নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনতার পক্ষে থাকুন,জনতার পক্ষে লিখুন,জনতার পাশে থাকুন।কারণ জনতা আজ বিক্ষুব্ধ।\nগণতান্ত্রিক রাষ্টে জনগণই সকল ক্ষমতার উৎস।\n

বিক্ষুব্ধ জনতা

আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।

বিক্ষুব্ধ জনতা › বিস্তারিত পোস্টঃ

সুনীল গঙ্গোপাধ্যায়ের \'কেউ কথা রাখেনি\' কবিতার শীতকালীন সম্পাদনা।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

কেউ কথা রাখেনি,২৫ বছর কাটলো কেউ কথা রাখেনি!
ছেলেবেলায় এক আপু তার মেকআপ হঠাৎ থামিয়ে বলেছিলো,রোদ্দোজ্জল দিনে গায়ে তেল মাখিয়ে যাবো।
তারপর কত রোদ,খরা এসে চলে গেলো,কিন্তু সেই আপু আর এলো না,
১৫ বছর অপেক্ষায় আছি।
.
মামাবাড়ির নাদের আলী বলেছিলো,বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি পদ্মায় নিয়ে যাব,
যেখানে সুন্দরী ললনারা জল খেলা করে।
নাদের আলী,আমি আর কত বড় হব?
আমার ডুবে ডুবে জল খাওয়ার অভিজ্ঞতা ৫০ স্পর্শ করলে তারপর আমায় পদ্মায় নিয়ে যাবে?
.
বুকের মধ্যে সুগন্ধি সাবান মেখে ললনা বলেছিল,
যেদিন তুমি শীতকালে গোসল করবে,
সেদিন তোমার বুকেও এমন লোশনের গন্ধ হবে!
.
গোসলের জন্য আমি হাতের মুঠোয় মগ নিয়েছি,
ফুটন্ত পানির ভেতর ঢেলেছি হাল্কা বরফ!
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল তোয়ালে,
তবু কথা রাখেনি ললনা,এখন তার বুকে শুধুই বরফের আবাস
এখনো সে যে কোন শীতকাল।
.
কেউ কথা রাখেনি,২৫ বছর কাটলো,
কেউ কথা রাখে না!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

তুষার আহাসান বলেছেন: বাহ!

ভাল লাগল।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

বিক্ষুব্ধ জনতা বলেছেন: ধন্যবাদ ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.