নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

দেখে যা আমি কেমন আছি

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

দেখে যা
আমি কেমন আছি ।

ইট,কাঠ ,পাথরের শহরে
মিথ্যা আর অন্ধকারে মিলে মিশে আছি ।

তুই দেখে যা আমি কেমন আছি
তুই তো পুড়ে গেছিস কবে
তুই তো ছেড়ে গেছিস কবে
তোর রেলে কাটা শরীরটা
আজও আমার চোখে ভাসে।

যদি তোর মৃত শবটা
সতীর মতো টুকরো করে শহরে ছেটাতে পারতাম
তবে বলতাম আমি ভালো আছি।
যদি তোর হারানো ভালোবাসার কথা
চিৎকার করে সবাইকে বলতে পারতাম
তবে বলতাম আমি ভালো আছি।

আমি ভালো নেইরে ;

এই মৃত শহরে আজও রৌদ্র ওঠে
আমার হৃদয় পোড়ে সেই রোদ্দুরে,
আমি সন্ধ্যার মালতীর গন্ধে
তোর শরীরের গন্ধ পাই আজও।

তোর মুখের হাসিতে
আজও আমার চোখ আগুনে পোড়ে।
তোকে আমি বলতে পারি না স্বপ্নে
আমি ভালো নেই ...

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩২

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা
+++

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

ফেলুদার তোপসে বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৯

নীলপরি বলেছেন: বাহ, বাহ। খুব ভালো লাগলো ।
শুভসকাল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

ফেলুদার তোপসে বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.