিক্ষোভও মনে হয় হয়েছিল।

৩| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: একদম ভালো সিদ্ধান্ত নিয়েছে জাপান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.