নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি আসলে কোনো ঘটনাই নয়

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

বৃষ্টি আসলে কোনো ঘটনাই নয়,
ঘটনা যা তা হলো
লাল ধূলোর পথে সাইকেল চালিয়ে যেতে গিয়ে
এক কিশোরী ভিজে গেলো
বর্ষার আমূল জলধারায়।

তবুও ঝমঝমিয়ে বৃষ্টি আসার ঘটনাটাই
প্রচারিত হয়েছিল জনে জনে।

কিশোরীর ভিজে যাওয়া রটেনি কি?

রটেছিলো, তবে খুবই গোপনে,
আসলে যার জন্য ভেজা,
সেই কিশোর আসেনি কখনই,
তাই বৃষ্টি এলো ঝমঝমিয়ে।

আসলে বৃষ্টি কোনো ঘটনাই নয়।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগা রইল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

ফেলুদার তোপসে বলেছেন: অনেক ধন্যবাদ ভালোলাগার জন্য।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.