নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্র, তোর গোপন অশ্রু

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

চৈত্রের দুপুর জুড়ে বৃষ্টি হয়ে যাবে, কি তুমুল
ধুলিঝড়, ঘূর্ণিঝড়, অন্তর্বাস আকাশে উড়িয়ে..।

তারপর বৃষ্টি শেষ হয়ে গেলে, বসন্তের নীলাভ সন্ধ্যায়
অন্ধকারে হেঁটে যাবে একটি মানুষ
বিশাল মাঠের সিঁথিতে পা রেখে,
হঠাৎ সে স্বপ্নপ্রবন।

গমের শীষের সুড়সুড়ি, খালি পায়ে ঘাসের আত্মার স্পর্শবোধ
গত শতাব্দীর, মাথা সে বাড়িয়ে দেবে বাতাসের আবেগের কাছে,
তাহার উত্তপ্ত মাথা,
ধুইয়ে দেবে পরম যত্নের সঙ্গে নগ্ন হওয়া অবিশ্বাসী।

তখনই নিজেকে বুঝবো হয়তো সেই নির্দিষ্ট মানুষটি আমি।
যতটা দুরত্ব তোমরা ভাবতে পারো, ভাবো দূর, বহু দূর, তারও চেয়ে
তারও চেয়ে অন্তর্ভেদী দূরে যাবো,
সুপ্রাচীন, সুপুরুষ ভবঘুরে হয়ে,

সাথে থাকবে স্কুল পালানো মেয়েটি, বলবে
ছুঁয়ে দেখো,
আমিই প্রকৃতি।।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দূর্দান্ত!!!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯

ফেলুদার তোপসে বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর, অপরিসীম ভাল লাগা রেখে গেলাম।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০০

ফেলুদার তোপসে বলেছেন: ভালো লাগলো জেনে খুশি হলাম।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

রুদ্র জাহেদ বলেছেন: দুর্দান্ত কবিতা+++
শুভেচ্ছা জানবেন

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

ফেলুদার তোপসে বলেছেন: ধন্যবাদ। ;)

৪| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: ধুলিঝড়, ঘূর্ণিঝড়, অন্তর্বাস আকাশে উড়িয়ে.. - বাহ, বেশ বলেছেন।
সাথে থাকবে স্কুল পালানো মেয়েটি, বলবে
ছুঁয়ে দেখো,
আমিই প্রকৃতি।
- চমৎকার!

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

ফেলুদার তোপসে বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম, অনেক অনেক ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.