নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

পাতাঝরার মরসুমে

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

তুই তো আসবো বলেও আর এলি না,
হয়তো বা ইচ্ছেই নেই আসার;

আমি এখনও একই ভাবে দাঁড়িয়ে আছি
ঝরে পড়া বিকেলে
তোর বলে দেওয়া সেই গাছটার নীচে।

ট্রাফিকের ভীড় পেরিয়ে গেলেই
হয়তো দেখতে পেতাম তোকে
জেব্রা ক্রসিং এর ঠিক উল্টোদিকে,
একই প্রতিশ্রুতিতে বদ্ধ হচ্ছিস তুই,
অন্য কারুর সাথে।

হয়তো আমার মনের ভুল সবই,
তবু আজও সেটা ভাঙ্গতে এলি না।

আজ বুঝেছি,
আমার সাথে এই নেড়া গাছটার
তফাৎ নেই কোনো।

সূর্য্য ওঠে, সূর্য্য ডোবে
গাছ একাই দাঁড়িয়ে থাকে,
তবু সে জানে
ফুরোবে এই পাতাঝরার দিন।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৫

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগা রইল

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

ফেলুদার তোপসে বলেছেন: ধন্যবাদ ভাললাগার জন্য।

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৮

হাসান মাহবুব বলেছেন: বৃক্ষ জীবনে বসন্ত আসুক। শুভকামনা।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.