নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনতার পক্ষে থাকুন,জনতার পক্ষে লিখুন,জনতার পাশে থাকুন।কারণ জনতা আজ বিক্ষুব্ধ।\nগণতান্ত্রিক রাষ্টে জনগণই সকল ক্ষমতার উৎস।\n

বিক্ষুব্ধ জনতা

আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।

বিক্ষুব্ধ জনতা › বিস্তারিত পোস্টঃ

মেনে নেওয়া শিখেছি,মেনে নিবো শত অন্যায়!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

৭ টাকার পেয়াজ ১১০ টাকা হলো, মেনে নিয়েছি। ৯ টাকার কেরোসিন ১০৫ টাকা হলো,মেনে নিয়েছি। ২০ টাকার সয়াবিন তেল আজ কত টাকা..?? মেনে নিয়েছি। ৪৪ বছর ধরে শোষন হচ্ছি রোজ, মেনে নিয়েছি।পদ্মা সেতুর নামে কোটি টাকা লাপাত্তা, মেনে নিয়েছি। ৩ টাকার সিগারেট ১২ টাকা হলো, মেনে নিয়েছি। ৪ হাজার কোটি টাকার দুর্নীতি হলো, মেনে নিয়েছি । শেয়ার বাজার ধসে বহু লোক গলায় দড়ি দিলো, মেনে নিয়েছি। গর্ভবতী মায়ের পেটে গুলি করে রক্তাক্ত শিশু, মেনে নিয়েছি। পাইপের চিপায় পড়ে জুস খায় শিশু জিহাদ, মেনে নিয়েছি। পানির বদলে ঘাম খায় দরিদ্র রাজন, মেনে নিয়েছি ।রানা প্লাজা ভেঙ্গে হাজার-হাজার মানুষ নিহত হলো,মেনে নিয়েছি। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হচ্ছে,মেনে নিচ্ছি। মোবাইলের কলরেট বৃদ্ধি হলো,মেনে নিলাম। নিরীহ মানুষ খুন-গুম হচ্ছে,মেনে নিচ্ছি। বিনা ভোটে সরকার গঠন হয়েছে,মেনে নিয়েছি। শিক্ষকদের উপর গুলি হয়েছে,মেনে নিয়েছি। কয়েকটি সংবাদ মাধ্যম বন্ধ করা হলো,মেনে নিয়েছি। রেলওয়ের কালো বিড়াল কেলেংকারী হলো,মেনে নিয়েছি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি নিজ বাসায় হত্যা হলো,মেনে নিয়েছি।

এত কিছু মানার পরেও শিক্ষার উপর সামান্য ৭.৫% ভ্যাট এই জাতি মানবে না তা কি হয় ?? মেনে নিবো,কিছুদিন পর আমরা এটাও ঠিক মেনে নেবো...!!

অর্থনীতির বাজার স্থিতিশীল, তেল-চাল-ডাল-রসুন-কাঁচামরিচ-কাঁচাসবজি-মাংস কোন কিছুর দামই বাড়ে নাই। সফল মন্ত্রী, সফল রাজত্ব বজায় থাকুক। দেশ এগোবে এই ৭.৫% ভ্যাট দিয়ে। উন্নতি হবে দেশের। দাবি একটাই, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সামনে এই সকল ছাত্রের লাশ দিয়ে যেন "মাল স্ট্যাচু" বানানো হয়।

(কিছু সংশোধনী ও সংযুক্তি আমার) কার্টেসীঃ প্রখর রৌদ্র

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

ফাহাদ মুরতাযা বলেছেন:


বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে দৃশ্যত বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

বিক্ষুব্ধ জনতা বলেছেন: এটাও মেনে নিন!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

সুমন কর বলেছেন: মেনেছি গো, হার মেনেছি.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.