নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাইনারী-কাঠপেন্সিল

লোডশেডিং এর শহরে দেশলাই জ্বালিয়ে আলো খুজে ফিরি আজও রোদ্দুর পালিয়ে

বাইনারী-কাঠপেন্সিল › বিস্তারিত পোস্টঃ

রূপকথা

০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

খুকুর পুতুল, তার কোকড়ানো চুল

বাবার প্রথম উপহার

পড়ন্ত বিকেলে,খেলাচ্ছলে খুকু বিয়ে ঠিক করে তার

স্পষ্ট তারিখ, ঠিক দিনক্ষন

বাবাকে নিমন্ত্রন

বাবা কথা দিলো, বিকেল ফুরালো

ফিরতে দেরি আজ, রোজকার অফিসের কাজ

হয়ে গেল রাত,

খুকু তবুও সজাগ

খুকুর চোখে জল, থামানো নিঃস্ফল

খুকুর বড্ড অভিমান

খুকুর আজ বড্ড বেশি রাগ

তেঈশ বসন্ত পর, ভাঙ্গলো পুতুলের ঘর

হলুদবাটায়,দুধে আলতায়

আজও দিনক্ষন ঠিক,স্পষ্ট তারিখ

খুকুর বিয়ে

বাবা আজও অনুপস্থিত

কত বিকেল ফুরালো, কত পার হলো রাত

আরও কত রাত,

খুকু থাকবে সজাগ

খুকুর চোখে জল, সব প্রচেষ্টা নিঃস্ফল

খুকুর যে বড্ড অভিমান

খুকুর যে বড্ড বেশি রাগ



তবু কিছু গল্প বলা বাকি থাকে

থাকে কিছু রূপকথা ফুরাবার ভয়

রাজকন্যার অপেক্ষা শেষ হয়েছে কবে

কারও অপেক্ষা শেষ হবার নয়

তবু কিছু গল্প বলা বাকি থাকে

কিছু রূপকথা ফুরাবার ভয়



শহরতলীর ইস্কুল, সে

ক্লাসের ফার্স্টবয়, অঙ্কে মাথা ভালো

শুধু ইংরেজীতে ভয়

মাঝে মাঝে দুই যোগ তিন লেখে ভুল

হেডমাস্টার বলেছিল তার সম্ভাবনা ভাল

ভবিষ্যৎ উজ্জল

তাই উজ্জল নিয়ন আলোতে, প্রতিদিন রাতে

হাতখরচ কিংবা পকেটমানি,তিনহাজার টাকার টিউশনি

তার জন্য দেরি করে ফিরে ঘর

ভাড়াটে বাসা, একান্নবর্তী পরিবার

বাবার পেনশনে চলে মধ্যবিও সংসার

রোজরাতে

একা চাঁদ উঠে গেলে, শহুরে কোলাহলে

জানলার গরাদ ধরে, চুপচাপ মনে পড়ে

অঙ্ক শেষে সেই আনন্দ

বইয়ের শেষ পৃষ্টায় ঠিকঠিক মিলেছে নম্বর

চুপচাপ নিজ রূম, হারিয়ে গেছে কবে ঘুম

দেয়ালের টিকটিকিও আজ আর

রাখে না খবর

তবু স্বপ্নের কবলে,মাঝে মাঝে মন বলে

দেখিস একদিন

একদিন জীবনের শেষপৃষ্টায় এ অঙ্কটার

মিলে যাবে উত্তর



তবু কিছু গল্প বলা বাকি থাকে

থাকে কিছু রূপকথা ফুরাবার ভয়

রাজপুত্র সোনার কাঠি খূজে ফিরে পথে পথে

কারও পথ শেষ হবার নয়

তবু কিছু গল্প বলা বাকি থাকে

কিছু রূপকথা ফুরাবার ভয়

কিছু রূপকথা ফুরাবার নয়



“Fairy tales are more than true: not because they tell us that dragons exist, but because they tell us that dragons can be beaten.”

―Neil Gaiman, Coraline

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪

একজন ঘূণপোকা বলেছেন: হে নবীন,

সামুতে স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.