নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

তোমাদের ছাদ আজ আর আমায় ডাকেনা

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

পুতুলদিদিদের ছাদ আজ আর আমাকে ডাকেনা,
অথচ ওখানে রোজ থম মেরে বসে থাকতো চৈত্রের বিকেল,
যতীনের স্কুলভ্যান, সাদা-নীল ইউনিফর্ম, চারগুছি বিনুনী,
ভয় ভয় টানা চোখ, কপালের চারপাশে বিন্দু বিন্দু ঘাম।

কাজ নেই তবু বাইসাইকেলে চেপে
পঞ্চার দোকান থেকে ইউটার্ন দিয়ে ক্রিং ক্রিং বেল দিই,
বিকেল চারটে তবু গনগনে রোদ মুখে ঝলসানি মারে ।

বাঁ হাতে বুকের সাথে বই গুলো চেপে ডান হাতে
রোদ্দুর আড়াল করে হেঁটে যায়, মুখ নিচু, আড় চোখে দেখি
হাঁটুর উপরে থেমে আছে সাদা স্কার্ট, নীলের বর্ডার,
সাদা স্কেডস, হাফ মোজা,
মাঝখানে থেমে আছে চৈত্রের বিকেল।

কতদিন আগেকার ছাতামাথা রিল ছেঁড়া ছবি, আগাপাশতলা নেই,
থেকে থেকে ভেংচি কেটে যায়।

পুতুলদিদিদের ছাদে এক্কা-দোক্কা খেলা টেলা আর হয় না,
বাড়িটাই আছে কিনা কে বা জানে?

হলুদ স্কুল ভ্যান, নীল-সাদা ইউনিফর্ম
থেকে থেকে ভেসে ওঠে ডেস্কটপ ওয়ালপেপারে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর , ভাল লাগল :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৩

ফেলুদার তোপসে বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর
+++

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

ফেলুদার তোপসে বলেছেন: আপনাদের মন্তব্যে সত্যিই খুব অনুপ্রানিত হই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.