নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

বিকেলের কাছে জমা কান্নাগুলো

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৮

বুঝলাম হারিয়ে যাওয়া কোন কিছুই ফিরে আসে
না
শরীরের নিঃশ্বাসের মতো হারিয়ে যায়
চিরতরে।

আজ আমার কোন কিছুর জন্য অপেক্ষা নেই, সবই
সয়,
উচ্ছাসে ভরা প্রানোজ্জল তোমার লেখাগুলোর
জন্যেও নয় ।

কে জানে বিকেলের কাছে ঝলসে যাওয়া
দুপুরের কান্না
তোমার ছোঁয়ায় কাগুজে নৌকায় ভেসে আসবে
কিনা আমার কাছে ...

আজকাল শব্দের আকাশেও সূর্য অস্ত যায় -
মাঝে মাঝে রাত বাড়লে চিন্তাগুলো আটকে
থাকে
দুটো দাঁড়ির মাঝে, হয়তো শব্দ খুঁজে বেড়ায়
ভাবাবেগে ।

চোখের সামনে দোল খেতে খেতে চলে যায়
বর্ণমালা
মগজে কারফিউ, বাউলের একতাড়ায় কেবল
দেঁহাতি সুর,
আঙ্গুলের মেরদন্ডে উতরে যায় মহাকালের
পথচলা।

প্রেমের কবিতা সেখানে কোমরের ডেনিম
থেকে অনেক দুর।
বিকেলের সূর্যরেখার বেস্ট স্ট্রোকগুলো
যেখানে
বনের ফাঁকে ফাঁকে হামাগুড়ি দিয়ে নেমে
এসেছে,
কিম্বা মোটা গাছের গুঁড়িতে আলপিন দিয়ে
লেখাটা
যেখানে এখনো "তোমারে বেসেছি ভালো“
বলছে,
কিচিমিচি শব্দে যেখানে পাখিরা গাইতে
চাইছে
ভালোবাসার গান, মনের আলেয়ার আলোতে
বরং সেখানেই না হয় বেঁধে নিস নিজেকে,
জুতোর ফিতেবাঁধা রোদচশমার স্মৃতিতে ...
আমি না হয় ততদিন ভালোবাসার সেলাইমেশিনে
বুনে যাবো
বন্ধুত্বের নকশিকাঁথা, এফোঁড়-ওফোঁড় করে
ফুটিয়ে তুলবো
সৃষ্টি-অবসাদ-মৃত্যু আর নিঃসঙ্গতা,
ঢেকে ফেলবো প্রথম প্রেমের লাশটা
আমার কবিতা তোমাকে দিয়ে ...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক খুশি হলাম আপনার মন্তব্যে।
মাঝে মাঝে এই ব্লগে একটু ঘুরে যান, অনুপ্রানিত হই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.