নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি গান শুনতে, লিখতে, পড়তে, তৈরী করতে আরো অনেক কিছু। সরলতাই আমাকে দিয়েছে মুগ্ধতা। সরল জীবনযাপনই সফলতার সোপান বলে আমি মনে করি

প্রশ্নের কারখানা

আগামীকালের ভ্রমে সবাই বন্দী। কিন্তু আগামীকাল নিয়ে না ভেবে আজটাকে সম্বল করেই এগিয়ে যাওয়া উত্তম

প্রশ্নের কারখানা › বিস্তারিত পোস্টঃ

বৈধ পথে ঐক্যফ্রন্ট নির্বাচিত হলে দেশের ভবিষ্যত কি? খালেদা জিয়ার মুক্তি? তারেক রহমানের মুক্তি? আর জামাতের বৈধকরণ?

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

কিছু নাগরিক ও গণতান্ত্রতিক সচেতন মানুষের পোস্ট দেখছিলাম। যারা গণতন্ত্র চর্চাতে উন্মত্ত। তাদের ভাষ্যমতে, এ সরকার তাদের মত প্রকাশের সুযোগ দেয় নি (যদিও তারা কিছু দিন ধরে ক্রমাগত সরকার বিরোধীই পোস্ট করে চলছেন)।

আচ্ছা, মেনে নিলাম এ সরকার আমাদের মত প্রকাশের স্বাধীনতা দেয় নি।

আপনাদের কথা মত গণতন্ত্র চর্চা করে আমরা ২০১৯ সালের ভোটাধিকার সম্পন্ন করলাম। ধরে নিলাম, আপনাদের ভাষ্যমতে মহাজোট সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় আসন অর্জন করতে পারেনি। ঐক্যফ্রন্ট সরকার গঠন করবে। এখন দেশের ভবিষ্যত কি? ভাবছের ড. কামালকে প্রধানমন্ত্রী করা হবে? :/

প্রথম কথা এ নির্বাচনে ঐক্যফ্রন্টকে আমার কাছে মনে হলো ইমোশনাল ফুল। কারণ তারা মানুষকে ইমোশনালি অ্যাটাক করার চেষ্টা করছে। এই ব্যপারটা স্পষ্ট হয় যখন মির্জা ফখরুলের ভিডিওগুলো দেখি |-) তিনি বাংলাদেশের পক্ষে ভোট চাইছেন। আহা! প্রকৃতপক্ষেই এ নির্বাচনে ঐক্যফ্রন্টের একমাত্র সম্বল জনগণের আবেগ। তা যাই হোক, আমরা একটু ভবিষ্যত কল্পনা করার চেষ্টা করি।
নির্বাচিত হওয়ার পরমূহুর্তেই লন্ডন থেকে একটি বিমান বাংলাদেশের দিকে রওনা হবে। খালেদা জিয়া মুক্তি পাবে। কিছুদিন পর জামাতকে বৈধভাবে রাজনীতি করার সুযোগ দিবে। আচ্ছা তাতে সমস্যা কি?

নাহ, সমস্যা নেই কোন। তবে এখানেই সমস্যা। ড. কামাল তার গুটি কয়েক আসন নিয়ে কি করবে তা বলতে পারছি না। তবে তিনি যে মূর্তির ন্যায় ভূমিকা পালন করবে তা গতকাল দেওয়া সাক্ষাতকার শুনলেই বোঝা যায়। কিন্তু দেশের তাতে কি?
আপনাকে ১০ বছর অন্ধকারে রাখা হয়েছে (স্বীকার্য)। এরপর হঠাৎ একদিন আপনাকে আলোর জগতে নিয়ে আসা হলে কি আপনি এই পরিবেশ স্বাভাবিক মনে করবেন? তখন সচরাচর উন্মত্ত ভাব চলে আসবে। বিএনপি-জামাত সমর্থকদেরও একই অবস্থা হবে। দেশে তারা একরকমের নৈরাজ্যের সৃষ্টি করবে। নিশ্চিত।

খালেদা জিয়ার ভূমিকা? ও বাবা! সেবার তার বাড়ির সামনে বালুর ট্রাক রাখাতেই যেরকম গোপালী আচরণ করেছিল, এবার না জানি কি হয়? এত মাস জেলে থাকার পর কি যে তিনি করবেন বোঝা মুশকিল।

তারেক রহমানের কথা তো আমরা জানিই। এ আর নতুন কি?

হ্যাঁ, আওয়ামী লীগ ভালো করেনি অনেক ক্ষেত্রেই। তবে বিএনপি থেকে তো ভালো করেছে। এটা আমরা মেনে নিতে পারিনি। আমরা উত্তরাধিকার সূত্রে অনেক সময়ই ভোট দিয়ে থাকি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব ফালতু চিন্তা। দেশের বেশির ভাগ মানুষ চেতনা ব্যবসা পছন্দ করে না...

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

প্রশ্নের কারখানা বলেছেন: -_- কি করার? ফালতু চিন্তাগুলো বাস্তব হতে কতক্ষণ?

