নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

দু\'টুকরো প্রেম

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

১।
হঠাৎ দমকা হাওয়া,
বুঝতে না বুঝতেই ভিজে গেল পর্দা, ফুলদানির ফুল -
কই, তুমিতো কখনো আমাকে ভেজাতে
হঠাৎ চমকে দাওনা,
আমি কিন্তু অপেক্ষা করি।।

২।
খয়েরী নেলপালিশ, সাদাজুতো, তুই রাস্তায় একা-
আর কুয়াশা,
কুয়াশার সাদায় তোর বুক পর্য্যন্ত ঢাকা,
তারপর ক্রমশ স্বচ্ছ,
স্বচ্ছ তোর চোখের দৃষ্টি।

ধুলোর উপর শিউলি ফুল,
তুই হাঁটু ভাঁজ করে বসিস,
রাস্তায় পড়ে তোর সালোয়ার,
ওড়নায় ধুলো লাগে, ফুল নিয়ে তুই হেঁটে যাস;

কুয়াশা ভেদ করে শিউলির গন্ধ আসে তোর নাকে,
খুব ভালো লাগে,
আমায় দিবি বলে?

এখনও দিসনি লজ্জায়
বোকা বলবো বলে।

ধুর বোকা,
চল,
একটু না হয় বোকাই হবি,
ফুল কুড়োবি , আমায় দিবি।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা বেশ ভালো লেগেছে

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

ফেলুদার তোপসে বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলাম।

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

ফেলুদার তোপসে বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.