নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনতার পক্ষে থাকুন,জনতার পক্ষে লিখুন,জনতার পাশে থাকুন।কারণ জনতা আজ বিক্ষুব্ধ।\nগণতান্ত্রিক রাষ্টে জনগণই সকল ক্ষমতার উৎস।\n

বিক্ষুব্ধ জনতা

আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।

বিক্ষুব্ধ জনতা › বিস্তারিত পোস্টঃ

\'বাংলাদেশ\' নাকি \'বাংলাদেশ ক্রিকেট\'

২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৩

ইস!
'বাংলাদেশ ক্রিকেটে'র জন্য আগের পোস্টে যে গালিগুলো দিতে পারলাম,'বাংলাদেশের' জন্য যদি সেই গালিগুলো দিতে পারতাম!
.
আগের পোস্টখানা দেওয়ার পর থেকেই কেন জানি মনে হচ্ছে আমি নিজের বিবেকের সাথে বেঈমানী করছি!বিবেকের এক চোখ খুলে রেখে অন্য চোখ বন্ধ করে রেখেছি!
.
হ্যাঁ,ঠিকই ধরেছে।
আমি ক্রিকেটের সাথে রাজনীতি মেশাচ্ছি।না মিশিয়ে থাকতে পারলাম না।কারণ রাজনীতি ছাড়া পৃথিবী অচল।আর তা যদি হয় গণতান্ত্রিক দেশে,তাহলে তো কথাই নেই।
.
টিপাই মুখ বাধ,তিস্তা চুক্তি,শেয়ার বাজার ডাকাতি,ডেসটিনি-হলমার্ক,সাগর-রুনী,রানা প্লাজা সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের টাকা চুরিসহ অনেক জোচ্চুরি হয়েছে আমাদের সাথে।
.
বাংলাদেশ ক্রিকেট যেমন দেশের একটা অংশ,তেমনি উল্ল্যেখিত বিষয়গুলোও একেকটা অংশ।
ক্রিকেটের ক্ষেত্রে সবাই গলা ফাটিয়ে,হাত-পা তুলে আইসিসি'র বিরুদ্ধে বিক্ষোভ করছি,ন্যায্য বিচার দাবী করছি।কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এতগুলো টাকা হাওয়া হয়ে গেলো আমাদের কোন প্রতিবাদ নাই!যেন কিছুই হয়নি!
.
ক্রিকেটের ক্ষেত্রে সবাই এক হতে পারি কিন্তু দেশের জাতীয় স্বার্থে পারি না।
কিভাবে পারি ম্যান!!!কিভাবে!!!
.
আইসিসি'র বিরুদ্ধে বললে বন্দুকের গুলি কিংবা জেলে যাওয়ার ভয় নেই তাই???
.
আরে ভাই 'বাংলাদেশ' যদি না থাকে তাহলে 'বাংলাদেশ ক্রিকেট' কোথায় পাবেন?
.
হোক প্রতিবাদ,
সেটা ক্রিকেট রক্ষার জন্য হোক আর দেশের অর্থনীতি রক্ষার জন্যেই হোক।

ভালো থাকুক "বাংলাদেশ"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৮

মহা সমন্বয় বলেছেন: .
হ্যাঁ,ঠিকই বলেছেন।

২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৬

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: ভালো বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.