নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনতার পক্ষে থাকুন,জনতার পক্ষে লিখুন,জনতার পাশে থাকুন।কারণ জনতা আজ বিক্ষুব্ধ।\nগণতান্ত্রিক রাষ্টে জনগণই সকল ক্ষমতার উৎস।\n

বিক্ষুব্ধ জনতা

আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।

বিক্ষুব্ধ জনতা › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের আতংক!

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২

দেশের আনাচে-কানাচ একটা আতংক ছড়িয়ে পড়ছে।
কি সেই আতংক!!!
.
কখন হয়ত আপনি নির্যাতনের শিকার হবে,কোথাও হয়ত আপনার কোন নিকটজন নির্মম হত্যাকান্ডের শিকার হবে,কোন ভাবে হয়ত আপনার প্রতিবেশী যে কোন সময় অন্যায়ের শিকার হতে পারে!!!
.
দেশের প্রতিটি মানুষ আজ আইন-শৃঙ্খলার অবনতির নেতিবাচক প্রভাবে ক্ষতির সম্মূখিন হওয়ার ভয়ে তীত!
.
না,
ভুল বললাম।
দেশের সবাই এই ভয়ে ভীত নয়!
.
একমাত্র তারাই এই ভয়ে ভীত নয়,যারা একচোখে দেশের শাসন ব্যবস্থা দেখছেন।দেখছেন সরকারের বিপুল উন্নয়ন!
হ্যাঁ,এই বিষয়ে বিতর্ক এড়াতে আমি মেনে নিচ্ছি যে দেশের অনেক উন্নয়ন হচ্ছে এবং আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছি!!!
.
একচোখ বন্ধ করে রাখা মানুষগণ আমার কিছু প্রশ্নের উত্তর দিবেন দয়া করে।
.
কিন্তু এই উন্নয়নের জন্য কি জনগণের জীবন বিপন্ন করে দিতে পারি?
উন্নয়নের স্বার্থে কি সাধারণ জনগণের মনে নিরাপত্তার অভাব বোধের জন্ম দিতে পারি?
উন্নয়ন মানেই কি মাথাপিছু আয় বাড়িয়ে,জনগণের জীবনকে তুচ্ছ করে তোলা?
উন্নয়ন মানেই কি সারাদেশে লাশের মিছিল দেখা?
উন্নয়ন মানেই কি রানা প্লাজা ধসে তৃতীয় বছরেও ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে না পারা?
উন্নয়ন মানেই কি দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যাওয়ার পরেও দায়িত্বশীলেরা ক্ষমতায় থাকতে পারা?
.
এগুলো ছাড়াও আরো অনেক প্রশ্ন জনগণের মনে।কিন্তু ঐ যে আইন-শৃঙ্খলার অবনতির নেতিবাচক প্রভাবের ভয়ে ভীত হয়ে কেউ প্রশ্নগুলো উত্তর চাইতে সাহস পাচ্ছে না!
.
আমিও তো সেই কাতারের একজন!!!
আমিও এই প্রশ্নগুলোর উত্তর চাইবো না,আমারও হয়ত সেই সাহস নেই!
কিন্তু একচোখা মানুষগণ দুই চোখ খুলে একটু দেখবেন,এটাই আশা!
.
যাইহোক,
আজকে (২৩-০৪-২০১৬) মুস্তাফিজ কিন্তু ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছে।একটি মেডেন ওভারও রয়েছে।
সো গাইজ,
হাত তালি তো হতেই পারে!তাই না!!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫

সোজোন বাদিয়া বলেছেন: শেষের প্রসঙ্গটাও ভাল হয়েছে। উন্নয়নের যাদুকর সরকার এখন যতটা পারে এগুলো দিয়েই আমাদের ভুলিয়ে রাখবে। ভুলে থাকলেই সকলের যন্ত্রণা কম, আমাদেরও।
ধন্যবাদ, ভাল থাকুন।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

বিক্ষুব্ধ জনতা বলেছেন: যত পারা যায় ভুলে থাকার চেষ্টা করছে জনগণ,কিন্তু যখন নিজের উপর এর প্রভাব পড়বে তখন অন্যকেও আর মনে করাতে পারবে না এরা।
এটাই বাস্তবতা।

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

বার্তা বাহক বলেছেন: জলে ভাসে দু'নয়ন!

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

বিক্ষুব্ধ জনতা বলেছেন: সবার ভাসে না!

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

ফাহিম আবু বলেছেন: উন্নয়ন মানে লাশের মিছিল !!
উন্নয়ন মানে রাজকোষাগার লুন্ঠনের উৎসব করা !!
উন্নয়ন মানে ব্যাংক লুট করা !!

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

বিক্ষুব্ধ জনতা বলেছেন: উন্নায়নের নামে দেশকে ধ্বংস করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.