নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

মনকথা

০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

আলো পড়িল,
খাতার অন্ধকার উড়িয়া গিয়া বসিল
মনের ভিতর। মন কিছুই বলিল না।
মন চিরকাল ঠিক
এরূপ নিশ্চুপ।

আমাদের ভাঙাচোরা বাড়িটার বারান্দার মতো। শীত আসে,
গ্রীষ্ম আসে, বর্ষা, শরৎ- কুকুর-বিড়াল
কাক, উঞ্ছজীবী, খড়কুটো, রোদ বৃষ্টি ইত্যাদি....

প্রপাটি ফিলিংস নাই, বৃদ্ধা মায়ের,
হহুস হাস কিছুটি মুখে নাই খেদাইবার বাণী।
মাঝে মাঝে গিয়া দেখি
ঘুমন্ত তাহার পিঠে পিপীলিকা বিছা সাপ
ঘুরিয়া বেড়ায়।

আলো পড়িল।
খাতার পাতায় লিখিব আজ সে খাতা।
সে কোন বিকেল, মায়ের চোখের জল
খুঁটিতেছে দেখি এক কাদাখোঁচা পাখি!

সে এক বিকেল,
কে তুমি বলিয়াছিলে
এখনও বাঁচিয়া আছে মনের সবুজ!

অপূর্ব এ মন
মরিবার আগে যেন উড়াইয়া মরি!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ :D কিন্তু বাড়ি কি ইণ্ডিয়ায়?

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

ফেলুদার তোপসে বলেছেন: কোলকাতা, সল্টলেক।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: তাই ভাবছিলাম

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

ফেলুদার তোপসে বলেছেন: :)

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ভালোই হয়েছে।


এপারওপার দুই বাংলার মেলবন্ধন।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

ফেলুদার তোপসে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
দুই বাংলার মেলবন্ধন ভালই বলেছেন, কিন্তু অবুঝ মানুষেরা যে উল্টো বোঝে সবসময়।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: এটা বেশ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

ফেলুদার তোপসে বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.