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:

বিএনপি-জামাত কোনদিন বৈধভাবে জয়ী হবে না; এমন কি আওয়ামী লীগও এখন বৈধভাবে জয়ী হবে না; আওয়ামী লীগ ও বিএনপি, ২টি দলই জেনারেল জিয়ার অনুসারী; পার্থক্য হলো, আওয়ামী লীগে বেগম জিয়া ও তারেক নেই!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

প্রশ্নের কারখানা বলেছেন: সঠিক বলছেন

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

যোখার সারনায়েভ বলেছেন: পড়লাম ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সমস্যাটা হচ্ছে এদেশে আপনার মতো, অনেকেই পারিবারিকভাবে কোন দলের সমর্থক... এটা একটা দেশের জন্য ক্ষতিকর!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০

প্রশ্নের কারখানা বলেছেন: হ্যাঁ, সত্যি বটে। তবে আপনিই বলুন ৩০ তারিখের নির্বাচনের যোগ্য দল কোনটি?

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন:
এভাবে ভোট চুরি করে ক্ষমতায় গেলে রাজনীতিবিদরা বাংলা সিনেমার স্টাইলে গুণ্ডাপাণ্ডা পালবে। পুলিশ পালবে।
জনগণের চিন্তা কেউই করবে না।

দেশের উন্নয়নে, অরাজকতা বন্ধে বিরোধী দলের প্রয়োজন আছে। প্রয়োজন গনতন্ত্র চর্চার।
খালেদা তারেক নির্বাচনে নেই- ক্ষমতায় গেলে ৫ বছর থাকবে। এই ৫ বছর অন্যায় অরাজকতা করলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। এভাবে যাওয়া আসা চলতে থাকলে উন্নয়নও হবে। কারণ, তারা ক্ষমতায় যাওয়ার জন্য,নির্বাচনের আগে মানুষকে বলার জন্য হলেও কিছু উন্নয়ন করবে।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

প্রশ্নের কারখানা বলেছেন: সত্য বটে

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

হাফিজ বিন শামসী বলেছেন:
আপনার মত করে যদি সবাই চিন্তা করত তাহলে এদেশে আর নবজাতকের চেহারা দেখা যেত না।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

প্রশ্নের কারখানা বলেছেন: আর বিপরীত চিন্তা করলে নবজাতকের সাথে সাথে অর্ধেক মানুষের দেহও পাওয়া যেত না

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

পলাশবাবা বলেছেন: ভাই , আপনে কি স্বৈরাচারের দালালী করিচ্চেন ? :D

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

প্রশ্নের কারখানা বলেছেন: গণতান্ত্রিক দল বলতে এ নির্বাচনে কোন দলকে বোঝাচ্ছেন? যাদের দলের মধ্যেই কোন্দল?

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: যদি জঙ্গিবাদ-আগুন সন্ত্রাস না চান, যদি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ চান, জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

প্রশ্নের কারখানা বলেছেন: জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটি দেশের অস্তিত্বের জন্যই নির্বাচনে জনগণকে ভোট প্রদান করার সুযোগ প্রদান করা অপরিহার্য্য | আজ বিএনপি-জামাতকে ঠেকানোর জন্য যদি জনগণের ভোটাধিকারই কেড়ে নেয়া হয় তবে তা একদিন আওয়ামী লীগের গলার ফাঁস হয়েই দাঁড়াবে | বিএনপি জামাতের অস্তিত্ব একদিন হয়তো থাকবে না, তার মানে এই নয় আরো কোন শক্তি ভবিষ্যতে আওয়ামী লীগের বিরোধী হিসাবে দাঁড়িয়ে যাবে | তখন ওই শক্তি শুভ হোক বা অশুভ হোক ঠিকই ক্ষমতা কেড়ে নেয়ার সুযোগ পাবে আওয়ামীলীগের কাছ থেকে কারণ আওয়ামী লীগ ইতোমধ্যেই গণতন্ত্রকে হত্যা করে বৈধভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ বন্ধ করে ফেলেছে | ইতিহাস তাই বলে |

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

প্রশ্নের কারখানা বলেছেন: জ্বী, কথা সত্য। আর এটা হবে হয়তো। কিন্তু আমাদের আগামীকালের নির্বাচনকেও মনে রাখতে হবে। দেশে পরিবর্তন অবশ্যই দরকার। তাতে যদি নতুন কোন দলের আগমন প্রয়োজন তবে আগামী ৫ বছরে তাই হোক

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

কলাবাগান১ বলেছেন: অনলাইনে এরা যেভাবে সংগঠিত...তারা মাঠে তেমন নাই... এরা হল Noisy complainers
সাধারন জনগন জামাতি-বিনপি আমল ও দেখেছে আর হাসিনার আমল ও দেখেছে

এরা সারাদিন বলে দেশে কোন বাক স্বাধীনতা নাই আর সেটা বলে দেশের মাটিতে বসেই
আজ মিজানুর রহমান শেলী গল্প বলছেন যে ভারত থেকে শুকনা কুকুর এপারে আসছে খাওয়ার জন্য আর নাদুস নাদুস কুকুর এপার থেকে ওপারে যাচ্ছে বার্ক করার জন্য..কিন্তু উনি তো বার্ক করছেন এপারে বসেই ....উনাকে তো বার্ক করার জন্য ওপারে যেতে হচ্ছে না!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.