নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাইনারী-কাঠপেন্সিল

লোডশেডিং এর শহরে দেশলাই জ্বালিয়ে আলো খুজে ফিরি আজও রোদ্দুর পালিয়ে

বাইনারী-কাঠপেন্সিল › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো কথা -১

১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৬

কিছু কিছু মানুষ থাক কষ্ট নিয়েও যারা হাসি মুখে বলবে - “এই বেশ ভালো আছি” ৷ কিছু কিছু পথ থাক বহুদিন হেটে কেউ পৌছবে না কারও কাছাকাছি ৷ কিছু কিছু মেঘ থাক বুকে বৃষ্টি নিয়ে এ শহর ও শহর ৷ কিছু কিছু মৃত্যু থাক আজ শুধুই পত্রিকার শেষ পাতার খবর ৷ তবু কিছু কথা থাকে , তবু কিছু কথা বাকি থাকে…



কিছু কিছু শহরতলীর দোতলা বাড়ির জানলায় থাক অপেহ্মামান বেদনার্ত মুখ ৷ কিছু কিছু নিয়ন আলোতে কেউ ফিরবে বাড়ি ঘুম বেচে কিনে স্বপ্নসুখ ৷ কিছু কিছু দরজা খোলা থাক যদি কখনও সে আবার ফিরে বাড়ি ৷ কিছু কিছু মন থাক শত আঘাতেও তবু তোমাকে বলবেনা আড়ি ৷ তবু কেউ স্বপ্ন আঁকে ,তবু কেউ ভুল স্বপ্ন আঁকে…



কিছু কিছু রূপকথার অযোগ্য মানুষ থাক আজ তাদের রাজকন্যার খোজে ৷ কিছু কিছু সাদামাটা মন থাক যারা সহজেই জীবনের মানে বোঝে ৷ কিছু কিছু মানুষ থাক যারা নিজেকে ছোট করে তোমাকে বড় করুক ৷ কিছু কিছু মন থাক তোমার জন্য আজ প্রতিদিন নিজের সাথে নিজে লড়ুক ৷ তবু রাজকন্যার কি ঘুম ভাঙ্গে? ,তবু আজ রাজকন্যার কি ঘুম ভাঙ্গে ?.....................

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.